BJP News tv-বিজেপি নিউজ টিভি

BJP News tv-বিজেপি নিউজ টিভি বিজেপি নিউজ টিভি-দেশ-স্বাধীনতা ও জনতা?

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: যুক্তরাষ্ট্রের হার্প প্রযুক্তিকে দায়ী করছেন সমালোচকরা
16/02/2023

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: যুক্তরাষ্ট্রের হার্প প্রযুক্তিকে দায়ী করছেন সমালোচকরা

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের তাণ্ডবের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের হার্প প্রযুক্তি। মূলত বায়ুমণ্ডলের ওজোনস্ত...

09/12/2022

International Human Rights Day 2022 ; On behalf of Progressive Universal Welfare Foundation, Mohammed Suhel Ahmed Chowdhury, Founder and Chairman delivered his speech as follows ;
Human Rights;
Human rights are inherent, inalienable and inviolable to all human beings, regardless of race, s*x, nationality, ethnicity, language, religion, or any other status. Human rights include the right to life and liberty, freedom from slavery and torture, freedom of opinion and expression, the right to work and education, and many more. Everyone is entitled to these rights, without discrimination. All fundamental rights are human rights.

International Human Rights Law
International human rights law lays down the obligations of Governments to act in certain ways or to refrain from certain acts, in order to promote and protect human rights and fundamental freedoms of individuals or groups.

One of the great achievements of the United Nations is the creation of a comprehensive body of human rights law—a universal and internationally protected code to which all nations can subscribe and all people aspire. The United Nations has defined a broad range of internationally accepted rights, including civil, cultural, economic, political and social rights. It has also established mechanisms to promote and protect these rights and to assist states in carrying out their responsibilities.

The foundations of this body of law are the Charter of the United Nations and the Universal Declaration of Human Rights, adopted by the General Assembly in 1945 and 1948, respectively. Since then, the United Nations has gradually expanded human rights law to encompass specific standards for women, children, persons with disabilities, minorities and other vulnerable groups, who now possess rights that protect them from discrimination that had long been common in many societies.

Universal Declaration of Human Rights

The Universal Declaration of Human Rights (UDHR) is a milestone document in the history of human rights. Drafted by representatives with different legal and cultural backgrounds from all regions of the world, the Declaration was proclaimed by the United Nations General Assembly in Paris on 10 December 1948 by General Assembly resolution 217 A (III) as a common standard of achievements for all peoples and all nations. It sets out, for the first time, fundamental human rights to be universally protected. Since its adoption in 1948, the UDHR has been translated into more than 500 languages - the most translated document in the world - and has inspired the constitutions of many newly independent States and many new democracies. The UDHR, together with the International Covenant on Civil and Political Rights and its two Optional Protocols (on the complaints procedure and on the death penalty) and the International Covenant on Economic, Social and Cultural Rights and its Optional Protocol, form the so-called International Bill of Human Rights. On behalf of the progressive Universal welfare Foundation, being a founder and chairman I Mohammed Suhel Ahmed Chowdhury urge to the all people of the world to established brotherhood among the people in order to make a harmonious and peaceful environment in the world. Let us expand the activities of Human rights. Thank you very much.

https://m.facebook.com/story.php?story_fbid=122577347297251&id=100086349576440
04/11/2022

https://m.facebook.com/story.php?story_fbid=122577347297251&id=100086349576440

গভীর শোক ও মাননীয় মন্ত্রী, এম.পি' ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ ;

সিলেট -জকিগঞ্জ মহা সড়ককে দুই লেন বিশিষ্ট প্রশস্ত রাস্তা/ রোড নির্মাণ প্রসঙ্গে ;
সড়ক দুর্ঘটনায় প্রায়ই একের পর এক তাজা প্রাণের মৃত্যু ঘটে সিলেট -জকিগঞ্জ মহাসড়কে। এ দুর্ঘটনা গুলোর বহু কারণের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে; প্রশস্ততার দিক হতে রাস্তা অনেকটা ছোট ও ভঙ্গুর। ফলে বিপরীত মুখ থেকে আসা গাড়ি গুলো একে অপরকে অতিক্রম করতে প্রায়ই এরকম দুর্ঘটনা গুলো ঘটে থাকে। মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় বহু তাজা প্রাণ। এ অপরিপক্ক অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। প্রিয়জন হারিয়ে অনেকে নিঃস্ব হতে হয়। সম্প্রতি সিলেট এম.সি কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও তরুণ সাংবাদিক রেদওয়ান মাহমুদ চৌধূরী জকিগঞ্জের কালীগঞ্জে নিজ বাড়ীতে যাবার পথে সি.এন. জি - টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিজ প্রাণ হারান। এভাবে বহু লোক প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা এ সকরুণ অবস্হার উত্তরণ চাই বলে মন্তব্য করেন এবং জকিগঞ্জ - সিলেট / সিলেট - জকিগঞ্জ মহাসড়ককে দুই লেন বিশিষ্ট প্রশস্ত মহা সড়ক করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহন করতে সরকার / মাননীয় এম.পি / মন্ত্রী গণের সুদৃষ্টি কামনা করেন 'প্রগ্রেসিভ ইউনিভার্সাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর পক্ষ হতে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব, মোহাম্মদ সোহেল আহমদ চৌধূরী।

ফারাক্কা দিবস পালন করবে লংমার্চ উদযাপন কমিটি
15/05/2022

ফারাক্কা দিবস পালন করবে লংমার্চ উদযাপন কমিটি

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৬তম বার্ষিকী উপলক্ষে ১৬ মে রাজশাহীর পদ্মার তীরে লালনশাহ মুক্তমঞ্চে গণজমায়েতের আয়....

মনিরুল হক সাক্কু বললেন, বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করব
14/05/2022

মনিরুল হক সাক্কু বললেন, বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করব

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে লড়বেন বলে জানিয়েছেন বিএনপি নেতা মনির...

সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ‘দ্য কাশ্মীর ফাইলস’
10/05/2022

সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ‘দ্য কাশ্মীর ফাইলস’

ভারতে অবিশ্বাস্য ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটির বাজেট ছিল মাত্....

08/03/2022

চট্টগ্রাম রেলওয়ের কর্মকর্তা শফিউদ্দিনকে হত্যার দীর্ঘ ১৮ বছর দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৮ মার....

২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে রাজনীতি করে বিনিময়ে পুরস্কার হিসেবে সোনারগাঁও...
15/01/2022

২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে রাজনীতি করে বিনিময়ে পুরস্কার হিসেবে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও সোনারগাঁও থানা পুলিশের দেয়া ৩টি রাষ্ট্র বিরোধী মিথ্যা মামলায় ৮/৯ মাস বিনাদোষে সোনারগাঁও রয়েল রিসোর্ট হেফাজত ইস্যুতে জেল খাটলাম-আলহামদুলিল্লাহ।

মহান আল্লাহ তায়ালা সকলকে হেদায়েত দান করুক-
আমিন।

শেখ ওসমান গনি বেলাল
চেয়ারম্যান
বাংলাদেশ ইসলামী জনতা পার্টি-বিআইজেপি।

06/01/2022

ব্রেকিং নিউজ
জালেমদের ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ৮/৯ মাস ৩ টি মিথ্যা মামলায় জেল খাটলেন বিআইজেপি চেয়ারম্যান
শেখ ওসমান গনি বেলাল

06/01/2022

ব্রেকিং নিউজ
আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট ভূক্ত যুক্তফ্রন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত বাংলাদেশ ইসলামী জনতা পার্টি-বিআইজেপি 'র

বিআইজেপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ ঢাকা মহানগর উত্তর /দক্ষিণ ও প্রতিটি জেলা / মহানগর / উপজেলা /পৌরসভা /ইউনিয়ন /...
06/01/2022

বিআইজেপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ ঢাকা মহানগর উত্তর /দক্ষিণ ও প্রতিটি জেলা / মহানগর / উপজেলা /পৌরসভা /ইউনিয়ন /ওয়ার্ড সহ অঙ্গ সহযোগী সংগঠন গুলোর আহবায়ক কমিটি গঠন হচ্ছে।

বাংলাদেশ ইসলামী জনতা পার্টি-বিআইজেপি ও অঙ্গ সহযোগী সংগঠনে কোরআন সুন্নাহর আলোকে কাজ করতে আগ্রহীগন আপনার বায়োডাটা / জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ বিআইজেপি'র কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করুন।

বাংলাদেশ সহ সারা বিশ্বে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ।

------------------প্রয়োজনেঃ------------
01820-572818---01788-367692

আসসালামু আলাইকুম ------অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ আয়োজিত আজকের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উক্ত আয়োজনকে সফল করার জন্...
02/01/2022

আসসালামু আলাইকুম ------
অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ
আয়োজিত আজকের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উক্ত আয়োজনকে সফল করার জন্য বাংলাদেশ ইসলামী জনতা পার্টি-বিআইজেপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল শ্রেণির নেতা কর্মীদের সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী জনতা পার্টি -বিআইজেপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল ও বিআইজেপি'র মহাসচিব মূফতি লোকমান হোসাইন আমীনি।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগন আজ ১/১/২০২২ ইং রোজ শনিবার আমার ৪১ তম জন্মদিন। আমার ৪১ তম জন্মদিন এবার আনুষ্ঠানিক ভাবে পাল...
01/01/2022

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুগন আজ ১/১/২০২২ ইং রোজ শনিবার
আমার ৪১ তম জন্মদিন।

আমার ৪১ তম জন্মদিন এবার আনুষ্ঠানিক ভাবে পালিত হবেনা।

কারন আমি বর্তমানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)এর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি --- প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) কোনদিন তার নিজের জন্মদিন পালন করেননি --- তাই আমিও আজ থেকে আর আমার জন্মদিন পালন আর করবোনা ইনশাআল্লাহ।

প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) তার নিজের জন্মদিনে শুধু রোজা রাখতেন।

অতীতে আমার নিজের জন্মদিন পালন করে আমি যে পাপ করেছি সে জন্য আমি অনুতপ্ত।

আমি মহান আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি --- সকলেই দোয়া করবেন --- আমি যেনো সকল প্রকার পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি।

বাংলাদেশ সহ সারা বিশ্বে একদিন হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শ বাস্তবায়ন ও ইসলাম প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ।

@আমার ব্যাক্তিগত জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

@আমার পারিবারিক জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

@আমার সামাজিক জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

@আমার রাষ্ট্রীয় জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

@আমার আন্তর্জাতিক জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

মোটকথা হলো আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সন্তুষ্টির জন্য আমি আমার পুরো দুনিয়াটাকে পরিবর্তন করতে চাই ---------আমি মহান আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী চলতে চাই-------আমি আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শের সৈনিক হয়ে চলতে চাই ---------আমি পবিত্র আল-কোরআনকে সংবিধান মেনে চলতে চাই ---------আমি আমার ধর্ম ইসলাম কে আখরে ধরে চলতে চাই।

আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

-----------------আল্লাহর গোলাম ----------------------
-----------শেখ ওসমান গনি বেলাল -----------------
--------------প্রতিষ্ঠাতা চেয়ারম্যান -------------------
বাংলাদেশ ইসলামী জনতা পার্টি -বিআইজেপি।

@আমার ব্যাক্তিগত জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই। @আমার পারিবারিক জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করত...
23/12/2021

@আমার ব্যাক্তিগত জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

@আমার পারিবারিক জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

@আমার সামাজিক জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

@আমার রাষ্ট্রীয় জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

@আমার আন্তর্জাতিক জীবনটা ইসলামী শরিয়া বৃত্তিক পরিচালিত করতে চাই।

মোটকথা হলো আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সন্তুষ্টির জন্য আমি আমার পুরো দুনিয়াটাকে পরিবর্তন করতে চাই ---------আমি মহান আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী চলতে চাই-------আমি আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শের সৈনিক হয়ে চলতে চাই ---------আমি পবিত্র আল-কোরআনকে সংবিধান মেনে চলতে চাই ---------আমি আমার ধর্ম ইসলাম কে আখরে ধরে চলতে চাই।

আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

-----------------আল্লাহর গোলাম ----------------------
-----------শেখ ওসমান গনি বেলাল -----------------
--------------প্রতিষ্ঠাতা চেয়ারম্যান -------------------
বাংলাদেশ ইসলামী জনতা পার্টি -বিআইজেপি।

21/12/2021
07/11/2021

তেলের দাম বৃদ্ধি পেলে গ্যাস দিয়ে চালিত গাড়ির ভাড়া বৃদ্ধি পাবে কেন ?

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ জনতা পরিষদ- বিজেপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ চ...
20/07/2021

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ জনতা পরিষদ- বিজেপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ চৌধূরী। তিনি এক বিবৃতিতে বলেন " ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো ধনি ও বিত্তবানদের দায়িত্ব। বিত্তবানরা ত্যাগের এ মহিমায় উদ্ভাসিত হয়ে সারা বৎসর, সারাটা জীবন যেন অবহেলিত ও হতদরিদ্রের পাশে সহযোগিতার মন মানসিকতা নিয়ে দাঁড়ান। পবিত্র ঈদুল আযহা'র এ যুগান্তকারী শিক্ষা যেন জন্ম-জন্মান্তর পর্যন্ত সুদুর প্রসারি হয় ও ধনী-দরিদ্রের ব্যবধান যেন নির্মূল হয় সমাজ থেকে । "

Human rights should be established in Palestinians ; Suhel  Ahmed Chowdhury, senior Vice Chairman of Bangladesh janata  ...
14/05/2021

Human rights should be established in Palestinians ;

Suhel Ahmed Chowdhury, senior Vice Chairman of Bangladesh janata Parishad - BJP said in a message , Why is Turkish President Erdogan silent? Where is the Arab world? We don't want to hear long speeches and sympathies. Neighboring countries, including Turkey and Egypt, should come forward to help the Palestinians. If necessary, attack the Israeli capital, Tel Aviv. By liberating the Palestinians, their human rights must be restored. Resisting the Israelis in defending human rights is the responsibility of the United Nations and the faithful duty of the OIC.He added that the Magna Carta, the Petition of Rights, the Bill of Rights and the UN Charter have come from age to age in the line of thinking about the evolution of human rights. The United Nations was established in 1948 to protect world human rights and peace. That is what prevented the Israelis from upholding the purpose of establishing the United Nations: it is the sole responsibility of the United Nations to solve the problems of the Palestinians and establish their human rights.

ব্রেকিং নিউজ  ; বি.এন.পির কেন্দ্রীয় কমিটির  সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম আর ন...
05/05/2021

ব্রেকিং নিউজ ; বি.এন.পির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম আর নেই।

বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেট নগরের মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়।

সেখানেই তিনি আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর এ মৃত্যুতে বাংলাদেশ জনতা পরিষদ বিজেপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সোহেল আহমদ চৌধূরী গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পরিষদ বিজেপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশি...
13/04/2021

দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পরিষদ বিজেপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, মোঃ সোহেল আহমদ চৌধূরী। তিনি বলেন রমজান মাস মুসলমানদেরকে সংযম শিক্ষা দিয়ে থাকে। তাই ক্রোধ, হিংসা, বিদ্বেষ ভূলে গিয়ে সংযমী মনোভাব নিয়ে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান। যেকোনো দুর্যোগ মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন

 #যমুনা_লাইফের_এসএএমডি_প্রতারক_ওমর_ফারুকের_প্রতারণার_নথি_পত্র_প্রস্তুত_মামলার_প্রস্তুতি। যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি ...
10/04/2021

#যমুনা_লাইফের_এসএএমডি_প্রতারক_ওমর_ফারুকের_প্রতারণার_নথি_পত্র_প্রস্তুত_মামলার_প্রস্তুতি।

যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড উন্নয়ন এর এস.এ.এম.ডি প্রতারক ওমর ফারুকের বিরুদ্ধে প্রায় ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

প্রতারক ওমর ফারুক যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (উঃ) এর সদ্য পদত্যাগ কারী সহকারী ব্যাবস্থাপনা পরিচালক শেখ ওসমান গনি বেলাল ও তার সংগঠনের বিভিন্ন খাতও গ্রাহকদের প্রিমিয়ামের টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকা মেরে দেওয়ার পায়তারা করছে কোম্পানির কয়েকজন কর্মকর্তার যোগসাজেশে ।

প্রতারক ওমর ফারুক অতিতেও বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড থেকে সাধারণ মানুষের প্রিমিয়ামের টাকা আত্মসাৎএর অভিযোগে বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানি থেকে বহিষ্কার হয়েছিলেন।

প্রতারক ওমর ফারুকের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অপকর্মের দায়ে প্রায় ১০/১৫ টি মামলা।

প্রতারক ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের দায়ে মামলা গুলোর কাগজ পত্র সহকারে শেখ ওসমান গনি বেলাল এর সাথে কয়েকজন আইনজীবী সহ আজ ঢাকার সেগুনবাগিচায় একটি চাইনিজ হোটেলে দেখা করেন সোনারগাঁও উপজেলার সাংবাদিক সুলতান মাহমুদ।

প্রতারক ওমর ফারুক ও তার সিন্ডিকেটের লোকজন মাদক ব্যবসা, ভূমি দ্যস্যু, আদম বেপারী, বিভিন্ন অফিসে সুন্দরী মেয়ে সাপ্লাই ও লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে চাকুরী এবং সাধারণ মানুষকে ইনন্সিউরেন্স করে দেওয়ার টাকা আত্মসাৎ সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে।

প্রতারক ওমর ফারুক সহ তার চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য সোনারগাঁও উপজেলার বারদী,মহজমপুর,সাদিপুর ও রূপগঞ্জ, টংগী গাজীপুর, যশোর, যশোর মনিরামপুর,ফতুল্লা নারায়ণগঞ্জ সহ বায়রা লাইফ ও যমুনা লাইফের শত শত প্রতারণার শিকার হওয়া গ্রাহকরা দাবী জানিয়েছেন।

বিঃদ্রঃ প্রতারণা ও যমুনা এবং বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে পলিসি এবং চাকরির নামে টাকা আত্মসাৎ এর অভিযোগে প্রতারক ওমর ফারুক ও তার সিন্ডিকেটের কয়েকজন এর নাম উল্লেখ করে মামলা করার চুরান্ত সিদ্ধান্ত গ্রহন করেছে শেখ ওসমান গনি বেলাল ও ভূক্ত ভোগীরা।

ছবিতেঃ সেগুনবাগিচা চাইনিজ রেষ্টুরেন্টে ভূক্তভুগিগন।

লক ডাউন না দেবার জন্য সরকারের প্রতি আহ্বান ; আজ এক জরুরি বার্তায় রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পরিষদ- বিজেপি'র  সিনিয়র ভাই...
03/04/2021

লক ডাউন না দেবার জন্য সরকারের প্রতি আহ্বান ;

আজ এক জরুরি বার্তায় রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পরিষদ- বিজেপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ চৌধূরী দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জানান, দেশে বিশ্ব করোনা ভাইরাসের Covid-19 অভিযাত্রা বিদ্যমান। কিন্তু বাংলাদেশে বেশির ভাগ মানুষ দিনে আনে নিন খায়- এ ধরণের পরিস্থিতিতে লক ডাউন দিলে, করোনা ভাইরাসের কারণে মানুষ মরতে হবে না বরং না-খেয়েই মানুষ মারা যাবে।তখন রোগে মৃত্যুর সংখ্যার চেয়ে, না-খেয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা অধিকতর হবে।তিনি আরো বলেন লকডাউন ঘোষণা করার আগে রাষ্ট্রের সাধারণ হতদরিদ্র মানুষের খাদ্য সামগ্রী নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।নয়তো সম্ভাবনাময় দুর্ভিক্ষ এড়াতে পারবে না সরকার।প্রজাতন্ত্রের সম্মানিত কর্মকর্তা, কর্মচারী, এম.পি. মন্ত্রী গণের টাকার সমস্যা নেই। সমস্যা রয়েছে সাধারণ মানুষের। লক ডাউন না দিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যবস্থা গ্রহণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ দেবার জন্য তিনি পরামর্শ প্রদান করেন। তাই সবকিছু বুঝে সিদ্ধান্ত নেবার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

ব্রেকিং নিউজ  #সাইফুল_ইসলাম_বিজেপি_থেকে_বহিষ্কার  #দায়ীত্ব_পেলেন_দেবব্রত_মন্ডল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক বিশৃঙ্খলারদ...
02/04/2021

ব্রেকিং নিউজ
#সাইফুল_ইসলাম_বিজেপি_থেকে_বহিষ্কার
#দায়ীত্ব_পেলেন_দেবব্রত_মন্ডল।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক বিশৃঙ্খলার
দায়ে বাংলাদেশ জনতা পরিষদ-বিজেপি যশোর জেলা শাখার সভাপতির পদ থেকে মোঃ সাইফুল ইসলাম কে স্থায়ী ভাবে বহিষ্কার করলেন এবং যশোর জেলা বিজেপির বিপ্লবী সহ সভাপতি শ্রী দেবব্রত মন্ডল কে যশোর জেলা বিজেপির
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিলেন বাংলাদেশ জনতা পরিষদ-বিজেপির বিপ্লবী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনবন্ধু শেখ ওসমান গনি বেলাল।

আজ থেকে মোঃ সাইফুল ইসলাম যশোর জেলা বিজেপির কেউ নয় এবং জনাব দেবব্রত মন্ডল যশোর জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব পালন করে দলকে আরো শক্তিশালী করার আহবান রইলো।

আল্লাহ হাফেজ
জয় বাংলা - জয় জনতা।

 #প্রতারক_ওমর_ফারুক_হইতে_সাবধান। সোনারগাঁও উপজেলার কলার বেপারী, আদম বেপারী প্রতারক মোঃ ওমর ফারুক হইতে সাবধানে থাকতে অনুর...
01/04/2021

#প্রতারক_ওমর_ফারুক_হইতে_সাবধান।

সোনারগাঁও উপজেলার কলার বেপারী, আদম বেপারী প্রতারক মোঃ ওমর ফারুক হইতে সাবধানে থাকতে অনুরোধ জানিয়েছেন সোনারগাঁও উপজেলার বিশিষ্ট সাংবাদিক মোঃ সুলতান মাহমুদ।

সাংবাদিক সুলতান মাহমুদ বলেন
প্রতারক ওমর ফারুক, পিতা মোঃ নুরুল ইসলাম
গ্রাম, ভাটিকান্দি, (মসজিদ বাড়ী) ডাকঘর, সোনারগাঁও ১৪৪০, থানা, সোনারগাঁও, জেলা, নারায়ণগঞ্জ।

প্রতারক ওমর ফারুক প্রথমে সোনারগাঁও উপজেলার রেজিঃ অফিসের সামনে ২০০০ সাল থেকে কলা ও বিভিন্ন ফল খুচরা বেচাকেনা করতেন।

ফলের সাথে ফরমালিন মিশিয়ে বেচাকেনা করার কারনে সাংবাদিক সুলতান মাহমুদ নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় প্রত্রিকায় নিউজ করার পড় ফরমালিন সহ প্রতারক ওমর ফারুককে সোনারগাঁও থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

তারপর প্রতারক ওমর ফারুক ফলের ব্যাবসা ছেড়ে একটি গাড়ীর গ্যারেজ তৈরি করে টাকার বিনিময়ে কয়েকটি গাড়ী রাতে তার গ্যারেজে রাখতো এলাকার গাড়ীর মালিকগন,, প্রতারক ওমর ফারুক একদিন রাতে তার গ্যারেজের গাড়ী গুলো নিজেই ডাকাতি করে বেঁচে অনেক টাকা হাতিয়ে নেয়,,প্রতারক ওমর ফারুক কিছু দিন পড় গাড়ী ডাকাতির মামলায় গ্রেফতার হয়।
গাড়ীর মালিক গন গাড়ী ডাকাতির পড় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়রি করে
জিডি নং ৫৬৪, এফ আই আর প্রসিক্সিউসন নং ৮৭/২০১৯ ইং এর প্রেক্ষিতে প্রতারক ওমর ফারুককে তদন্তের মাধ্যমে প্রমান সহ গ্রেফতার করা হয়।

প্রতারক ওমর ফারুক কিছু দিন পড় জামিনে বেড়িয়ে এসে চলে আসে ঢাকায়,,ঢাকায় এসে শুরু করে আদম ব্যাবসা,, অনেক মানুষকে বিদেশে পাঠাবে বলে হাতিয়ে নেয় সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা।

আদম ব্যাবসা ও সোনারগাঁও উপজেলায় শুরু করে জমির দালালী,, এভাবে মানুষের সাথে প্রতারণা করতে করতে প্রতারক ওমর ফারুক রাতারাতি অনেক টাকার মালিক বনে যায় এবং তার বিরুদ্ধে শুরু হয় বিভিন্ন অপকর্ম ও প্রতারণার মামলা,, বর্তমানে প্রতারক ওমর ফারুকের বিরুদ্ধে রয়েছে প্রায় ১০/১৫ টি প্রতারণার মামলা।

যার মামলা নং ১৫/১১/২০১৯ /০১
মামলা নং ০২/১২/২০১৯ ইং সারক নং ৬৫-২৭/(৩)
উক্ত মামলায় ১৫/১২/২০১৯ রাত ৯ টায় এস আই হাবিব প্রতারক ওমর ফারুককে গ্রেফতার করে সোনারগাঁও থানা হাজতে বন্দি করে,, পড়ের দিন সকাল ৮ ঘটিকায় এস আই রাজু মন্ডল প্রতারক ওমর ফারুককে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরন করে।

নারায়ণগঞ্জ কোর্টে পিটিশন মামলা নং ১৬৯/২০১৯ ইং। ফতুল্লা থানায় মামলা নং ০৯/২০, এনজিআর নং ১২২/২০,

এ ছাড়াও প্রতারক ওমর ফারুকের নামে রয়েছে ডিজিটাল আইনে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা।

সাংবাদিক সুলতান মাহমুদ আরো বলেন
প্রতারক ওমর ফারুকের বিরুদ্ধে জানা অজানা আরো বেশ কয়েকটি প্রতরনা ও অপকর্মের মামলা রয়েছে।

এর ফাকে প্রতারক ওমর ফারুক বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে নিয়েছে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা।

বর্তমানে প্রতারক ওমর ফারুক জনগণকে বিদেশে পাঠানোর কথা বলে ও বিভিন্ন ইনসিওরেন্স কোম্পানিতে চাকুরী দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

প্রতারক ওমর ফারুক নিজেকে বাচাতে যোগ দিয়েছিলো পিরোজপুর ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগে।
পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ থেকে প্রতারক ওমর ফারুককে বহিষ্কার করা হলে সে তথ্য গোপন করে যোগদান করে মহাজোটের শরিক দল বিজেপিতে।

বিজেপি থেকেও বিভিন্ন অপকর্মের দায়ে প্রতারক ওমর ফারুককে বহিষ্কার করে কিছু দিন আগে।

তাই সাংবাদিক সুলতান মাহমুদ বলেন
প্রতারক, ছিটার,বাটপার নেশাখোর ওমর ফারুক ও ওমর ফারুক গংদের থেকে সোনারগাঁও বাসী সাবধানে থাকবেন এবং প্রতারক ওমর ফারুককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আহবান জানিয়েছেন সাংবাদিক সুলতান মাহমুদ।

প্রতারক ওমর ফারুকের সাথে এ সমস্ত অপকর্মের সাথে জরিত রয়েছে তার স্ত্রী সাহানাজ পারভীন সহ সোনারগাঁও এর দু একজন স্থানীয় বাটপার ও কয়েকজন টিকটিক অভিনেত্রী এবং অন্যন্ন জেলার কয়েকজন প্রতারক।

নিউজ চলমান থাকবেঃ

25/03/2021

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বক্তব্য রাখছেন বাংলাদেশ জনতা পরিষদ বি.জে.পির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ চৌধুরী

শোক সংবাদ ; বি.এন.পি'র স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৬ মার্চ) সিঙ্গাপু...
16/03/2021

শোক সংবাদ ; বি.এন.পি'র স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৬ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সন্ধ্যা সাতটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি ব্যারিস্টার মওদুদ আহমদের পিএস ও তার পরিবারের মাধ্যমে জেনেছি তিনি মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।’

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে থেকেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মওদুদ আহমদের মৃত্যুতে দলের সর্বস্তরে শোক ছড়িয়ে পড়েছে বলে জানান শায়রুল কবির।

মঙ্গলবার সন্ধ্যায় শায়রুল কবির খান বলেন, ‘মওদুদ আহমদ ইন্তেকাল করেছেন। সিঙ্গাপুরে তার সঙ্গে স্ত্রী হাসনা মওদুদ জসীমউদদীন আছেন। তার মেয়ে আমেরিকায় রয়েছেন।’

তিনি বলেন, ‘মৃত্যুর পরবর্তী পদক্ষেপগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। এখনও কোনও বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

১৯৪০ সালের ২৪ মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন মওদুদ আহমদ। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাস করে লন্ডনে লিঙ্কন্স ইন থেকে ‘বার-অ্যাট-ল' ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৭-৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন মওদুদ আহমদ। ১৯৭৯ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়। ১৯৮৫ সালের নির্বাচনে মওদুদ আহমদ আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি উপ-প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, আইনমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর এ মৃত্যুতে বাংলাদেশ জনতা পরিষদ বিজেপি'র চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল ও উক্ত সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও Channel Rainbow 7 এর চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ চৌধূরী এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ, আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্রেকিং নিউজ ; ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.. সিলেট ৩ আসনের সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাহমু...
11/03/2021

ব্রেকিং নিউজ ; ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
সিলেট ৩ আসনের সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি আমাদের মধ্যে আর নেই। বিশ্ব মহামারী
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইউনাইটেড হসপিটালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তাঁর এ মৃত্যুতে বাংলাদেশ জনতা পরিষদ বি.জে.পি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ চৌধূরী গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Address

Konabari , Sonargaon
Narayanganj
1440

Alerts

Be the first to know and let us send you an email when BJP News tv-বিজেপি নিউজ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in Narayanganj

Show All