Hridoy's Creation

Hridoy's Creation An entertainer and content creator who wants to provide the younger generation a new viewpoint I would like to prove my abilities in my professional life.
(1)

I am an educator, artist, and interests, community-based, and art, design, and popular culture are not designers with developing collaborative approaches. Chelsea School of Art Design and illustration of a graduate degree, I am a man, arts, and print-based graphic design and web projects in the education sector are. Often other people, my work, inform, educate, entertain, or associate with in some

way. I want to be including with such an organization where strong sense of response, responsibility and commitment requires, honesty and dignity of work provides job satisfaction and where I can develop myself and also contribute in the growth of the organization. I believe in putting persistent efforts.

13/11/2024

ঘুরতে কার না ভালো লাগে, আর সেই ভিডিও স্মৃতি করে রাখতেও ভালো লাগে, মন চাইলে মন্তব্য করতে পারেন, আবার শেয়ারও করতে পারেন

05/11/2024

তোমাকে পেয়ে, হারিয়ে ফেলার মাঝখানের সময়টা খুব অল্প ছিলো! দিন’শেষে আমরা আবার অপরিচিত হয়ে গেলাম, অনেকটা অচেনা হয়ে গেলাম, যে মনে হয়, আমাদের মধ্যে কখনও কোন সম্পর্ক ছিলো না.....

আজ তুমি আর আমার নেই তবে এই অল্প সময়ে যা দিয়েছো, মৃত্যুর আর্গ পর্যন্ত ভুলতে পারবো না..!

তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই, তবে ভালোবাসা সুন্দর, কুৎসিত তো মানুষের মন!....

Send a message to learn more

26/10/2024

সুন্দর চেহারায় কোনো কৃতিত্ব নেই। ওটা সৃষ্টিকর্তার সৃষ্টি। কৃতিত্ব সুন্দর মানসিকতায়, মনুষত্বে ও মানবীয়বোধে।

24/10/2024

লাইফের যে পর্যায়ে গেলে নিজেকে বাদে,কোনো কিছুকে important মনে হয় না সেই পর্যায়ে আছি! 🙂

15/10/2024

Ei Mon Tomake Dilam | এই মন তোমাকে দিলাম

15/10/2024

খালি গলায় গাওয়া গান। কেমন হয়েছে জানাবেন

15/10/2024

এই পোস্টের জন্য অনেকেই আমাকে হয়ত আজকে সুশীল বলবে, আগের ইতিহাস শোনাবে। কিন্তু অবস্থা দেখে এখন না বলে আর উপায় নাই, তাই উপদেষ্টাদের কাছে আমার কিছু প্রশ্নঃ

1. গত ৩ মাসে আইন বিভাগের উন্নতি না হয়ে অবনতি কেন হচ্ছে;
2. রাস্তার জ্যাম নিরসনে আপনাদের পদক্ষেপ নাই কেন;
3. বাজার সিন্ডিকেড নিরসনে কেন ব্যার্থ হছেন;
4. রাস্তার চাঁদাবাজি এখনো কেন চলছে;

লাস্ট ৩ মাসে আপনাদের থেকে বড় কিছু আশা না করলেও উপড়ের এই জিনিস গুলা অবশ্যই আশা করেছিলাম। কিন্তু আপনারা গদিতে বসে সব ভুলে যাচ্ছেন নাতো? চেয়ারে না বসা সম্মানয়ক ফেসবুকে হুশিয়ারি দিচ্ছে আর বাকিরা চেয়ারে বসে আগের নেতাদের মতই আশা দিচ্ছে। কিন্তু একচুয়াল কোন একশন দেখাই যাচ্ছে নাহ।

06/10/2024

মিউজিক ছাড়া গাইলাম, এই মন তোমাকে দিলা আশা করি ভালো লাগবে, যদি লাগে তাহলে শেয়ার করতে পারেন।

Send a message to learn more

বিশ্বাস পোড়া অতীত  যদিও বা যাই ভুলে, পুরনো অধিকার কি আর ফিরে পাওয়া যায় পরিচিত ঠোঁট অন্য কেউ ছুলে! 💔
29/09/2024

বিশ্বাস পোড়া অতীত যদিও বা যাই ভুলে, পুরনো অধিকার কি আর ফিরে পাওয়া যায় পরিচিত ঠোঁট অন্য কেউ ছুলে! 💔

06/08/2024

ছাত্রদের দেয়া অর্ন্তবর্তীকালীন সরকারের রুপরেখা:

১. ড. মুহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা।
২. ড. বদিউল আলম মজুমদার।
৩. মতিউর রহমান চৌধুরী (মানবজমিন)।
৪. ড. আসিফ নজরুল।
৫. ড. সলিমুলিলাহ খান।
৬. ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন।
৭. মেজর জেনারেল মুনিরুজজামান।
৮. আলোকচিত্র শিল্পী শহিদুল আলম।
৯. সৈয়দা রেজওয়ানা হাসান।
১০. ⁠ডা: পিনাকী ভট্টাচার্য।
১১. ⁠ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
১২. প্রজেশ চাকমা।

- সরকারের মেয়াদ ৩-৬ বছর (সর্বোচ্চ)।
- মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা।
- পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আজ ৬ আগস্ট বিকালের মধ্যেই সরকার গঠন।
- প্রধান বিচারপতির অপসারণ/পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ।
- আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে)।
- নির্বাচন কমিশন পুনর্গঠন।
- সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল।
- সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল।
- ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
- জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা।
- বিগত ১৫ বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ।
- দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন। 👌✌️❤️

03/07/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক।

©

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
11/06/2024

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

24/02/2024

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়…

শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ
নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়
শরীর তো ধর্ষ*কও ছোঁয়।
পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়।
দেহদানের পরেই যে নারী ব'লে পুরুষের ভালোবাসা
পেয়েছি সে নির্বোধ
পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়
শরীর তো বে*শ্যাও দেয়।

 #বাস্তব #চিরন্তন_সত্য
29/01/2024

#বাস্তব
#চিরন্তন_সত্য

05/12/2023

ডুবে ডুবে ভালোবাসি ❤️

Address

Bandar
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridoy's Creation:

Videos

Share


Other Narayanganj media companies

Show All