04/03/2025
উনাকে যে বিয়ে করবে মাসে নাকি তার ৩ লাখ টাকা ইনকাম থাকতে হবে! এবং যার পোষাবে সে করবে, নাহলে সুগার ড্যাডি করবে! এখন আমার প্রশ্ন এই মেয়েটির যোগ্যতা কতটুকু? চেহরার কথা আমি বলবোনা কেননা চেহরা আল্লাহর তৈরী। ১. কারো যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তবে সে কখনো মিডিয়ার সামনে এসব মিনিংলেস কথা বলেনা। কারণ শিক্ষিত মানুষ নিজের সম্মান নিয়ে ভাবে।
২.আর এই মেয়েটি যদি বাপ ভাইয়ের টাকা উড়ানো টাইপ না হয়ে নিজে হালাল ইনকাম করতো তবে বুঝতো ১ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়।
৩. একজন সৎ ছেলে কখনোই এই মনোভাব রাখা মেয়েদের বিয়ে করবেনা। যে ছেলে ৩ লাখ টাকা সৎ ভাবে ইনকাম করতে পারে সে ছেলের অপশনের অভাব নেই। ঐ ছেলে কখনো বউ হিসেবে এসব মেয়েকে বেছে নেবেনা।
৪. সুগার ড্যাডির কথা এলে বলবো - সুগার ড্যাডিরা বিয়ে করেনা এরা ২ দিনের পিপাসুক হয়।
এই টাইপ মেয়েদের বিয়ে হওয়াটা মুশকিল। আর হলেও এদের সংসার বেশী দিনের হয়না। কেননা যে সম্পর্কে টাকার মূল্য বেশী ঐ সম্পর্ক চীরস্থায়ী নয়। টাকা জীবনে অবশ্যই মূল্যবান তবে তা সম্পর্কের চেয়ে নয়। টাকা আসবে যাবে কিন্তু একজন ভালো সঙ্গী পাওয়া ভাগ্যের বিষয় যেটাকে টিকিয়ে রাখতে হয় মনের মায়া এবং ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে নয়। জীবন সঙ্গী সৎ হলে ৮ হাজার টাকা দিয়েও সংসার চলে, সংসার সুখের হয়, রহমতের হয়। চাহিদা থাকাটা ভুল কিছু না, তবে চাহিদা থাকা উচিৎ নিজের যোগ্যতা অনুযায়ী।
মেয়েদের সম্মান অনেক দামি এসব থার্ডক্লাস কথা বলে সেটা বিলিয়ে দেয়া বন্ধ করুন। এই টাইপ মেয়েদের জন্য আজকাল সমাজে পুরো মেয়ে জাত খারাপ হচ্ছে। এদের নিয়ে লেখার কোনো ইচ্ছে ছিলোনা কিন্তু সামনে ২৪ ঘন্টা যেভাবে আসছে মনে হলো এদের যোগ্যতা টা দেখানো উচিৎ । যে কোন যোগ্যতা নিয়ে নিজেকে এতোকিছু ভাবছে।
ক্ষমা করবেন যদি বেশী ভুল কিছু লিখে থাকি। আমাদের সবার পরিবারে বাবা, ভাই আছেন সবাই তারা অনেক কষ্টে ইনকাম করে, এই মেয়ের কথা শুনে ঐ সকল বাবা ভাইদের কথা ভেবে ভীষণ খারাপ লাগলো আজীবন যারা সামান্য বেতনের চাকরির জন্য কষ্ট করে গেছেন। পুরুষ জাতিকে অপমান করলো মেয়েটি। অবিবাহিত ভাইয়েরা এই মেয়ের কথা শুনে বিয়ে করতে ভয় পাবে! ভাববে এই মেয়ের যদি এতো চাহিদা থাকে না জানি এই মেয়ের থেকে বেটার মেয়ের চাহিদা কত হবে? এই মেয়ের গায়ের চামড়া ফর্সা হলে আর কি বলতো শুধু এটায় ভাবছি।
#রঙিনপৃথিবী