12/05/2023
তুমি যারে ভালোবাসো সে তো তোমার সঙ্গে ভালোবাসার নামে,
বিছরি ভাবে প্রতারণা করেই গেলো,,,,,
তুমি নাকী আজও তারেই ভালোবাসো?
তার ভালোবাসার মায়া কাটাইয়া উঠতে পারলা না,,,
তুমি নাকী এখনো রোজ অতীতের স্মৃতি ঘেঁটে দেখো,,
হাসি মুখে তুমি তার ছলনা ফাদে পা রাখলা,,
তুমি তারে বিশ্বাষ করলা,,
তার সাথে সুখে থাকবা ভাইবা,,
তুমি নিজের সুখ বিসর্জন দিলা,,
সে নিজের সুখের জন্যে তোমারে বিসর্জন দিলো,,,
আর তুমি সব জানার পরে তারে ক্ষমা কইরা দিলা,,,
আর নতুন কইরা জীবন শুরু করতে পারলা না,,
নতুন ভাবে কাউরে তুমি ভালোবাস্তে ও পারলা না,,
পারবা কেমনে,,
সেই মানুষ্টা তো তোমার মনের ভালোবাসারে ছিন্ন ভিন্ন কুইরা,,
হাসতে হাসতে তোমার ভাবনার সাথে খেলা কইরা,,
তোমারে ছাইড়া ভালোই আছে,,
একলা শুধু তুমিই দাবি কইরা গেলা,,
তুমিই তাকে ভালোবাসো,,,
বিচ্ছেদ সইতে না পাইরা তুমি মৃত্যুরে আপন করতে চাইলা,,,
কিন্তু নিজেরে চাইলা না,,,
তুমি তারে নিঃস্বার্থ ভাবে ভালোবাসার পরেও,,,
সে তোমারে ছাইড়া গেলো,,
তাও তুমি নিজেরে ভালোবাসলা না,,
তুমি তারে হারাইছো এইটা ভাবতে ভাবতে
নিজেরে এলো মেলো করলা,,
কিন্তু নিজের সুখ খোজলা না,,
তুমি অন্যের ভালোবাসারে আপন কইরা দেখলা,,,
নিজের মানুষগুলার ভালোবাসারে তুমি পর করলা,,
তুমি মানুষ টা আসলেই দূর্বল,,
ক্লান্ত, ভীতু, জীবন যুদ্ধে হেরে যাইবা
তুমি ভয়ে পালাইয়া বেরাও,,,
তোমার মনে সত্যি শান্তি নেই
অশান্তি তে ভরা,,,,,,,,,