07/03/2022
"প্রিয় সাকিব আল হাসান.... 🖤
একাটই পৃথিবী, একটাই বাংলাদেশ আর আমাদের একটাই সাকিব।
যদি আমাকে প্রশ্ন করা হয় ক্রিকেট বিশ্বে সবচেয়ে সমালোচিত ব্যক্তি কে?- তাহলে আমি সাকিব আল হাসানের নামটা সবার ওপরে সারিতে রাখবো। তার ক্যারিয়ারে কখনো তিনি খারাপ খেলা নিয়ে বেশি সমলোচনার শিকার হয়নি, হয়েছে তার ব্যক্তিগত কিছু কারনে,হয়েছে আইপিএল প্রসঙ্গে, হয়েছে টেস্ট খেলার ব্যাপারে। কই তামিম তো টি-টোয়েন্টি খেলতে চায় না, তাহলে তাকে নিয়ে তো এতো সমলোচনা হয় নাই। সাকিব কে নিয়ে কেনো এতো সমলোচনা?
কথায় আছে যে ডালে ফল বেশি সে ডালে ঢিল টা একটু বেশিই পরে।
সাকিব গতকালের সাক্ষাৎকারে বলেছেন তিনি গাড়ির ড্রাইভার হয়ে খেলতে চান, পেসেন্জার হয়ে না। কারন আফগানিস্তান সিরিজে সে পেসেন্জার হয়ে খেলেছে সে নিজেই বলেছে। আসলেই তো সাকিবের কাছ থেকে আমরা এরকম পারফরম্যান্স কখনো আশা করি, না কখনোই না এরকম পারফরম্যান্স আশা করি না। সে সাকিব আল হাসান তার এরকম পারফরম্যান্স তার নামের সাথে যায় না।
আমরা চাই সাকিব টেস্ট খেলুক, কারন সর্বকালের সেরার সারিতে থাকতে হলে তাকে অবশ্যই টেস্ট খেলতে হবে।আর আমরা সাকিবিয়ানরাও চাই সর্বকালের সেরার ওপরের সারিতে সাকিব আল হাসানের নামটা যেনো থাকে।
বিগত ১৫ বছর যাবৎ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে মিঃবাংলাদেশ, তার ক্লান্ত লাগতেই পারে সে মূলত পেসেন্জার হিসেবে খেলতে চায় না তাই দক্ষিন আফ্রিকার বিপক্ষে টেস্ট থেকে ছুটি চেয়েছে বিশ্বসেরা।
ছোট বেলায় একটা ভাবসম্প্রসারণ পড়তাম “বিশ্রাম কাজের অংশ একসাথে গাঁথা, নয়নের অংশ যেমন নয়নের পাতা।”
বাংলাদেশকে আরো ভালোভাবে সার্ভিস দিতে আপনারও একটা ব্রেক দরকার।
শুভ কামনা রইলো বিশ্বসেরা, শুভকামনা রইলো মিঃ বাংলাদশে 🇧🇩🖤