নারায়ণগঞ্জ পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের রাস্তায় ভোর ৪:৪৫ এর দিকে শাহ সিমেন্ট এর গাড়ি ও একটি অটো গুরুতর এক্সিডেন্ট হয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোর চালক সালাউদ্দিন ঘটনাস্থলেই মৃ ত্যু বরণ করেন। এই ঘটনায় ৩জন আহতের খবর পাওয়া গিয়েছে। শাহ সিমেন্ট এর গাড়িটিও মাঝ রাস্তায় উল্টে যায়। পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এর নেতৃত্বে ট্রাক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩১ আগষ্ট বিকেল ৪ টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার আয়োজনে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন আলীগঞ্জ লেবার হলের সামনে থেকে শ্রমিক নেতা পলাশের নেতৃত্বে শোক র্যালীটি বের হয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া হয়ে নগরীর নীতাইগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আলীগঞ্জে এসে শেষ হয়।
র্যালী শুরুর প্রাক্কালে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, আজ ৩১ আগষ্ট, শোকের মাসের শেষ দিন। তাই বলে বঙ্গবন্ধুকে হারানোর শোক শেষ হয়ে যায়নি। বরং এই শোক আমাদের মধ্যে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত বহমান থাকবে।
এ সময় কাউসার
নারায়ণগঞ্জ মদনপুর লরি- সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় চালক সহ আরো ৫ জন আহত হন। বৃহস্পতিবার দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর আন্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুতগামী লরির সামনের চাকা ফেটে সিএনজির উপরে উঠে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে এলাকাবাসী জানিয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ইসরাত জাহান তানহা(১৯), সে বাংলাদেশ কারিগরি শিক্ষা ঢাকা বোডের পরিক্ষার্থী। তানহা রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় ফারুক ভুঁইয়ার মেয়ে। আহত চালকের নাম আমির হোসেন (৪০), বাকী ৪জন আহতদের পরিচয় পওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে গাউছিয়া থেকে ঢাকা-থ- ১১-৪২৬৯ একটি সিএনজি ৫ জন যাত্রী নিয়ে মদনপুর আসছিল। সিএনজিটি এশিয়ান হাইওয়ের সড়কের আন্দিরপাড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি লরি ঢাকামেট্রো-৮২-০১১২ সামনের চাকা ফেটে সিএনজির উপর উঠে যায়। এসময়
কেবলমাত্র একজনই আছেন যিনি আপনার
চোখের জলের যথাযথ মূল্যায়ন করেন
আপনার রব । তাই যদি কাঁদতে হয় তার কাছে
কাঁদুন।
ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণার দায়ে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
হিরণের বাসা নারায়ণগঞ্জে। তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা আলমগীর হিরণের ছেলে।
অভিযোগ, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো এরা।এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাতো। এ নিয়ে রমনা থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।
নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ। দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন এ ধারার প্রচলন শুরু হয়েছে। কিন্তু, এ ধারায় জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে, ‘আজাইরা লিমিটেড’ নামে একটা ইউটিউব চ্যানেল। যাদের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে চার মিলিয়ন!
বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওপ্রতি
‘পোল্যান্ড ভাই খালি দৌঁড়ায়, দৌঁড়ায়, দৌঁড়ায় কিছু করতে পারতাছেনা’
I look when 7 up Brazil eats 😂😁
.
.
Germany VS Brazil
(Fifa world Cup 2014)
𝙴𝚟𝚎𝚛𝚢 𝙱𝚛𝚊𝚣𝚒𝚕 𝚜𝚞𝚙𝚙𝚘𝚛𝚝𝚎𝚛 𝚑𝚊𝚜 𝚍𝚊𝚛𝚔 𝚜𝚎𝚌𝚛𝚎𝚝!😁
𝙴𝚟𝚎𝚛𝚢 𝙱𝚛𝚊𝚣𝚒𝚕 𝚜𝚞𝚙𝚙𝚘𝚛𝚝𝚎𝚛 𝚑𝚊𝚜 𝚍𝚊𝚛𝚔 𝚜𝚎𝚌𝚛𝚎𝚝!😁
নারায়ণগঞ্জে অটোরিক্সাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল অবৈধ ব্যবসায়িক মাজার।
এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানার সামনেই এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানকে মারধর করেছে বক্তাবলীর চিহ্নিত সন্ত্রাসী জাকির বাহিনী। গতকাল বিকালে ফতুল্লা মডেল থানার মূল ফটকের সামনেই এ ঘটনা ঘটে। এতে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খান গুরুতর আহত হয়েছে। ওইসময় সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ করে মেরে ফেলাসহ উল্টো আদালতে মামলা করে দেখে নেয়ার হুমকী দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার পর সাংবাদিক জামান ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
ভুক্তভোগী অভিযোগে জানা গেছে, থানা সংলগ্ন কাদির কম্পিউটার দোকানের সামনে সাংবাদিক জামান তথ্য সংগ্রহ করতে গেলে পেশাগত কাজে বাধা দেয় সন্ত্রাসী জাকির, জালাল, আলমগীরসহ তার বাহিনী। এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগেই জাকির সাংবাদিক জামানে
পিছন থেকে টেনে ধরে রাখার জন্য অনেকেই থাকবে। কিন্তু সাহস করে এগিয়ে যেতে পারলে সাফল্য আসবেই,,,🤔👍
নারায়ণগঞ্জে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস শিশুদের মাঝে করোনা ভ্যাকসিন দেয়া পরিদর্শন করলেন
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভ্যাকসিন দান বাংলাদেশে একশ’ মিলিয়ন মার্ক অতিক্রম করেছে। মহামারী মোকাবেলায় ইউএস-বাংলাদেশ অংশীদারিত্বের এই মাইল ফলক চিহ্নিত করতে রাষ্ট্রদূত পিটার ডি হাস শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রসংশা করে রাষ্ট্রদূত বাংলাদেশকে অভিনন্দন জানান।
বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে টিকাদান সাইটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের সাথে যোগ দেন।
নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, শুধু স্কুলের শিশুরা নয়, বাইরে থেকে এসেও শিশুরা টিকা নিচ্ছে। আর যারা ব
chilling in every situation🤟🏻