18/10/2024
আমলে সালেহ
মুসলিম আমজনতার মাইন্ড সেটআপ এমন ভাবে তৈরি করা হয়েছে যে,ইবাদত বলতে আমরা একমাত্র নামাজ,রোজা,জাকাত, হজ্ব,জিকির,মিলাদ মাহফিল,ওয়াজ,বয়ান, ইফতার পার্টি ইত্যাদিকে বুঝি।
কিন্তু মূল ইবাদত কোনটা আমরা বুঝি না।
মূল ইবাদত বলতে আল্লাহর বিধি বিধান মেনে জীবন যাপনকে বুঝায়।
যেমন
ঈমান গ্রহণ করা,আল্লাহ তাআলা, রাসূলগণ,ফেরেশতাগণ,আসমানী কিতাবসমূহ,মৃত্যুর পর পুনরউত্থান, আখেরাত,তাকদিরে বিশ্বাস।
গায়েব,অদৃশ্যে বিশ্বাস করা।
বিসমিল্লাহ বলে কাজ শুরু করা।
ভবিষ্যতের কর্মের বিষয়ে ইনশাআল্লাহ বলা।
সর্বদা,দিনেও রাতে আল্লাহ তায়ালার প্রশংসা,হামদ,স্মরণ,জিকির করা।
আল্লাহ তায়ালার অনুগ্রহ তালাশ করা,দোয়া, বিনম্রভাবে রোনাজারি ও অশ্রুপাত করা।
আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা,শুকরিয়া আদায় করা।
আল্লাহ তাআলার উপর ভরসা করা।
তাকওয়া, খোদাভীতি,পরহেজগারী অবলম্বন করা।
কোরআন তেলাওয়াত করা ,অর্থ জানা,।
কোরআনের প্রতি সন্দেহ সংশয় পোষণ না করা,কোরআনের প্রতিটি অক্ষর,শব্দ, আদেশ-নিষেধ অকাট্যভাবে মেনে নেওয়া।
আল্লাহর দেয়া রিজিক থেকে দান করা।
সৎ কাজের আদেশ উপদেশ করা।
অসৎ কাজের নিষেধ করা।
তওবা করা।সর্বদা আল্লাহতালার ক্ষমার মুখাপেক্ষী থাকা।
সালাত আদায়, কায়েম করা।
সিয়াম পালন করা।
ঋণ পরিশোধ করা যথাসময়ে।
কখনো মিথ্যা,ধোকা,প্রতারণা,ছলচাতুরি না করা।
আমানতের হেফাজত করা।
কখনোই অন্যের সম্পদ গ্রাস না করা।
গোপনে ও প্রকাশ্যে দান করা।
অপচয় না করা,সময়ের অপচয়,অর্থের অপচয়,সম্পদের অপচয় না করা।
দায়িত্বে কখনো অবহেলা না করা।অফিসের কাজে ফাঁকি না দেওয়া।
ভালো ব্যবহার, উত্তম আচরণ।
মানুষের সাথে কখনো অসদাচরণ না করা।
মাপ ও ওজনে কম না দেওয়া,নেওয়ার সময় বেশী,দেওয়ার সময় কম,এই কর্ম থেকে বিরত থাকা।
কর্জে হাসানা দেওয়া।
এতিম মিসকিনদের সাহায্য করা।
মানুষকে মন্দ নামে না ডাকা।
আল্লাহ তায়ালা কে ভালোবাসা,আল্লাহ তাআলার আনুগত্য করা।
পিতা-মাতাকে ভালোবাসা, পিতা মাতার আনুগত্য করা।
পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার ও তাদের খেদমত করা।
সন্তানদের লালন পালন করা।
পরিবারের বরণ পোষণ করা।
প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা।
আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
কৃপণতা না করা।
গরীব আত্মীয়দের দান তথা সহযোগীতা করা।
মিরাস উত্তরাধিকার সম্পত্তি যথাযথ বন্টন করা।
বিপদে আপদে ধৈর্য্য ধরা।
ওয়াদা, প্রতিশ্রুতি,অঙ্গীকার রক্ষা করা।
অন্যায় কাজে সহযোগিতা না করা।
কোরআনের মহাসত্য বুঝার দাওয়াত দেওয়া।
পর্দা ফরজ।চক্ষু সংযত রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, লজ্জাশীল হওয়া।
হারাম সম্পর্কে লিপ্ত না হওয়া।
সুদ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা।
স্বচ্ছ পরিচ্ছন্ন জীবন যাপন করা।
হালাল খাবার খাওয়া,হালাল ইনকাম করা।
হারাম থেকে বিরত থাকা।
শিরক না করা।
অন্যের দোষ ত্রুটি না খোঁজা।
বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ না করা,
অপরকে অগ্রাধিকার দেয়া।
কুফরী থেকে বেঁচে থাকা।
খুন,রাহাজানি,ফিতনা,ফাসাদ,হানাহানি, মারামারি,দলাদলি,কোন্দল,উপদল থেকে বেঁচে থাকা।
প্রতারণা,ধোকা,চাঁদাবাজি,টেন্ডারবাজি না করা।
অন্যের ক্ষতি না করা।
সর্বদা অপরের উপকার করা।
গরিব,অসহায়,নিঃস্ব,পথিক,অভাবীদের সাহায্য করা।
অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা।
হকের পক্ষে,নীতি ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়া।
জালেম ,ফাসিক না হওয়া ও জালিম, ফাসিকের পক্ষে অবস্থান না নেওয়া
বিনয় ,নম্রতা,ভদ্রতা,সহনশীলতা অবলম্বন করা।
জাল ,জালিয়াতি,টাকা পাচার, শিশু পাচার, মানব পাচার,নারী পাচার,মানি লন্ডারিং না করা।
উগ্রতা পরিহার করা,মধ্যমপন্থা অবলম্বন করা।
ইত্যাদি.