মা বীণাপাণি সংবাদ Ma Binapani News

মা বীণাপাণি সংবাদ Ma Binapani News আমরা সাধারণ, আমরা চাই আমাদের সমাজকে সু

আজ মহা প্রসাদ বিতরণের পূর্বে মা বীণাপাণি আঙ্গিনাজয় মা গীতা জয় মা বীণাপাণি
20/11/2023

আজ মহা প্রসাদ বিতরণের পূর্বে মা বীণাপাণি আঙ্গিনা
জয় মা গীতা জয় মা বীণাপাণি

19/11/2023

আগামীকাল সোমবার মা বীণাপাণি শ্রীমদ্ভগবদ্ গীতা বিদ্যাপীঠ গীতা স্কুল প্রাঙ্গণে কার্তিক মাস নামকীর্তন সমাপনের মহা উৎসব।
জয় মা গীতা জয় মা বীণাপাণি

🥀🥀হরে কৃষ্ণ গৌর নিতাই হরিবোল কৃষ্ণময় শুভ সন্ধ্যায় আপনারা সবাই কেমন আছেন,আশা করি গোবিন্দের কৃপায় সবাই ভালো আছেন। গোবিন্...
18/11/2023

🥀🥀হরে কৃষ্ণ গৌর নিতাই হরিবোল কৃষ্ণময় শুভ সন্ধ্যায় আপনারা সবাই কেমন আছেন,আশা করি গোবিন্দের কৃপায় সবাই ভালো আছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করি সবাই সুন্দর এবং ভালো থাকবেন।

🌼🙏 যদি পারেন একটু সময় বের করে আমার প্রাণ গোবিন্দর নাম স্মরণ করে যাবেন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে,
🌷 সবাইকে শুভ সন্ধ্যায়🌷
🙏🙏🙏🙏
#মা_বীণাপাণি_সংবাদ

17/11/2023

শুভ কার্তিক পুজো ২০২৩

16/11/2023

যখন মন হবে শুচি,💜🌺তখন ধর্মে হবে রুচি🌼যখন মনে মন্দির গড়বে,🤷‍♂️তখন ঈশ্বরের প্রেমে পরবে❣️
🙏হরে কৃষ্ণ 🙏

14/11/2023

#ভাইফোঁটা
২০২৩ সালে, ভাইফোঁটা অর্থাৎ দ্বিতীয়া তিথি ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩৬ মিনিট থেকে শুরু হবে এবং ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত চলবে। ২ দিন ধরে ভাইফোঁটা উৎসব পালনের তিথি রয়েছে। অর্থাৎ এই বছরের ১৪ ও ১৫ নভেম্বর ২ দিনই ভাইফোঁটা দেওয়া যাবে।
#মা_বীণাপাণি_সংবাদ

14/11/2023

শ্রীশ্রী কালী পূজা ২০২৩ দু্র্গা বাড়ি, নরসিংদী।

🕉️⚜️আজ অন্নকূট উৎসব।  সকলকে অন্নকূট উৎসবের কৃষ্ণময় শুভেচ্ছা।⚜️🕉️🕉️অন্নকূট উৎসব কী?🕉️-------------------------অন্ন অর্থ ভ...
14/11/2023

🕉️⚜️আজ অন্নকূট উৎসব। সকলকে অন্নকূট উৎসবের কৃষ্ণময় শুভেচ্ছা।⚜️🕉️
🕉️অন্নকূট উৎসব কী?🕉️
-------------------------
অন্ন অর্থ ভাত আর কূট অর্থ পাহাড়। অন্নকূট অর্থ: অন্ন বা ভাতের পাহাড়।

🎄দ্বাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধরাধামে অবতীর্ণ হন। তৎকালীন সময়ে ইন্দ্রদেবের পূজার প্রচলন ছিল। কিন্তু এ সম্পর্কে কোন শাস্ত্রীয় বিধান ছিল না। ভগবান গোপাল প্রশ্ন করেন যে এই ইন্দ্র পূজার শাস্ত্রীয় ব্যাখ্যা কী? তখন কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারিনি। তখন ভগবান সকলকে গিরি গোবর্ধনের পূজা করতে বললেন। ওখানকার খাদ্য, কৃষি থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গোবর্ধন পর্বত। তাই ভগবান গিরি গোবর্ধনের আরাধনা করার জন্য বললেন। তখন এলাকাবাসী গোবর্ধন পর্বতের জন্য বিভিন্ন প্রকার ভোগ রান্না করে নিয়ে আসলেন। ভোগে অন্নের পরিমাণ এত বেশি ছিল যে সেই অন্ন পাহাড়ের মত দেখতে হয়ে যায়। তাই এটাকে অন্নকূট বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই থেকে অন্নকূট উৎসবের প্রচলন শুরু হয়।

🎋অন্নকূট উৎসবে উপবাসের বিধান নেই। তবে দুপুরবেলা ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ পাওয়া যাবে।🎋

🕉️হরে কৃষ্ণ।🕉️
#মা_বীণাপাণি_সংবাদ

Om Shanti Flag of Ma Binapani
13/11/2023

Om Shanti Flag of Ma Binapani

আলোর স্পর্শে  জীবনেরসমস্ত অন্ধকার কেটে যাক,নতুন সূর্য উদয় হোক জীবনকেকানায় কানায় ভরিয়ে দিতে,আলোর রোশনাই  জীবনেরসমস্ত ...
12/11/2023

আলোর স্পর্শে জীবনের
সমস্ত অন্ধকার কেটে যাক,
নতুন সূর্য উদয় হোক জীবনকে
কানায় কানায় ভরিয়ে দিতে,
আলোর রোশনাই জীবনের
সমস্ত গ্লানি মুছে যাক,

সবাইকে দীপাবলির শুভেচ্ছা
🎆🎇🪔শুভ দীপাবলি 🪔🎇🎆
#মা_বীণাপাণি_সংবাদ

শুভ দীপাবলি ও শ্রী শ্রী  কালীপূজা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম। #মা_বীণাপাণি_সংবাদ
12/11/2023

শুভ দীপাবলি ও শ্রী শ্রী কালীপূজা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম।
#মা_বীণাপাণি_সংবাদ

10/11/2023

ধনতেরাস বা ধনত্রোয়দশী হলো ভারতের অধিকাংশ স্থানে উদযাপিত দীপাবলি উৎসবের প্রথম দিন ।এ দিনটি হিন্দু পঞ্জিকা মাসের আশ্বিন ও কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ।ধনন্বন্তরী কে ধনতেরাস উপলক্ষেও পূজা করা হয় ।তাকে আয়ুর্বেদ দেবতা হিসাবে বিবেচিত হয় ।

আসলে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দীপাবলি বা ধনতেরাস এর দিন যার ঘরে ১৩ টি প্রদীপ দিয়ে আলো জ্বালানো থাকে তার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সারা বছর বজায় থাকে ।৩/৮ ধনতেরাস কে ধনত্রোয়দশী ও বলা হয় । পাঁচদিন ধরে চলা দীপাবলি উৎসবের প্রথম দিনকে ধনতেরাস বলা হয় ।দীপাবলিতে নিয়ম অনুসারে মোট ১৩ কি প্রদীপ জ্বালানো হয় ।
#মা_বীণাপাণি_সংবাদ

বাড়ির ছাদে টবে লাগানো রাধাচূড়া 💕কাটোয়া 💚 পূর্ব বর্ধমান। #মা_বীণাপাণি_সংবাদ
10/11/2023

বাড়ির ছাদে টবে লাগানো রাধাচূড়া 💕
কাটোয়া 💚 পূর্ব বর্ধমান।
#মা_বীণাপাণি_সংবাদ

২০২৩ সালের রাখের উপবাসের তালিকা:- ১।  ৪ নভেম্বর, ২০২৩, শনিবার..২।  ৭ নভেম্বর, ২০২৩, মঙ্গলবার..৩।  ১১ নভেম্বর, ২০২৩, শনিব...
09/11/2023

২০২৩ সালের রাখের উপবাসের তালিকা:-
১। ৪ নভেম্বর, ২০২৩, শনিবার..
২। ৭ নভেম্বর, ২০২৩, মঙ্গলবার..
৩। ১১ নভেম্বর, ২০২৩, শনিবার..
৪। ১৪ নভেম্বর, ২০২৩, মঙ্গলবার..

এই তারিখ অনুযায়ী "বারদী লোকনাথ বাবার আশ্রমে" এসে আপনি রাখের উপবাসের প্রদীপ প্রজ্বলন করতে পারবেন 📍

জয় বাবা লোকনাথ 🙏💜
#মা_বীণাপাণি_সংবাদ

অগ্রিম শুভ ভাই ফোঁটা
09/11/2023

অগ্রিম শুভ ভাই ফোঁটা

একদম জোরে জোরে বাজি বা শব্দ বাজি ফাটাবে না কিন্তু হ্যাঁ? আস্তে আস্তে ভালো বাজি ফাটিও তাহলে আমাদের কষ্টও হয়না আর শব্দদূষ...
09/11/2023

একদম জোরে জোরে বাজি বা শব্দ বাজি ফাটাবে না কিন্তু হ্যাঁ? আস্তে আস্তে ভালো বাজি ফাটিও তাহলে আমাদের কষ্টও হয়না আর শব্দদূষণও হবে না বাপু! আমি জানি তোমরা সবাই ভীষণ ভালো, আমাদের খুব ভালোবাসো তাও যারা এত্তু কম ভালো তাদের জন্য বললাম গো! হ্যাঁ আমি আবার কোনো বাজিতেই ভয় পাই না সেটা আলাদা ব্যাপার বাপু কারণ ছুটি বড্ড সাহসী তোমরা তো জানোই! হি হি 😁
#মা_বীণাপাণি_সংবাদ

সত্য তে / ছিলে হরিত্রেতা তে / শ্রী রামদ্বাপর এ তে / হয়ে ছিলে নবঘণ শ্যাম কলি তে আসিয়া  গৌরাঙ্গ সাজিয়া ঘরে ঘরে দিচ্ছ হরি ন...
08/11/2023

সত্য তে / ছিলে হরি
ত্রেতা তে / শ্রী রাম
দ্বাপর এ তে / হয়ে ছিলে নবঘণ শ্যাম
কলি তে আসিয়া গৌরাঙ্গ সাজিয়া ঘরে ঘরে দিচ্ছ হরি নাম।তুমি ত ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ চৈতণ্য নাম।।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
#মা_বীণাপাণি_সংবাদ

শোক বার্তা----------------------ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু! জেলার সাবেক পুলিশ সুপার  শ্রী প্রলয় কুমার জোয়ার্দার এসপি,...
07/11/2023

শোক বার্তা
----------------------
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু!
জেলার সাবেক পুলিশ সুপার
শ্রী প্রলয় কুমার জোয়ার্দার এসপি, যশোর এর সহধর্মিনী শ্রীমতি বিপ্লবী রাণী বিশ্বাস অতিরিক্ত পরিচালক, এনএসআই গতকাল ৫/১১/২০২৩ তারিখ দিবাগত রাত ১.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে উনি দুই ছেলে রেখে গেছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পেয়েছি।

আমরা নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ
বিপ্লবী রানী বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
#মা_বীণাপাণি_সংবাদ

নামের আগে শ্রী / শ্রীমতি লিখতে পারবেন না। ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র/ ছাত্রীদের রেজিষ্ট্রেশন করতে এমন নির্দেশনা জারী করেছে শিক্ষ...
06/11/2023

নামের আগে শ্রী / শ্রীমতি লিখতে পারবেন না। ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র/ ছাত্রীদের রেজিষ্ট্রেশন করতে এমন নির্দেশনা জারী করেছে শিক্ষা বোর্ড। কিন্তু "মোঃ" বা "MD, লিখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। ধিক্কার জানান এবং রুখে দাঁড়ান এই সাম্প্রদায়িক ঢাকা শিক্ষা বোর্ডের বিরুদ্ধে।

অবিলম্বে রেজিস্ট্রেশনে হিন্দু ছাত্র-ছাত্রীদের শ্রী এবং শ্রীমতি ব্যবহারের নির্দেশনা না দিলে, সারা বাংলাদেশে এই সাম্প্রদায়িক সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে হিন্দু ছাত্র মহাজোট ✊✊✊ এমনটা বলেছেন তারা।

আমি মনে করি, এই সাম্প্রদায়িক সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও প্রতিবাদ করা এ দেশের প্রতিটা সনাতনী ছাত্র-ছাত্রী দের দায়িত্ব ও কর্তব্য।

বাংলাদেশে গত কয়েক দশকে বহুবার হামলা বা আক্রমণের শিকার হয়েছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা।সূত্রঃBBC News #মা_বীণাপাণি_...
05/11/2023

বাংলাদেশে গত কয়েক দশকে বহুবার হামলা বা আক্রমণের শিকার হয়েছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা।
সূত্রঃBBC News
#মা_বীণাপাণি_সংবাদ

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স দিয়ে সেজে উঠেছে অয্যোধ্যা রেলওয়ে স্টেশন।শিল্পীর চোখ ধাধানো নিখুঁত ক...
05/11/2023

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স দিয়ে সেজে উঠেছে অয্যোধ্যা রেলওয়ে স্টেশন।

শিল্পীর চোখ ধাধানো নিখুঁত কাজ বাস্তবিকতায় রূপ দেওয়ার অপেক্ষামাত্র।

রামমন্দির উদ্বোধন হবে আগামী ২৬শে জানুয়ারি ২০২৪খ্রি: তারিখে।

উদ্ভোদক: ভারতের যশ্বসী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জী।


#মা_বীণাপাণি_সংবাদ

শ্রীমদ্ভাগবদগীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ -দর্শন -যোগ পশ্যাদিত্যান্ বসূন্ রুদ্রানশ্বিনৌ মরুতস্তথা। বহূন্যদৃষ্টপূর্বাণি পশ্...
03/11/2023

শ্রীমদ্ভাগবদগীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ -দর্শন -যোগ

পশ্যাদিত্যান্ বসূন্ রুদ্রানশ্বিনৌ মরুতস্তথা।
বহূন্যদৃষ্টপূর্বাণি পশ্যাশ্চর্যাণি ভারত।।৬।।

অনুবাদঃ হে ভারত! দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনীকুমারদ্বয়, ঊনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখ।

তাৎপর্য ঃ এমন কি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তাঁর পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে, মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনও শোনেনি। অথবা জানেনি। এখন শ্রীকৃষ্ণ তাঁর সেই বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করেছেন।

শ্রীমদ্ভাগবদগীতা যথাযথ

🙏হরেকৃষ্ণ🙏

দিনটা শ্রী কৃষ্ণের নামোচ্চারনে কাটুক ।
হরিবোল 🙏🙏
#মা_বীণাপাণি_সংবাদ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আমিরাবাদ কালীবাড়ীর ২০০ (দুইশত) বৎসরের পুরাতন শ্রী শ্রী র...
02/11/2023

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আমিরাবাদ কালীবাড়ীর ২০০ (দুইশত) বৎসরের পুরাতন শ্রী শ্রী রক্ষা কালী মায়ের মন্দিরের ঘরের উপরের টিন কেটে কালী মায়ের প্রতিমা ভাংচুর। মায়ের প্রতিমা ভাংচুর এর ফলে আমিরাবাদ হিন্দু পাড়ার মানুষরা আতঙ্কের মাঝে বসবাস করছে।
রায়পুরা মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি এবং সরেজমিনে পরিদর্শন পূর্বক দুবৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি / সাধারণ সম্পাদক মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।
মায়ের প্রতিমা ভাংচুরকারী পাষন্ড দুবৃত্তরা যেন শাস্তি পায়, পূজা পরিষদ / হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / হিন্দু মহাজোটের নেতাদের সরেজমিনে পরিদর্শন পূর্বক সু-দৃষ্টি কামনা করছি ।
#মা_বীণাপাণি_সংবাদ

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস ওঘৃত প্রদীপ প্রজ্জ্বলন সংক্রান্ত কিছু নিয়মাবলী :-১। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন...
02/11/2023

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস ও
ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন সংক্রান্ত কিছু নিয়মাবলী :-
১। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনের পূর্বদিন
নিরামিষ আহার করিবেন।
২। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনের দিন
সকাল ১০টা থেকে বিকাল ৪টা
পর্যন্ত শিব স্নান করাতে পারিবেন।
৩। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনের
দিন সকাল হইতে রাত
পর্যন্ত উপবাস থাকিবেন।
৪। নিজ নিজ আসনে ১ জনের অধিক বসিতে
পারিবেন না এবং ১ টির অধিক প্রদীপ
প্রজ্বলন করা যাইবে না। (বাহির থেকে কোন
ঘৃত প্রদীপ আনা যাইবে না।
৫। মন্দির কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলনের
ঘোষণা করিলে আপনার প্রদীপ প্রজ্জ্বলন করিবেন।
৬। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনের দিন বিকাল ৪ ঘটিকার
মধ্যে নিজ নিজ আসনে উপস্থিত থাকিবেন।
৭। প্রদীপ প্রজ্জ্বলনের সময় ব্রত পালনকারী ব্যতীত
অন্য কাউকে পাশে বসাইতে পারিবেন না।
৮। প্রদীপ প্রজ্জ্বলনের সময় নিজ নিজ মোবাইল ফোন
অবশ্যই বন্ধ রাখিবেন।
৯। প্রার্থনার জন্য বই মন্দির থেকে প্রদান করা হইবে এবং
প্রার্থনার বই প্রার্থনা শেষে ফেরত দিবেন।
১০। প্রদীপ প্রজ্জ্বলনের শুরু হইতে শেষ পর্যন্ত নীরবতা
পালন করিবেন।
১১। প্রদীপ ভাসানোর সময় সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে
প্রদীপ ভাসাবেন।
১২। প্রদীপ প্রজ্জ্বলন হইতে শেষ পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের
নির্দেশনা মেনে চলুন এবং সার্বিক অনুষ্ঠান সুন্দর ও
সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সহায়তা করুন।
১৩। বাবার রাখের উপবাসের প্রসাদ(হবিষন্য) বিতরণ করা হয়, সেই (হবিষন্য) প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙতে হবে
" অভিসন্ন /(হবিষন্য) " ( চিনিগুড়া আতপ চাউল, ঘৃত, চিনি, কাঁচা দুধ , নারিকেল
বি:দ্র:- উপবাসের দিন বাবার রাখের উপবাস শেষ করে হ‌বিষন‌্য ও ফল-ফলাদি খাওয়া যাবে । তাছাড়া আর অন্য কিছু খাওয়া যাবে না ।
উপরোক্ত নিয়ম অনুযায়ী নিয়ম-কানুন পালন করলে বাবার রাখের উপবাস সম্পন্ন হবে ।
#মা_বীণাপাণি_সংবাদ

02/11/2023

আপনার ছেলে মেয়ে ভাই বোনদের মাঝে কে কে গীতা স্কুলে পড়ছে???

01/11/2023

যোগী আদিত্যনাথ জীর উত্তরপ্রদেশের সমস্ত স্কুলে
এখন থেকে পড়ানো হবে রাম মন্দির নির্মাণের ইতিহাস
জয় শ্রী রাম।

“অজ্ঞানের অন্ধকারে খুঁজে পাবো কোথায় তোমায়, জ্ঞানের কালী মাখিয়ে দিয়ে, মনের কালী ঘুচিয়ে দাও মা। যে রুপেতে জগৎ আলো, কি...
01/11/2023

“অজ্ঞানের অন্ধকারে খুঁজে পাবো কোথায় তোমায়, জ্ঞানের কালী মাখিয়ে দিয়ে, মনের কালী ঘুচিয়ে দাও মা। যে রুপেতে জগৎ আলো, কি হবে সে রূপে মা কালী মেখে।”

জয় মা 🙏🙏🙏🙏🙏
#মা_বীণাপাণি_সংবাদ

31/10/2023

ফিলিপাইনে একটা মজার আইন পাশ হয়েছে.......

কোন ছাত্র/ছাত্রীকে প্রাইমারি, হাইস্কুল বা কলেজ পাশ করতে হলে ১০টি করে গাছ লাগানোর প্রমাণ দেখাতে হবে। ফলে বছরে নতুন গাছ লাগানো হবে ১৭৫ মিলিয়ন। একজন ছাত্র তিন দফায় ৩০টি করে গাছ লাগালে এক প্রজন্মে নতুন গাছ লাগানো হবে ৫২৫ বিলিয়ন।

আমাদের দেশের জন্যেও এমন কিছু খুব প্রয়োজন।
#মা_বীণাপাণি_সংবাদ

'আছে দুঃখ,আছে মৃত্যু' গানটি সুকুমার রায়ের মৃত্যুশয্যার পাশে গাইছেন রবীন্দ্রনাথ,তন্ময় হয়ে  সেই গান তিনি শুনেছেন একবার নয় ...
31/10/2023

'আছে দুঃখ,আছে মৃত্যু' গানটি সুকুমার রায়ের মৃত্যুশয্যার পাশে গাইছেন রবীন্দ্রনাথ,তন্ময় হয়ে সেই গান তিনি শুনেছেন একবার নয় দু'বার৷
ওষুধ তখনও আবিষ্কৃত হয়নি। দুরারোগ্য মারণ ব্যাধি কালাজ্বর বাসা বেঁধেছে সুকুমারের শরীরে,খুবই অসুস্থ,গান শুনতে ভালবাসতেন ৷

সহধর্মিণী সুপ্রভা দেবীর কাছে রবীন্দ্রনাথকে শেষবারের মত দেখার ইচ্ছা প্রকাশ করলেন৷ সেই খবর রবীন্দ্রনাথের কাছে পৌঁছে যেতে সব কাজকর্ম ফেলে তিনি উদ্বেগাকুল হয়ে পৌঁছে গিয়েছিলেন সুকুমারের মৃত্যুশয্যার পাশে,মাত্র কয়েক বছর আগে যাঁর বিবাহ সভায় তিনি নিজে উপস্থিত ছিলেন৷

রবীন্দ্রনাথ কে ঘরে ঢুকতে দেখে সুকুমারের চোখে-মুখে অসীম আনন্দের ছাপ,তিনি রবীন্দ্রনাথ কে বললেন 'আছে দুঃখ,আছে মৃত্যু' গানটি গাইতে৷ রবীন্দ্রনাথ সেই গান গেয়েছিলেন একবার নয় দু'বার৷ আরও একটি গান রবীন্দ্রনাথ ধরলেন 'এত কালের ভয়-ভাবনা কোথায় যে যায় সরে,ভালোমন্দে ভাঙাচোরা আলোয় ওঠে ভরে'৷ সকুমার তবু অতৃপ্ত আবার ফরমাশ করলেন 'দুঃখ এ নয়,সুখ নয় গো,গভীর শান্তি এ যে' গানটি গাইতে হবে,এই গানও রবীন্দ্রনাথ গেয়েছিলেন দু'বার৷ আনন্দিত সুকুমার প্রণাম জানিয়ে কবিগুরু কে বিদায় দিলেন৷

সেদিন তাঁর সব আকাঙ্খার অবসান হওয়ার কিছুদিন পরে অকাল জীবনাবসান হল সুকুমার রায়ের৷বড় ট্র্যাজেডি হল তিনি নিজের চোখে দেখে যেতে পারেন নি তাঁর অনবদ্য সৃষ্টি 'আবোলতাবোল'৷
ইউ রায় এন্ড সন্স থেকে ১৯২৩সালে প্রকাশিত হয়েছিল 'আবোলতাবোল',দিনটি ছিল ১৯ সেপ্টেম্বর৷
অথচ তার মাত্র কয়েকটি দিন আগে পৃথিবীর মায়া কাটিয়ে তিনি আকাশের তারা হয়ে চলে গেলেন না ফেরার দেশে৷ তখন তাঁর বয়স মাত্র ছত্রিশ৷

সুকুমার রায়ের অকাল প্রয়াণে ব্যথিত হয়েছিলেন রবীন্দ্রনাথ, লিখেছিলেন 'আমি অনেক মৃত্যু দেখেছি,কিন্তু এই অল্পবয়স্ক যুবকটির মতো অল্পকালের আয়ুটিকে নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন নিষ্ঠার সঙ্গে অমৃতময় পুরুষ কে অর্ঘ্য দান করতে প্রায় আর কাউকে দেখিনি৷ মৃত্যুর দ্বারের কাছে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান তিনি গাইলেন'৷ আজ সুকুমার রায়ের জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

গ্রন্থঋণ ও কৃতজ্ঞতা স্বীকার,অনন্য রবীন্দ্রনাথ,ড.নিতাই বসু

সংগৃহীত✍️
#মা_বীণাপাণি_সংবাদ

হরগৌরী 🙏
30/10/2023

হরগৌরী 🙏

29/10/2023

ক্রমশ ই দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিযোগিতা চলছে,যে পরিবারের খরচ চালাচ্ছে একমাত্র সেই বুঝবে

29/10/2023

ওঁ তৎসৎ
আজকের বেদমন্ত্রঃ

🌼ত্বং হি নঃ পিতা বসো ত্বং মাতা শতত্রুতো বভূবিথ।।
অধা তে সুম্নমীমহে

অনুবাদঃ হে সকলের আশ্রয়স্থল, অগণিত শুভকার্যের সম্পাদক পরমাত্মন! তুমিই আমাদের সকলের পিতা, তুমিই মা, এজন্য তোমাকে আমরা উত্তমরূপ মনন করি।

(ঋগ্বেদ ৮/৯৮/১১)
#মা_বীণাপাণি_সংবাদ

জয় মা লক্ষ্মী #মা_বীণাপাণি_সংবাদ
28/10/2023

জয় মা লক্ষ্মী
#মা_বীণাপাণি_সংবাদ

আজ ২৮ অক্টোবর ২০২৩ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ  গভীর রাতে ঘটতে চলেছে।এই গ্রহণ রাত ১টা ৫ মিনিটে শুরু হবে এবং ২টা ২...
28/10/2023

আজ ২৮ অক্টোবর ২০২৩ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ গভীর রাতে ঘটতে চলেছে।

এই গ্রহণ রাত ১টা ৫ মিনিটে শুরু হবে এবং ২টা ২৪ মিনিটে শেষ হবে।

চন্দ্রগ্রহণ এমন একটি ঘটনা, যা বিজ্ঞান থেকে ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ২৮ অক্টোবর গভীর রাতে ঘটতে চলেছে। এই গ্রহণ রাত ১টা ৫ মিনিটে শুরু হবে এবং ২টা ২৪ মিনিটে শেষ হবে। যেখানে এর সুতক সময় শুরু হবে ৯ ঘণ্টা আগে অর্থাৎ ২৮ অক্টোবর বিকেল ৪টা ৫ মিনিট থেকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। একটি গ্রহণের সময় আমাদের চারপাশের সবকিছু প্রভাবিত হয়।

সূতকের কারণে এই সময়ে কোনও ধর্মীয় বা শুভ কাজ করা হয় না। তাই এই সময়ে কিছু বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি। তাহলে চলুন আজ আপনাদের জানাই চন্দ্রগ্রহণের সময় কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত।

গ্রহণকালে কী করবেন না?
জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে, বলা হয় যে গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে, এই সময়ের মধ্যে একজনের রান্না করা বা খাবার খাওয়া উচিত নয়।

চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এটি গর্ভের শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও, চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ধারাল জিনিস ব্যবহার করা এড়িয়ে চলতে হবে।

গ্রহণকালে ঘুমোনোও শাস্ত্রে নিষিদ্ধ। এটি করা অশুভ বলে মনে করা হয়। এছাড়াও, এই সময়ের মধ্যে গাছ এবং গাছপালা স্পর্শ করা হয় না। এ ছাড়া গ্রহণের সময় পুজো করা যাবে না বা মন্দিরের দরজাও খোলা রাখা উচিত নয়।

চন্দ্রগ্রহণের সময় কী করবেন?
চন্দ্রগ্রহণের সময় গায়ত্রী মন্ত্র বা প্রধান দেবতার মন্ত্র জপ করা শুভ। গ্রহণ শেষ হওয়ার পরে শিবলিঙ্গে জল নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি চন্দ্রগ্রহণের খারাপ প্রভাবকে প্রভাবিত করে না।

গ্রহণ শুরু হওয়ার আগে খাবার ও পানীয়তে তুলসী পাতা যোগ করুন। এতে করে গ্রহণের নেতিবাচক শক্তি খাবার ও পানীয়ের উপর প্রভাব ফেলবে না।

গ্রহণ শেষ হলে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। তুলসী গাছ থেকে মন্দির পর্যন্ত গঙ্গাজল দিয়ে আপনার পুরো ঘর শুদ্ধ করুন। এছাড়াও অভাবী মানুষদের টাকা এবং শস্য দান করুন।
#মা_বীণাপাণি_সংবাদ

কোজাগরী লক্ষ্মী পূজার এই পুণ্যলগ্নে সকলকে শুভ লক্ষ্মী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা।♥️মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর,সুস্থ্...
28/10/2023

কোজাগরী লক্ষ্মী পূজার এই পুণ্যলগ্নে সকলকে শুভ লক্ষ্মী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা।♥️
মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর,সুস্থ্য থাকুক সকলে,সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে ঘরে,ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবনে!🌸

এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী
থাকো মা লক্ষ্মী, ঘরে ঘরে.!🏠🌾
🌺জয় মা লক্ষ্মী 🪔🙏
#মা_বীণাপাণি_সংবাদ

27/10/2023

এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘর দাও আলো করে।।

সাম্প্রদায়িক জিহাদী গং ও খ্রিস্টান মিশনারীদের অর্থের প্রলোভনে ফেলে খাগড়াছড়িতে হাজারো ত্রিপুরা হিন্দুদেরকে ধর্মান্তরিত ...
27/10/2023

সাম্প্রদায়িক জিহাদী গং ও খ্রিস্টান মিশনারীদের অর্থের প্রলোভনে ফেলে খাগড়াছড়িতে হাজারো ত্রিপুরা হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হয়েছে। বীর চট্টলার মাষ্টার দা সূর্য সেনের উত্তর সূরী সহ বিভিন্ন স্তরের সহযোগিতায় ১০০ পরিবারকে আবার হোম যজ্ঞের মাধ্যমে সধর্মে প্রত্যাবর্তন করা হলো।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বীর চট্টগ্রামের ও খাগড়াছড়ি জেলার সহযোদ্ধাদের।

(Copy post)
#মা_বীণাপাণি_সংবাদ

27/10/2023

চট্টগ্রামের ত্রিপুরাদের প্রলোভন দেখিয়ে খ্রিষ্টান মিশনারীর ধর্মান্তরের হাত থেকে আজ ১০০ পরিবারকে যজ্ঞের মাধ্যমে সনাতন ধর্মে পুণর্বার আগমন ঘটানো হয়।
ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
#মা_বীণাপাণি_সংবাদ

27/10/2023

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শুভ প্রবারণা পূর্ণিমা'র প্রীতি মৈত্রীময় শুভেচ্ছা।
#মা_বীণাপাণি_সংবাদ

27/10/2023

সারা সপ্তাহ তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকলেন। আজতো শুক্রবার ছুটির দিন। আজ অন্তত একবার কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ 🙏

Address

Ma Binapani Amrita Sangha, Rahimabad, Raipura
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when মা বীণাপাণি সংবাদ Ma Binapani News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা বীণাপাণি সংবাদ Ma Binapani News:

Videos

Share

Category