Rifat Bin Morshed

  • Home
  • Rifat Bin Morshed

Rifat Bin Morshed বান্দার উপর আল্লাহর হক হলো " বান্দাদেরকে কষ্ট না দেওয়া"। (সহিহ বুখারী - ৭৩৭৩)

03/11/2024

আমাদের দেশে ইসলামিক মাহফিলগুলো শীতকালিন কিংবা গ্রীষ্মকালিন উৎসবের মতো, এখান থেকে এখন জাতি এক পয়সার উপকারী ইলম পায় না কারন এগুলো চলে এখন মিথ্যা ও বানোয়াট কাহিনি দিয়ে।

অথচ এ ভিডিওটা দেখুন মানুষ কত আগ্রহের সহিত দারসে বসেছে পরিবেশটাও বেশ চমৎকার দেখার মতো তাও মসজিদ আল হারামে।🕋📖

আমাদের দেশের মানুষদেরকেও এ রকম পরিবেশে দ্বীনি ইলম অর্জন করতে হবে তা না হলে অধঃপতন অতি নিকটে।

* মানুষদেরকে ভাইরাল বক্তা ও কমেডিয়ানদের বয়কট করে সহিহ আকিদার আলেমদের সহোবত ও দারসমুখি হতে হবে।

শিক্ষক: শায়খ ডক্টর ওয়াসিউল্লাহ আব্বাস হাফিজাহুল্লাহ। 🤲
আল্লাহু আ'লাম।

Average morning beauty in Masjid Al Haram.Specially Jumma Day.✨🕋
01/11/2024

Average morning beauty in Masjid Al Haram.
Specially Jumma Day.✨🕋

23/10/2024

জেনে নিন ইসলাম শব্দের অর্থ কি?
🎤 শায়খ আব্দুল্লাহ আল বাকি হাফিজাহুল্লাহ। 🤲
📖 দাঈ, পূর্ব জেদ্দা (কিলো-১৩) ইসলামি সেন্টার।
📍 স্থান: মসজিদ আল হারাম।

আমাকে নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কারন আমি মদিনার আলেমদের সান্নিধ্যে আছি আলহামদুলিল্লাহ। ✨ শায়খ আব্দুল্লাহ আল বাকি হাফিজা...
23/10/2024

আমাকে নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কারন আমি মদিনার আলেমদের সান্নিধ্যে আছি আলহামদুলিল্লাহ।
✨ শায়খ আব্দুল্লাহ আল বাকি হাফিজাহুল্লাহ। 🤲
📍 মসজিদ আল হারাম, মক্কা, সৌদি আরব।🕋🇸🇦

23/10/2024

বাবা মায়ের কথায় বউকে তালাক দেওয়ার বিধান! চমৎকার হাদিস।
🎤 শায়খ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ।
📖 মুদার্রিস ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম, সৌদি আরব।🇸🇦

09/10/2024

মুসআব ইবন উমাইর (রা:)।
সবচেয়ে ধনী থেকে আল্লাহ ও মুহাম্মদ সাঃ এর জন্য গরীব সাহাবী হওয়ার গল্প।

26/07/2024

মেট্রোরেলে আমি চড়েছি। দারুণ, ওয়ার্ল্ড ক্লাস। নো ডাউট।

আর মেট্রোরেল ইত্যাদিতে হামলাকে কোনভাবেই , ইনিয়ে বিনিয়ে ও সাপোর্ট করার প্রশ্নও আসেনা।

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল দেখে আমার খারাপ লাগে, মন ও খারাপ হয়। তবে কান্না আসেনা। আসবেও না।

এসব মেরামতযোগ্য। এসব নিশ্চয়ই আবার ঠিকটাক করা যাবে। এক একজন বেনজির/ মতিউরের চুরির টাকা দিয়ে ও খুব সহজে এসব মেরামত করা যাবে। ঠিক এই কারণেই আমার কান্না আসেনা।

তবে কোন দিন স্বচক্ষে না দেখা, অজানা একজন আবু সাঈদ, একজন মীর মুগ্ধর ছবি দেখলে আমার ভীষণ রকম মন খারাপ হয়, বিষন্নতা পেয়ে বসে, হু হু করে কান্না আসে। আর পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত সম্পদ একত্র করলেও ওদেরকে ফিরিয়ে আনার সাধ্য কারোই নেই।

তাই যারা প্রাণহীন জড় বস্তুর সাথে প্রাণের তুলনা করতে আসেন, কোনটা বেশি মূল্যবান সেই হিসেব করতে বসেন --- তাদের সাথে তর্ক করার কোন মানে হয়না।

চাইলে সবকিছুর উত্তর দেয়া যায়, প্রতিটি পয়েন্টে যুক্তি খন্ডন করা যায়। কিন্তু করিনা। করতে ইচ্ছে ও হয়না।

মূল্যবান আর অমূল্য --- এই দুটো শব্দের পার্থক্য যারা বুঝেনা, তাদের বুদ্ধিবৃত্তিক লেভেল নিয়েই আমি সন্দিহান।

আর কোন বুদ্ধি প্রতিবন্ধীর সাথে তর্ক করে সময় নষ্ট করার কোন মানে হয়না।

ওদের জন্য বড় জোর মায়া হতে পারে। করুণার উদ্রেক হতে পারে।

এতটুকুই। এর বেশি কিছু নয়।

ফুলস্টপ.

মরুর মুসাফির। 🌺🇸🇦
26/07/2024

মরুর মুসাফির। 🌺🇸🇦

25/07/2024

Wait for twist.
Free Palestine InshaAllah. 🇵🇸

22/07/2024

উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া ফিল হচ্ছে।🥹🇰🇵🇧🇩

19/07/2024

এই ফুলগুলোর উজ্জল ভবিষ্যতের জন্য কোটা আন্দোলন সফল হোক।


19/07/2024

বাংলাদেশের বাইরে থাকা প্রত্যেকটি জনগন এই ভিডিওটি শেয়ার করুন কারন এখানে ইংরেজি সাবটাইটেল ব্যবহার করেছি যাতে আন্তর্জাতিক পর্যায়ে জানতে পারে আমাদের ছাত্রভাইদের উপর কি অন্যায় ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।


19/07/2024

এই মুহূর্তে গণভবনে ঘোরাও চালাচ্ছে আমাদের ছাত্রভাইয়েরা সবাই ছাত্র ভাইদের জন্য দোয়া করেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Bin Morshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Bin Morshed:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share