
07/05/2025
নিজ পি'স্ত'ল দিয়ে আ'ত্মাহ'ত্যা পুলিশ এএসপি😭😭
#বিস্তারিত
মা-বউয়ের টানাপোড়নে এক তরুণ মেধাবী পুলিশ কর্মকর্তার চিরকুট লিখে নিজ পি'স্ত'ল মাথায় ঠেকিয়ে গু'লি করে আ'ত্মহ'ত্যা।
এ ঘটনা ঘটেছে #চট্টগ্রামে।
কোনো কিছুরই অভাব ছিলোনা। যেমন মেধাবী তেমনই সুদর্শন পুরুষ। শুধু পারিবারিক শান্তিটা ছিলোনা! যা তিনি বারবার চেয়েছিলেন!!
"কাওকে ভালো রাখতে পারলাম না"
—পলাশ সাহা, এএসপি-৩৭তম বিসিএস
চিরকুট এই উক্তিটি লিখে আজ ৭ মে, ২০২৫ এএসপি পলাশ সু*ইসা*ইড করেছেন।
প্রথমে সাব-রেজিস্ট্রার, এরপর শিক্ষা ক্যাডার এবং সর্বশেষ জয়েন করেছিলো পুলিশ ক্যাডারে।
বর্তমানে সিনিয়র এএসপি হিসেবে চট্টগ্রামে র্যাবে কর্মরত ছিলেন। নিজের ইস্যু করা পিস্তল নিজের উপর ব্যবহার করেই আ-ত্ম-হ*ত্যা*র পথ বেছে নিয়েছেন।
কি হবে এতো এতো অর্জন দিয়ে যদি পরিবারেই শান্তি না থাকে....!!!!
আসলে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কেউ সুখী আবার কেউ দুঃখী।
আজকাল কেউ মনে করে বড় চাকরি , পদবী তে সুখ নিহিত। কিন্তু আমরা বুজি না যে
আমাদের আয় যত বাড়বে আমাদের চাহিদাও তত বাড়বে। এক পর্যায়ে আমাদের চাহিদার মাত্রা আমাদের আয়ের অধিক হয়ে যায় যার ফলে পুরুষ মানুষ সংসারে শান্তি পায় না। বউ কে দিলে ভাই বোন মা বাবা কে দেয়া যায় না আবার এদের দিলে বউ চিল্লায়। কিংবা সবাইকে দিতে গিয়ে নিজেরই সবটা ত্যাগ করতে হয়। আসলে মানুষ কিসে সুখী আমার জানা নেই।
তবে একটা পুরুষ এর ফ্যমিলি ভালো থাকলে তার আয় অল্প হলেও সে সুখী হয়।
আমাদের দেশে এরকম হাজারো মেধাবী মানুষ , ভালো মানুষ, কিংবা অনেক সৎ মানুষ এত মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজের জীবনটায় শেষ করে দেই। তাই আমাদের উচিত যে যে অবস্থানেই থাকি নিজেকে আগে ভালবাসতে শিখুন, নিজেকে ভালো রাখতে শিখুন, আয় কম হোক নিজের পরিবার কে সেটাই বুঝান যেন অল্পতে সন্তুষ্ট থাকে। 🥹😅 #পলাশসাহা