06/05/2021
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রিটেনের সিলেবাস ২০২০-২১ : 😍 ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সার্কুলার অনুযায়ী)
বাংলা :
১) পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন
২) কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা
৩) উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য, উপন্যাস ও নাটক-ভিত্তিক)
৪) লেখক / কবি পরিচিতি,
৫) মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক),
৬) সারাংশ / সারমর্ম লিখন,
৭) বানান শুদ্ধি ও প্রমিতকরণ,
৮) সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন,
৯) ব্যাকরণ-সম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত)
১০) অনুবাদ অধিক গুরুত্ব পাবে।
১১) সৃজনশীল প্রশ্ন
১২) বাগধারা
বই সাজেশন : " বাংলা পার্বণ " বইটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। বাংলার রিটেনের জন্য এর চেয়ে ভালো বই একটিও নেই। এই " বাংলা পার্বণ " বইয়ে Written + MCQ, বাংলা ১ম পত্র, ২য় পত্র সব ই আছে। " বাংলা পার্বণ " বই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন পড়ে।
ইংরেজি :
1) Comprehension,
2) Short paragraph,
3) Explanation (Explain with the reference to the Context),
4) Rearranging,
5) Translation,
6) Punctuation,
7) Gap filling with & without clues,
8) Sentence making,
9) Changing and Transformation of sentences
এগুলো অধিক গুরুত্ব পাবে।
বই সাজেশন : ইংরেজির জন্য " ছায়ামঞ্চ English " বইটা MUST পড়তে হবে। রিটেনের জন্য তো এটা বাংলাদেশের বেস্ট বই। ওপেন চ্যালেন্জ 😎 এই " ছায়ামঞ্চ English " বইটা পড়লে Written + MCQ দুই অংশের প্রিপারেশন ই ১০০% কমপ্লিট। আর কোন বই পড়তে হবে না।
এই পোস্টে বাংলা ও ইংরেজির রিটেনের সিলেবাস পোস্ট করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ই এই সিলেবাস নির্ধারণ করে দিয়েছে তোমাদের প্রস্তুতির সুবিধার জন্য।
আর কোন কোন সাবজেক্ট এর রিটেনের সিলেবাস জানতে চাও?