06/12/2023
আসলে দিন শেষে এইটা সত্যি যে, এইসব ফুড আপা, অসহায় ভাইয়া ও তথাকথিত আরজে তারা নিজেদের মধ্যে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার উদ্দ্যেশ্যে আমাদের ইমোশন ব্যবহার করে।
তাদের এইসব ফাউ কাহিনী দিয়ে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের পয়সা কামানোর ধান্ধা। আগে যেখানে ফুড আপা একটা প্রমোশন ভিডিও করার জন্য সাত হাজার নিতো সেইখানে এখন ত্রিশ/চল্লিশ হাজার ছাড়া কোনো কথা নাই কারণ এখন যে তার পেজের রিচ ও ভিউ অনেক বেশী।
পারিবারিক কোনো সমস্যা সমাধান করার দরকার হলে পরিবার ও সমাজের মানুষ আছে অথবা দেশে আইন আদালত আছে কিন্তু একজন আরজের কাছে এইসব বলে তারা কি প্রমাণ করতে চায়??
হয়তো আশে পাশে একটু খোঁজ খবর নিলে দেখা যাবে এইরকম ডিভোর্স ও বহুবিবাহের কাহিনী অহরহ কিন্তু সবাই এখন ঐ আপা আর ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ।
তাই বলছিলাম কি এইসব বালকাহিনীর পিছনে নিজের মূল্যবান সময় দেওয়া বন্ধ করেন। যাকে ভালো লাগবেনা তাকে পরিহার করুন কিন্তু তার ব্যক্তিজীবন নিয়ে বেশীঘাটাঘাটি করবেন না কেননা কারোও অতীত সুখকর নয়। লাল কলমের কালি সবারই কম বেশী আছে। যাদের নেই তারাই মহামানব ও কিংবদন্তি।
আরজে কিবরিয়ার কথা আর কি বলবো, একটা সময় 'যাহা বলিব সত্য বলিব' আর 'জীবনের গল্প' শুনে অনেক ছেলে কপালে হাত মারতো :-)