TUHFA-Grow your business

TUHFA-Grow your business Grow your business with a social media marketer.Feel free to knock us for any kind of problem. We are always here for help you.
(1)

01/06/2024

একটা মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে নিয়ে তুলবে। যেই সংসার মূলত নিজের থাকে না, থাকে শাশুড়ির। সেখানে শাশুড়ির হুকুমমাফিক সংসারের সব কাজ করতে হবে। আর যদি জা, ননদ থাকে তাহলে তাদেরও ফরমায়েশি করতে হবে। তারউপর এদের যদি বাচ্চাকাচ্চা থাকে তাহলে বউয়ের ঘুম বিশ্রাম সব শেষ। তেড়ে আইসেন না! দুনিয়াতে ভদ্র বাচ্চাকাচ্চা যেমন আছে তেমনই কুটিবেলা থেকেই হওয়া চরম বেয়াদব বাচ্চাও আছে। আর বাচ্চাকাচ্চা যদি নাবালক হয় তাহলে দুষ্টামি সবগুলোই করবে, কারণ এতো ছোটগুলোর মধ্যে ভদ্রতা অভদ্রতা বোধ এখনো আসে নি। এখন বালেগই হোক বা নাবালেগ, শখ করে কিছুক্ষণ থাকা-রাখা যায়ই। কিন্তু, বারবার এসে যখন এটা ওটা ভাঙবে, ধরবে, অগোছালো করবে তখন মেজাজ ঠিকই গরম হবে। অথচ মেজাজ যতই গরম হোক না কেন নিজের বাচ্চা এমন করলে লাইনে আনার জন্য যেভাবে দুইটা থাপ্পড় মেরে বসিয়ে রাখা যায়, অন্যের বাচ্চাকে সেই তুলনায় চোখ গরমটুকুও করা যায় না। এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা সারাদিন ঘরের কাজে খেটেখুটে এসে বিছানায় বসবে একটু জিরিয়ে নেওয়ার জন্য কিন্তু তখনও আরেকজনের বাচ্চার অকাজের ডিউটি করা লাগবে। দরজা লাগিয়ে শুয়ে থাকবেন? উহুম! নো সুযোগ! আরও একটা দারুণ টুইস্ট হচ্ছে, কোনো জা-ননদের যদি ছোট বাচ্চাকাচ্চা থাকে তাহলে ওই বাচ্চা নিয়েই এমন মাতামাতির খেলা দেখাবে যে মানুষও বলতে শুরু করবে, 'বেচারির বাচ্চা সামলিয়ে কুল পায় না, বাচ্চা পেলে কত কষ্ট করতেছে, কাজ কীভাবে করবে?' অতএব, কাজের সব ভার আসবে বাচ্চা না থাকা সদ্য বউয়ের উপর। আবার সব কাজ করেও কাজের মধ্যে সামান্য ভুল হলেও কথার কোনো মাফ নেই।
মায়ের মুখের উপর সবসময় তর্ক করা মেয়েগুলোও এখানে এসে দাঁত খিঁচিয়ে চুপ মেরে সব হজম করতে থাকে শুধুমাত্র সংসার বাঁচানোর দায়ে।

কোনোকিছু খেতে যাবেন? ওখানেও থাকবে হিসেব। কোনোকিছু শখ করে রাঁধতে যাবেন, করতে যাবেন? ওখানেও লাগবে পারমিশন, খরচের হিসেব তো আছেই। অথচ রান্নার পর সবাই-ই তা গিলবে। বান্ধবী বা বাপেরবড়ির কারোর সঙ্গে ফোনে কথা বলবেন? তখন হারেহারে দেখা যাবে মানুষের চেহারা কুঁচকানো কালো রঙ কী সুন্দর হয়!

এতোকিছুর পরেও দিনশেষে শ্বশুর-শাশুড়ি ছেলের কামাইও খাবে, বউয়ের কাম করাও খাবে। সারামাস কাজ করে চাহিদা মিটিয়ে ছেলের নিজের হাতেও টাকা থাকবে, সব চাহিদা মেটানোর পরও শ্বশুর-শাশুড়ির হাতেও এক্সট্রা টাকা থাকবে। মাঝখানে সারামাস কাজ করে খাইয়েও, যাবতীয় কথা, অশান্তি হজম করেও বউয়ের হাত থাকবে ফাউ। ওদিকে বউয়ের উপর যে নিজের বাবা-মায়ের দায়িত্ব ফরজ, তা আদায়ের হিসেব সুনিপুণভাবে মাটিচাপা পড়ে যায়। এরা না পারে কাজ করে নিজের মায়ের জানেন আসান দিতে আর না পারে কাজের বদলে দূর থেকে অন্তত মাসে কিছু টাকা দিয়ে অথবা খাদেম রেখে তাদের শান্তি দিতে। মেয়ের বাবা-মা'রা মেয়ে লালনপালন করে না ভোগ করে মেয়ের কাজ করে খাওয়ানো; আর না ভোগ করে কোনো ইনকাম। উল্টো মেয়ে বিয়ে দেওয়ার পরও জামাইকে কী দিলো না দিলো তা নিয়ে বিশাল বিশাল কাহিনী রচিত হয়। ওদিকে পরের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর দিনের পর দিন যায় অথচ নিজেদের মেয়েটাকে একটু ছুঁয়ে দেখতেও পারে না।

তাহলে আপনিই বলুন, 'এই সমাজ কেন ছেলে হলে খুশি হবে না? কেন মেয়ে সন্তান জন্ম হলে কষ্ট পাবে না? যেখানে হাজারটা কষ্টের তারকাটা বিছিয়ে রাখাই হয়েছে কষ্ট দেওয়ার জন্য?'

একজন পুরুষের যেমন তার বাবা-মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা আছে, একজন মেয়ের তা নেই? বাবা-মায়ের শরীরে কষ্ট আছে, বউয়ের শরীরে নেই? নাকি সে রোবট? তাহলে এতো বঞ্চনার পর একটা মেয়ে কেন জব করতে চাইবে না? তাকে জব করতে কারা বাধ্য করে? টাকা ইনকামের চিন্তা কারা তার মাথায় ইন্ডাইরেক্টলি পুশ করে? আপনি কাজও করাবেন, নিজের বাপ-মায়ের ফার-ফরমায়েশও খাটাবেন, কথাও হজম করাবেন, অথচ হাতখরচ দিবেন না, জব করার অনুমতিও দিবেন না, মনোমালিন্য হলে ডিভোর্সের হুমকিও দিবেন। আর যদি গালি-মাইরের হাত থাকে জামাইয়ের তাহলে তো ষোলআনা পূর্ণ। দিনশেষে এসবের জেরে ডিভোর্স হলে ওই মেয়ে তাহলে কই গিয়ে দাঁড়াবে? দিনের পর দিন আপনার সংসারে খেটে সে কী পাবে? সমাজের চোখে একপেশে কলঙ্ক বহন করে সে-ই কেন চলবে?

উত্তর আছে? আপনার কাছে হয়তো নেই কিন্তু অনেকের কাছেই আছে!
এই সমাজে এমন চিত্রের অহরহ বোন আছে, যাদের কাছে এর উত্তর জানতে চাইলে নির্দ্বিধায় হয়তো বলে উঠবে,
❝জাহেলিয়াতের যুগে মেয়ে সন্তানদের জন্ম নেওয়ার পরপরই জীবিত পুঁতে ফেলা হতো। বাঁচিয়ে রেখে সারাজীবন তিলে তিলে মারার চেয়ে ওভাবে জন্মের পর একেবারে মেরে ফেলাই ভালো ছিলো।❞

(সংগৃহীত)

29/05/2024

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি।"

কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও দাম পাই না; আবার কারো-কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

সমস্যা হইলো, আমরা ঘুইরা-ফিরা তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস। আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে রাখে, তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না।

মানুষ হিসেবে আমরা যথেষ্টই বে'কু'ব। ডাইল-ভাতের হোটেলে গিয়া কাচ্চির আশায় বইসা থাকি।

শীতের ঠান্ডা আবেশে আপুদের গরম করতে আসলাম একটু।🤗🤗আমরা সবাই জানি ফেসবুকের অর্গানিক রিচ জুকার কাক্কুর কল্যানে চান্দে গেছে।😒...
27/05/2024

শীতের ঠান্ডা আবেশে আপুদের গরম করতে আসলাম একটু।🤗🤗

আমরা সবাই জানি ফেসবুকের অর্গানিক রিচ জুকার কাক্কুর কল্যানে চান্দে গেছে।😒
(যদিও এই বেডার মাথা বহুত আগের থেকেই খারাপ।দুইদিন পর পর কাক্কু রিচ ডাউন করি দেয়।)

কেমন হয় যদি লাইক ফলোয়ার এর পাশাপাশি হারানো রিচ ও ফেরত পান।

বলছিলাম আমাদের নতুন অফারের কথা।😁

১০০ লাইক ১১০ টাকা।
(সাথে পছন্দমতো যে কোনো একটি পোষ্টে পাচ্ছেন লাইক কমেন্ট ফ্রি।)

২০০ লাইক ২১০ টাকা।
(সাথে দুইটি পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।)

৩০০ লাইক ৩১০ টাকা।
(সাথে তিনটি পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।)

৪০০ লাইক ৪১০ টাকা।
(সাথে তিনটি পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।)

৫০০ লাইক ৫১৫ টাকা।
(সাথে তিনটি পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।)

৬০০ লাইক ৬১৫ টাকা।
(সাথে চারটি পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।)

৭০০ লাইক ৭১৫ টাকা।
(সাথে পাঁচটি পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।)

৮০০ লাইক ৮১৫ টাকা।
(সাথে পছন্দ মতো যেকোনো ছয়টি পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।)

৯০০ লাইক ৯১৫ টাকা।
(সাথে সাতটি পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।)

১০০০ লাইক ১০২০ টাকা।
(সাথে যেকোনো দশটি পোস্টে লাইক কমেন্ট ফ্রি।)

ফলোয়ার সম্পূর্ণ অর্গানিক এবং রিয়েল ট্রাফিক প্রভাইড করা হবে।

26/05/2024

মাত্র ৩১০ টাকায় পেয়ে যাচ্ছেন ৩০০ টি লাইক+ পছন্দ মতো যেকোনো ৫ টা পোষ্টে লাইক কমেন্ট ফ্রি।🤗

সম্পূর্ণ অর্গানিক ভাবে প্রভাইড করা হবে।💖

Send a message to learn more

আর কার কার সাথে এমন হয়?😅
25/05/2024

আর কার কার সাথে এমন হয়?😅

22/05/2024

আলহামদুলিল্লাহ Tuhfa তে ৬০০ মেম্বার হয়ে গেছে।
কথা ছিল ৫০০ হলেই ইনশাআল্লাহ কনটেস্ট দেয়া হবে।তা কে কে খেলবেন?
হাত পা তুলেন দেখি।😇💖

মিনিমাম ৫ জন হলে কনটেস্ট দেব ইনশাআল্লাহ।
বিস্তারিত রুলস খুব শীঘ্রই আসছে।💖

18/05/2024

একটা প্রিয় ঘড়ি হারিয়ে যাওয়া, একটা নতুন বই পোকায় খাওয়া, বড় একটা স্বপ্ন ভেঙে যাওয়া, খুব কাছের মানুষের চলে যাওয়া ইত্যাদি সবই ছোটখাটো ঘটনা। জীবনে এসব ঘটে, ঘটবে। এই সব কিছুর জন্য কখনও আপনার জীবন থেমে থাকবে না। এক রাত কাঁদবেন, দুই বেলা মন খারাপ হবে। আপনি খুব ভালো করেই বুঝে যাবেন দুনিয়া নিষ্ঠুরতম জায়গা, এখানে আপনার মনমতো সব চলবে না। এরপর জীবন জীবনের মত চলতে থাকবে। সবসময় মনে রাখবেন, "Life goes on." 🌸

17/05/2024

।।বিনোদোন।।
মুচকি হাসুন 😊

▌শয়তান ও ফেরাউনের একদিন.....

শয়তান একদিন ফিরাউনের ঘরের দরজায় নক করলো। ভিতর থেকে ফিরাউন জিজ্ঞেস করলো: “কে?”

শয়তান বললো: “লানত তোর ওপর, তুই নিজেকে খোদা দাবী করিস অথচ নিজের দরজার সামনে কে দাড়িয়ে আছে সেটাও জানিস না।”

©️

17/05/2024

কেউ আপনারে ভালোবাসলে, সেইটা আপনি দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়। এফোর্ট, প্রায়োরিটি, স্পেশালিটি, কেয়ার সবকিছুর মধ্যেই আপনি ভালোবাসারে দেখতে পাবেন।

আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।

'হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়।

সংগ্রহীত......

কথাগুলা একদম সত্য,ভালবাসা দেখাইনা,বা দেখাতে পারিনা এসব ফালতু কথা।স্বামি স্ত্রী হোক বা বাবা মা সবার ভালবাসাই দেখা যায়,হোক তা কথায় বা আচরনে.....

16/05/2024

নরম মনের মানুষের এই এক সমস্যা.... এরা যেমন খুব সহজে মানুষকে বিশ্বাস করে, তেমনি ভাবে খুব সহজে ঠকে যায়।

কাউকে একটু রুড হয়ে কথা বললে হাজার বার ভাবে কষ্ট দিয়ে ফেললাম না তো,,আমার কারণে কেউ কষ্ট পেলো না তো!
এই মানুষগুলো কে অন্যরা কষ্ট দেওয়ার আগে বা পরে একবার ও ভাবে না মানুষটা কষ্ট পেলো কি না।

#জিন্নাত_জেমি

পেজ এ রিচ কমে যাওয়ার জন্য আমরা শুধু দোষারোপ করি ফেসবুকের কিন্তু আমাদের জন্য ও যে পেজ এর রিচ কমে যেতে পারে এইটা আমরা বুঝি...
15/05/2024

পেজ এ রিচ কমে যাওয়ার জন্য আমরা শুধু দোষারোপ করি ফেসবুকের কিন্তু আমাদের জন্য ও যে পেজ এর রিচ কমে যেতে পারে এইটা আমরা বুঝিও না।

পেজ এর রিচ কমে যাওয়ার মেইন কিছু কারণ হলো:
১.প্রতিদিন রুটিনমাফিক পোস্ট না দেওয়া।
২.শুধুমাত্র লিখিত কন্টেন্ট ব্যবহার করা।
৩.একই রকমের পোস্ট ব্যবহার করা পোস্ট এর ভিন্নতা না আনা।
৪.শুধু সেল পোস্ট দেওয়া।

সংগৃহীত।

15/05/2024

কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কম্ফোর্ট জোন হতে পারে? আপনার শব্দচয়ন এর কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে?

আমরা সবকিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁতে কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না। অথচ আমরা চাইলে শুধু আমাদের কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি। কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দিতে পারি। কথাবার্তার মাধ্যমেই যত্ন নিতে পারি।

পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না, আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারাও আগলে নিতে পারেন। জড়িয়ে ধরতে পারেন।

যেখানে পাঁচ মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে কীভাবে যত্ন নিয়ে কাউকে খুশি করা যায়!

অথচ আমরা ভুলে যাই, শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন! ✨💖

©

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টার প্লান।   --পর্বঃ ২সহশিক্ষা মাধ্যমে এসে আর সোস্যাল মিডিয়ার ব্যবহারে মেয়েদের অধিকাংশ গাইরত...
14/05/2024

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টার প্লান। --পর্বঃ ২

সহশিক্ষা মাধ্যমে এসে আর সোস্যাল মিডিয়ার ব্যবহারে মেয়েদের অধিকাংশ গাইরতহীন বা আত্মমর্যাদাহীন হয়ে যাচ্ছে। অনায়াসে কয়েকদিনের পরিচয়ে মাতৃত্বের স্নেহ, পিতৃত্বের প্রাচীর ভুলে নিজের দেহ বিলিয়ে দিতে সম্মত হয়ে যাচ্ছে। ক্যামপাসের সেরা সুন্দরী মেয়েটা এদিক দিয়ে এগিয়ে। তুলনামূলক কম সুন্দরীরা অফারের অভাবে কিছুটা পিছিয়ে।

জি আমি বলছিলাম নিজেদের চূড়ান্ত অভিজ্ঞতার কথা। তখন ২০১৮ সালের শেষ দিক আমার অনার্স ২য় বর্ষ চলে। জেনারেল ব্যাকগ্রাউন্ডে হওয়ায় তখন সেভাবে দ্বীনের বিষয়গুলো বুঝতামনা।

আমার এক সুদর্শন বন্ধুর সাথে কথায় কথায় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সে আমাকে বলে, ক্যামপাসের যে কোনো মেয়েকে সে পটিয়ে ফেলতে পারবে। সে যতোই সুন্দরী হোক। আমিও দুষ্টামী করে বলি, এসব ফাঁপড়বাজি দূরে গিয়ে মার। যেই কথা সেই কাজ। প্রথমে ইয়ারমেট, ডিপার্টমেন্ট জুনিয়র, ডিপার্টমেন্ট সিনিয়র, অন্য ডিপার্টমেন্ট, অন্যধর্মের, এমন কি বিবাহিত বেবি আছে ঘরে এমন ৫০-৬০ জন মেয়ের উপরে এক্সপেরিয়েন্স চালানো হয়। যারা পূর্ব পরিচিত তাঁরা ২/৪ দিনের কথাতে রুমে যেতে রাজি হয়ে গেছে। আর যারা নতুন পরিচিত তাঁরা পটতে সর্বোচ্চ ১৫ দিন সময় লেগেছে। নিজের ঘরে বাঁচ্চা-হাসবেন্ড রেখে হোটেলে যেতে রাজি হয়ে গেছে। এবং যতো অশ্লীল কথাবার্তা। আমার নিজের চোখে দেখা চ্যাটিং মেসেজ ও ভিডিও কলের ঘটনাগুলো। আস্তাগফিরুল্লাহ!

বিস্মিত হওয়ার বিষয় বন্ধুর তখন গার্লফ্রেন্ড ছিল এটাও অনেকে জানতো এবং ঐ মেয়েগুলোরও নিজেস্ব বয়ফ্রেন্ড বা হাসবেন্ড ছিল। আরও বিসম্ময়ের বিষয় এই ৫০/৬০ জনের কেউ ইগনোর করেনি বা অসম্মতি প্রকাশ করেনি!

আমাদের অনাগত সন্তানদের মায়েদের এই অবস্থা দেখে আমাদের অবস্থা ছিল করুণ আমরা ছিলাম দ্বীনের বাইরে। অথচ প্রত্যেকে মুসলিম পরিবার থেকে বিলং করি। এমন কি দাখিল,আলিম মাদ্রাসা থেকেও উঠে আসা বোনেরা এই কাতারে ছিল! আমাদের হৃদয়গুলো হয়ে ওঠে তখন অশান্ত। এসব চোখের সামনে দেখতে দেখতে নিজেকে সামলানো কঠিন থেকে কঠিনতর ছিল।

আমি আরও অবাক হয়েছি আমার সেই ক্লাসমেটের ধৈর্য্য দেখে। চূড়ান্ত পর্যায়ে যাওয়ার রাজি হয়েও, সে অতঃপর ইগনোর করতো। ইগনোর করতো এটা বলে যে, "স্যারি আমার গার্লফ্রেন্ড আছে।" অনেক মেয়ে এটা শুনেই ব্লক করে দিয়েছে। অন্যদিকে আরও কিছু ক্লাসমেট প্রায় রোমডেটে গেছে একাধিক মেয়ের সাথে। করোনাকালীন সময়ে ফাঁকা মেসে বা ভাড়া বাসায় নতুন নতুন গার্লফ্রেন্ড এনে রেগুলার সংসারের মত থেকেছে। আর এই গল্পগুলো আমাদের বন্ধুদের আড্ডায় চমৎকার ভঙ্গিমায় শেয়ার করেছে। মেয়েগুলোর পরিচয়সহ!

সত্যি উম্মাহর মায়েদের এই অবস্থা আজ। আজ আমাদের প্রত্যেকের হৃদয় অশান্ত, উদ্বীগ্ন ও হযবরল হয়ে আছে। একটু মানসিক শান্তি কোথাও যেনো নেই। তাঁর কারণ উম্মোক্ত যৌনতা ও বিপন্ন নৈতিকতাই স্পষ্ট। অতঃপর আমার প্রচন্ড ব্যস্ত সময় কেটেছে ছাত্র রাজনীতিতে। আর রাজনীতি ছাড়ার মুহূর্তে আমি পেলাম আলোর সন্ধান। আমার অস্থির হৃদয় হলো শান্ত। মন হলো প্রশান্ত। আল্লাহ এমন করে সবার হৃদয়ে প্রবেশ করে পবিত্রতা রক্ষার নিয়ত এঁটে দিক। আমীন।

আর সবাই যে ধ্বংস হয়ে গেছে এমনটা নয়,তবে শতকরা সিংহ ভাগ নারীর মূল্যবান সম্পদ- ইজ্জত বিলিয়ে দিয়েছে বিনে পয়সায়। যে কয়জন ভালো আছে তারা আগুনের মধ্যে পুড়তে পুড়তে হেঁটে চলছে...

এই পর্ব কন্টিনিউ হবে ইনশাআল্লাহ।

🖋️একরামুল হক আবির

ঈষৎ পরিমার্জিত।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Aroshi Ibnat, Engr Mirza Papia Sultana, ...
14/05/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Aroshi Ibnat, Engr Mirza Papia Sultana, Nahiana Imroj Tayce, Umme Mariyam, Dina Khan

চুলের আগা ফাটার সমস্যায় ভুগে দীর্ঘ চুলের সৌন্দর্য নষ্ট হচ্ছে ❓লম্বা চুল রাখতে চাচ্ছেন, কিন্তু কোন ভাবেই চুলের আগা ফাটা থ...
14/05/2024

চুলের আগা ফাটার সমস্যায় ভুগে দীর্ঘ চুলের সৌন্দর্য নষ্ট হচ্ছে ❓লম্বা চুল রাখতে চাচ্ছেন, কিন্তু কোন ভাবেই চুলের আগা ফাটা থামাতে পারছেন না❓

চুলের এই আগা ফাটার সমস্যা দূর করার জন্য অনেকেই শখের চুল কেটে ফেলেন। লম্বা চুলের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।কারণ চুলের আগা স্ক্যাল্প থেকে অনেক দূরে থাকায় স্ক্যাল্পের সেবাম চুলের আগায় পৌছাতে পারে না। আর তাই চুল ড্রাই আর ড্যামেজড হয়ে ফেটে যায়।

এছাড়াও অযত্ন, জীবনযাপনে অনিয়ম ( যেমন : চুল খোলা রেখে ঘুমানো,অতিরিক্ত হেয়ার ড্রায়ার ইউজ করা গরম পানি দিয়ে চুল ওয়াশ করা কিংবা ভেজা চুল ঝাড়ার অভ্যাস), দূষণ, রোদ ও ধুলোর মতো বিভিন্ন কারণে চুল ধীরে ধীরে আর্দ্রতা হারিয়ে প্রাণহীন হয়ে যায়। সেখান থেকে শুরু হয় আগা ফাটার সমস্যা।

একবার আগা ফাটতে শুরু করলে চুল আর লম্বা হয় না। তাই চলুন জেনে নেওয়া যাক চুলের আগা ফাটার সমস্যা সমাধানে কয়েকটা কার্যকরী টিপস ✅

🔸চুল একবার ফেটে গেলে সেটা জোড়া লাগে না। সুতরাং, আপনি জোড়া লাগার আশায় ফাটা চুল নিয়ে বসে থাকলে আস্তে আস্তে সেই ফাটা উপরের দিকে উঠতে থাকবে, এবং আপনি হঠাৎ একদিন দেখবেন আপনার অর্ধেক চুল লালচে, দুর্বল, পাতলা। তাই প্রতি দেড়/দুই মাস পর পর চুল থেকে ১ সে মি/ ০.৫ সে মি কেটে ফেলুন। যাদের অলরেডি মাথায় ফাটা চুল আছে, তারা পুরো ফাটা অংশ কেটে ফেলুন এবং তার পর ৮ সপ্তাহএক্স পর পর ট্রিম করুন। চুল দেখতে অনেক হেলদি লাগবে এবং পাতলা, লাল হয়ে থাকা কোঁকড়ানো আগা আর খুজে পাবেন না।

🔸চুলের আগা ফাটা সমস্যার সমাধানের জন্য নিচের টিপসগুলো ফলো করতে পারেন।

১।শ্যাম্পু করার আগে মাথায় নারকেল তেল/অলিভ অয়েল/ ক্যাস্টর অয়েল মিশিয়ে মিনিমাম ৪ ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করুন।

স্ক্যাল্প যদি বেশি অয়েলি লাগে তবে মাথায় লাগাতে না পারলেও চুলের বডিতে অবশ্যই তেল লাগান।অ্যাটলিস্ট চুলের আদ্রতা বজায় থাকবে।

২।শ্যাম্পুর কয়েক ঘন্টা আগে চুলের আগায় ভ্যাজলিনও ব্যবহার করতে পারেন।

৩। মাসে দুইবার প্রোটিন মাস্ক ইউজ করবেন।

🔸 এছাড়াও চুলের আগা ফাটা বন্ধে অন্যান্য করণীয় হলো -

১। তোয়ালে /গামছা দিয়ে চুল ঝাড়বেন না। বেশীক্ষন চুলে তোয়ালে / গামছা পেচিয়ে রাখবেন না। নরম কাপড় দিয়ে চুল চেপে চেপে মুছতে হবে।অতিরিক্ত ঘষে মুছতে যাবেন না।
২।গরম পানি চুলে ব্যবহার করা যাবেনা। এছাড়াও হেয়ার ড্রায়ার দিয়ে রোজ চুল শুকানো যাবে না।
৩।পুষ্টিকর খাবার খাবেন।
৪।চুলে অতিরিক্ত ড্রাইয়িং শ্যাম্পু ইউজ করবেন না।
৫।বেশি করে পানি পাান করবেন।

এই তো জেনে নিলেন চুল ফাটা রোধের কিছু কারণ ও উপায়সমূহ। তাই চুলের যত্ন নিন ,চুল সুস্থ রাখুন। হ্যাপি কেয়ারিং 🧡




#চুলের_আগা_ফাটা_সমস্যার_সমাধান

13/05/2024

স্ত্রী: যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনি কখনো যাবেন না।

স্বামী: সারাদিন পরিশ্রম করে রাতে তাহলে বাসায় ফিরব না?

~ তানজিল আরেফিন আদনান হাফি.

কনটেস্ট এর হাদিয়া হিসেবে থাকবে এই নামলিপি গুলো।💖মনে আছে তো ৫০০ ফলোয়ার হলেই কনটেষ্টের ঘোষণা আসবে?লাগবে নাকি এই রকম নামলিপ...
12/05/2024

কনটেস্ট এর হাদিয়া হিসেবে থাকবে এই নামলিপি গুলো।💖
মনে আছে তো ৫০০ ফলোয়ার হলেই কনটেষ্টের ঘোষণা আসবে?
লাগবে নাকি এই রকম নামলিপি & ফলোয়ার?
অল ইনভাইট করে তুহফার সাথেই থাকুন ইনশাআল্লাহ।💖

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টার প্লান"ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে। আরেকটা বড় অংশ প্রেমীকের সাথে রুমড...
09/05/2024

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টার প্লান"

ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে। আরেকটা বড় অংশ প্রেমীকের সাথে রুমডেট, মেস, আবাসিক হোটেল, ডার্ক রেস্টুরেন্ট, হাইড আউট, পার্কে যাচ্ছে। আমার নিজের শহরে এরা সংক্রামক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে।

আমার এক বন্ধু পড়ালেখার পাশাপাশি আবাসিক এক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে। ওর ডিউটি রাতে। বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকেনা। ও বলছে, বন্ধু বেশিরভাগই ভার্সিটির স্টুডেন্ট। পার নাইট ১৫০০-৫০০০/- পর্যন্ত খরচ করে থাকছে এক রাতের স্বামী-স্ত্রীর মত। বলছে, বেশির ভাগই তো মুখে হিজাব পড়ে আসে,তারপরও যখন আমি ক্যামপাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ঢেকে চলে যায়। একটা হোটেলের তথ্য, অথচ অসংখ্য হোটেল শহরে!

আরেকটা অংশ ভার্সিটির খরচসহ লাক্সারিয়াস লাইফ পার করতে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। একটা চক্র দালালের ভূমিকায় কন্টাক্ট করে দেয়। এরকম একজনকে চিনি, আমার কলেজের সিনিয়র যিনি মেসের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেওয়ার পাশাপাশি কমিশন সিস্টেমে এই দু'নাম্বারি বিজনেস করেন। প্রশাসনের সাথেও এদের কানেকশন শক্তিশালী। যেকারণে হুট করে এদের বিরুদ্ধে দাড়িয়ে টিকে থাকা কঠিন!

জি আমার প্রিয় অভিভাবকেরা এই হচ্ছে আমার বোন। অর্থাৎ, আপনাদের মেয়েদের অবস্থা! পুরো রমরমা ক্যারিয়ার বানাতে যে পাঠিয়েছেন তার যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরবে।

অনার্সের বয়সটা এমন যে, কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েটা ছেলেদের সাথে দীর্ঘ সময় উঠাবসা করে। আর এই বয়সের ছেলেদের তেমন ভয় থাকেনা। তাই এরা নিঃসংকোচে গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে। এসব শুনতে শুনতে এক সময় মেয়েদের লজ্জা কমে যায়। আর জৈবিক চাহিদা যেহেতু নারী-পুরুষের সব চেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা তাই ভয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায়। তাই অবাধে চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা।

এখানে বড় পরিতাপের বিষয় হচ্ছে, এই মেয়েগুলো তো সারাজীবন আর এভাবে চলতে পারেনা। ভার্সিটি শেষে একটা পর্যায়ে এদেরই কেউ না কেউ আপনার আমার ঘরে স্ত্রী হিসেবে আসছে। এবং লজ্জাহীন এই নারী তখন স্বামীকে মমতা, প্রেম, তীব্র আবেগানুভূতি দিতে পারেনা। পারেনা সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে। এভাবেই প্রজন্মের মায়েরা ধ্বংস হচ্ছে।

এখন অভিভাবক হিসেবে কি আপনি চান ভার্সিটি ক্যারিয়ারের নামে আপনার কলিজার টুকরো মেয়েটা এভাবে নিজের ইজ্জত বিলিয়ে দিক? অনেকে বলছে বিকল্প অপশন কি?
বিকল্প অনেক আছে, কিন্তু আপনার পুঁজিবাদী মস্তিষ্ক বিকল্প দেখতে পায়না, দেখিয়ে দিলেও মানতে পারেনা। কারণ আপনার চাহিদা বস্ত্রহীন, লজ্জাহীন, ইজ্জতহীন রং মাখানো ক্যারিয়ার।

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টারপ্লান"
পর্বঃ ১ (চলবে...)

~একরামুল হক আবির
ঈষৎ পরিমার্জিত।

08/05/2024

I love rain..💖😇

𝗗𝗼𝗻'𝘁 𝗺𝗮𝗸𝗲 𝗳𝘂𝗻 𝗼𝗳 𝘀𝗼𝗺𝗲𝗼𝗻𝗲 𝘄𝗵𝗼 𝗰𝗿𝗶𝗲𝘀 𝗼𝘃𝗲𝗿 𝘁𝗵𝗲 𝗹𝗼𝘀𝘀 𝗼𝗳 𝗮 𝗽𝗲𝘁. 𝗦𝗼𝗺𝗲𝘁𝗶𝗺𝗲𝘀, 𝗶𝘁'𝘀 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿 𝘁𝗵𝗮𝗻 𝗮 𝘁𝗵𝗼𝘂𝘀𝗮𝗻𝗱 𝗳𝗿𝗶𝗲𝗻𝗱𝘀.🩵
08/05/2024

𝗗𝗼𝗻'𝘁 𝗺𝗮𝗸𝗲 𝗳𝘂𝗻 𝗼𝗳 𝘀𝗼𝗺𝗲𝗼𝗻𝗲 𝘄𝗵𝗼 𝗰𝗿𝗶𝗲𝘀 𝗼𝘃𝗲𝗿 𝘁𝗵𝗲 𝗹𝗼𝘀𝘀 𝗼𝗳 𝗮 𝗽𝗲𝘁. 𝗦𝗼𝗺𝗲𝘁𝗶𝗺𝗲𝘀, 𝗶𝘁'𝘀 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿 𝘁𝗵𝗮𝗻 𝗮 𝘁𝗵𝗼𝘂𝘀𝗮𝗻𝗱 𝗳𝗿𝗶𝗲𝗻𝗱𝘀.🩵

⚊"নিঃশব্দে ঝরে যাওয়া বেলি ফুলের মতো,ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো ❯ 🦋🤍🪽
08/05/2024

⚊"নিঃশব্দে ঝরে যাওয়া বেলি ফুলের মতো,
ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো ❯ 🦋🤍🪽

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
07/05/2024

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?

©

06/05/2024

আলহামদুলিল্লাহ পেইজে ২৩০ টা লাইক হয়ে গেছে।
বেশি বেশি লাইক,কমেন্ট,ইনভাইট করে পাশে থাকুন।

কনটেষ্টের কথা মনে আছে তো?😉

সামনে এগিয়ে যাওয়ার দশটি গুরুত্বপূর্ণ উক্তিঃ১. কথা হজম করতে শিখুন ! এইটা অনেক বড় গুণ! আপনাকে জীবনে জিততে সহায়তা করবে!...
06/05/2024

সামনে এগিয়ে যাওয়ার দশটি গুরুত্বপূর্ণ উক্তিঃ

১. কথা হজম করতে শিখুন ! এইটা অনেক বড় গুণ! আপনাকে জীবনে জিততে সহায়তা করবে!

২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়!

৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন!

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি!

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে। আপনার কাজই কথা বলবে!

৭.আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন। কি দরকার বলে বেড়ানোর। কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন! .

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

*collected *

যারা বলেন মার্কেটার মানেই ফেইক ফলোয়ার দেয় তাদের জন্য আজকের এই পোষ্ট।TUHFA আমার নিজের পেইজ।আমি নিশ্চয়ই আমার নিজের পেইজে ফ...
05/05/2024

যারা বলেন মার্কেটার মানেই ফেইক ফলোয়ার দেয় তাদের জন্য আজকের এই পোষ্ট।

TUHFA আমার নিজের পেইজ।
আমি নিশ্চয়ই আমার নিজের পেইজে ফেইক ফলোয়ার দেব না। পেইজ ক্রিয়েট এর তারিখ দেখেন আর আজকের তারিখ দেখেন।

আমি ব্যস্ত মানুষ।পেইজে অতো একটা সময় কখনোই দিতে পারি নাই। তাও মা শা আল্লাহ ২০০ ফলোয়ার হয়ে গেছে।টার্গেট নিছি অন্ততো এই মাসে ৫০০ ফলোয়ার গ্রো করার।

অর্গানিক মানেই সময় সাপেক্ষ ব্যাপার।
কাজেই যাদের ধৈর্য্য আছে As a marketar হিসেবে এতো টুকু সিউরিটি দিতে পারি আমার কাছে কখনো ঠকবেন না ইনশাআল্লাহ।

কিন্তু যারা ২০০/৩০০ টাকায় ১০০০ ফলোয়ার চান তারা আর যাই হোক অর্গানিক পাবেন না।
সার্ভিস ঐ আরকি ২০০ টাকার মতোই হবে।

কম দামে ফলোয়ার নেন।
পেইজের ১৪ টা বাজান।
তাহাতে আমার কি!😴

আমার কাজ ছিল এলার্ট করার করে দিলাম।

ঘোষনা সমাপ্ত হলো যাইগা টাটা।😒

04/05/2024

পেইজে ৫০০ ফলোয়ার হলে ভাবছি কনটেস্ট দেব।😃

হাদিয়া হিসেবে নামলিপি এবং অর্গানিক ফলোয়ার।

কি লাগবে নাকি??

Social Media Post Design..(চাইলে আপনার ব্যবসার জন্য এমন ডিজাইন করে নিতে পারেন।)
03/05/2024

Social Media Post Design..

(চাইলে আপনার ব্যবসার জন্য এমন ডিজাইন করে নিতে পারেন।)

আকাশের মেঘ আর বাগান বিলাসের কথোপকথন! 💜চারিদিকে কি সুন্দর শীতল হাওয়া!কি মনে হয় অবশেষে রহমতের বৃষ্টি কি নামবে??
02/05/2024

আকাশের মেঘ আর বাগান বিলাসের কথোপকথন! 💜
চারিদিকে কি সুন্দর শীতল হাওয়া!

কি মনে হয় অবশেষে রহমতের বৃষ্টি কি নামবে??

01/05/2024

আলহামদুলিল্লাহ পেইজের ১০০ জন ফলোয়ার হয়ে গেছে।

আপনারা চাইলে আপনাদের বিজনেস পেইজেও এমন ফলোয়ার গ্রো করে নিতে পারেন।
(Paid work)

Address

Narayanganj
1402

Website

Alerts

Be the first to know and let us send you an email when TUHFA-Grow your business posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TUHFA-Grow your business:

Videos

Share


Other Social Media Agencies in Narayanganj

Show All