10/01/2023
একটা মানবিক পোস্ট।
আবার চোখ বন্ধ করে চলে যাইয়েন না। অনেকেই আছি মানবিক দেখলে সাইড করে চলে যাই ভাবি আরে এটা আমার কাজ না, অন্য কেউ নিশ্চয়ই করবে কিন্তু এটা ভাবিনা 'মানুষতো করবেই আমিও না হয় একটু হাতে হাত লাগাই, যতটা পারি করি, আল্লাহ ভরসা।
ব্যাঙের করানে ইব্রাহিম আঃ) এর অগ্নিকুন্ডের আগুন নিভেনি, কিন্তু রব তার প্রচেষ্টা দেখেন, দেখে এতটাই সন্তুষ্ট হয়েছেন যেএই প্রানিটাকে হত্যা করাতে নিষিদ্ধ করে দিছেন।
হতে পারে আপনার এমন ক্ষুদ্র প্রচেষ্টায় রব সন্তুষ্ট, হতে পারে আপনার আমার ক্ষুদ্র প্রচেষ্টাই একটা বড় কিছু করতে সক্ষম। আপনারা কখনোই বলতে পারবেন না যে মুন আপু তার নিজের দরকারে কোনদিন আপনাদের কাছে কিছু চেয়েছে বা আপনাদের কিছু দিয়েছে। আমি যা করি দেই সব আল্লাহর জন্য আর আমি যা চাইতে আসি তা রবের সন্তুষ্টির জন্য মানুষের জন্য। এই বইয়ের বিজনেস আমাকে ভাত মাছ দেয় না আমি কখনো বিলাসিতাও করিনা। তাহলে এই বইয়ের বিজনেস আমাকে কি দেয়? প্রশ্ন আসতেই পারে।
এই বইয়ের বিজনেস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দেয়, অফুরন্ত ভালোবাসা দেয়, রুহানি ভাইবোন গুলোর সাক্ষাত দেয়, অফুরন্ত আন্তরিকা উপহার দেয় আমি এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ।
আপনারা হয়তো জানেন আমি এই গ্রুপটা ছাড়া অন্য কোথাও এখন আর বই বই করে চিল্লাপাল্লা করি না সেল হবার জন্য, এখানের বা পেইজ আইডির বাইরে অন্য কোথাও আর সেল করি না, কারন যাদের সাথে পরিচয় সাক্ষাৎ তাদেরকে আগে পড়ুয়া বানাই ইনশাআল্লাহ তারপর না বাকিদের নিয়ে কাজ করবো।
জি আমার এটাই লক্ষ উদ্দেশ্য ছিলো। কিছুটা সফল।
শুরু থেকেই ভালো কাজ করে আসার চেষ্টা করছি নিজে যতটা পারছি, আমার মাধ্যমে অনেকে নাম লুকিয়েও করছেন আলহামদুলিল্লাহ, তো এর রেশ ধরেই মাঝে সাঝে এটা ওটা করি, কখনো একক কখনো বা যৌথ প্রচেষ্টায়, এর আগে মাত্র দুবার আপনাদের কাছে চেয়েছি, জায়নামাজ প্রজেক্টে এবং কুরআন প্রজেক্টে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট পেয়েছি। এটা তৃতীয় বারের মতো এখন যদি আপনাদের কাছ থেকে যথেষ্ট সারা না পাই তাহলে আমার আর কিছুই বলার নাই খুব কষ্টে পরে যাবো কারন দেখেন তৃতীয় বারের এই প্রজেক্ট "কার্পেট দান প্রজেক্ট" এটা একটা বিশাল প্রজেক্ট যা আমার পক্ষে একা কুলানো একেবারেই অসম্ভব না।
আমি যে এই তিন জায়গা ছাড়া বাহিরে কারো কাছে বলবো সেটাও সম্ভব না কারন অনেক আগেই আমার বিজনেসের পরিসর গুটিয়ে ফেলেছি।
এখন আপনারাই আমাকে আগাগোড়া খুব ভালো মতো চিনেন, এর বাইরে আমি যাকেই কিছু বলতে যাবো তারা হয়তো আমাকে ফেক ভাবতে পারে বা ভরসা নাও করতে পারে এটাই স্বাভাবিক সেই জন্য আমি আপনাদেন সর্বাত্মক সমর্থন চাই।
আমি বিশ্বাস করি যে আমি এটাতেও সফল হবো।
রবের কাছে চেয়ে কখনো নিরাস হইনি। আপনারা তো উসিলা।
আপনারা সবাই যদি উসিলা হয়ে ৫০-১০০৳ করে সাদকা করে সামিল থাকেন তো ব্যাপারটা খুবই সহজ হইতো সুন্দর হইতো।
এখন পর্যন্ত যথেষ্ট মানুষের সারা পাইনি, কিন্তু কেন? ১০০টাকা কি খুব বেশি?
গ্রুপে আইডি পেইজ সব মিলিয়ে তো ১০কে এর উপরে মানুষ সেখান থেকে কি ৫০জনও পাওয়া যাবে না যারা ১০০ টাকা করে দিবে? বাকি ৫০জন ৫০৳ করে দিবে?
আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ আপনাদের মন গলিয়ে দিক, সাদাকা করার জন্য উৎসাহিত করুক।
শীতের ফিল নেয়া, পিঠা খাওয়া, ঘুরাঘুরি করা কম্বলের নিছে থেকে দারুন সময় কাটানোর অনেক পদ্ধতি আছে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের ফ্লোরিং করে পড়া ছাড়া আর কোন পদ্ধতি বা উপায় নেই, তাই বাধ্য হয়ে আপনাদের সহযোগিতা চাইতে হয়েছে ব্যাস এইটুকুই।
এখনো পর্যন্ত ৬৯৩০৳ উঠেছে। আর ৮হাজার লাগবে।
ভেবেছিলাম ১৪হাজারে হবে, কিন্তু সেটা হবেনা কারন তখন ৫ফুটের কার্পেট পাইনি, ৪ফুটেরটা পেয়েছিলাম সেটারই দাম বলেছিলাম, পরে ফোন করে দোকানি বললো যে ৫ফুটেরটা হবে তো সেটা নিতে গেলে ১৫ হাজার এর উপরেই পরে যাবে। হিসাব বেশি না মাত্র ৮হাজার। সবাই মিলে একটু স্বদ ইচ্ছে করলেই পারি।
কে কে টাকা পাঠাবেন আমার বিকাশ নং টা তো মোটামুটি সবার কাছে আছে টাকা পাঠিয়ে আমাকে জানাবেন, যাদের কাছে নাই তারা চাইয়েন ইনবক্সে দিবো ইনশাআল্লাহ। Mk Book Shop Signature of mk Mk Book Shop Mursheda Khatun
একটা সমস্যার কারনে কারপেট বুধবারের আনতে যেতে পারবো না। শনিবারে আনতে হবে।
তো টাকা তুলবো শনিবার পর্যন্ত ইনশাআল্লাহ।
শনিবার যদি টাকা সম্পূর্ণটা না আসে তাহলে যতদিন পর্যন্ত না প্রজেক্টের টার্গেট পুরা হচ্ছে ততদিন পর্যন্ত সাদাকা গ্রহন চালু থাকবে। তাই বলে কি কাজ থেমে থাকবে বাচ্চারা কি কার্পেট পাবেনা? ভয় পাইয়েন না কার্পেট তো মেনেজ করেই ছাড়বো ইনশাআল্লাহ।
আপনারা টাকা পাঠাতে পারেন যার সামর্থ যেমন।
আমি আর বলবো না পোস্ট করে করে। এভাবে বার বার বলতে গেলে কেমন কেমন জানি লাগে, আমি নিজের জিনিসই মানুষের কাছে চাইতে সংকোচ বোধ করি যারা আমাকে ব্যাক্তিগত ভাবে চিনেন তারা জানেন। তো যতদিন না টাকা হচ্ছে পোষ্ট পিনটপ করা থাকবে আইডিতে পেইজে গ্রুপে ইনশাআল্লাহ।
তারপর টাকা হয়ে গেলে পোস্ট সরিয়ে ফেলবো।
ও হ্যা সব কিছুর আপডেট দিবো সেটা সমস্যা নাই।
পিক ফর এটেনশন, আর কোন ছবি নাই তেমন, তাই।