28/10/2024
আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেল এর নামে ভূয়া স্বাক্ষর দিয়ে মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
-Md Matiur Rahman Akanda
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে ভূয়া প্যাড তৈরি করে এবং আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের নামে ভূয়া স্বাক্ষর দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভূয়া ও মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ ২৮ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় অমুসলিম শাখার কমিটি’ শিরোনামে বিভিন্ন পদ উল্লেখ করে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হল প্রচারিত তথ্যটিতে যে প্যাড ব্যবহার করা হয়েছে, তা জামায়াতে ইসলামীর প্যাড নয় এবং তথ্যটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি জেনারেল-এর নামে যে স্বাক্ষর দেয়া হয়েছে, তা ভূয়া ও মিথ্যা। উক্ত প্যাড এবং আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেল-এর স্বাক্ষরের সাথে বাস্তবতার কোনো মিল নেই। বিভিন্ন পদ উল্লেখ করে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে তাও সঠিক নয়। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুন্ন করার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল জামায়াতে ইসলামীর নামে ভূয়া ও মিথ্যা তথ্যটি প্রচার করেছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সকল কর্মকাণ্ড প্রকাশ্য। জামায়াতে ইসলামী সম্পর্কে দেশের জনগণের ধারণা সুস্পষ্ট। তাই ভূয়া ও মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমি এ ধরনের ভূয়া ও মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”