07/06/2024
ইগনোর করার একটা নিয়ম আছে। সাধারণত যার প্রতি আপনি দূর্বল,সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে ততই বেশি গুরুত্ব দিতে থাকেন ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন,ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন, কিন্তু সে ততদিনে বুঝে যায় এ মানুষকে ইগনোর করলেও এ আমার কাছে ফিরে আসবে। এর আর কোথাও যাওয়ার যায়গা নেই....