Award of Honesty

Award of Honesty The main aim of my page is to inspire people. I want the people of the world to be well.

05/08/2023

কোথায় মানুষের বিবেক...........

02/01/2023

জাহিদ হাসান শুভকে জনগন কি বলছে ?

30/12/2022

,,,,,আকাশ,,,,

এই বিশাল আকাশের নিচে কত উৎফুল্ল প্রান ঘুরে বেড়ায়।

আবার এই আকাশের নিচেই কত জীবিত প্রান মৃত হয়ে ঘুরে বেড়ায়।

তবে দিন শেষে কিছু মানুষ ঘরে ফিরলেও,

কিন্তু,,,,,,,,,,,,,,,,,,

আর কিছু মানুষ পাপের দুনিয়াতে হারিয়ে যায়।

Shakil Ahmed Prince

30/12/2022

,,,,,,,পাপ,,,,,,,,,

এমন ভাবে পাপের ভেতর আটকে যায় মানুষ চাইলেও বের হতে পারেনা।

নিজেকে মনে হয় সেই রাজ্যের আমিও একজন পাপী।

পাপ এমন ভাবে গ্রাস করছে নিজেকে , যেন পাপ দূর থেকে হাতছানি দিয়ে ডাকে আয় আয় আমার কাছে।

পাপ বলে, আমি তোর জন্য প্রতিনিয়ত অপেক্ষার প্রহর গুনে থাকি, পাপ ছাড়া যে তুই অপরিপূর্ণ ।

আর,,,,,

সেই পাপ মানুষকে হাজার ভিড়ের ভেতর থেকে ঠিকই খুজে বের করে নেয়, আর মানুষ ঠিকি সেই পাপের কাছে প্রতিনিয়ত ধরা দিয়ে যায়।

আর সেই পাপই একদিন মানুষকে শুন্য খোলসে রুপ দেয়,

আর তখনি পাপের সমাপ্তি ঘটে।

26/12/2022

,,,,,,,,,,স্মৃতি,,,,,,,

স্মৃতি থেকেই আসে দু:খ কষ্ট, ভালোবাসা মোহ, শক্তি আর আগুন....

এক ধরনের স্মৃতি আছে যেটা মানুষকে ভেতর থেকে এক ধরনের আলোর শক্তি জাগ্রত করে সাফল্যের চূড়ায় পৌঁছাতে।

আবার.......

আরেক ধরনের কিছু স্মৃতি আছে যেটা মানুষকে দু:খ কষ্ট থেকে অন্ধকারের অতল গহ্বরের চূড়ায় পৌঁছে দেয়।

আবার........

ভালোবাসা এবং মোহ এর উত্থান ঘটে।

স্মৃতি গুলোকে যে, যেভাবে পারে রূপ দেয়
আলোয়,
অন্ধকারে,
ভালোবাসা ও মোহে,
শক্তিতে,
আগুনে।

তবে বেশির ভাগ মানুষ অন্ধকার পথটাই বেশি বেছে নেয়,
কারণ সে স্মৃতি গুলোকে অন্ধকারের অতল গহব্বরের ভেতর হারিয়ে দিতে চায়, ভালো থাকার আশায়।

অনেকে আবার সেই স্মৃতির আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আর সেই ছাই গুলো এক সময় মাটির সাথে মিশে একাকার হয়ে যায় এবং সব স্মৃতির মৃত্যু ঘটে।
আর এটাই হলো সেই মৃত্যুর মাহিন্দ্রখন।
Shakil Ahmed Prince

26/12/2022

Rock Music

26/12/2022

Environment

26/12/2022

Music

25/12/2022

Welcome my page

Address

Naldanga
Natore
6403

Alerts

Be the first to know and let us send you an email when Award of Honesty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Award of Honesty:

Videos

Share

Category