বাংলাদেশের ইতিহাসে ভারতের বিপক্ষে এরকম রক্ত গরম করা হুংকার আর কেউ দেয়নাই ।
২০১৩ সালেই ভা*রতকে হুঁশিয়ারী ঘোষণা করে দিয়েছিলেন শায়খে চরমোনাই।
#ShameOnIndia
#Bangladesh
"ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার, (শত্রু বা হানাদার) একটি কণাও তার, কেড়ে নিতে কেউ পারবে না।
রঙের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি,
লক্ষ শহীদ গাজী, রেখেছে জীবনবাজী, করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ, আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, সবার প্রাণ,
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ, আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, খোদার দান,
সোনার জন্মভূমি, তোমার জন্য আমি, জীবন দিয়েছি কোরবান।
অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি,
হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, সকলেই তো বাংলাদেশি,
তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখ হাত হাতে,
সমরে বক্ষ পাতি, হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে।
বাংলাদেশ , আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, অম্লান,
বুকের রক্ত ঢেলে, রেখেছি সবাই মিলে, মাতৃভাষার সম্মান।
বা
খান্সাবের ডাবিং জনাব রয়াল বেঙ্গল টাইগার!
হাসতে হাসতে পেট ব্যাথা হলে কতৃপক্ষ দায়ী না।
#funnymoments
#funnydubbing
#Khansaheb
ছাত্র জনতার গণঅভ্যুত্থান জুলাই বিপ্লব ২০২৪
How to free from Dictator Hasina
ছাত্র জনতার গণঅভ্যুত্থান জুলাই বিপ্লব ২০২৪ !
#Bangladesh
#bangladeshquothamovement
#Bangladeshstudents
#July2024
#JulyMassacre
#JulyGenocide
#36thjuly2024
শহীদ ইকরা চত্বর চাষাড়া।
৩৬ শে জুলাই ২০২৪
বিজয় দিবস ২.০
পদ্মা সেতু থেকে উত্তাল কূলকিনারাহীন পদ্মা নদী দেখতে কেমন ছিল !
পুরো পদ্মা ব্রিজের ভিডিও, যা এর আগে আপনি দেখেননি।
জাজিরা টোল প্লাজা মাওয়া প্রান্তে নামা পর্যন্ত ।
#ভয়ংকরসুন্দর
#পদ্মাসেতু
#উত্তালপদ্মা
ভোগান্তির আরেক নাম ঢাকা মুন্সীগঞ্জ মহাসড়ক !
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক ভোলাইল এলাকায় রাস্তা খুড়ে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। উপযুক্ত বিকল্প সড়কের ব্যবস্থা না করায় এ পথে যাতায়াতকারী শত শত গার্মেন্টস শ্রমিকরা প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছে। নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছতে না পারায় উৎপাদন কার্য ব্যাহত হচ্ছে ।
ভিডিও টি শেয়ার করে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার জন্য সাহায্য করবেন।
হৃদয় 💓 গলে যার বয়ানে
#কুয়াকাটাহুজুর
#waz