Sopno tv

Sopno tv Parsonal blog

30/05/2021

ভর্তি পরীক্ষার্থী এবং এইচএসসি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর!
প্রতিভা কোচিং একাডেমীতে বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
(বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটি সাবজেক্ট প্যাকেজ কোর্সে দুই মাসের মধ্যে শেষ করে দেয়া হবে।)
কোর্স ফি মাত্র ১০০ টাকা।
কোর্সটি অনলাইনে করতে ইনবক্সে মেসেজ করে রেজিস্ট্রেশন করে নেও।

অথবা কল করো 01732396230,01774269176

সৈয়দ সাইফুল
অধ্যায়নরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

30/05/2021
18/05/2021

একটা হ্যাশট্যাগ কপি করতে ১০ সেকেন্ডও লাগে না।

একটা স্ট্যাটাস দিতেও ১০ সেকেন্ডের বেশি সময়ের প্রয়োজন নেই।

ভারতীয়রা যেখানে ইসরাইলের পক্ষে ট্রেন্ডিংয়ের উপরে, সেখানে আমরা মুসলিম হিসাবে মুসলিম ভাইদের বাঁচাতে ২০ সেকেন্ড সময় ব্যয় করতে পারবো না?

দুরে থেকে যুদ্ধে যেতে পারবেন না হয়ত, অনলাইন যুদ্ধে সবাই অংশগ্রহণ করুন।মুসলিম ভাইদের পাশে থাকুন।কিয়ামতের দিন আল্লাহ্‌ আপনার পাশে থাকবেন।

















আল্লাহ ফিলিস্তিন কে হেফাজত করুক, আমীন!

12/05/2021

🔶স্পর্শ ধ্বনি🔶

__________🥀🥀"ক থেকে ম" পর্যন্ত বর্গে মোট ২৫ ধ্বনি। এ সব ধ্বনির উচ্চারণে জিহ্বার সাথে অন্য বাগযন্ত্রের কোনো কোনো অংশের কিংবা ওষ্ঠের সাথে অধরের স্পর্শ ঘটে;........🌿

🍂🍂________ অর্থাৎ এদের উচ্চারণে বাকপ্রত্যঙ্গের কোথাও না কোথাও ফুসফুসতাড়িত বাতাস বাধা পেয়ে বারিয়ে যায়।........বাধা পেয়ে স্পষ্ট হয় বলে এগুলোকে বলে স্পর্শ ধ্বনি।

10/05/2021

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।

১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে ল
িখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত
২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,
গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব

স্ত্রী = n g k z Shift+d
বউ = n g+s
হৃদয় = i a l Shift+w
সর্ব = n h Shift+a
পর্ব = r h Shift+A
ঋতু = g+a k s
বর্ষা = h Shift+N Shift+A f
র‍্যাব = v Shift+z f h
কৃষক = j a Shift+n j
চাক = y f j g
সুগন্ধা = n s o b+g Shift+L f
পর্যন্ত = r w Shift+A b g k
বন্ধু = h b g Shift+L s
কম্পিউটার = j d m g r g s t f v
পৃথিবী = r a d Shift+K h Shift+D
চন্দ্রবিন্দু = y b g l z d h b g l s
সমৃদ্ধশালী = n m a l Shift+L Shift+m f Shift+v Shift+D
জ্ঞান = u g Shift+i f b
কৃষ্ণ = j a Shift+N g Shift+B
স্বপ্ন = n g h r g b

 #সাহিত্য পাঠ! 😍 #পদ্য নং – ১০📚 কবি পরিচিতিঃ◾ কবিঃ আবু জাফর ওবায়দুল্লাহ◾ জীবনকালঃ [১৯৩৪-২০০১]🔸 জন্ম তারিখঃ ৮ই ফেব্রুয়ারী...
07/05/2021

#সাহিত্য পাঠ! 😍
#পদ্য নং – ১০

📚 কবি পরিচিতিঃ
◾ কবিঃ আবু জাফর ওবায়দুল্লাহ
◾ জীবনকালঃ [১৯৩৪-২০০১]
🔸 জন্ম তারিখঃ ৮ই ফেব্রুয়ারী
🔸 মৃত্যু তারিখঃ ১৯ই মার্চ
🔹 জন্ম স্থানঃ বহেরচর-ক্ষুদ্রকাঠি, বরিশাল
🔹 মৃত্যু স্থানঃ ঢাকা
◾ শিক্ষা যোগ্যতাঃ বিএ সম্মানপ্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি)
◾ পেশাজীবনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (শিক্ষক), সচিব, কৃষি ও পানিসম্পদ মন্ত্রী (১৯৮২), রাষ্ট্রদূত (যুক্তরাষ্ট্র-১৯৮৪), তবে °কবি° হিসাবেই বেশি পরিচিত।
◾ প্রথম প্রকাশিত কাব্যঃ সাত নরীর হার (১৯৫৫)
◾ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়।
◾ বিখ্যাত রচনাঃ
°কোন এক মাকে°
___ ভাষা শহীদের লিখা এক চিঠি।
°আমি কিংবদন্তির কথা বলছি°
___ ঐতিহাসিক চেতনায় বাঙ্গালির জাগরণ।
◾ পুরষ্কারঃ
বাংলা একাডেমি পুরষ্কার (১৯৭৯), একুশে পদক (১৯৮৫)
☑ তার কবিতায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কথা ফুটে উঠেছে।

📚 মূলপাঠঃ
🔹 কবি বলেছেন - পূর্বপুরুষের কথা।
🔸 আমার পূর্বপুরুষেরা - ক্রীতদাস ছিলেন।
◾ জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ - কবিতা
◾ কর্ষিত জমির প্রতিটি শস্যদানা - কবিতা
◾ সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান - কবিতা
🔹 পূর্বপুরুষের পিঠে ক্ষত ছিল - রক্তজবার
🔸 পূর্বপুরুষের করতলে ছিল - পলিমাটির সৌরভ
🔹 আমাদের পূর্বপুরুষ বলতেন - অতিক্রান্ত পাহাড়ের কথা
🔸 যে কবিতা শুনতে জানে না সে শুনবে - ঝড়ের আর্তনাদ
🔹 যে কবিতা শুনতে জানে না সে আজন্ম - ক্রীতদাস থেকে যাবে
🔸 উনোনের আগুনে আলোকিত - একটি উজ্জ্বল জানালা
🔹 প্রবহমান নদী ভাসিয়ে রাখে - যে সাঁতার জানে না তাকে
🔸 শস্যের সম্ভার সমৃদ্ধ করেছে - যে কর্ষণ করে
🔹 জননীর আশীর্বাদ দীর্ঘায়ু করে - যে গাভীর পরিচর্যা করে

📚 পাঠ বিশ্লেষণঃ
০১. কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল?
উঃ পলিমাটির।
০২. কবির পূর্বপুরুষের পলিমাটির সৌরভ কোথায় ছিল?
উঃ করতলে।
০৩. কবিতা°কে কবি কি বলে অভিহিত করেছেন?
উঃ কর্ষিত জমির শস্যদানা।
০৪. যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে?
উঃ ঝড়ের আর্তনাদ।
০৫. জননীর আশীর্বাদে কি দীর্ঘায়ু হয়?
উঃ গাভীর পরিচর্যা।
০৬. পূর্বপুরুষের পিঠে রক্তজবার মত ক্ষত ছিল। কারণ তিনি -
উঃ ক্রীতদাস ছিলেন।
০৭. মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়ে কারা?
উঃ মায়ের ছেলেরা।
০৮. সবকিছুর শুচি হয়ে উঠে কিভাবে?
উঃ আগুনের উত্তাপে।
০৯. কবিতা মতে, মুক্তির সামর্থ্য অর্জনের একমাত্র উপায় কি?
উঃ কবিতা শোনা।
১০. ভীরু কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করে কারা?
উঃ শত্রুরা।
১১. শত্রুরা মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াই করে নি কেন?
উঃ ভয়ে।
১২. নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্তই কীসের অনুষঙ্গ?
উঃ ইন্দ্রিয়গ্রাহ্য।
১৩. কবিতায় ব্যবহৃত °অতিক্রান্ত পাহাড়° অনুষঙ্গটির অর্থ কি?
উঃ বাধা-বিপত্তির প্রতীক।
১৪. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে?
উঃ স্বপ্ন ও বাস্তবতার মিলনে।
১৫. কবির পূর্বপুরুষরা কবির অনুরক্ত ছিলেন কেন?
উঃ সৃষ্টিশীল ছিলেন বলে।
১৬. যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে?
উঃ দিগন্তের।
১৭. যে কবিতা শুনতে পারে না সে ভালোবাসে কোথায় যেতে পারে না?
উঃ যুদ্ধে।
১৮. যে কবিতা শুনতে পারে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?
উঃ হৃৎপিণ্ডে।
১৯. সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনার প্রকাশ পেয়েছে?
উঃ স্বাধীনতার।
২০. কবিতায় ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে, সে হলো -
উঃ লৌহখন্ড প্রজ্জ্বলনকারী।
২১. কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন?
উঃ ভাইয়ের।
২২. কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন?
উঃ স্বপ্নের।
২৩. যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না?
উঃ মাছ।
২৪. কবিতায় কবি কিভাবে যুদ্ধে আসার কথা বলেছেন?
উঃ ভালোবেসে।
২৫. কবিতায় কবি যে পুত্রগণের কথা বলেছেন তারা কেমন?
উঃ দীর্ঘদেহ।

📚 উক্তি মূলকঃ
▪°তাঁর করতলে পলিমাটির সৌরভ° - চরণটির ভাবার্থ কি?
উঃ মৃত্তিকাসংলগ্নতা।
▪°ভালোবাসা দিলে মা মারা যায়° - চরণটির তাৎপর্য কি?
উঃ দেশের জন্য সন্তানের মায়াত্যাগ।
▪°আমি কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো?° - এখানে কবির ব্যক্ত আকাঙ্খা কি?
উঃ প্রতিবাদী চেতনা।
▪°উনোনের আগুনে আলোকিত° - চরণটি দ্বারা কি বোঝায়?
উঃ পরিশুদ্ধ জীবন।
▪°আমি বিচলিত স্নেহের কথা বলচ্ছি° - এখানে বিচলিত অর্থ কি?
উঃ উদ্বিগ্ন।
▪°প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে° - কথাটি কে বলতেন?
উঃ মা।
▪°রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা° - চরণটিতে কি প্রকাশিত হয়েছে?
উঃ দৃপ্ত শপথ।
▪°তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল° - বলতে কি বোঝানো হয়েছে?
উঃ নিপীড়ন।
▪°যে গাভীর পরিচর্যা করে° - তার পরের চরণ কি?
উঃ জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
▪°গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি° - এর পরের লাইন কি?
উঃ আমি আমার ভালোবাসার কথা বলছি।
▪°আমি কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো° - চরণটিতে কবিমনের কোন দিক প্রকাশ পেয়েছে?
উঃ সংশয়।

📚 শব্দার্থ ও টীকাঃ
◑ কিংবদন্তি - জনশ্রুতি
◑ করতল - হাতের তালু
◑ বিচলিত স্নেহ - আপনজনের উৎকন্ঠা
◑ শ্বাপদ - হিংস্র মাংসাশী শিকারী জন্তু
☞ সকল শক্তির উৎস - সূর্য
☞ ঐতিহ্যের প্রতীক - কিংবদন্তি
☞ শুদ্ধতার প্রতীক - আগুন
☞ মুক্তির প্রতীক - উজ্জ্বল জানালা

📚 কবিতা পরিচিতিঃ
🔹 রচয়িতাঃ আবু জাফর ওবায়দুল্লাহ
🔹উৎসগ্রন্থঃ আমি কিংবদন্তির কথা বলছি
🔹 ছন্দঃ গদ্যছন্দ
🔹 রূপশ্রেণীঃ কবিতা
▪ একান্ত মুক্তির প্রতীক - কবিতা
▪ চিত্রকল্প নির্মাণের শর্ত - অভিনবত্ব
▪ প্রাকৃতিক বা স্বাভাবিক ছন্দ - গদ্যছন্দ
▪ কিম্বদন্তী'র শুদ্ধ বানান - কিংবদন্তি
▪ কিংবদন্তি'র সঠিক বাংলা উচ্চারণ - কিঙ্+বদোন্+তি
🔸 বিষয়বস্তুঃ ইতিহাস ও ঐতিহ্য চেতনা।
🔸 মর্মমূলঃ শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির প্রত্যাশা।
🔸 পেক্ষাপটঃ বাঙালি সংস্কৃতির সুদীর্ঘ ইতিহাস, সংগ্রাম ও মানবিক উদ্ভাসনের অনিন্দ্য অনুষঙ্গ।
🔸 বিশেষ দিকঃ কবিতা ও সত্যের অভেদ কল্পনা ও কবিতার সঙ্গে মুক্তির আবেগকে একাত্ম করে তোলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রিটেনের সিলেবাস ২০২০-২১ : 😍 ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সার্কুলার অনুযায়ী) বাংল...
06/05/2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রিটেনের সিলেবাস ২০২০-২১ : 😍 ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সার্কুলার অনুযায়ী)
বাংলা :
১) পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন
২) কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা
৩) উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য, উপন্যাস ও নাটক-ভিত্তিক)
৪) লেখক / কবি পরিচিতি,
৫) মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক),
৬) সারাংশ / সারমর্ম লিখন,
৭) বানান শুদ্ধি ও প্রমিতকরণ,
৮) সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন,
৯) ব্যাকরণ-সম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত)
১০) অনুবাদ অধিক গুরুত্ব পাবে।
১১) সৃজনশীল প্রশ্ন
১২) বাগধারা
বই সাজেশন : " বাংলা পার্বণ " বইটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। বাংলার রিটেনের জন্য এর চেয়ে ভালো বই একটিও নেই। এই " বাংলা পার্বণ " বইয়ে Written + MCQ, বাংলা ১ম পত্র, ২য় পত্র সব ই আছে। " বাংলা পার্বণ " বই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন পড়ে।
ইংরেজি :
1) Comprehension,
2) Short paragraph,
3) Explanation (Explain with the reference to the Context),
4) Rearranging,
5) Translation,
6) Punctuation,
7) Gap filling with & without clues,
8) Sentence making,
9) Changing and Transformation of sentences
এগুলো অধিক গুরুত্ব পাবে।
বই সাজেশন : ইংরেজির জন্য " ছায়ামঞ্চ English " বইটা MUST পড়তে হবে। রিটেনের জন্য তো এটা বাংলাদেশের বেস্ট বই। ওপেন চ্যালেন্জ 😎 এই " ছায়ামঞ্চ English " বইটা পড়লে Written + MCQ দুই অংশের প্রিপারেশন ই ১০০% কমপ্লিট। আর কোন বই পড়তে হবে না।
এই পোস্টে বাংলা ও ইংরেজির রিটেনের সিলেবাস পোস্ট করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ই এই সিলেবাস নির্ধারণ করে দিয়েছে তোমাদের প্রস্তুতির সুবিধার জন্য।
আর কোন কোন সাবজেক্ট এর রিটেনের সিলেবাস জানতে চাও?

30/01/2021

✨ # HSC 2020 # Admission Candidate.
আমরা যেখানে তোমাদের সফলতা দেখতে পাচ্ছি,
সেখানে তোমরা এতো হতাশ কেন!

A+ এর সংখ্যা, candidate সংখ্যা এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় তোমাদের নেই।তোমাদের চিন্তা ভাবনা হবে পজিটিভ।

🔹 Govt. মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে সিট ৬০,০০০+
তোমার প্রয়োজন ১ টা সিট।বাকি ৫৯,৯৯৯ সিট তোমার বন্ধুদের দিয়ে দাও।
শুধু, আল্লাহুআকবার বলে শুরু করে দাও।সফলতা সময়ের ব্যাপার মাত্র।

All the best ""Just for You.""🖤

30/01/2021

ইংরেজি সঠিক উচ্চারণ যা আমরা প্রায় সময় ভুল করি..

১ । ভুল উচ্চারণ: Invitation -ইনভাইটেশন
সঠিক উচ্চারণ: ইনভিটেইশন
২ । ভুল উচ্চারণ: Nation -নেশন
সঠিক উচ্চারণ: নেইশন
৩ । ভুল উচ্চারণ: Enough -এনাফ
সঠিক উচ্চারণ: ইনাফ
৪ । ভুল উচ্চারণ: Lady -লেডি
সঠিক উচ্চারণ: লেইডি
৫ । ভুল উচ্চারণ: Recitation -রিসাইটেশন
সঠিক উচ্চারণ: রেসিটেইশন
৬ । ভুল উচ্চারণ: Enjoy-ইনজয়
সঠিক উচ্চারণ: এনজয়
৭ । ভুল উচ্চারণ: Preposition-প্রিপোজিশন
সঠিক উচ্চারণ: প্রেপোজিশন
৮ । ভুল উচ্চারণ: Station- স্টেশন
সঠিক উচ্চারণ: স্টেইশন
৯ । ভুল উচ্চারণ: Payment - পেমেন্ট
সঠিক উচ্চারণ: পেইমেন্ট
১০ । ভুল উচ্চারণ: Son--সন
সঠিক উচ্চারণ: সান

পড়া শেষ হলে done লিখতে ভুলবেন না কিন্তু! ❤️

Address


Telephone

+8801732396230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sopno tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share