Alor Poth

Alor Poth সকল সৃষ্টির
সৃষ্টি কর্তা
মহান আল্লাহ

05/04/2023

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২৩ এ বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম ১ম স্থান অর্জন করায় আন্তরিক ভাবে মুবারকবাদ



26/03/2023

রমজান মাসে যে কাজ গুলো বেশি বেশি করবেন,,,??
🥀আবু ত্বহা আদনান🥀




#আবু ত্বহা আদনান ওয়াজ,

26/03/2023



23/03/2023

নাস্তিকতা নিপাক যাক দিন ইসলাম
alorpoth

আলহামদুলিল্লাহ রমাদান মোবারক,,🤲
23/03/2023

আলহামদুলিল্লাহ
রমাদান মোবারক,,🤲

02/03/2023

Back to back
Plz fellow me

04/10/2022

শেষ জামানায় চলে আসছে

বিশ্বে মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে বাংলাদেশের বিশ্বজয়পবিত্র মক্কায় অনুষ্ঠানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় লড়ায় ...
21/09/2022

বিশ্বে মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে বাংলাদেশের বিশ্বজয়

পবিত্র মক্কায় অনুষ্ঠানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় লড়ায় করে ১১১ টি দেশের সাথে লড়ায় করে ঢাকা মিরপুর মারকাজু ফাইজুল কোরআনের মেধাবী ছাত্র হিসেবে বিশ্বজয়ী হাফিজ সালেহ আহমেদ তাকরিম আবারো দেশের মুখ উজ্জল করে ৩ য় স্থান করল
আলহামদুলিল্লাহ,, ❤️

17/09/2022

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?

স্ত্রীকে স্পর্শ করার একমাত্র উপায় হলো বিয়ে সম্পন্ন করা। বিয়ে সম্পন্ন করার শর্ত তিনটি। এক. প্রস্তাব দেওয়া ও কবুল করা, দুই. দেনমোহর দেয়া, তিন. কমপক্ষে দুইজন সাক্ষী থাকা।

দেনমোহর বিয়ের আকদের পর প্রদান করাতে কোন সমস্যা নেই। তবে সহবাসের পূর্বে প্রদান করাই উত্তম। তবে যদি স্ত্রী দেনমোহর প্রদান করা ছাড়াই সহবাসের অনুমতি প্রদান করে তাহলে কোন সমস্যা নেই। বাকি দেনমোহর প্রদান করা ছাড়া প্রথম সহবাসের পূর্বে স্ত্রী বাঁধা প্রদান করতে পারবে। কিন্তু একবার সহবাস হয়ে গেলে আর বাঁধা দিতে পারবে না। কিন্তু স্বামীর জিম্মায় দেনমোহর আদায় না করলে তা ঋণ হিসেবে বাকি থেকে যাবে।

স্ত্রী যদি উক্ত দেনমোহর মাফ না করে, আর স্বামীও তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামীর অপরাধী সাব্যস্ত হবে। তাই দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া জরুরী।

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا [٤:٤]

আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। (সূরা নিসা-৪)

فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا [٤:٢٤]

অন্তত তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে, তাকে তার নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ হবে না। যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ। (সূরা নিসা-২৪)

وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٥:٥]

তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর। (সূরা মায়িদা-৫)

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٦٠:١٠]

তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। (সূরা মুমতাহিনা-১০)

16/09/2022

অবিবাহিত প্রত্যেক ছেলে মেয়ের জন্য উত্তম চরিত্র জীবন সঙ্গী দান করুন,,,
আল্লাহুম্মা আমীন,,🤲🤲

23/08/2022

কি অদ্ভুত, তাই না!
ভেবে দেখুন তো!.....
বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ু দ্বার দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নেমতন্ন দেয়।

- দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
- কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
- ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
- নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
- মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়,
- 17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
- 60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংসও অবশিষ্ট থাকে না।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।

অতএব ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধনদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
- সবকিছুই মাটিতে মিশে যায়।
- মানুষের অস্তিত্বই বা কী আছে?
- মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
- 5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।.
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।

আপনার প্রতিটি ভালো কাজ, মানুষের প্রতিটি ইহসান, সাদাকা করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ আমল, মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত।

#সংগৃহীত

 #কখনো ভাবতেও পারি নাই,,😭😭,,,,,এমন কিছু দেখতে হবে😭😭,,আল্লাহ মাফ করুন,,🤲🤲
22/06/2022

#কখনো ভাবতেও পারি নাই,,😭😭
,,,,,এমন কিছু দেখতে হবে😭😭
,,আল্লাহ মাফ করুন,,🤲🤲

আলহামদুলিল্লাহ! মানুষ চাইলে কি না পারে, দুই দিনে ৯৭ লক্ষ টাকা সহায়তা!'❤️যারা আমাদের মাধ্যমে সহযোগিতা করতে চান যোগাযোগ কর...
21/06/2022

আলহামদুলিল্লাহ! মানুষ চাইলে কি না পারে, দুই দিনে ৯৭ লক্ষ টাকা সহায়তা!'❤️

যারা আমাদের মাধ্যমে সহযোগিতা করতে চান যোগাযোগ করুন।

২০ টাকা/ ৫০ টাকা/১০০ টাকা সামর্থ্য অনুযায়ী
আসুন মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়ায়।'❤

Ahsanul Haque - 01830-525252

Personal Number (Send money)

01/06/2022
22/05/2022

মেয়ে মানে...?
চেহারা খারাপ হলে বিয়ে হবে না,,।😢😥
☘️
মেয়ে মানে...??
রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা,,!😢
☘️☘️
মেয়ে মানে...??
রাস্তাঘাটে বাজে কথা শোনা,,!😪😴
☘️☘️
মেয়ে মানে...??
পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া,,।😪
☘️☘️
মেয়ে মানে...??
পরিবারের বড়দের উপদিয়ে কথা না বলতে পারা,,!
☘️☘️
মেয়ে মানে..??
ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা, কেউ একজনকে বিয়ে করা,,।😇😢
☘️☘️
মেয়ে মানে..??
বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা,,।😒😢
☘️☘️
মেয়ে মানে..??
সারাদিন কষ্ট করেও শ্বশুর-শাশুড়ির খোটা শোনা,,!😪
☘️☘️
মেয়ে মানে..??
ভালো না থেকেও বাবা-মাকে ভালো আছি বলা,,!😒
☘️☘️
মেয়ে মানে...??
শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়ি পড়ে থাকা,,!😇😔
☘️☘️☘️
মেয়ে মানে..??
হাজার হাজার অভিযোগ নিয়ে হাসিমুখে মানিয়ে নেওয়া,,!😇🙂
☘️☘️
মেয়ে মানে..??
ভালো না থেকেও ভালো থাকা,,!😢
☘️☘️☘️
এবার আসাযাক মা হওয়ার কথায়...........
আপনি কি জানেন, একজন সুস্থ মানুষ সর্বোচ্চ
৪৫ ডেল ব্যাথার সম্মুখীন হতে পারে....
👉সেখানে একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় তাকে ৫৭ ডেল এর কিছু বেশি ব্যাথার সম্মুখীন হতে হয়,,,,,!💔
যা একজন সুস্থ মানুষকে প্রয়োগ করলে,,অনায়াসে তার ২০টি হাড় ভেঙে যাবে..!🤕
☘️☘️
মেয়ে মানে...??
শীতকালে সন্তানের প্রস্রাবের ভেজা জায়গায় নিজেকে
ঘুমোতে হয়..।🤔
☘️☘️
মেয়ে মানে...??
বাচ্চা সামলানো থেকে শুরু করে, বাচ্চার পড়ালেখা, খেলাধুলাসহ সংসারের যাবতীয় সব একসাথে সামলাতে হয়..!😶
☘️☘️☘️☘️☘️
এরপর আসে সংসার জীবনের ঝামেলা। যা চোখমুখ বুঝে সহ্য করতে হয় আজীবন..!😪
প্রতিবাদ করলেই বাপের বাড়ি চলে যা বলে হুমকি
খেতে হয়.......!!🤕🤕🤕
☘️☘️☘️
এভাবেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সহ্য
করতে হয়..।
☘️☘️•••☘️

ভাইরে...
সত‍্যি মেয়েদের জীবনটা অনেক কষ্ট হয়,,!🤕💔
তাইতো বলি তাদের কষ্ট না দিয়ে একটু ভালোবাসুন, আদর করুন, যত্ন করুন। জন্মের পর থেকে তারা অনেক কিছুই সহ্য করে আসছে.,! তারা ভালোবাসা
পাবার যোগ্য,,,!💔👫....
ভুল কিছু বলে থাকলে....
~~~~Pleaseসবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন !!!🙏💔☘️☘️☘️☘️

MD SOHEL RANA✍️✍️

Address

Narayanganj

Telephone

+8801400823793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Poth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alor Poth:

Videos

Share