খোলা চিঠি

খোলা চিঠি শখের বশে করা কিছু প্রতিনিয়ত কাজ।

আমাদের প্রতিবেশী দেশের অবস্থা। নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছেছে! ঝাড়গ্রামে প্রেগন্যান্ট হাতিটিকে খুন করা হলো!!!! দুইটা প্রা...
20/08/2024

আমাদের প্রতিবেশী দেশের অবস্থা। নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছেছে!
ঝাড়গ্রামে প্রেগন্যান্ট হাতিটিকে খুন করা হলো!!!! দুইটা প্রান জড়ে গেলো। যেখানে মানুষের মূল্যায়ন নাই, সেখানে পশু-পাখির মূল্যায়ন কিভাবে হবে? আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক। আমাদের দেশেও এমন ঘটনা অহর অহর হয়।

29/06/2024
16/06/2024

বোবা প্রানীদের ইমোশন।

মহান আল্লাহতালা অনেক মহান।
06/05/2024

মহান আল্লাহতালা অনেক মহান।

21/03/2024

আসসালামু আলাইকুম।
আমাদের প্রানের শহর নারায়ণগঞ্জ এ কি আমরা সবাই নিরাপদ? গতকাল আমার মা নারায়ণগঞ্জ এর চাষাড়া শহীদ মীনার সামনে থেকে অটো রিকশা দিয়ে আমাদের বাসায় আসার সময়, আমার আম্মুর রিকশা হাত দিয়ে উল্টিয়ে দিছে পুলিশের সহযোগী টিয়া কালার কটি পড়া একটা লোক। এই লোকদের ইদানীং বেশি দেখা যাচ্ছে পুলিশের সহযোগী হিসাবে। আমার আম্মু গুরুতর আহত হয়েছে। লোকটা পালিয়ে যাবার সময় এক ভদ্র মহিলা তাকে ধরে ফেলে এবং চড় ঠাপ্পর মারে। আমার আম্মু রাস্তায় পড়ে ছিলো, কিন্তু পুলিশ এসে লোকটাকে ছাড়িয়ে নিয়ে গেছে। পুলিশ সাথে সাথে কোনো প্রকার সহযোগীতা করে নাই। পরে সাধারন জনগন যখন উত্তেজিত হয়ে যায়, তখন পুলিশ শান্তনা দিতে আসে। ততখনে ঘাতক পালিয়ে গেছে পুলিশের সহযোগীতায়। আমার আম্মুর পায়ে ফ্রেকচার হয়েছে। তিনি এখন হাটতে পারছে না। পা ফুলে গেছে এবং কেঁটেও গেছে। ব্যথায় সারা রাত ঘুমাতে পারে নাই। পেইন কিলার মেডিসিন ও কাজ করছে না। এই বিচার আমরা কার কাছে দিবো? আমার মামা পুলিশের সাথে কথা বলছে, পুলিশ বলছে বিষয়টা ওনারা দেখবে। আসলেই কি দেখবে? নাকি মিথ্যা শান্তনা?

21/02/2024

মাশাআল্লাহ।

08/01/2024

Collected by- Laser Vision

Collected
07/01/2024

Collected

Collected. আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ নিশ্চয়ই অপরাধীদের বিচার করবে। ইনশাআল্লাহ।
06/01/2024

Collected.
আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ নিশ্চয়ই অপরাধীদের বিচার করবে। ইনশাআল্লাহ।

আমিন। সুম্মা আমিন।
21/12/2023

আমিন। সুম্মা আমিন।

15/12/2023

মানুষকে জিজ্ঞেস করবেন না, চাকরি বাকরির কি খবর! তার চাকরি নিয়ে আপনার চেয়ে তার চিন্তা-ভাবনা অনেক বেশি। আপনার প্রমোশন হইছে নি ইত্যাদি এইসব প্রশ্ন মানুষকে কত কিছুর মধ্য দিয়ে নিয়ে যায় সেটা আপনারা জানেন না অবশ্যই। তাই এই প্রশ্ন করবেন না।

মানুষকে জিজ্ঞেস করবে না, বিয়ে কবে করবে! তার বিয়ে নিয়ে তার এবং তার পরিবার অলরেডি অনেককিছু ভাবে। বিয়েটা বললেই হয়ে যায় না। জীবনের অর্ধেকটা যার তার সাথে কাটান যায় না বলেই বিয়েটা বললেই হয়ে যায় না। যার যার জীবন নিয়ে তাকে ভাবতে দিন।

মানুষকে এটাও জিজ্ঞেস করবেন না, বাচ্চা কবে নিবা! এটা খুব ব্যাক্তিগত প্রশ্ন! আপনার চেয়ে তাদের মধ্যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা বোঝার জ্ঞান আপনাদের মত মানুষদের থাকে না।

কারো কাছে কখনো এটা জানতে চাইবেন না, কেন সংসারটা টিকলো না! সংসার যার সে যদি টিকিয়ে না রাখে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। আপনি মতামত দেয়ার কেউ না। সে এম্নিতেই হয়তো বিচ্ছেদের যন্ত্রণায় জর্জরিত! আপনার করা প্রশ্ন তাকে আরো একটু ভেঙ্গে দিতে সক্ষম এটা জানার পরেও এমন প্রশ্ন করবেন না।

আপনারা বিয়ে বাড়িতে যান, খাবার কেমন সেটা নিয়ে কথা বলেন। জানেন কত বছরের জমানো টাকা দিয়ে একজন মেয়ের বাবা কিংবা ছেলের বাবা আপনাদের জন্য এই আয়োজন করেছেন? কোন কোন ক্ষেত্রে তো ছেলের নিজের ইনকামের টাকা দিয়ে বিয়ে করতে করতে ছেলের বয়স হয় ৩৫।

আপনারা যেটা জানেন না সেটা নিয়ে প্রশ্ন করবেন না।
ভালো খাবার খাওয়ার ক্ষমতা থাকলে পাঁচ তারা হোটেলে গিয়ে খান। খাবার নিয়ে কোন মন্তব্য করবে না।

এমন অনেক কিছুই আমাদের করা উচিত না। কিন্তু আমরা সবসময় অনুচিত করি আর উচিতটা বর্জন করি।

সমাজ আমাদের কিছু অসুস্থ আর অসভ্য নিয়ম থেকে বের করে এখনো পুরোপুরি সভ্য করতেই পারে নাই অথচ আমরা সমাজের ভয়ে কত কি করি!
খুবই অবাক লাগে।

নোট: কপি।

Address

Fatullah
Narayanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when খোলা চিঠি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share