Mk publication

Mk publication ভালোর সাথে আলোর পথে,
এমকে পাবলিকেশন আছে সবার পাশে।
বই প্রকাশ করতে যোগাযোগ করুন আমাদের সাথে।

গল্পে গল্পে রসায়ন । আলহামদুলিল্লাহ, আমাদের আরো একটি নতুন বই।বইয়ের মূল্য ৩০০ ফিক্সড। ঢাকায় হোম ডেলিভারি + সুন্দরবনে চার্জ...
02/05/2023

গল্পে গল্পে রসায়ন ।

আলহামদুলিল্লাহ, আমাদের আরো একটি নতুন বই।
বইয়ের মূল্য ৩০০ ফিক্সড।
ঢাকায় হোম ডেলিভারি + সুন্দরবনে চার্জ ফ্রি।

আমাদের বইটি অফলাইনে বাংলাবাজার "বইবাজার শাখায়" পাওয়া যাবে ইনশাআল্লাহ।

আমাদের নতুন বই।আসিতেছে শীঘ্রই....
19/02/2023

আমাদের নতুন বই।
আসিতেছে শীঘ্রই....

বইটি ২৫% ছাড়ে সেল করবো।কুরিয়ার চার্জ ফ্রি। সাইন্সের নাইন টেন পড়ুয়া এবং এস এস সি ক্যান্ডিডেটরা বইটা কিনতেই পারো।অন্তত কিছ...
17/02/2023

বইটি ২৫% ছাড়ে সেল করবো।
কুরিয়ার চার্জ ফ্রি।
সাইন্সের নাইন টেন পড়ুয়া এবং এস এস সি ক্যান্ডিডেটরা বইটা কিনতেই পারো।
অন্তত কিছু শিখতে পারবে সহজে।
মাত্র ২২৫ টাকায় যদি কিছু শিখতে পারো তো মন্দ কি?
বই কিন্তু খুব বেশি নেই। এটা একটা স্টক আউট অফার।
৪০০ থেকে এখন সর্বোচ্চ ৩০টা বই আছে।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার্পেট প্রজেক্ট ডান। কার্পেট প্রজেক্ট এখানেই ক্লোজ।কেউ বলা মাত্র টাকা দিছে...
10/01/2023

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার্পেট প্রজেক্ট ডান। কার্পেট প্রজেক্ট এখানেই ক্লোজ।

কেউ বলা মাত্র টাকা দিছেন, কেউ না বলতেই দিছেন, কারো থেকে দুষ্টুমি খুনশুটি করে টাকা নিছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ, যারা যারা পাসে ছিলে সবাইকে জাযাকুমুল্লাহ খাইরন, যারা পাসে থাকতে পারেননি তাদের জন্য দোয়া থাকলো পরবর্তীতে যার যেকোন কাজেই হোক না কেন আপনা যেন অংশ নিতে পারেন সেই দোয়া রইলো ফি আমানিল্লাহ।

আমি যাস্ট রবের ওপরে ভরসা করেছিলাম।
রব তার ভরসার প্রতিদান কত সুন্দর আর সহজ ভাবে করেদিলেন সুবহানাল্লাহ। আমি স্পিচ লেস। অনেক কিছুই বলতে ইচ্ছে হচ্ছে, প্রত্যাসা পুরনের খুশিতে যেন হাত ধরে আসছে। আবারো জাযাকুমুল্লাহ খাইরন।

একটা মানবিক পোস্ট। আবার চোখ বন্ধ করে চলে যাইয়েন না। অনেকেই আছি মানবিক দেখলে সাইড করে চলে যাই ভাবি আরে এটা আমার কাজ না, অ...
10/01/2023

একটা মানবিক পোস্ট।
আবার চোখ বন্ধ করে চলে যাইয়েন না। অনেকেই আছি মানবিক দেখলে সাইড করে চলে যাই ভাবি আরে এটা আমার কাজ না, অন্য কেউ নিশ্চয়ই করবে কিন্তু এটা ভাবিনা 'মানুষতো করবেই আমিও না হয় একটু হাতে হাত লাগাই, যতটা পারি করি, আল্লাহ ভরসা।

ব্যাঙের করানে ইব্রাহিম আঃ) এর অগ্নিকুন্ডের আগুন নিভেনি, কিন্তু রব তার প্রচেষ্টা দেখেন, দেখে এতটাই সন্তুষ্ট হয়েছেন যেএই প্রানিটাকে হত্যা করাতে নিষিদ্ধ করে দিছেন।

হতে পারে আপনার এমন ক্ষুদ্র প্রচেষ্টায় রব সন্তুষ্ট, হতে পারে আপনার আমার ক্ষুদ্র প্রচেষ্টাই একটা বড় কিছু করতে সক্ষম। আপনারা কখনোই বলতে পারবেন না যে মুন আপু তার নিজের দরকারে কোনদিন আপনাদের কাছে কিছু চেয়েছে বা আপনাদের কিছু দিয়েছে। আমি যা করি দেই সব আল্লাহর জন্য আর আমি যা চাইতে আসি তা রবের সন্তুষ্টির জন্য মানুষের জন্য। এই বইয়ের বিজনেস আমাকে ভাত মাছ দেয় না আমি কখনো বিলাসিতাও করিনা। তাহলে এই বইয়ের বিজনেস আমাকে কি দেয়? প্রশ্ন আসতেই পারে।
এই বইয়ের বিজনেস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দেয়, অফুরন্ত ভালোবাসা দেয়, রুহানি ভাইবোন গুলোর সাক্ষাত দেয়, অফুরন্ত আন্তরিকা উপহার দেয় আমি এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ।

আপনারা হয়তো জানেন আমি এই গ্রুপটা ছাড়া অন্য কোথাও এখন আর বই বই করে চিল্লাপাল্লা করি না সেল হবার জন্য, এখানের বা পেইজ আইডির বাইরে অন্য কোথাও আর সেল করি না, কারন যাদের সাথে পরিচয় সাক্ষাৎ তাদেরকে আগে পড়ুয়া বানাই ইনশাআল্লাহ তারপর না বাকিদের নিয়ে কাজ করবো।
জি আমার এটাই লক্ষ উদ্দেশ্য ছিলো। কিছুটা সফল।

শুরু থেকেই ভালো কাজ করে আসার চেষ্টা করছি নিজে যতটা পারছি, আমার মাধ্যমে অনেকে নাম লুকিয়েও করছেন আলহামদুলিল্লাহ, তো এর রেশ ধরেই মাঝে সাঝে এটা ওটা করি, কখনো একক কখনো বা যৌথ প্রচেষ্টায়, এর আগে মাত্র দুবার আপনাদের কাছে চেয়েছি, জায়নামাজ প্রজেক্টে এবং কুরআন প্রজেক্টে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট পেয়েছি। এটা তৃতীয় বারের মতো এখন যদি আপনাদের কাছ থেকে যথেষ্ট সারা না পাই তাহলে আমার আর কিছুই বলার নাই খুব কষ্টে পরে যাবো কারন দেখেন তৃতীয় বারের এই প্রজেক্ট "কার্পেট দান প্রজেক্ট" এটা একটা বিশাল প্রজেক্ট যা আমার পক্ষে একা কুলানো একেবারেই অসম্ভব না।
আমি যে এই তিন জায়গা ছাড়া বাহিরে কারো কাছে বলবো সেটাও সম্ভব না কারন অনেক আগেই আমার বিজনেসের পরিসর গুটিয়ে ফেলেছি।
এখন আপনারাই আমাকে আগাগোড়া খুব ভালো মতো চিনেন, এর বাইরে আমি যাকেই কিছু বলতে যাবো তারা হয়তো আমাকে ফেক ভাবতে পারে বা ভরসা নাও করতে পারে এটাই স্বাভাবিক সেই জন্য আমি আপনাদেন সর্বাত্মক সমর্থন চাই।
আমি বিশ্বাস করি যে আমি এটাতেও সফল হবো।
রবের কাছে চেয়ে কখনো নিরাস হইনি। আপনারা তো উসিলা।
আপনারা সবাই যদি উসিলা হয়ে ৫০-১০০৳ করে সাদকা করে সামিল থাকেন তো ব্যাপারটা খুবই সহজ হইতো সুন্দর হইতো।
এখন পর্যন্ত যথেষ্ট মানুষের সারা পাইনি, কিন্তু কেন? ১০০টাকা কি খুব বেশি?
গ্রুপে আইডি পেইজ সব মিলিয়ে তো ১০কে এর উপরে মানুষ সেখান থেকে কি ৫০জনও পাওয়া যাবে না যারা ১০০ টাকা করে দিবে? বাকি ৫০জন ৫০৳ করে দিবে?
আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ আপনাদের মন গলিয়ে দিক, সাদাকা করার জন্য উৎসাহিত করুক।

শীতের ফিল নেয়া, পিঠা খাওয়া, ঘুরাঘুরি করা কম্বলের নিছে থেকে দারুন সময় কাটানোর অনেক পদ্ধতি আছে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের ফ্লোরিং করে পড়া ছাড়া আর কোন পদ্ধতি বা উপায় নেই, তাই বাধ্য হয়ে আপনাদের সহযোগিতা চাইতে হয়েছে ব্যাস এইটুকুই।
এখনো পর্যন্ত ৬৯৩০৳ উঠেছে। আর ৮হাজার লাগবে।

ভেবেছিলাম ১৪হাজারে হবে, কিন্তু সেটা হবেনা কারন তখন ৫ফুটের কার্পেট পাইনি, ৪ফুটেরটা পেয়েছিলাম সেটারই দাম বলেছিলাম, পরে ফোন করে দোকানি বললো যে ৫ফুটেরটা হবে তো সেটা নিতে গেলে ১৫ হাজার এর উপরেই পরে যাবে। হিসাব বেশি না মাত্র ৮হাজার। সবাই মিলে একটু স্বদ ইচ্ছে করলেই পারি।

কে কে টাকা পাঠাবেন আমার বিকাশ নং টা তো মোটামুটি সবার কাছে আছে টাকা পাঠিয়ে আমাকে জানাবেন, যাদের কাছে নাই তারা চাইয়েন ইনবক্সে দিবো ইনশাআল্লাহ। Mk Book Shop Signature of mk Mk Book Shop Mursheda Khatun

একটা সমস্যার কারনে কারপেট বুধবারের আনতে যেতে পারবো না। শনিবারে আনতে হবে।
তো টাকা তুলবো শনিবার পর্যন্ত ইনশাআল্লাহ।
শনিবার যদি টাকা সম্পূর্ণটা না আসে তাহলে যতদিন পর্যন্ত না প্রজেক্টের টার্গেট পুরা হচ্ছে ততদিন পর্যন্ত সাদাকা গ্রহন চালু থাকবে। তাই বলে কি কাজ থেমে থাকবে বাচ্চারা কি কার্পেট পাবেনা? ভয় পাইয়েন না কার্পেট তো মেনেজ করেই ছাড়বো ইনশাআল্লাহ।

আপনারা টাকা পাঠাতে পারেন যার সামর্থ যেমন।
আমি আর বলবো না পোস্ট করে করে। এভাবে বার বার বলতে গেলে কেমন কেমন জানি লাগে, আমি নিজের জিনিসই মানুষের কাছে চাইতে সংকোচ বোধ করি যারা আমাকে ব্যাক্তিগত ভাবে চিনেন তারা জানেন। তো যতদিন না টাকা হচ্ছে পোষ্ট পিনটপ করা থাকবে আইডিতে পেইজে গ্রুপে ইনশাআল্লাহ।
তারপর টাকা হয়ে গেলে পোস্ট সরিয়ে ফেলবো।

ও হ্যা সব কিছুর আপডেট দিবো সেটা সমস্যা নাই।
পিক ফর এটেনশন, আর কোন ছবি নাই তেমন, তাই।

পাঠক রিভিউ, লেখকের আইডি থেকে।
15/05/2022

পাঠক রিভিউ, লেখকের আইডি থেকে।

বই নিয়ে অভিযোগ ১) সবগুলো অধ্যায় নাই২) বই ছবিতে মোটা দেখা যায় কিন্তু বাস্তবে চেপ্টা ৩) বই এর দাম বেশি। আসলে আমরা বইকে নয় ...
14/05/2022

বই নিয়ে অভিযোগ
১) সবগুলো অধ্যায় নাই
২) বই ছবিতে মোটা দেখা যায় কিন্তু বাস্তবে চেপ্টা
৩) বই এর দাম বেশি।

আসলে আমরা বইকে নয় বইয়ের ভিতরের কথা গুলো কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। বই শর্ট সিলেবাসে করা। আশাকরি বইয়ের লেখা পড়ে সে অনুযায়ী মন্তব্য করবেন। প্রথমবার হিসেবে বই দেখতে ঐরকম করতে পারিনি। ভবিষ্যতে ইনসা-আল্লাহ এগুলো শুধরে নিবো।

আপনাদের অভিযোগ ও পরামর্শ আমরা গুরুত্ব সহকারে দেখি।

অনেকে বই থেকে পৃষ্টা দেখতে চান তাদের জন্য।দ্রুত অর্ডার করে ফেলেন "ইদ উপলক্ষে কুরিয়ার ফ্রি অফারটি কিন্তু আর বেশিদিন থাকবে...
12/05/2022

অনেকে বই থেকে পৃষ্টা দেখতে চান তাদের জন্য।
দ্রুত অর্ডার করে ফেলেন "ইদ উপলক্ষে কুরিয়ার ফ্রি অফারটি কিন্তু আর বেশিদিন থাকবে না।

আমাদের বইটি কত কত জায়গায় যে পৌঁছে যাচ্ছে। বই ছড়িয়ে পরুক পৃথিবীময়।আপনিও চাইলে বইটি অর্ডার করতে পকরেন।আমরা বইটি কোন কুরিয়া...
10/05/2022

আমাদের বইটি কত কত জায়গায় যে পৌঁছে যাচ্ছে।
বই ছড়িয়ে পরুক পৃথিবীময়।
আপনিও চাইলে বইটি অর্ডার করতে পকরেন।
আমরা বইটি কোন কুরিয়ার চার্জ ছাড়াই পৌঁছে দিবো সুন্দরবন কুরিয়ারে মাধ্যমে আপনাদের হাতে।

পাঠক রিভিউ
15/03/2022

পাঠক রিভিউ

পাঠক রিভিউ.... 😍
09/03/2022

পাঠক রিভিউ.... 😍

ফেনী থেকে এক ক্ষুদে পাঠকের আমাদের বই রিভিউ...
04/03/2022

ফেনী থেকে এক ক্ষুদে পাঠকের আমাদের বই রিভিউ...

অনেক শ্রম নির্ঘুম রাত এবং অনেক টেনশন নিয়ে বইটি আপনাদের জন্য করা হয়েছে শুধুমাত্র আপনারা যেন কিছু শিখতে পারেন, এই সাবজেক্ট...
25/02/2022

অনেক শ্রম নির্ঘুম রাত এবং অনেক টেনশন নিয়ে বইটি আপনাদের জন্য করা হয়েছে শুধুমাত্র আপনারা যেন কিছু শিখতে পারেন, এই সাবজেক্টে যেন অন্তত ২বছর প্রাইভেট পড়তে না হয় কোচিং করতে যেন না হয়।
বইটি হাতে নিবেন নাড়াচাড়া করবেন প্রয়োজনে আলোচনা সমালোচনা করবেন আমরাও কিছু শিখবো আপনারাও, আমদের এটা প্রথম কাজ, আপনাদের সারা না পেলে বুঝবো কি করে বইটা কেমন হয়েছে?

বইটি নিতে ইনবক্স করুন
ডেলিভারি চার্জ সহ বইটির মূল্য মাত্র ৩০০৳

হ্যালো নাইন টেনের বাচ্চারাবই রেডি অর্ডার করো তারাতাড়ি।বাচ্চাদের জন্য খুবই দরকারী সময়োপযোগী বই।শুধু কিন্তু বাচ্চা বড়দের জ...
12/02/2022

হ্যালো নাইন টেনের বাচ্চারা
বই রেডি অর্ডার করো তারাতাড়ি।
বাচ্চাদের জন্য খুবই দরকারী সময়োপযোগী বই।
শুধু কিন্তু বাচ্চা বড়দের জন্যও বইটি।

আলহামদুলিল্লাহ আমাদের এই বইটা হাতে চলে আসছে।সাইন্সের বাচ্চাদের বইটি গিফট করতে পারেন, মাত্র ৩০০টাকার বিনিময়ে এই সাবজেক্টে...
10/02/2022

আলহামদুলিল্লাহ
আমাদের এই বইটা হাতে চলে আসছে।
সাইন্সের বাচ্চাদের বইটি গিফট করতে পারেন, মাত্র ৩০০টাকার বিনিময়ে এই সাবজেক্টে আর সারাবছর প্রাইভেট পড়তে হবে না বুইটি বুঝে পড়লে।

আমরা মানুষরা কেমন জানি, অল্প কিছু টাকা দিয়ে বই কিনতে চাইনা, গিফটাইতে চাই না, কিন্তু ঠিকই বাচ্চাকে হাজার হাজর টাকা দিয়ে গাইড বই, নোট বই, প্রাইভেট পড়াই। আমাদের মানসিকতার কবে পরিবর্তন হবে?

মাত্র কয়েক পাতার বই, এই কয় পাতার বই পড়ে যদি পুরো ২ বছরের সঞ্চয় ভালোভাবে গুছিয়ে নেয়া যায় তাহলে কেন বইটি কিনবেন না? পড়বেন না?

শুভাকাঙ্ক্ষীরা পোস্টটি ছড়িয়ে দিবেন আশা করি।
বই কিনতে অনিহা না হোক, পাঠ্য বই গিফট পাক, মজায় মজায় গল্পে গল্পে কিছু শিখুক বাচ্চারা।

ফাইনালি বইটি কয়েক দিনের মধ্যে আমাদের হাতে আসতে চলেছে, বইটির নাম দেখেই হয়তো ধারনা করতে পারছেন এই বইটি একাডেমিক বইয়ের স্বর...
29/01/2022

ফাইনালি বইটি কয়েক দিনের মধ্যে আমাদের হাতে আসতে চলেছে, বইটির নাম দেখেই হয়তো ধারনা করতে পারছেন এই বইটি একাডেমিক বইয়ের স্বরুপ, যারাই আছেন ফিজিক্সে দূর্বল, ফিজিক্সের ভিত কাঁচা, যাদের গোড়ায় গলদ রয়েগেছে বিশেষ করে যারা মজায় মজায় সাধারণ কথায় গল্পের মতো করে কঠিন এ বিষয় শিখতে ইচ্ছুক তাদের জন্য মূলত বইটি।
আপনি স্টুডেন্টন না হলেও কিছু শেখার এবং জানার জন্য বইটি একবার পড়ে দেখতেই পারেন।

ভুল কিছু হলে ধরিয়ে দিতে পারেন, যেহেতু লেখক এবং আমাদের এটা প্রথম কাজ আমরা আশাবাদী পাঠক আমাদের সাপোর্ট করবে, বইটি পড়ে ফিজিক্সের মতো কঠিন বিষয় সম্পর্কে জানতে আরো বেশি পরিমাণে জানতে আগ্রহ প্রকাশ করবে।

বইটি পড়লেই বোঝা যাবে আসলে ফিজিক্স কত সহজ আর মজার একটা বিষয়, বিজ্ঞান নিয়ে খেলা করার মতোই অনুভব হবে বইটি পড়ার সময়।

তো আপনি চাইলেই আপনার এবং আপনার পরিচিত কারোর জন্য বইটি কিনতেই পারেন।

বইঃ- গল্পে গল্পে পদার্থ বিজ্ঞান
নবম দশম শ্রেণি
লেখকঃ- হুমায়ুন কবির
মূল্যঃ- ৩০০৳ নির্ধারিত
প্রকাশনীঃ- এমকে পাবলিকেশন

প্রি-অর্ডারে ১০% ছাড়ে ২৭০৳
চার্জ সহ বর্তমান মূল্য ৩৩০৳
প্রি অর্ডারের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি।
বইটি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেইজে।

প্রি- অর্ডার!বইঃ- গল্পে গল্পে পদার্থ বিজ্ঞাননবম দশম শ্রেণিলেখকঃ- হুমায়ুন কবিরমূল্যঃ- ৩০০৳ নির্ধারিতপ্রকাশনীঃ- এমকে পাবলি...
06/01/2022

প্রি- অর্ডার!

বইঃ- গল্পে গল্পে পদার্থ বিজ্ঞান
নবম দশম শ্রেণি
লেখকঃ- হুমায়ুন কবির
মূল্যঃ- ৩০০৳ নির্ধারিত
প্রকাশনীঃ- এমকে পাবলিকেশন

📚 বই সম্পর্কেঃ ~ ১

📖 বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লবের এই যুগে আমরা বিজ্ঞান পড়তে ভয় পাই অথচ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার আমরা প্রতি মুহুর্তেই করছি।
ঠিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মতোই বিজ্ঞান পড়াটাকেও সহজ করে উপস্থাপন করতে চাই।
ইনশাআল্লাহ আমরা সফল হবো।

📖 আমরা চাই পড়ায় নতুনত্ব নিয়ে আসতে, একাডেমিক পড়া আমাদের মনে যে ভীতির সঞ্চার করে, আমরা গল্পে গল্পে সেই ভীতি দূর করতে চাই।

📖 আমারা চাই বিজ্ঞান প্রিয় একটি প্রজন্ম তৈরি করতে, যারা জ্ঞান বিজ্ঞানে দেশ এবং জাতিকে অনেক দূর নিয়ে যাবে তাদের থাকবে আবিষ্কারের নেশা।

প্রি-অর্ডারে থাকছে ১০% ছাড়!!! অর্থাৎ ২৭০৳
চার্জ সহ বর্তমান মূল্য ৩৪০৳

বইটি অর্ডার করতে ইনবক্স করুন।

খুব শীঘ্রই আসিতেছে.....
02/01/2022

খুব শীঘ্রই আসিতেছে.....

Address

Bhulta
Narayanganj

Telephone

+8801615833806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mk publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mk publication:

Share

Category



You may also like