রঙ্গিন পৃথিবী

  • Home
  • রঙ্গিন পৃথিবী

রঙ্গিন পৃথিবী ☝️আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ❤️ Narshingdi sodor

29/09/2025

আলহামদুলিল্লাহ 💞

প্রয়োজন হলে সম্পর্ক বাদ দিয়ে দিন। তারপর ও 'না' বলতে শিখুন। এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল, এবং তার সমস...
20/05/2025

প্রয়োজন হলে সম্পর্ক বাদ দিয়ে দিন। তারপর ও 'না' বলতে শিখুন। এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল, এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু-প্রতিবেশী এবং পরিবার সেখানে কেনকাটা করতো এবং মাঝে মাঝে বাকী ও চাইতো।

কয়েক বছর পরে, এই সব বাকী মিলে বড় আকার ধারন করে।

কখনও কখনও আমরা হ্যাঁ বলি যখন আমাদের না বলা উচিত ছিল।

আপনি হ্যাঁ বলবেন ভাবছেন আপনি মানুষকে সাহায্য করছেন..

কিন্তু আসলে আপনি হেরে যাচ্ছেন

এবং আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করছেন।

আপনার সময় খারাপ যাবে এবং বাকী টাকা চাইবেন তখন সবাই আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়।

সবসময় হ্যাঁ বলবেন না...

আপনার ব্যবসায় বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন, স্মার্ট হন, সবকিছু হারিয়ে যেতে দেবেন না।

এই একটি উদাহরণ এর মধ্যে আরও অনেক কিছু লুকিয়ে আছে।

দয়া করে বন্ধু হউক আত্মীয় হউক পাড়া প্রতিবেশী হউক যে কেউ হউক, 'না' বলতে শিখুন। কেননা শুন্য হওয়ার আগ পর্যন্ত কেউ আপনাকে ছাড়বে না যদি 'না' বলতে না শিখুন।

আরো পড়তে যুক্ত হন: #রঙিনপৃথিবী এই পেইজে

20/05/2025

গাজায় ত্রাণ না ঢুকলে ৪৮ ঘন্টায় মারা যেতে পারে ১৪ হাজার শিশু : আল্লাহ র'হ'ম করো। 🤲
#রঙিনপৃথিবী 📌

নারী তুমি শাষণে বিরক্ত হইয়ো না💔কারণ পুরুষই জানে বাইরের দুনিয়ায় অন্য পুরুষের মধ্যে হায়না বাস করে😰
05/03/2025

নারী তুমি শাষণে বিরক্ত হইয়ো না💔
কারণ পুরুষই জানে বাইরের দুনিয়ায় অন্য পুরুষের মধ্যে হায়না বাস করে😰

🤐
04/03/2025

🤐

উনাকে যে বিয়ে করবে মাসে নাকি তার ৩ লাখ টাকা ইনকাম থাকতে হবে! এবং যার পোষাবে সে করবে, নাহলে সুগার ড্যাডি করবে!  এখন আমার ...
04/03/2025

উনাকে যে বিয়ে করবে মাসে নাকি তার ৩ লাখ টাকা ইনকাম থাকতে হবে! এবং যার পোষাবে সে করবে, নাহলে সুগার ড্যাডি করবে! এখন আমার প্রশ্ন এই মেয়েটির যোগ্যতা কতটুকু? চেহরার কথা আমি বলবোনা কেননা চেহরা আল্লাহর তৈরী। ১. কারো যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তবে সে কখনো মিডিয়ার সামনে এসব মিনিংলেস কথা বলেনা। কারণ শিক্ষিত মানুষ নিজের সম্মান নিয়ে ভাবে।

২.আর এই মেয়েটি যদি বাপ ভাইয়ের টাকা উড়ানো টাইপ না হয়ে নিজে হালাল ইনকাম করতো তবে বুঝতো ১ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়।

৩. একজন সৎ ছেলে কখনোই এই মনোভাব রাখা মেয়েদের বিয়ে করবেনা। যে ছেলে ৩ লাখ টাকা সৎ ভাবে ইনকাম করতে পারে সে ছেলের অপশনের অভাব নেই। ঐ ছেলে কখনো বউ হিসেবে এসব মেয়েকে বেছে নেবেনা।
৪. সুগার ড্যাডির কথা এলে বলবো - সুগার ড্যাডিরা বিয়ে করেনা এরা ২ দিনের পিপাসুক হয়।
এই টাইপ মেয়েদের বিয়ে হওয়াটা মুশকিল। আর হলেও এদের সংসার বেশী দিনের হয়না। কেননা যে সম্পর্কে টাকার মূল্য বেশী ঐ সম্পর্ক চীরস্থায়ী নয়। টাকা জীবনে অবশ্যই মূল্যবান তবে তা সম্পর্কের চেয়ে নয়। টাকা আসবে যাবে কিন্তু একজন ভালো সঙ্গী পাওয়া ভাগ্যের বিষয় যেটাকে টিকিয়ে রাখতে হয় মনের মায়া এবং ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে নয়। জীবন সঙ্গী সৎ হলে ৮ হাজার টাকা দিয়েও সংসার চলে, সংসার সুখের হয়, রহমতের হয়। চাহিদা থাকাটা ভুল কিছু না, তবে চাহিদা থাকা উচিৎ নিজের যোগ্যতা অনুযায়ী।

মেয়েদের সম্মান অনেক দামি এসব থার্ডক্লাস কথা বলে সেটা বিলিয়ে দেয়া বন্ধ করুন। এই টাইপ মেয়েদের জন্য আজকাল সমাজে পুরো মেয়ে জাত খারাপ হচ্ছে। এদের নিয়ে লেখার কোনো ইচ্ছে ছিলোনা কিন্তু সামনে ২৪ ঘন্টা যেভাবে আসছে মনে হলো এদের যোগ্যতা টা দেখানো উচিৎ । যে কোন যোগ্যতা নিয়ে নিজেকে এতোকিছু ভাবছে।

ক্ষমা করবেন যদি বেশী ভুল কিছু লিখে থাকি। আমাদের সবার পরিবারে বাবা, ভাই আছেন সবাই তারা অনেক কষ্টে ইনকাম করে, এই মেয়ের কথা শুনে ঐ সকল বাবা ভাইদের কথা ভেবে ভীষণ খারাপ লাগলো আজীবন যারা সামান্য বেতনের চাকরির জন্য কষ্ট করে গেছেন। পুরুষ জাতিকে অপমান করলো মেয়েটি। অবিবাহিত ভাইয়েরা এই মেয়ের কথা শুনে বিয়ে করতে ভয় পাবে! ভাববে এই মেয়ের যদি এতো চাহিদা থাকে না জানি এই মেয়ের থেকে বেটার মেয়ের চাহিদা কত হবে? এই মেয়ের গায়ের চামড়া ফর্সা হলে আর কি বলতো শুধু এটায় ভাবছি।
#রঙিনপৃথিবী

02/03/2025

😁😜

Address


Alerts

Be the first to know and let us send you an email when রঙ্গিন পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share