Quad News

Quad News Shikder group "মানবতার সেবাই মুক্তির সোপান "
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে!

Humanitarian service is a stepping stone to liberation "
We are all in the next generation, we are all in the next generation!

09/12/2023

মুন্সিগঞ্জে একটি ফ্লাটে ভয়াবহ বিস্ফোরণ

02/12/2023
ঢাকা "মেডিকেল" আর বঙ্গবন্ধু "মেডিক্যাল" এর মাঝে পার্থক্য কী?
17/11/2023

ঢাকা "মেডিকেল" আর বঙ্গবন্ধু "মেডিক্যাল" এর মাঝে পার্থক্য কী?

যে কারণে হৃদয়ে ফিলিস্তিন...❤️(১) আল-আকসা মসজিদ ফিলিস্তিনে।(২) বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ।(৩) অসংখ্য নবীদের জন্...
12/10/2023

যে কারণে হৃদয়ে ফিলিস্তিন...❤️

(১) আল-আকসা মসজিদ ফিলিস্তিনে।

(২) বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ।

(৩) অসংখ্য নবীদের জন্মস্থান এই ফিলিস্তিন।

(৪) অনেক নবীগণ এই মসজিদের ইমাম ছিলেন।

(৫) কুরআনে আল-আকসা মসজিদের নাম রয়েছে।

(৬) এখান থেকেই নবী মুহাম্মাদ (ﷺ) মিরাজে যান।

(৭) এই মসজিদে নামাজ আদায়ের সওয়াব বেশী।

(৮) এই মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ।

(৯) মুসলিমরা ফিলিস্তিনের স্থানীয় বাসিন্দা।

(১০) ইয়াহুদীরা ফিলিস্তিনের যবর দখলদার।

(১১) এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আঃ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।

(১২) এখানেই আল্লাহর মহানবী রাসুল (ﷺ) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।

(১৩) এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।

(১৪) এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রাঃ) এর সেই বিখ্যাত বাইতুল মাকদিস বিজয়ের ঘটনা।

(১৫) এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।

(১৬). এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।

(১৭) এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!

(১৮) এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

(১৯) পবিত্র কুরআনে সূরা ইসরার শুরুতেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।

হে আল্লাহ্... বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা জালেম ইজরাঈলদের দখলমুক্ত করে মাজলুম ফিলিস্তিনী মুসলিমদের কাছে ফিরিয়ে দাও এবং বিশ্ব মুসলিমদের এক হয়ে ইজরাঈলদের বিরুদ্ধে লড়ে যেতে গায়েবী সাহায্য করো। আল্লাহুম্মা আমীন। সুম্মা আমীন।....

Address

Narayanganj
1442

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quad News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quad News:

Videos

Share