Time Journey-সময় যাত্রা

Time Journey-সময় যাত্রা সময়ের সাথে,সময়ের যাত্রী হয়ে,সময়ের পরিক্রমা তুলে ধরাই লক্ষ্য।

24/12/2024

কেনো জানি দেশ সেরা কন্টেন্ট ক্রিয়টর হওয়ার কোনো ইচ্ছেই নেই।
শুধু সময়ের প্রয়োজনে যতটুকু দরকার ঠিক ততটুকুই হতে চাই।।
এটাই বাস্তব!!

মানুষ নামের মানুষ খোঁজতে যেয়ে আমি বার,বার হা*রিয়ে যাই।নিজেকেই তখন অ*মানুষ মনে হয়।।
23/12/2024

মানুষ নামের মানুষ খোঁজতে যেয়ে আমি বার,বার হা*রিয়ে যাই।নিজেকেই তখন অ*মানুষ মনে হয়।।

20/12/2024

দেশটা কতটা মানবিক হয়ে উঠছে,মৃ*ত্যু পথযাত্রী কি*ডনী রোগী বাঁ*চাতে,ব্যাংক ডা*কাতি।ভাবা যায়*!!
দেশটা স্বাধীন না হলে জানতামই না**!!

আমি হে*রেছি।বার-বার হা*রতে চাই ,হে*রে,হে*রেই একদিন হয়তো জিতে যাবো।।আর যদি না জয়ী হই তবে মনে রেখো এটাই আমি ছিলাম।যার জন্ম...
16/12/2024

আমি হে*রেছি।বার-বার হা*রতে চাই ,হে*রে,হে*রেই একদিন হয়তো জিতে যাবো।।আর যদি না জয়ী হই তবে মনে রেখো এটাই আমি ছিলাম।যার জন্মই হয়েছে হে*রে যাবার জন্য।।।

পিছনে যতই রঙিন থাকুক,সামনের দৃশ্যটাই আপনার জন্য বাস্তবতা।।
15/12/2024

পিছনে যতই রঙিন থাকুক,সামনের দৃশ্যটাই আপনার জন্য বাস্তবতা।।

কখনো কি একটা পুরুষের টাকা শূ*ন্য মানিব্যাগ দেখেছেন।হয়তো দেখেছেনআবার দেখননি,এই পৃথিবী পুরুষের শূ*ন্য মানিব্যাগ বা জীবন এ...
14/12/2024

কখনো কি একটা পুরুষের
টাকা শূ*ন্য মানিব্যাগ দেখেছেন।
হয়তো দেখেছেন
আবার দেখননি,
এই পৃথিবী পুরুষের
শূ*ন্য মানিব্যাগ বা জীবন
একেবারেই মেনে নেয় না,
বা,মেনে নিতে শিখেনি।
শূ*ন্য পকেটে,হ*ন্যে হয়ে
জীবনটাকে খোঁজা পুরুষের
ভিতরের কা*ন্নাটা দেখেছেন,
যে কা*ন্না হয় মহা প্র*ল*য়ংকরী
অ*বিনাশী ঝ*ড়ে ছি*রে যাওয়া তরী,
সেই তরী কখনো
তার জয়ের বন্দর পৌঁছে দেয়
আবার ছুঁ*ড়ে ফেলে দেয়
গভীর হতাশার সমূদ্রে।
তারপরও,পুরুষকে দাঁড়াতে হয়,
হাসতে হয়,অভিনয় করতে হয়
হেঁটে,হেঁটে বহুদূর যেতে হয়
পেছনে পড়ে থাকে
না বলা শত ক*ষ্ট আর শত ভ*য়।।

নিজস্বত্ব-ম.ম.সুমন।।

আমরা দুনিয়ায় কেহো প*রাজিত হতে আসি নাই।সবাই জয়ী হতে চাই।।কিন্তু,অনেক সফলতা ও জয়ের পরও আমাদের তো একদিন চ*লে যেতেই হবে।।পরা...
11/12/2024

আমরা দুনিয়ায় কেহো প*রাজিত হতে আসি নাই।সবাই জয়ী হতে চাই।।কিন্তু,অনেক সফলতা ও জয়ের পরও আমাদের তো একদিন চ*লে যেতেই হবে।।পরাজিত হতে হবে মৃ**ত্যু নামক চীর সত্যের নিকট।। তা হলে প*রাজিত হওয়ার এত ভ*য় কিসের।।

জীবনে বেশী মানুষের ভালোবাসার প্রয়োজন নেইঅল্প মানুষ ভালোবাসুক তাতে কোনো আ*ক্ষেপ নেই,শুধু সেই অল্প মানুষের ভালোবাসায় যেনো ...
07/12/2024

জীবনে বেশী মানুষের ভালোবাসার প্রয়োজন নেই
অল্প মানুষ ভালোবাসুক তাতে কোনো আ*ক্ষেপ নেই,
শুধু সেই অল্প মানুষের ভালোবাসায় যেনো থাকে
বিশ্বাস ও সততা.............❤️💚❤️

06/12/2024

ফেইসবুক হতে প্রথম আয় আজ হাতে পেলাম!! 1st income from meta ।।

নি*র্মোহ এক শীতের বিকেল.......বন্দর,কলাগাছিয়া এলাকা।।
05/12/2024

নি*র্মোহ এক শীতের বিকেল.......
বন্দর,কলাগাছিয়া এলাকা।।

04/12/2024

ইজাহানের ৬ মাস পূর্ণ ও মুখে ভাত!!Happy 6 Month To Ezhan !!

মধ্য ভিত্ত পুরুষকে সব সময় হাসতে হয়হাসি,হাসি চেহেরা নিয়ে ঘুরতে হয়,হাসি মাখা চেহেরাটাই সমাজ,সংসারের সামনেতুলে ধরতে হয়।বুঝা...
03/12/2024

মধ্য ভিত্ত পুরুষকে সব সময় হাসতে হয়
হাসি,হাসি চেহেরা নিয়ে ঘুরতে হয়,
হাসি মাখা চেহেরাটাই সমাজ,সংসারের সামনে
তুলে ধরতে হয়।
বুঝাতে হয়,আমি পুরুষ খুব সুখি
আমি পুরুষ মেনে নেই যা দেখি,
ফাঁ*কা পকেটেও
আভিজাত্যের মোড়কে
নিজেকে ঢেকে রাখি।।

নিজস্বত্ব-ম.ম.সুমন।

আলহামদুলিল্লাহ,দীর্ঘ ২ বছরের প*রিশ্রম, ধৈর্য্য ও নিজের স্বকিয়তা ধরে রেখে ১ম বারের মতো পেইজ হতে পেমেন্ট পেলাম।।আমিও এখন র...
02/12/2024

আলহামদুলিল্লাহ,
দীর্ঘ ২ বছরের প*রিশ্রম, ধৈর্য্য ও নিজের স্বকিয়তা ধরে রেখে ১ম বারের মতো পেইজ হতে পেমেন্ট পেলাম।।
আমিও এখন রেমিট্যান্স যো*দ্ধা।।ট্রা*ম্পে'দেশের ডলার আমিও আনতে পারলাম আমার দেশে।।
Thanks to Meta.....❤️ &

আমরা সবাই পরিবর্তন চাই,ন্যায় বিচার চাইতবে তা,নিজের / নিজেদের পক্ষেহতে হবে.........আর,এ ভাবে কি পরিবর্তন এবং ন্যায় বিচার ...
02/12/2024

আমরা সবাই পরিবর্তন চাই,ন্যায় বিচার চাই
তবে তা,নিজের / নিজেদের পক্ষে
হতে হবে.........
আর,এ ভাবে কি পরিবর্তন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব???

আলহামদুলিল্লাহ ,বিড়াল বাবাটার আজ ৬ মাস পূর্ণ হলো,শুধু মাত্র দুধ হতে ভাতে-মাছে,দুধে-ভাতে তার যাত্রা শুভ হউক।Happy 6 month...
30/11/2024

আলহামদুলিল্লাহ ,
বিড়াল বাবাটার আজ ৬ মাস পূর্ণ হলো,শুধু মাত্র দুধ হতে ভাতে-মাছে,দুধে-ভাতে তার যাত্রা শুভ হউক।
Happy 6 month to Ezhan BABA....❤️❤️❤️

30/11/2024

১ম বার জা*নাজার জন্য মাইক কেনার অভিজ্ঞতা!!
ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাহারা এই মহৎ কাজে সার্বিক সহযোগিতা করেছেন।।
#প্রবাসী #প্রবাস

আমি নিজেকে পরিবর্তন করতে চাইম.ম.সুমন...............আমি নিজেকে পরিবর্তন করতে চাইখুব বেশি চাই,আমি আপনার মতো হতে চাইআপনার ম...
29/11/2024

আমি নিজেকে পরিবর্তন করতে চাই
ম.ম.সুমন...............

আমি নিজেকে পরিবর্তন করতে চাই
খুব বেশি চাই,
আমি আপনার মতো হতে চাই
আপনার মনের মতো হতে চাই,
যে অ*পরাধকে ভালোবাসেন
সেই অ*পরাধে,অপরাধী হতে চাই,
যে আ*ত্নকেন্দ্রীকতাকে ভালোবাসেন
আমি সেই আ*ত্নকেন্দ্রীক হতে চাই।।
আমি নিজেকে পরিবর্তন করতে চাই
খুব বেশি চাই,
আমি আপনার মতো হতে চাই
আপনার মনের মতো হতে চাই,
যে ধর্মের মতকে পছন্দ করেন
সেই ধর্মের,সেই মতের মতো হতে চাই,
যে পথকে পছন্দ করেন
আমি সেই পথেই হাঁটতে চাই,
যে ভাবে হাঁটাতে চান,
আমি ঠিক সেই ভাবেই হাঁটতে চাই।।
আমি নিজেকে পরিবর্তন করতে চাই
খুব বেশি চাই,
আমি আপনার মতো হতে চাই
আপনার মনের মতো হতে চাই,
আপনি যাকে ভালোবাসতে চান
আমি না হয় তাকেই ভালোবাসবো,
আপনি যে পীরের মুরিদ হবেন
আমি না হয় তার পদ তলে অঞ্জলি দিবো।।
আমি নিজেকে পরিবর্তন করতে চাই
খুব বেশি চাই,
আমি আপনার মতো হতে চাই
আপনার মনের মতো হতে চাই,
আপনি যদি স্বা*র্থের তরে ভাসেন
আমি না হয় আপনার ডিঙি হবো,
আপনি যদি উদার হোন
আপনার পাশে রবো,
আমি শুধু আপনার মতো হবো
আপনার মনের মতো হবো।।
তবু,আমি নিজেকে পরিবর্তন করতে চাই
খুব বেশি চাই,
কারন,আমরা আমাদের মতো করে
সবাইকে পেতে চাই,
আমরা আমাদের মতো করে ভাবতে চাই
ঠিক এর বিপরীত কিছু হলেই
তাকে আস্থা কু*ড়ে ছু*ড়ে ফেলতে চাই।।
তাই,সব শেষে বলতে চাই,
আমি নিজেকে পরিবর্তন করতে চাই
খুব বেশিই চাই,
ঠিক আপনাদের সবার মতো
পরিবর্তন হয়ে,
আমার স্বকীয়তার বাহিরে যেয়ে,
আমাকে আমি বাঁচাতে চাই।।
আমি নিজেকে পরিবর্তন করতে চাই।।

15/09/24

দেশকে ভালোবাসতে শিখুন,ক্ষ*মতাকে নয়।দেখবেন ক্ষ*মতাই আপনাকে ভালোবাসতে শুরু করবে।।
27/11/2024

দেশকে ভালোবাসতে শিখুন,ক্ষ*মতাকে নয়।দেখবেন ক্ষ*মতাই আপনাকে ভালোবাসতে শুরু করবে।।

Address

Uttar Noadda Road
Narayanganj

Telephone

+8801817105841

Website

Alerts

Be the first to know and let us send you an email when Time Journey-সময় যাত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Time Journey-সময় যাত্রা:

Videos

Share

Category