Life Stream

Life Stream Truth is also beauty

 #প্রচুর_সংক্রমণ_বেড়ে_গেছে_এই_রোগের   #স্বাস্থ স্বাস্থ্য সতর্কতাঃইদানিং হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বরের সাথে হাতে পায়ে ফোস্কা...
20/10/2024

#প্রচুর_সংক্রমণ_বেড়ে_গেছে_এই_রোগের
#স্বাস্থ

স্বাস্থ্য সতর্কতাঃ

ইদানিং হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বরের সাথে হাতে পায়ে ফোস্কার মতো র‍্যাশ হওয়া রোগটা চিকেন পক্স নয়, এর নাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ( HFMD), কক্সাকি বা এন্টারো ভাইরাস দিয়ে সংক্রমিত হয়ে থাকে।

কাদের হয়?

সাধারণত ছোঁয়াচে এই রোগটা ৫ বছরের নিচে বাচ্চাদের হয়ে থাকে তবে অনেক সময় ১০ এর নিচে বা বড়দেরও হতে পারে।

কি হয়?

এই ভাইরাসের সংস্পর্শে আসার ৩-৬ দিনের মধ্যে জ্বর দেখা দেয় এবং ৬/৭ দিন লাগে ভালো হতে । জ্বরের ১ বা ২দিন পর মুখের ভিতর ঘা, হাতে ও পায়ে তালুসহ নিতম্বেও ফোস্কার মতো র‍্যাশ দেখা যায়। চুলকানি হয় না, তবে ব্যথার জন্য খাবার গিলতে কষ্ট হওয়ার, অরুচি, অস্থিরতা দেখা যায়। ৭দিন পর এমনিতেই ঠিক হয়ে যায়।

ক্ষতিকর দিকঃ

এটা তেমন মারাত্মক ইনফেকশন নয় তবে এর ফলে পানি শূন্যতা হতে পারে ভয়ের কারণ। এছাড়া ছোঁয়াচে হওয়ায় সহজেই স্পর্শ, হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়ায়। খুবই কম সম্ভাবণা, খিচুনি বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।

প্রতিকারের উপায়ঃ

এই রোগের কোনো পরীক্ষা বা নির্দিষ্ট চিকিৎসা নাই। জ্বরের চিকিৎসার পাশাপাশি, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রচুর পানি ও তরল খাবার খাওয়ানো, গোসল দেয়া, উপসর্গ অনুযায়ী ঔষধ দেয়াই এর চিকিৎসা। বলা হয়, বার বার হাত ধোয়া ও জীবাণুনাশক ব্যবহার করলে এই রোগের প্রকোপ থেকে বাঁচা যায়।

আজ মাতুয়াইল মেডিকেল এ কিছু অনিয়ম দেখে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়েছিলো । গাইনী বিভাগে যখন মানুষ তার বিভিন্ন সমস্...
07/09/2024

আজ মাতুয়াইল মেডিকেল এ কিছু অনিয়ম দেখে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়েছিলো । গাইনী বিভাগে যখন মানুষ তার বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয় ,তখন রোগীর সাথে সাথে ডাক্তারের অনুমতিবিহীন কিছু ঔষধ কোম্পানীর এজেন্ট ডাক্তারের কক্ষে ঢুকে রোগীর প্রেসক্রিপশন এ তাদের কম্পানির ঔষধ লেখার জন্য বারবার অনুরোধ করতে থাকে । আপা / ম্যাডাম এই ঔষধ টা লিখেন ঔ ডোজটা লিখেন ইত্যাদি ইত্যাদি। রোগী ডাক্তারের কক্ষ হতে বের হওয়ার পর কম্পানির লোক গুলো তাদের প্রেসক্রিপশন নিয়ে এক একজন করে পিক তুলতে থাকে । এগুলো আমাদের জন্য একটা ভোগান্তির কারণ । তাই তখন কিছু রোগী ও সাধারণ মানুষ সহ আমরা রাগারাগী করলে তৎক্ষণাৎ সিকিউরিটি চলে আসে এবং তাদেরকে সেই বিভাগ থেকে বের করে দেয় । কিন্তু কিছুক্ষণ পর সিকিউরিটি চলে গেলে তাদের এই কাজ আবার পূণর্বহাল রাখার জন্য ভিতরে আসে । কথা হলো একটা মেডিক্যাল এ একজন রোগীর কি ঔষধ লাগবে কি লাগবে না তা ডাক্তাররা ভালোভাবেই অবগত আছেন। সেই যায়গায় কিভাবে একজন কম্পানির এজেন্ট/লোক ডাক্তারকে তাদের ঔষধ লিখতে বলতে পারে তাও একজন রোগীর সামনে । এটা খুবই দুঃখজনক ব্যাপার। সাধারণ সরকারি মেডিকেল গুলোতে মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি যায় । ফলে তাদের পক্ষে প্রয়োজনের অতিরিক্ত ঔষধ কেনা কষ্টসাধ্য । একজন এজেন্ট তো বলেই বসলো আপা এই ডোজ টা লিখেন, তখন ডাক্তার বললো যা প্রয়োজন তাই লিখছি , পরে সে বলে চাইলেই পারেন আপা । তখন সিকিউরিটি কে গিয়ে বললাম ওনারা আবার আসছে , তখন সে আমাকে প্রতি উত্তরে বলে ওরা এমনই ওরা আসবেই । উপরের ফটোগুলো দেখলেই বুঝতে পারবেন তাদের সংখ্যা রোগীর থেকেও কম নয় । এই হলো অবস্থা 😔 ।

আপনার কি মনে হয় এটা আমাদের জন্য কতটুকু কল্যাণ জনক ?

#বৈশম্যবিরোধীছাত্রআন্দোলন
#ছাত্রআন্দোলন

চাদা দেবো না , চাদা নেবো না
03/09/2024

চাদা দেবো না , চাদা নেবো না

নারীদের জন্য এটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে লোকাল বাস গুলোতে প্রয়োজনের অতিরিক্ত লোক বহন করায় মেয়েরা ...
15/08/2024

নারীদের জন্য এটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে লোকাল বাস গুলোতে প্রয়োজনের অতিরিক্ত লোক বহন করায় মেয়েরা সিটে বসতে আন ইজি বোধ করে । তারা ইচ্ছে করলেও তাদের থেকে নিজেকে সেভ করতে পারে না । অপরদিকে মেয়েদের জন্য নির্দিষ্ট বসার সিটগুলোতে কিছু গন্যমান্য জঘন্য ব্যক্তিরা বসে থাকে , ফলে অনেকেই ভোগান্তির শিকার হয় । যদি সকল বাসে প্রয়োজনের অতিরিক্ত লোক নেয়া থেকে বিরত রেখে এবং মহিলাদের জন্য নির্দিষ্ট সিটের ব্যবস্থা রাখা হয় যা শুধু মেয়েদের জন্যই নির্দিষ্ট থাকবে তবে এই সমস্যার সুন্দর একটি সমাধান হতো । আশা করি খুব শিগগিরই সমস্যা গুলোর সমাধান হবে ।

কুরবানীর ঈদে গোস্ত ভাগ-বাঁটোয়ারা করার অভিজ্ঞতা আছেনা? জানেন, কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে? পুরো দেহ মিলছ...
14/08/2024

কুরবানীর ঈদে গোস্ত ভাগ-বাঁটোয়ারা করার অভিজ্ঞতা আছেনা? জানেন, কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে?

পুরো দেহ মিলছেনা, তাই বয়স অনুযায়ী গড়ে মেপে দিচ্ছে বস্তায় ভরে! 😰

- Pray for Ga-Za 🙏
🙏

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন। জানেন পরশু ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️কালকে তাবিই'ন নামক স্কুলে ফ...
14/08/2024

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন। জানেন পরশু ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️

কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্লীদের উপরে দ খ ল দার ই/জ*রা য়েলির বো*ম্বিংয়ে ১০০ উপরে নামাজরত মুসল্লী মা*রা যায়। তাদের অবস্থা এমন হয়েছিল যে লা''শ শনাক্ত করা যাচ্ছিলো না।

প্রতি ৭০ কেজি মাং'স মেপে একজন মৃ''ত মানুষ হিসাবে দা'ফন করা হয়েছে! আল্লাহ তুমি মাজলুমদের মুক্তি দাও 🤲

©কালেক্ট... আই এন বি সংবাদ...🌼

আমি মতিঝিল আসতেছি, এমন সময় দেখলাম এক পুলিশ ভাই তার সহকর্মীদেরকে বলতেছে,আজ থেকে আমরা কোন বেআইনি কাজ করবো না । আজ থেকে আমর...
12/08/2024

আমি মতিঝিল আসতেছি, এমন সময় দেখলাম এক পুলিশ ভাই তার সহকর্মীদেরকে বলতেছে,
আজ থেকে আমরা কোন বেআইনি কাজ করবো না ।
আজ থেকে আমরা কোন ঘুষ খাব না ।
মানুষের সাথে খারাপ ব্যবহার করব না ।
শুনে ভাল লাগলো, তারাই বল্লো ভাই ছবি নিবেন?
আমি বল্লাম আপনাদের শপথ নেওয়াটা ভালো লাগলো, তাই ছবি নিলাম ।

পুলিশ হোক জনতার ❤️

Abdullah Al Rahad@

04/06/2024

বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখতে বুড়িগঙ্গা নদীতে একদিন

02/05/2024

সকল মেয়েদের ক্রাস উনি

31/03/2024

Some specimen for Zoologist

Send a message to learn more

02/02/2024

কি কিউট একটা ছেলে 😍😍
সুন্দর না ?

Send a message to learn more

31/01/2024

সবার জীবনেই এই স্মৃতিগুলো খুব মিস করে।

14/10/2022

ভালোবাসতে শুধু মানুষই না ,
পশুপাখিরাও ভালোবাসতে জানে

এমনটাই হওয়া উচিৎ
18/04/2022

এমনটাই হওয়া উচিৎ

10/04/2022

A Awesome BACK Cover

Address

Narayanganj

Telephone

+8801571034500

Website

https://www.youtube.com/@StyleMax24

Alerts

Be the first to know and let us send you an email when Life Stream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Stream:

Videos

Share

Category