Foyjonnesa Eti

Foyjonnesa Eti The distance between dreams and reality is called action.

25/03/2023

⭐ সফলতার ১৫টি সূত্রঃ

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

✅✌️

💚💥আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥰💚✅🌸একঝাক সফল ফ্রিল্যান্সারদেরকে সম্মাননা প্রধান🥳💞💞  💥নিজের ক্যারিয়ার গড়ার দায়িত্ব নিজের...
20/03/2023

💚💥আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥰💚
✅🌸একঝাক সফল ফ্রিল্যান্সারদেরকে সম্মাননা প্রধান🥳💞💞
💥নিজের ক্যারিয়ার গড়ার দায়িত্ব নিজেরই নিতে হয়।হয়তো কখনো কঠোর পরিশ্রম করে💪💪 না হয় কখনো মেধা খাটিয়ে 🧠🧠 প্রতিটি ব্যাক্তির 👨‍🦰👩মধ্যে কিছু না কিছু করার ক্ষমতা আছে যা আমারা চাইলেই পারবো💗💛😎।





পুরুষ মানুষের আত্মসন্মান চলে যায় কখন?  ✅যখন হাত পাততে হয় তখন । আর আপনি যখন ইনকামের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আ...
08/03/2023

পুরুষ মানুষের আত্মসন্মান চলে যায় কখন?

✅যখন হাত পাততে হয় তখন । আর আপনি যখন ইনকামের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাল্লাহ মাসে ২০-৩০ হাজার টাকা ইনকাম করেন বা মাসে ১-২ লাখ টাকা ইনকাম করেন🖤 আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না। তখন দেখবেন সবাই আপনাকে সন্মান করবে 🖤

- আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান

Top 5 Freelancing Websites:1. Upwork.com2. Fiverr.com3. Guru.com4. Freelancer.com5. Toptal.comTop 10 Sites for your care...
07/03/2023

Top 5 Freelancing Websites:
1. Upwork.com
2. Fiverr.com
3. Guru.com
4. Freelancer.com
5. Toptal.com

Top 10 Sites for your career 2023
1. LinkedIn.com
2. Indeed.com
3. Naukri.com
4. Monster.com
5. JOBBA.com

30/01/2023

👨‍🏫জেনে নেই একজন ফ্রিল্যান্সার আর আপনার মাঝে পার্থক্যঃ

১.👉আপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে তেমনি,ফ্রিল্যান্সার এর কাছেও আছে।
২.👉আপনি অনলাইনে সময় দেন একজন ফ্রিল্যান্সার ও সময় দেয়।
৩.👉আপনি অনলাইনে টাকা খরচ করেন তা ফ্রিল্যান্সার ও করে।
৪.👉আপনি এমবি ব্যবহার করেন তা একজন ফ্রিল্যান্সার ও করে।
৫.👉আপনি বলেন আমি ফেইসবুক ব্যবহার করি তেমনি এটা একজন ফ্রিল্যান্সার ও করে।

তাহলে পার্থক্য কোথায়...?🤷‍♂️
💁‍♂️পার্থক্য হলো শুধু দক্ষতায়।আপনি যদি বলেন আমি অনলাইন ব্যবহার করি।তাহলে আমার প্রশ্ন আপনি কত টাকা দিনে,সপ্তাহে, মাসে আয় করেন.❓জবাব যদি "না" হয় তাহলে, আমি বলবো অনলাইন আপনি ব্যবহার করছেন না বরং অনলাইন আপনাকে ব্যবহার করছে..!
তাই আর দেরি না করে নিজেকে দক্ষ করার পরামর্শ রইলো প্রিয়।।👨‍💻

আশা করি কন্টেন্ট টি আপনাদের কিছুটা উপকারে আসবে।


01/01/2023

❤️ইনশাআল্লাহ্ নতুন বছরটা সকলের জন্য কল্যাণকর হবে🤲🤲

01/01/2023

"Happy New Year Everyone"

Address

Rupganj
Narayanganj
1464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foyjonnesa Eti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Narayanganj media companies

Show All

You may also like