AFRA 2.0

AFRA 2.0 ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আমার পেইজে আপনাকে স্বাগতম।

15/12/2024

গরুর গোশতের মত সুস্বাদু খাবার, পৃথিবীতে আর কিছুই নেই। ❤️

01/12/2024

বিয়ে হচ্ছে একমাত্র বন যেখানে সুন্দরী হরিণী হিংস্র বাঘ শিকার করে

01/12/2024

উমর রা. বলেন, মানুষ কী পরিমাণ দুনিয়া অর্জন করেছে! অথচ রাসূল সা. কে আমি দেখেছি যে, তিনি ক্ষুধার তাড়নায় সারাদিন অস্থির থাকতেন। ক্ষুধা নিবারণের জন্য নিম্নমানের খেজুরও তিনি পেতেন না, যার মাধ্যমে পেট পূর্ণ করবেন। (মুসলিম: ২৯৭৮)।

29/11/2024

আমরা সুদিনের জন্য যে দিনগুলি ফেলে আসছি, আসলে সেগুলোই সুদিন ছিলো। ❤️

29/11/2024

মানুষ মূলত একা।

29/11/2024

নিজের ক্ষ'তি নিজেই করে হাসি, ওরা আমাকে ধ্বং'সের ভয় দেখায়!😅💔

28/11/2024

নিজের মায়ের শিক্ষা, আরেক মা কে ভালো রাখে। ❤️

28/11/2024

দায়িত্ব ঘাড়ে চাপলে, শখ ব্যাপারটা এমনিতেই মন থেকে উঠে যায়!'🙂🥺

28/11/2024

অতিথি পাখি এসে জানান দেয় শীত এসে গেছে। ❤️

27/11/2024

দামী হতে হবে না, আমার কম্ফোর্টেবল হইলেই চলবে! সেটা জিনিস হোক বা মানুষ। 🖤🌸

27/11/2024

দায়িত্বের কাছে বয়স একটা সংখ্যা মাত্র।

গাছ থেকে রস বের করা, কৃষকের ধান বাড়িতে নেওয়া দৃশ্য।
23/11/2024

গাছ থেকে রস বের করা, কৃষকের ধান বাড়িতে নেওয়া দৃশ্য।

এই জাতিকে কেউ দাবায়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। ছবিটি ভালোভাবে খেয়াল করুন।
22/11/2024

এই জাতিকে কেউ দাবায়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। ছবিটি ভালোভাবে খেয়াল করুন।

20/11/2024

لاَ اِلَهَ اِلاَّ اللّٰهُ مُحَمَّدُ رَّسُوْ لُ اللَّٰهِ (ﷺ)

08/11/2024

জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন।

30/10/2024

একটি ভুল কাজ : কুরআন তিলাওয়াত চালু করে অন্য কাজ করা

অনেক মানুষকে দেখা যায় ক্যাসেট বা কম্পিউটারে কুরআন তিলাওয়াত চালু করে অন্য কাজ করতে থাকে। তিলাওয়াত একেবারেই শুনছে না বা কাজের কারণে তিলাওয়াতের প্রতি মনোযোগ দিতে পারছে না। বা একটা কিছু শুনতে শুনতে কাজ করার অভ্যাস তাই তিলাওয়াত ছেড়ে রেখেছে। শোনা উদ্দেশ্য নয়। এ কাজটি ঠিক নয়। কুরআন তিলাওয়াত শোনা একটি স্বতন্ত্র আমল। আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, (অর্থ) যখন কুরআন তিলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ কর এবং চুপ থাক। যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় (সূরা আরাফ, ২০৪) কিন্তু তিলাওয়াত ছেড়ে তা না শোনা এবং অন্য কাজে লিপ্ত থাকা কুরআনের এই হুকুমের খেলাফ।

30/10/2024

ওই যে, একদিন বাড়ি ছাড়লাম!
তারপর, আর ওরকমভাবে বাড়ি ফেরা হয় নি। 🤍

Address

Narsingdi
1651

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFRA 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share