Tahsin Taha

Tahsin Taha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tahsin Taha, Digital creator, Narayanganj.

03/01/2025

রাসূল (সাঃ) বলেছেন
না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা রেখো না এটা সবচেয়ে বড় গুনাহ,,,,,!
(বুখারী ৫১৪৩)

01/01/2025

রজবের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ.
আর মাত্র ৬০ দিন পরে রমজান।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো রজব মাসজুড়ে বেশি বেশি বরকতের দোয়া পড়তে বলেছেন । তাহলো-
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।


01/01/2025

রাসুলুল্লাহ (ﷺ)বলেছেন, প্রচার কর যদি একটি মাত্র আয়াতও হয়। [সহীহ বুখারী-৩৪৬১]

01/01/2025

প্রত্যেক ব্যাক্তির দোয়া কবুল হয়! যদি সে তাড়াহুড়ো না করে! 🥰

[সহিহ বুখারী :- ৬৩৪০]🌸,

যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অ...
31/12/2024

যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?

31/12/2024

জীবন থেকে আরও একটা বছর হারিয়ে যাচ্ছে ।
আফসোস , হায়াত নামক পুঁজি গুলো শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে।
পিছনে তাকালে শুধুই গোনাহের স্তুপ ।
গোনাহের দুর্গন্ধে জিন্দেগিটা লেপ্টে আছে ‌!
অথচ , থার্টি ফার্স্ট নাইট এর মতো জঘন্য পাপের নৃত্যে কথিত মুমিন এখনো বেশামাল !
আফসোস !
অন্য ধর্মের বিশ্বাসকে বুকে লালন করে মুমিন কি করে থার্টি ফার্স্ট নাইট এর মতো জঘন্য একটা উৎসবকে পালন করতে পারে ?
সত্যিই লজ্জা হওয়া উচিত !

31/12/2024

আজকে thirty first night , যা ইহুদী ও খ্রিষ্টান এর উৎসব ।অথচ আজকে আমাদের ‌অনেক মুসলিম ভাই - আর‌ বোনেরা কতো আনন্দ আর ফুর্তি করবে , যা আমাদের ইসলাম ধর্মের একদম বিরোধী আর হারাম একটি ‌কাজ ।

আজকের দিনে এমন হারাম আর ইসলাম বিরোধী কাজ করবেন , এমনও তো হতে পারে আজকের রাতটি আপনার শেষ রাত । কি জবাব দিবেন আল্লাহর ‌কাছে আপনার ‌এই হারাম কাজের জন্য ? ভয় করুন ওই দিনের ‌যে দিন ‌আপনার এই সব হারাম কাজের হিসাব নেওয়া হবে , সেদিন কোথায় যাবে এই সব আনন্দ আপনার ?

মনে রাখবেন আমাদের ধর্ম ইসলাম আর আমরা ইসলাম ধর্মের সব কাজ অনুসরণ করবো আর আমাদের ধর্মের উৎসব পালন করবো ।

আমাদের ইসলাম ধর্মের কোনো উৎসব কী আজ অবধি এমন আনন্দ নিয়ে তারা পালন করেছে কী ? আমাদের আরবি মাসের যে প্রথম দিন ‌শুরু হয় তার আগের ‌দিন কি এভাবে পালন করা হয় নাকি ? তাহলে আমরা কেন বিধর্মীদের উৎসব পালন করে গুনাহের শিকার হবো ?

এইসব যারা পালন করে বা অন্য জনকে উৎসাহিত করে তারা বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যায় । আল্লাহ মাফ করুক । সুতরাং আমাদের মুসলিম ভাই আর বোনেরা এইসব গুনাহের আর হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখুন আর আপনার ‌আপনজন আর আশেপাশের লোকদেরকে ও বিরত রাখুন । আর এইসব আতশবাজি ও দেখবেন না , তার মানে দাঁড়াবে আপনি তাদেরকে উৎসাহিত করছেন , মনে রাখবেন , ঘুষ দেওয়া আর নেওয়া দুইজন সমান অপরাধী ।

মনে রাখবেন , আমরা মুসলিম , so এই উৎসব আমাদের জন্য না , ❌❌❌

আসুন আমাদের মুসলিমদের thirty first night হোক নামাজের মাধ্যমে ।

thirty first night হোক নবি (স:) এর দুরূদ আর সালামের মাধ্যমে ।

thirty first night হোক কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে ।

thirty first night আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলুন - আল্লাহ ২০২৪ সাল তো কাটিয়ে দিলাম , কি ইবাদত করলাম জানিনা । অন্তত ২০২৫ সালটি আমার জন্য ইবাদতের বছর বানিয়ে দাও ।

আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক । আর আমাদের এইসব গুনাহ থেকে হেফাজত করুক আমিন !!!

সবাই পোস্টটি শেয়ার করবেন প্লিজ । যাতে আপনার মাধ্যমে অন্যজন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে , এতে আল্লাহর খাতায় আপনারই সওয়াব লেখা হবে ইনশা আল্লাহ ।

থার্টি ফার্স্ট নাইট বা Happy New Year, উদযাপনে মুসলমানদের করনীয় ও বর্জনীয়।
31/12/2024

থার্টি ফার্স্ট নাইট বা Happy New Year, উদযাপনে মুসলমানদের করনীয় ও বর্জনীয়।

31/12/2024

মানুষ হয়েও আজ....মানুষকেই বেশি ভয় পাই,,, কারন মানুষগুলো বহুমুখী প্রাণী, এরা নিজেদের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে...!! It’s true..👍✍️

31/12/2024

শহীদ মিনারে ছাত্র-জনতার স্রোতে আজ কানায় কানায় ছিলো পূর্ণ।

31/12/2024
যে উম্মাহ লাইলাতুল কদর ঘুমিয়ে কাটায়, অপরদিকে থার্টিফাস্ট নাইট ফজর পর্যন্ত উদযাপন করে, সে উম্মাহর পরাজয়ের কারণ আর জিজ্ঞেস...
31/12/2024

যে উম্মাহ লাইলাতুল কদর ঘুমিয়ে কাটায়, অপরদিকে থার্টিফাস্ট নাইট ফজর পর্যন্ত উদযাপন করে, সে উম্মাহর পরাজয়ের কারণ আর জিজ্ঞেস করতে এসো না।

_[আহমাদ আব্দুল জাওয়াদ (হাফি)]

30/12/2024

HAPPY NEW YEAR

পালন করা, enjoy করা বা কাউকে Wish করা
এটা অমুসলিম বা নাস্তিকদের কাজ!
এটা কোন মুসলমান ভাইয়ের
কাজ হতে পারে না
আমাদের মুসলিমদের খুশির দিন
বলতে দুইটা দিন
[১] ঈদুল ফিতর
[২] ঈদুল আযহা

মুসলিমদের জন্য থার্টিফার্স্ট নাইট ও নিউ ইয়ার পালন করা হারাম। রাসূল (সাঃ) বলেন: যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে, (কিয়ামতের দিন) সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে।
[আবু দাউদ, হাদিস নং-৪০৩৬]

29/12/2024

"আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।"
[سورة الضحى]

ইন্না লিল্লাহ্! আমাদের প্রিয় আহনাফ খালিদ ( কলরবের জনপ্রিয় তরুণ শিল্পী ) প্রোগ্রাম থেকে ফেরার পথে মাতুয়াইল বাইক এক্সিডে...
28/12/2024

ইন্না লিল্লাহ্!
আমাদের প্রিয় আহনাফ খালিদ ( কলরবের জনপ্রিয় তরুণ শিল্পী ) প্রোগ্রাম থেকে ফেরার পথে মাতুয়াইল বাইক এক্সিডেন্ট করেছে। অবস্থা খুবই গুরুতর। ঢাকা মেডিকেল নেয়া হয়েছে ওর জন্য সবার কাছে দোয়া চাই।।

খালিদকে বর্তমানে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।
সবাই বেশি বেশি দোয়া করবেন।😥😥

Ahnaf Khalid Official Fans Club
Ahnaf Khalid

পৃথিবীর ইতিহাসে এরকম কোন ব্যক্তি নেই যার জন্য শত শত মিডিয়া অপেক্ষা থাকে একমাত্র মিজানুর রহমান আজহারী ছাড়া, আলহামদুলিল্লা...
27/12/2024

পৃথিবীর ইতিহাসে এরকম কোন ব্যক্তি নেই যার জন্য শত শত মিডিয়া অপেক্ষা থাকে একমাত্র মিজানুর রহমান আজহারী ছাড়া, আলহামদুলিল্লাহ❤️💝

হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে কোরআনের ভালোবাসা❤️💝

❝নারীদের যদি একদিন পুরুষের চক্ষু দেওয়া হতো দুনিয়া দেখার জন্য ;তবে পরের দিন সে নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে বাইরে বেরোত।❞   ...
26/12/2024

❝নারীদের যদি একদিন পুরুষের চক্ষু দেওয়া হতো দুনিয়া দেখার জন্য ;
তবে পরের দিন সে নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে বাইরে বেরোত।❞
~হযরত আলী(রাঃ)

পুরুষের দৃষ্টিপাত 🥺
এতো সুক্ষ্ম যে, সে হাত মোজা পা মোজা বোরখা পরিধান করা কোন নারীর শরীরের সৌন্দর্য্য অনুমান করতে সক্ষম।
আল্লাহ সবাইকে সঠিক ভাবে পর্দা করার তাওফিক দান করুন।

পুরুষরা ভাই আমার আপনার দৃষ্টি অবনিত করুন।

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Tahsin Taha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share