চিটাগাংরোড বার্তা২৪.কম

  • Home
  • চিটাগাংরোড বার্তা২৪.কম

চিটাগাংরোড বার্তা২৪.কম প্রকাশক : শেখ হাসিনা
সম্পাদক:জিয়াসমিন চৌধুরী
এডিটর: সানজিদা আক্তার
★সত্য প্রকাশে আমরা দ্বিধা করিনা★

গাইজ ইউসুফ বেডায় কইতেছে সব নেডে ছাইড়া দিবে! এখন বিম্পি জামাআতের কি হবে! 😵‍💫
16/02/2025

গাইজ ইউসুফ বেডায় কইতেছে সব নেডে ছাইড়া দিবে! এখন বিম্পি জামাআতের কি হবে! 😵‍💫

14/02/2025

গলা কা'টা অবস্থায় ছাত্রলীকের ৬ ভাইকে পাওয়া গেছে।
😭
(প্রথম কমেন্টে ছবি)

হেফাজত নেতা‌দের জা‌মিন করার কার‌ণে, বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জ‌ঙ্গি বা‌নি‌য়ে গ্রেফতার ক‌রে রিমা‌ন্ডে ন...
13/02/2025

হেফাজত নেতা‌দের জা‌মিন করার কার‌ণে, বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জ‌ঙ্গি বা‌নি‌য়ে গ্রেফতার ক‌রে রিমা‌ন্ডে নি‌য়ে ভয়াবহ নির্যাতন করা হয়। রিমান্ডে মদ্যপ অবস্থায় জিজ্ঞাসাবাদ করেন পুরুষ অফিসার। ওই পুরুষ অফিসারের মুখ থেকে মদের গন্ধের সঙ্গে তার মুখ দিয়ে বের হয় অশ্লীল ভাষাও। একইসঙ্গে চলে লাথি আর চড়-থাপ্পড়। মদ্যপ অবস্থায় জিজ্ঞাসাবাদকারী ওই অফিসার ছিলেন সাবেক সেনাকর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান।

ব্যারিস্টার শাকিলা বলেন, “রিমান্ড শেষে চোখ খোলা অবস্থায় নেওয়া হলো জবানবন্দি দেওয়ার জন্য। গান পয়েন্টে রাখা হলো জবানবন্দি নিতে। কর্নেল মিফতা বললেন, ‘যেভাবে বলব, সেভাবেই জবানবন্দি দেবেন।’ না দিলে আপনার বড় ছেলেকে তুলে নিয়ে এসে জঙ্গি মামলায় দিয়ে দেব।’ এ কথা শোনার পর আমি চিৎকার করে কেঁদে উঠি। বললাম, ‘ওর দিকে হাত না বাড়িয়ে প্লিজ শুট মি কর্নেল মিফতা। এরপর আমি জবানবন্দি দিলাম। তা আদালতে পেশ করা হলো। পরে আদালত কারাগারে পাঠিয়ে দেয়।”

ব্যারিস্টার শাকিলা আমার, আমাদের সবার বোন। সকল অপরাধীকে ন্যায় বিচারের আওতায় আনা হোক। হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর অত্যাচারের নামান্তর।

— সিনথিয়া

12/02/2025

We demand the maximum punishment for the dictatorial murderer Hasina.

গত ১৫ বছর বিএনপির একজন নেতাকর্মীও একটা দিন শান্তিতে ঘুমাতে পারেননি বাসায়। খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে। ত...
11/02/2025

গত ১৫ বছর বিএনপির একজন নেতাকর্মীও একটা দিন শান্তিতে ঘুমাতে পারেননি বাসায়।

খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে। তারেক রহমানকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। প্রবাসে মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো।

ছাত্রদল হাজার হাজার পোলাপাইনকে গুম খুন করা হয়েছে। জনির শরীরে আর গুলি করার জায়গা ছিল না। নুরুজ্জামানের লাশ ভেসে উঠেছিলো নদীতে। ইলিয়াস আলীর লাশটাও তো খুঁজে পাওয়া গেল না।

লুৎফুজ্জামান বাবর জেলের বাইরে একটা দেন থাকতে পারেন নাই। পুরো যৌবন তিনি কুরবানি করেছেন জেলে।

সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। গুম করা হয়েছিলো সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকেও।

সাদেক হোসেন খোকাকে ক্যান্সার আক্রান্ত অবস্থায় জেলে নেওয়া হয়েছে। রাস্তায় ফেলে পেটানো হয়েছিলো গয়েশ্বর চন্দ্র রায়কে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হতো পাকিস্তানপন্থী রাজাকার। খালেদা জিয়া তাবিথ আউয়ালের হয়ে নির্বাচনী ক্যাম্পেইন চালাতে গিয়ে হামলার স্বীকার হয়েছিলেন।

নারায়নগঞ্জের শাওন ছেলেটা পুলিশের গুলিতে মরে গেল বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে। শাওন বিএনপি করতো।

এরপর জুলাই এর শুরুতেই হাসিনা খুন করলো ছাত্রদলের ওয়াসিম আকরামকে, যার রক্তের কাছে আমাদের আকাশ সমান ঋণ।

আমি বিএনপি করি না, বাট বিএনপির করা এই ত্যাগগুলো আমি ফিল করি। ৫ ই আগস্টের পর আমার দেখা সবচে আনন্দের দুইটা দৃশ্য ছিলো খালেদা জিয়া আর তারেক রহমানের মোলাকাতের দৃশ্য। আর লুৎফুজ্জামান বাবরের মুক্তির মুহূর্তটা।

অথচ কাল টকশোতে রুমিন ফারহানা বলে বসলেন, এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ১৫ বছর নাকি তাকে এতো ভয় পাইতে হয় নাই।

গত ১৫ বছর যেখানে খালেদা জিয়া পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেননি একদিন, সেখানে রুমিনের এতো শান্তির পেছনের রহস্য কী ছিলো, এই প্রশ্নটা করতে হবে।

প্রশ্ন করতে হবে, গ্রামের বিএনপির সাধারণ একজন কর্মীও যেখানে বাসায় থাকতে পারতেন না, সেখানে রুমিন ফারহানা কেন একদিনও জেলে গেলেন না? টকশোতে যাইয়া হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলে টলে আবার সেই হাসিনার কাছেই তিনি মাননীয় প্রধানমন্ত্রী লিখে ফ্ল্যাট ভিক্ষা চেয়েছিলেন।

উনি কথায় কথায় বলেন, উনি নাকি রাজনীতি করেন। রাজনীতি মানে তো নিজের বাদ দিয়ে মানুষের কথা ভাবা। বাট যেই রাজনীতিবিদ দেশের মানুষ তো দূরের কথা, ইভেন নিজের দলের নেত্রী, নেতাকর্মীদের কষ্ট ফিল না করে বলেন, গত ১৫ বছরে নিরাপদ ছিলাম, সেই রাজনীতিবিদের কাছে নিজের দলই তো নিরাপদ না, দেশ নিরাপদ হবে কী করে?

©

সর্বশেষধানমন্ডি ৩২ এ একটা বাড়ির নিচে প্রাচীন মন্দিরের সন্ধান পাওয়া গেছে🐸
05/02/2025

সর্বশেষ
ধানমন্ডি ৩২ এ একটা বাড়ির নিচে প্রাচীন মন্দিরের সন্ধান পাওয়া গেছে🐸

বিশ্ব বুলডোজার দিবস আজ রাত।
05/02/2025

বিশ্ব বুলডোজার দিবস আজ রাত।

05/02/2025

চিটাগাং রোডের পার্শ্ববর্তী হিরাঝিল আন-নাজাহ মাদরাসায় একজন ফাজিল/কামিল পাস আরবি শিক্ষক নিয়োগ করা হবে।
যোগাযোগ: ০১৭৪ ৯০৯১ ৩১১

05/02/2025

ভালাই লাগতাছে না কিছু।
শরিলডা নারায়নগন্জঞ্জ আর মনডা ধানমন্ডি ৩২ শে।
পিও অভিভাবকদের দেখা পাচ্ছি না।
তাদের মন্দির ভেঙে দিচ্ছে। তাদের কোন লাড়া ছাড়া নাই।

আমরারেই না হই খবর দিতো যাইতাম একসাথে।
🐸😁😁

" ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" সার্ক কম্পিউটারে রুবেল ভাই" ভালো মনের মানুষ ছিল" উনি আর আমাদের মাঝে নেই" না ফ...
05/02/2025

" ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" সার্ক কম্পিউটারে রুবেল ভাই" ভালো মনের মানুষ ছিল" উনি আর আমাদের মাঝে নেই" না ফেরার দেশে চলে গেছেন" উনার জন্য সবাই দোয়া করবেন ",

05/02/2025
05/02/2025

বুলডোজার জোগাড় হয়েছে। চলে আসুন ৩২ নাম্বার প্লাবনের বেগে আসুন। আকাশ ভেঙ্গে আসুন। ইতিহাসের সাক্ষী হতে আসুন। ইতিহাস গড়তে আসুন।

ইনকিলাব জিন্দাবাদ।

31/01/2025

আগামী ২৮ ফেব্রুয়ারী প্রথম তারাবী এবং ১ মার্চ প্রথম রোজা আলহামদুলিল্লাহ 💫

30/01/2025

✨পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি✨

২৭ দিন অপেক্ষা করে দেখলো টেরাম্প এসে কিছু করে দেয় কিনা। এখন দেখে, যাহাই লাউ তাহাই কদু। তাই আর কী করার। প্রতিবেশী নোবেলজয়...
27/01/2025

২৭ দিন অপেক্ষা করে দেখলো টেরাম্প এসে কিছু করে দেয় কিনা। এখন দেখে, যাহাই লাউ তাহাই কদু। তাই আর কী করার। প্রতিবেশী নোবেলজয়ী দেশপ্রধানকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালো চা-দোকানি।

ব্যাপার না, গার্লফ্রেন্ডের জন্য একটু-আধটু অপেক্ষা করাই যায়। নয়তো আবার গোস্বা হইবার পারে।

কাল থেকে নাকি আবার ট্রেন বন্ধ। এবার রানিং স্টাফদের আবদার মেটাতে হবে ইউনূস সরকারকে। কী জ্বালা, ১৭ বছরের জঞ্জাল সরাতে ১৭ মাসও দেওয়া হচ্ছে না। এরাই পারবে দেশটাকে সুজলা-সুফলা বানাতে।

এতেই খুশি আওয়ামীগোষ্ঠী।
খুশিতে গদগদ হয়ে বলে, দেখেন যা ভালো মনে করেন। ভালো মনে করেই তো লা ত্থি মে রে খেদাইলো। আরও ভালো তো সামনে হবে। একটু অপেক্ষা করেন প্লিজ!

জয় বাংলা
জয় চা-বিক্রেতা

স্যালুট হাসনাত আব্দুল্লাহ। Hasnat Abdullah২৪ এর বিপ্লবের অতন্দ্র প্রহরী।
27/01/2025

স্যালুট হাসনাত আব্দুল্লাহ। Hasnat Abdullah
২৪ এর বিপ্লবের অতন্দ্র প্রহরী।

26/01/2025

আগামীকাল ২৭ জানুয়ারি (সোমবার) দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ। আলহামদুলিল্লাহ ❤️

Address


Telephone

+8801680013668

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিটাগাংরোড বার্তা২৪.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share