Tahmid

Tahmid Never die before you death

30/10/2021

Bishonno Shundor |বিষণ্ণ সুন্দর| Popeye Bangladesh
-Sons of Anarchy
Official song link:https://youtu.be/6VdZd9Q8Lx4

19/10/2021

I meow you 😺

03/10/2021

তুমি চলে যাওয়ার পড় নিজেকে 'অনিকেত প্রান্তর' এ হারিয়ে ফেলেছিলাম। এখন এখানেই 'অবশ অনুভূতির' দেয়ালে ঘেরা এক 'চিলে কোঠার সিপাই' হয়ে আঁধারের ভয়কে জয় করেছি, 'ভুল জন্ম'এ 'তোমাকে' আলো ভেবে আঁধারে চেয়েছিলাম, 'এই বিদায়' এর পর 'ধুসর সময়' হোক বা 'অন্য সময়' 'বৃষ্টি ভেজা রাতে' 'দুঃখ বিলাস' করি 'উৎসবের উৎসাহে' মাতি 'মুখোশ' এ শরীর ঢাকি, আমার পথেই 'পথ চলি', দূর থেকে ভাবি তুমিও 'রুপক' এর মত হারিয়ে গেছ কোনো এক 'অদেখা স্বর্গে'।🖤🥀

©ratul

28/09/2021

আমি তোমাকে ওই উপন্যাস করতে চাইনা,যে উপন্যাসের শেষ পাতা পড়ে ফেললে উপন্যাস শেষ হয়ে যায়,হয়তো দ্বিতীয় বার পরিপাটি করে উপন্যাস শুরু করার সুযোগ নেই তবে-
"তুমি আমার শিরোনামহীন উপন্যাসের অসমাপ্ত উপসংহার"যার কোনো ইতি নেই!🥀
-রাইসা ইসলাম

26/09/2021

কিছুদিন আপনি সুখে থাকেন, আবার কিছুদিন দুঃখেও থাকেন। আর এটাই জীবন। তবে এই জীবনকে মেনে নিয়ে মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারাটাই জীবনের সফলতা। আলহামদুলিল্লাহ!🤍
-ড.বিলাল ফিলিপ্স

26/09/2021

“উত্তর”
-শামসুর রাহমান

তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো
‘এই আকাশ আমার’
কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা।

সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো,
‘ফুল তুই আমার’
তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে।

জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে,
তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোত্স্না আমার’
কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর।

মানুষ আমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকবো নির্বাক ?
তারায় তারায় রটিয়ে দেবো, ‘আমি তোমার, তুমি আমার’।

25/09/2021

কী হয় অতটা ঘৃণা পুষে?
একদিন পুড়বে তুমিও, যেভাবে আগুন জ্বলে তুষে।
~ কিঙ্কর আহসান

18/09/2021

আমি নেই বলে, কোথাও কিছু থমকে যায়নি।
রোজ সকালে ঘাসের উপর জমেছে শিশির।
রোজ সন্ধ্যায় পাখি ফিরে গেছে নীড়ে।
রাস্তায় চলছে গাড়ি; হাটছে মানুষ, ফিরছে বাড়ি।

আমি নেই বলে, কোথাও কেউ অপেক্ষায় নেই। কারো কিছুই থামেনি আমার জন্য।
আমার যারা প্রিয় মানুষ ছিল; তারা ভুলে গেছে স্মৃতি।
আমার না থাকাতে কোথাও কারো অভিমান নেই। নেই উৎকন্ঠা।

আমি নেই, স্রেফ আমিই হারিয়েছি। কোথাও কারো কিচ্ছুটি হারায়নি।

আমার না থাকাতে, কারো আয়নায় ধূলো জমেনি।
কারো রান্নাঘরে নষ্ট হয়নি বাসি খাবার।
কারো ভাঙেনি ঘর; কারো ভাঙেনি সংসার।

আমার না থাকাতে আমার কোন বিষন্নতা নেই।
শুধু আমার জন্য জীবন থমকে যাওয়ার মতন কোথাও কেউ নেই বলে সামান্য আক্ষেপ হয়।

|| আক্ষেপ ||

15/09/2021

প্রত্যেকটা মানুষ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেশ কয়েকবার নতুন করে বাঁচতে চায় !

26/08/2021

সোলাইমান সুখনের মোটিভেশান শুনে যদি বন্ধুত্বের হিসাব মেলাতে যাও তবে তুমি কর্পোরেট বন্ধুত্ব শিখবে।
বন্ধুত্বে কোন হিসাব চলে না। দেনা পাওনার হিসাব ব্যবসায় হয়,বন্ধুত্বে নয়। বন্ধুত্ব থাক কর্পোরেটাইজেশন এর আওতা মুক্ত❤️

21/08/2021

নিজের স্বার্থ রক্ষার জন্য এই জীবন নামক নাট্যমঞ্চে কখনো কখনো বোকা সাজার অভিনয় করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে বোকারা তা কিভাবে করবে!!

20/08/2021

কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায়। এই আনন্দ থেকে স্বেচ্ছায় যারা দূরে থাকেন তারাই হয়তো মানুষ!
_কিঙ্কর আহসান

20/08/2021

এই ঘৃণায়, আঘাতে-
আহত হই,
ঝাপসা হয় চোখ,
মানুষ আমি, যন্ত্র তো নই!
শান্ত হও, রাগ ছেড়ে হাসো,
না হয় একদিন, ভুল করেই ভালোবাসো!
~কিঙ্কর আহসান

18/08/2021

তোমার অতীত তোমার সাথেই থাকুক। ভুলতে তোমায় দিচ্ছে না কেউ তাড়া। আমার কোনও চাহিদা নেই এখন, তোমার সাথে বৃদ্ধ হওয়া ছাড়া।

17/08/2021

মরে যেতে হলে একটু বিষ খেলেই হয় আর বেচে থাকতে হলে অনেক বিষ হজম করতে হয়!😌

17/08/2021

গিরগিটি রঙ বদলায় আত্নরক্ষার্থে,
মানুষ রঙ বদলায় স্বার্থরক্ষার্থে।

15/08/2021

একতরফা প্রেম ওটা নয় যে, একজন নিরবে ভালোবেসে যায়, আর অন্যজন টের পায়না।
একতরফা প্রেম ওটাই, দুজন দুজনকে ভালোবাসে কিন্তু একজন প্রার্থনাতে রাখে, অন্যজন রাখেনা।

প্রার্থনাতে অমিল হলে, ঈশ্বর কখনো মেলায় না।
__আসাদুজ্জামান জীবন

15/08/2021

শুধু এই কথাটুকু হৃদয়ের নিভৃত আলোতে
জ্বেলে রাখি এই রাত্রে
তুমি ছিলে, তবু তুমি ছিলে।
__বুদ্ধদেব বসু

14/08/2021

"They didn't leave you. I removed them because you deserve" better"
-Allah!

13/08/2021

আমি তোমাকে কবিতায় লিখিনা
গানেও লিখিনা
কেননা আমার গান
আমার সকল কবিতা
তোমার জন্যই লেখা।
__রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

12/08/2021

কিছু কথা না বলাই থাক, কথা বলার ইচ্ছেটায় জল পাক.........
__অতনু দে

12/08/2021

পরগাছা হয়ে ১০০ বছর বাঁচার চাইতে বটগাছ হয়ে ২ দিন বাঁচাটা অনেক সম্মানজনক!!

11/08/2021

মানুষ এখন হাসির ভেতর লুকিয়ে রাখে বিষ,
একটু হলে এদিক-সেদিক, একটু ঊনিশ -বিশ,
বসিয়ে দেবে ছুরি-
মানুষ এখন মুখোশ ভীষণ মিথ্যে জারিজুরি!
আজ যে তোমার বন্ধু ভীষণ, আজ যে ভীষণ প্রিয়,
সুযোগ পেলেই বুঁজবে দুচোখ কাল সে দেখে নিও।
আজ যে তোমার গোপন কথার নিগুঢ় আপন ঘর,
কাল সে ঘরে অষ্টপ্রহর সর্প থরথর।
বিষের ছোবল শেষে,
তোমার অমন নীল হওয়া মুখ দেখবে হেসে হেসে।
মানুষ এখন-
হাসির ভেতর লুকিয়ে রাখে ফণা,
আড়াল হলেই নিন্দে ভীষণ, সম্মুখে বন্দনা।
__ সাদাত হোসাইন

10/08/2021

আপনার কাছের মানুষটির সাথে একটি ছবি তুলুন। এবার ছবিটির
দিকে তাকিয়ে থাকুন। আপনে কাকে বেশি প্রাধান্য
দিচ্ছেন?
নিজেকে? নাকি কাছের মানুষটিকে?
নীল বাতি জ্বালানো বিমানের মত যখন আকাশের তারা খসে
পড়ে ; তখন নাকি মনে মনে কিছু বায়না করলে সেটা পাওয়া
যায়! এই সব গল্পের মজার ব্যাপার কী জানেন?
গল্প গুলো আমরা বিশ্বাস করি না কিন্তু যখনি একটা তারা খসে
পড়তে দেখি শরীরের সমস্ত শক্তি দিয়ে কি যেন বিড়
বিড় করি...
কি চাওয়া হয় তখন?
ফখরুদ্দিন বিরিয়ানি নিশ্চয়ই না। পরীক্ষায় ভাল ফলাফল? নতুন আই
ফোন?
কেন এই সব মুহূর্তে একটা অচেনা মানুষের কথাই মনে
পড়ে? বেকার যুবক আকাশের দিকে তাকিয়ে চাকরীর
সন্ধান করে না।
পাওনাদার ধারের টাকা আশা করে না; সবাই কেন রূপকথার
গল্পের মত রূপকথা হয়ে যায় ?
ঘুষখোর পুলিশ অফিসার রুমাল বের করে চোখ মুছে
কেন! কাপুরুষ ছেলেটা বীর পুরুষ হয়ে যায়...
ফিজিক্সের স্টুডেন্ট হঠাৎ হঠাত কবিতা লিখতে শুরু করে
দেয়... যুদ্ধ ক্ষেত্রে মিলিটারি মোবাইল বের করে
এসএমএস লিখে ' মিস করছি অনেক...'
এমন হয় কেন?
কেন নিজের চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা যায় না
অথচ বিশ বছর ধরে তাকিয়ে থাকা হয় মৃত স্ত্রীর ছবির
ফ্রেমে! এমন কেন হয়!
লেখা: জুনায়েদ ইভান ভাই❤️

02/08/2021

“একগুঁয়ে বেয়াদব ছেলেদের ভালোবাসতে নেই”

যে ছেলে গুলো খুব কেয়ার করে, হাতের চুড়ির, কানের দুলের রং মনে রাখে, কলা পাতার শাড়ির নাকি মেরুন কালার ব্লাউজ তার প্রশংসা করতে ভুলে না, ফোন দিতে দেরী হলে রেগে যায়, আবার নিজেই রাগ ভাঙ্গায়। এইসব ছেলেদের সহজে ভালোবাসা যায়, প্রেমে পড়া যায়, মনে দ্রুত জায়গা করে দেওয়া যায়। হাত টা সহজে ধরা যায়, এদের সাথে খুব দ্রুত মন ছাড়িয়ে শরীর ছোঁয়া যাই। এরা ছুঁয়ে যায়।

এদের দেওয়া কষ্ট গুলো খুব লাগে। ভেঙ্গে চুরমার করে। কিন্তু আবার কাটিয়ে উঠে পা বাাড়ানো যাই।

কখনো এক রোগা, ঘাড় ত্যাড়া, বেয়াদব ছেলে গুলো কে ভালোবেসে দেখেছো?

এরা মোট কথায় তোমাকে দেখবেই না। ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার প্রশ্নই আসে না। কিন্তু তোমার চুড়ি আর দুল কেন এরা হাটতে হাটতে একটু শাড়ি উচু হয়ে দেখা যাওয়া পেটিকোট ও মনে রাখবে।

তুমি হয় একবার ব্যাগ খুলেছিলে তখন সে ফোনে মগ্ন ছিলে। কিন্তু বলতে পারবে কয়টা খুচরো আছে, যাওয়ার রিকশা ভাড়াটা আছে কিনা।

এদের সাথে রাগ করা মানে তার দায়ভার আবার নিজের গায়েই চাপানো। কারণ একরোগা ছেলেরা রাগ ভাঙ্গায় না, তেমনি সহজে রাগ ও করে না। তুমিই বিরক্ত হয়ে যাবে, রাগ কেন করে না? ঝগড়া কেন লাগায় না? আমার মান কেন ভাঙ্গায় না?

ঘাড় ত্যাড়া ছেলে গুলো লুতুপুতু প্রেমের গল্প বলে না। রাগ জেগে কথা বলবে তবে রাত বাড়লে তা শীররে পৌছায় না। যদি এদের বলা হয় তুমি আমায় একটু ভালোবাসো না, সে বুঝাতে আসবে না কতটা ভালোবাসে,
সে বলবে -তাইলে ঘুমাও।

এরা তোমার মা বাবা চৌদ্দগুষ্টি কেমন আছে কেমন নেই কি করে জিজ্ঞেস করবে না। কিন্তু কখনো কারো বাসায় গিয়ে ছোট মাসি শাশুড়ীর মোবাইল থেকে কখনো ফোন দিলেও তার নাম্বার রেখে দিবে।

এই ছেলে গুলো ভীষণ নাছোড়বান্দা হয়। তবে কখনো তোমাকে বিরক্ত করবে না। এরা কখনোই বলে না, পাসওর্য়াড দাও, এর সাথে কথা বলো না, ওকে ব্লক দাও, এই ড্রেস টা পড়বে না। বেড়াতে যাবে না। কাল দেখা করতেই হবে। এইভাবে কখনোই জ্বালাবে না।

এরা বলে চুল কেটো না, নক রেখো না, লাল লিপস্টিক টা একদম দিবে না। এরা হয়ত বায়না ধরে একবার শাড়ি পড়ে দেখা কর। এর বেশি তেমন কিছুই না।

এদের এই জ্বালা গুলো বুঝতে হলে তোমাকে তাকে ভালোবাসতে হবে। ভীষণ রকম ভালোবাসতে হবে। এদেরও রাগ হয়, কিন্তু তার প্রকাশ টা ধরতে গেলে তোমাকে তাকে তার চেয়েও বেশি চিনতে হবে।

এরা রেগে গেলে চিল্লায় না, কিংবা কথা বন্ধ করে না। এমন ঠান্ডা গলায় ভালোবাসি বলবে যেন তোমায় এখন কোন গিরিখাত টেনে নিলো নিচে। এই রাগ গুলো ভয়াবহ হয়, কিছু না বলে কিছু না করেই তোমার সারা শরীর জ্বালিয়ে মারবে। ভীষণ কষ্ট হবে।

এই ছেলে গুলোর ভালোবাসায় না কোন পিঞ্জর থাকে, না আকাশে বিস্তৃত থাকে। শুধু এদের চিন্তাভাবনার চারিপাশ জুড়ে থাকে। সে থাক না থাক ভালোবাসার রেশ রয়ে যায় আজীবন।

এদের কে তুমি ছেড়ে যেতে পারবে না। তুমি ভয় পাবে এই না ছেড়ে যায় তোমার। ব্যাপারটা অদ্ভুত রকম সত্য যে এরা কখনোই তোমায় ছেড়ে যাবে না। তোমার ভয় টাও আবার দূর করবে না। ওটা তোমার বিশ্বাসেই তোমাকে দূর করতে হবে। এদের জীবন তোমার অস্তিত্ব নিয়ে বার বার তুমি প্রশ্ন তুলবে। এরা বুঝাবে না।

এদের জীবন তোমার অস্তিত্ব যে কত টা জুড়ে তা তোমাকে তোমার বিশ্বাসে খুঁজে নিতে হবে। যেদিন পেয়ে যাবে সেদিন তার জীবনে সে অস্তিত্বের পরিধিতে নিজেকেই ক্ষুদ্র মনে হবে তোমার।

তোমার ভুল গুলো এরা হেসে উড়িয়ে দিবে, তোমার অপরাধ এরা সহজে ক্ষমা করে দিবে, তোমার প্রতরণায় এরা একটুও ভেঙ্গে যাবে না।
বলবেও না প্লিজ আর করো না।
শুধু বলবে, আচ্ছা ঠিক আছে।

তুমি ভাববে তোমার কিছুতেই তার কিছু এসে যায় না। কিন্তু যদি তুমি সে নিস্পৃহতা বুঝতে পারো তুমি কল্পনাও করতে পারবে না কি তপ্ত আগ্নেয়গিরি তারা বুকে পুষে রেখেছে। তার এক কণা ও যদি তোমার নিশ্বাস ছুয়ে যায় তুমি আজীবন জ্বলতে থাকবে।

কিন্তু তুমি বুঝবে না। এদের সবাই বুঝে না। এদের রাগ অভিমানের মতো এদের ভালোবাসা বুঝতে গেলে তোমাকে তাকে তার চেয়েও বেশি রকম ভালোবাসতে হবে। তোমায় জানতে হবে তার রন্ধ্রে রন্ধ্রে তোমার অস্তিত্ব।

এইসব ছেলে গুলো ভীষণ রকম একগুয়ে হয়। তাদের ভালোবাসা গুলো বেপরোয়া হয়, তাদের পাগলামি লাগাম ছাড়া হয়। তোমাকে হারতে হবে বার বার।

এরা কখনো তোমার পথ আটকায় না, এরা কি রকম নিষ্ঠুর উদাস শূন্য চোখে তোমার চলে যাওয়া দেখবে তুমি আৎকে উঠবে।

এরা কখনো জানাতে আসবে না কতটা এখনো মিস করে তোমায়, কি যন্ত্রনায় বিশাল কোলাহলে তোমায় একামনে ভাবতে পারে, ঢেউয়ের বাতাসে কি পরিমাণ হু হু করে উঠে কামড়ে ধরে এদের।

তোমাকে ভালোবাসার জন্য এদের তোমাকে লাগে না। ভালোবেসে যেতে পারে বাসের ভীড়ে একটু জায়গা পেয়ে জানলার সিটে বসে বাইরে একটু লাগা বাতাসের সাথে। ভালোবেসে যেতে পারে তোমাকে দেখে পাশ কাটিয়ে গিয়েও।

এরা কোন কষ্ট করে না একটা সর্ম্পক বাঁচিয়ে রাখতে, কিন্তু কি অদ্ভুত কষ্ট জমিয়ে রাখে তা শুধু যখন পূর্ণতা পাবে সে সুখের বৃষ্টিতে খুঁজে নিতে পারবে।

এরা অদ্ভুত রকম ভালোবাসতে পারার ক্ষমতা রাখলেও এদের ভালোবাসার পূর্ণ হওয়ার কৌটা বরাবর শূন্য থাকে৷

এরা কখনো দোহায় দেয় না, কোন প্রমাণ দেখিয়ে ব্ল্যাকমেইল করে না, এরা কখনো আটকে দাঁড়িয়ে রবে না। তুমিই বিরক্ত হবে, ভাববে তার কাছে তোমার চলে যাওয়া কোন কিছুই না।

কিন্তু যদি সে পাশে সরে দাঁড়ানো বুঝতে চাও তাহলে পাশে দাঁড়িয়ে হাতটা ধরতে হবে। কি মায়া আছে তাতে।

যদি তাও চলে যাও। এরা ফিরেও তাকায় না। এদের দেওয়া কষ্ট গুলো খুব বেশি লাগে না। শুধু পাথর চাপা পড়ে সব।

এদের ভুলা যাবে না। এগিয়ে যাবে হয়ত কিন্তু ওখানেই ঘুড়পাক খাবে আজীবন।

এদের ভালোবাসলে খুব প্যারা। মন জুড়ে এমন অস্তিত্ব করে নেবে তুমি নৈমত্তিক কাজের ব্যস্ততায় ধুলো ফেলতে পারবে, মুছবে পারবে না।

এদের ভালোবাসে আটকে রাখা খুব কঠিন মনে হয়। মনে হয় কি কুক্ষনেই না ভালোবেসেছি।

কিন্তু এদের ভালোবাসা পাওয়া টা ভাগ্যের ব্যাপার। খুব কম ভাগ্যবতী মেয়ে এইরকম একগুঁয়ে, ঘাড় ত্যাড়া, বেয়াদব ছেলেটার ভালোবাসা হতে পারে।

কলমেঃদোলনা বড়ুয়া তৃষা

31/07/2021

যদি ভালবাসা পাই
নিখাঁদ হলে কুড়িয়ে নিবো তাই
ছলনা হলে ফিরে যাবো
ভালবাসায় ছল নাহি চাই !

27/07/2021

“আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি বাকের ভাই”

মুনা ও বাকের ভাই x আলো by Tahsan 💚

©️ Tasim's Creation's

25/07/2021

ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।
___হুমায়ূন আহমেদ

24/07/2021

"মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার।একে অস্বীকার করার কোন উপায় নেই।আমরা যে বেঁচে আছি এটাই একটা মিরাকল।
__হুমায়ূন আহমেদ

24/07/2021

কিছু মানুষ যখন ঘৃণা করে তখন বাড়াবাড়ি ধরনের ঘৃণা করে। যখন ভালোবাসে বাড়াবাড়ি ভালোবাসে। অনেক অসুখের মতো এটাও যে একটা অসুখ তা কি মানুষ জানে?
__হুমায়ূন আহমেদ

21/07/2021

বাপ ঈদের নামাজ পড়ে বাসায় আসার পর, ' ছাগলটা কই?' বলে চিল্লানি দিলে আমার মতো যারা যারা কনফিউশানে পড়ে যান তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা...

ঈদ মোবারক।

Copy

10/07/2021

আপন মানুষ কোনদিন ছেড়ে যায় না
যাকে আপন ভেবেছো আর যে তোমাকে ছেড়ে গেছে সে কোনদিনও তোমার আপন ছিলো না।
আপন হলে সত্যি ছেড়ে যেত না।
যে ছেড়ে যায় সে তোমার কোনদিন আপন হতে পারেনা। আর হয়ও না।

আপন মানুষেরা কোনদিন পুড়ায় না। যে আপন সে তোমাকে পুড়াতে পারেনা আর পারবেও না।
যে তোমাকে কথা অবহেলায় পুড়ায় সে তোমার আপনজন ছিলো না, তোমার ছিলো না।
যে তোমার হবে সে তোমাকে পুড়ানোর কিবা আঘাত করার ভাব মনে কল্পনাই করতে পারবেনা।

কাউকে আপন ভাবলেই কেউ আপন হয়না।
আপন ভাবলেই যদি আপন হতো তবে আপনহীন মানুষের একটা মানুষের ও অভাব হতোনা।
আপন মানুষ তখনই হয় যখন সে তোমাকে আপন ভাবে।
—আব্দুল কাইয়ুম প্রিয়ম

08/07/2021

-আমার খুব হাসতে ইচ্ছে হচ্ছে-

আমার খুব হাসতে ইচ্ছে হচ্ছে,
ঠিক যেমনটা হাসলে আকাশ গর্জে উঠে,
সমুদ্রে উঠে যায় উত্তাল ঢেউ,
ঠিক যেমনটা হাসলে কারো মনে সাইক্লোনের সৃষ্টি হয়,
কিংবা মরুর ধূলিঝড়!
আমার খুব হাসতে ইচ্ছে হচ্ছে-
বিকট অট্টহাসিতে সব কিছু বিলীন করে হাসতে
ইচ্ছে হচ্ছে,
আমার খুব হাসতে ইচ্ছে হচ্ছে
আমার খুব হাসতে ইচ্ছে হচ্ছে!

07/07/2021

যে মানুষটা তোমাকে ছাড়া বাঁচবে না বলেছিল, সে এখন দিব্যি বেঁচে আছে।ওই মানুষটা কিছুদিন আগেও তোমার সাথে কথা বলার জন্য ছটপট করতো।তোমার অবহেলা সহ্য করতে না পেরে রোজ রাতে চোখের জলে বালিশ ভিজাতো।

আজ একটু খোঁজ নিয়ে দেখো। হয়তো তোমাকে ছাড়া মানুষটা ভাল নেই কিন্তু স্বপ্নগুলো হৃদয়ের গোরস্থানে সমাধিস্থ করে সে এখনো বেঁচে আছে।এরকম বেঁচে থাকাটা খুবই কষ্টকর কেননা প্রতিটি মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করে,কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।

জানো তো? মানুষ বড্ড অভিমানী প্রাণী। তারা সবকিছু সহ্য করতে পারলেও প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারে না। তোমার দরজায় আসা কোনো কুকুরকে বারবার তাড়িয়ে দিলে সে আর কখনো তোমার পথ মাড়াবে না।সেখানে সে তো একটা জলজ্যন্ত মানুষ।

মানুষটা প্রতিদিন তোমার কাছে এক ফোঁটা ভালোবাসা চেয়ে তীব্র আর্তনাদ করতো।আর তুমি?
তুমি তাকে প্রতিদিন খালি হাতে ফিরিয়ে দিয়ে পৈশাচিক হাসতে।
বিশ্বাস করো তোমার মুখের আজকের হাসিটা একদিন তোমার কাছে অভিশাপ হয়ে ফিরে আসবে।
ভীষণ আঁধারের কোল ঘেসেও একসময় রাতের আকাশে চাঁদের দেখা মেলে।ঠিক তেমনি এই দুঃখবিলাসী মানুষগুলোও সময়ের সাথে বদলে যাবে।

তখন তোমার বড্ড আফসোস হবে মানুষটার বদলে যাওয়া দেখে।কিন্তু আফসোস করে কি হবে?

মানুষটা তো তোমাকে
অন্তরের সিন্দুকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল তোমার অকৃত্রিম ভালোবাসায়।
কিন্তু তুমি তা বুঝতে চাওনি।এখন বুঝে কি হবে?মানুষটার মনটা তো মরে গেছে।

দিনশেষে মুনির চৌধুরীর সেই কথাটি সত্য।"মানুষ মরে গেলে পঁচে যায়।বেঁচে থাকলে বদলায়।কারণে অকারণে বদলায়।সকালে সন্ধ্যায় বদলায়।"

লেখা -ইবনাত হোসাইন নিহা

05/07/2021

নিজেই সামলাও নিজেকে, শুরু করো বেদনার দিন গোনা,
ঘৃণার শহরে দেবেনা কেউ তোমায়, ভালোবাসার প্রণোদনা!
~কিঙ্কর আহসান

03/07/2021

কাউকে ভালোবাসি বলার চেয়ে প্রথমে সেই ভালোবাসাটা হৃদয়ে অনুভব করাই অনেক বেশি শ্রেয়।

কারণ, জীবনে হয়তো কাউকে না কাউকে পাওয়ার ইচ্ছেটা সবার জাগে। হাতে গণা কয়েক জনেই প্রিয় মানুষটা হাত ধরতে পারে। বাকিরা না পাওয়ার চার দেওয়ালের মধ্যে বন্ধি থাকে।

তবুও ক্ষণিক সময়ে দেখা কিছু স্মৃতি মুছে যায় না, সেই স্মৃতি গুলো লুকিয়ে থাকে অন্তরালে। তখন কিছু একটা ইতিহাস সৃষ্টির অপেক্ষায় থাকে রয়ে যাওয়া স্মৃতি গুলো।
তখন মনের অজান্তেই বলে বেড়ায়,

" মানুষ খুব করে যেটা চাই। সেটা কখনো পেয়ে উঠে না। কারণ, প্রকৃতি খুব বেশি করে চাওয়া ইচ্ছেগুলো কখনপূরণ করে না"।

ভালো থাকা, সুখে থাকা টা প্রকৃতি বেশি মানতে পারে না।

লিখনে ~ রাকেশ বাবু

03/07/2021

কেউ সাথে না থাকার মানে এই না যে তুমি একা হয়ে পড়েছো। যখন নিজের সঙ্গ পাবার পরেও তোমার নিজেকে নিঃসঙ্গ মনে হবে তখনই আসলে তুমি একা।

মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েইন জীবনের শেষ বয়সে বিষাদগ্রস্ত হয়ে লিখেছিলেন, সব চেয়ে খারাপ একাকীত্ব হল নিজেকেও ভালো না লাগা। এত পছন্দের নিজেকেও কখনো কখনো আমাদের সহ্য হয় না; সেখানে অন্যদের দোষারোপ করে কী হবে!!

একাকীত্ব মানে একা থাকা না; একাকীত্ব মানে নিজের সঙ্গ পাবার পরেও তোমার নিজেকে নিঃসঙ্গ মনে হওয়া।

রুশ সাহিত্যিক আন্তন পাভলোভিচ চেখভ বলেছেন, যদি তুমি একাকীত্ব ভয় পাও তাহলে বিয়ে করো না। কথাটার একটা গভীর মানে আছে , সেটা হল তোমার একাকীত্ব তোমার সঙ্গিনী দূর করতে পারবে না, যদি কেউ পারে সেটা একমাত্র তুমি।

কারো উপর ভরসা না করে নিজের উপরে রাখো; কেননা তুমি চাইলেও তোমাকে ফেলে অন্য কোথাও যেতে পারবে না। নিঃসঙ্গতার রাতে যখন কেউ থাকবে না তখন সঙ্গ দিও নিজেকে। নিঃশব্দ রাত কখনোই পুরোপুরি নিঃশব্দ হয় না, দেখবে তোমার বুকের ভেতরে তখনো ধুপ ধুপ করে শব্দ হচ্ছে।

Zunayed Evan ভাই

01/07/2021

প্রত্যেক সমস্যাই সাময়িক! আজকে না হয় কালকে শেষ হয়ে যাবে;শুধু প্রয়োজন মহান আল্লাহ'র উপর বিশ্বাস রেখে, ধৈর্যধারন করার!❤️

~ মাওলানা তারিক জামিল!🌸

01/07/2021

আমার ভালোবাসার কোনো জন্ম হয় না
মৃত্যু হয় না –
কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না
শরীরে নিয়ে জন্মেছিলাম।
আমার কেউ নাম রাখেনি, তিনটে-চারটে ছদ্মনামে
আমার ভ্রমণ মর্ত্যধামে,
আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার
হাত পুড়ে যায়
অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণিমায়ায়
অন্ধকারে মিশে থেকেছি
কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু’চোখে হাজার ছি ছি
তবুও আমার জন্ম-কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি
আমার কোনো ভয় হয় না,
আমার ভালোবাসার কোন জন্ম হয় না, মৃত্যু হয় না।

___ সুনীল গঙ্গোপাধ্যায়

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category