Double Khadok ।। ডাবল খাদক

Double Khadok ।। ডাবল খাদক ডাবল খাদক চ্যানেলে জনপ্রিয় খাবারগুলোর রিভিউ দেখতে পাবেন।
https://www.youtube.com/c/DoubleKhadok

21/02/2023

ছোট্ট সোনামনিদের ২১শে ফেব্রুয়ারি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

20/02/2023

ঘুরে এলাম অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে। Vlog-03
এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

19/02/2023

মাত্র 600 টাকায় পদ্মার ইলিশের স্বাদ | The taste of Padma Hilsha Fish for only 600 Taka.

মাত্র 600 টাকায় পদ্মার ইলিশের স্বাদ |

আমরা গিয়েছিলাম মাওয়া কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে | ১৬০০ টাকার ইলিশ মাছ দামাদামি করে কমে মাত্র ৬০০ টাকায় নেওয়া হলো। যেখানে আমরা একটি ইলিশ মাছ এর সাথে বিভিন্ন ধরনের ভর্তাও ছিল।

👉ইলিশ মাছের দাম ছিলো ৬০০ টাকা। ওজন ছিলো প্রায় ৮০০ গ্রাম। স্বাদে ঘ্রাণে মনে হচ্ছিলো পদ্মা নদীর ইলিশই।
👉১ পিছ পাঙ্গাস মাছের দম ছিলো ২৫০ টাকা।যেটার টেস্ট ছিলো এভারেজ আর কেমন যেনে একটা বাজে স্মেল আসছিলো যার জন্য খেতে ভালে লাগছিলো না।
👉লেজের ভর্তাটা এক কথায় জোশ ছিলো সরিষা তেল দিয়ে মাখানে ভর্তাটা খুবই টেস্ট ছিলো।
👉টাকি মাছের ভর্তাটাও বাজে ছিলো কারণ মনে হচ্ছিলো পোড়া তেলে মাছ ভাজা ছিলো আর ২-১ দিনের আগের ভর্তা ছিলো।
👉বেগুন ভাজা ১ পিছের দাম ছিলো ২০ টাকা করে।
👉১ বোল ভাত ১০০ টাকা। হাফ নিলে ৫০ টাকা করে।

সাথে বোতলের পানি আর কোলড্রিংসের মূল্য MRP তে যা আছে তাই।

একটা কথা সেটা হলো মাওয়া ঘাট যেয়ে শুধুমাত্র ইলিশ মাছের আইটেমগুলো নিতে পারেন কারণ মাছের মধ্যে এটাই বেস্ট আর অন্যান্য মাছ না নেয়াই ভালো।

page: https://www.facebook.com/doublekhadok
Facebook Group: https://www.facebook.com/groups/https...

Google Map: https://www.google.com/maps/place/Maw...

Thanks for supporting Double Khadok.

food river #মাওয়াঘাট #ইলিশ #লেজভর্তা #পদ্মাসেতু

18/02/2023

The traditional Haji Biryani of old Dhaka. পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানি । Double Khadok

পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানি । ব্যস্ততম শহরে রিকশার ঝনঝনানির মাঝে মোটামুটি ছোট একটি দোকানে যেখানে ১৯৩৯ সাল থেকে বড় কোন সাইনবোর্ড নেই তারপরও এটা যে হাজি বিরিয়ানি সেটা মানুষের ভীড় দেখলেই আপনি বুঝতে পারবেন । বর্তমানে ২ টি শাখা আছে । এখানে ১ প্লেটের দাম ২০০ টাকা । এখানে স্পেশাল পাতা পার্সেল নিতে পারবেন মাত্র ২০০ টাকায় । বোরহানি ৫০০ মিলি পাওয়া যায় ৯০ টাকা ।

Facebook Group: https://www.facebook.com/groups/https...

page: https://www.facebook.com/doublekhadok

17/02/2023

Follow me >>and say "Done"
I will immediately follow back you.

14/02/2023

গ্রামের ঐতিহ্যবাহী মেলা, গোলাকান্দাইল, নারায়ণগঞ্জ | Traditional village fair.

07/02/2023

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ শুরু | মেলায় কি কি পাবেন | Dhaka International Trade fair 2023

পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২০২৩। বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো আয়োজন হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ এর ২৭তম আসর। ২০২৩ সালের প্রথম দিন মানে ১ জানুয়ারিতেই মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও অনেক দেশ মেলায় অংশ নেবে। বাণিজ্য মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এছাড়াও আরও বহু দেশ ২০২৩ সালের মেলায় অংশ নিচ্ছে। মেলায় থাকছে দেশি সব নামকরা ব্যাণ্ডের প্যাভিলিয়ন।

06/02/2023

নারায়ণগঞ্জের সেরা কাচ্চি বিরিয়ানি | The best kacchi in Narayangonj. || Double Khadok.

31/01/2023

Village hat. episode-01. Location: Golagandial Hat, Gawsiya, Narayanganj.

12/09/2022

1 Pakistani Street food looking amazing 😁😍😀

09/12/2021

মাত্র ৩৫ টাকায় খুদে ভাত ও ২৫ পদের ভর্তা ।

পরিবেশ-৫/১০
ভাত-ভর্তা-- ৩৫ টাকা
টেস্ট -৭/১০
খুদের ভাতটা খুব মজা। ২৫ পদের ভর্তা ট্রাস্ট মি জাস্ট বুজ দেয় ।

মামা অমায়িক.... খুবই ভালো। সাদাসিধা মানুষ। শীতের সকাল। নদী পাড় হওয়া থেকে শুরু করে, হোটেলে যাওয়া খাওয়া ফিরে আসা সবকিছু খুব Enjoy করেছি আলহামদুলিল্লাহ।

যদি খাওয়ার জন্য যান,তাহলে বলবো,যে এটা এমন আহামরি কিছু না।আর যদি ভাবেন, একটু ঘুরবো, খাবো তাইলে ঠিক আছে।

Thanks for watching our video. If you want you can connect with us on Youtube. Links on below.

Youtube Channel: https://www.youtube.com/c/DoubleKhadok

Address

Sadipur, Sonargaon
Narayanganj
1440

Alerts

Be the first to know and let us send you an email when Double Khadok ।। ডাবল খাদক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Double Khadok ।। ডাবল খাদক:

Videos

Share