শান্তির ডাক

শান্তির  ডাক ইসলামিক আলোচনা ও না'ত মোস্তফা(সা:)

12/01/2025

উয়েসীয়া শরীফ,ফরাযীকান্দী কমপ্লেক্স,মতলব উত্তর,চাঁদপুর।

পল্লীগ্রাম ফরাযীকান্দীতে আজ থেকে প্রায় ৭০ বছর আগে জ্ঞানের মশাল জ্বেলেছিলেন এক অনবদ্য সূফি ইলমুত তাসাওউফের অন্যতম পথিকৃৎ,...
12/01/2025

পল্লীগ্রাম ফরাযীকান্দীতে আজ থেকে প্রায় ৭০ বছর আগে জ্ঞানের মশাল জ্বেলেছিলেন এক অনবদ্য সূফি ইলমুত তাসাওউফের অন্যতম পথিকৃৎ, ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রা.)। যিনি উয়েসী প্রেমের আবাদ ভূমি সাজিয়েছেন সোনার ফরাযীকান্দীর উয়েসীয়া শরীফে।
সেই প্রত্যন্ত গ্রামে
#খাজা গরীবে নেওয়াজ হাসপাতাল
#জিলানীয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল
#ফরাযীকান্দী উয়েসীয়া কামিল(এমএ)মাদরাসা
#নেদায়ে ইসলাম মহিলা ফাদ্বিল(ডিগ্রি)মাদরাসা
#নেদায়ে ইসলাম বোরহানুল উলূম হাফেজিয়া মাদরাসা সহ এক একটি বৈপ্লবিক প্রতিষ্ঠান নির্মাণ করে তিনি দিয়ে গেয়েছেন সমাজ সংস্কারের সফল ও পরীক্ষিত উদাহরণ। দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় পদাচারণই পারে হারানো গৌরব পুনরুদ্ধার ও আগামীর স্বপ্ন সত্য করতে।
সেই উপলব্ধি থেকে আন্তর্জাতিক মানের স্বপ্নের আল উয়েসীয়া আরবী আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে বোস্তানুল বোরহানের বেহেস্তি বাগিচায় ইলমের খুশবোতে আমোদিত করে চলেছে পীর প্রফেসর আব্দুল খালেক (রা.) মেমোরিয়াল লাইব্রেরি। এই ঐতিহাসিক গ্রন্থাগার যেন বিরল ও দূর্লভ গ্রন্থের বিপুল সমাহার। তালিবুল ইলম ও অনুসন্ধানপিপাসু গবেষকদের রুহের খোরাক।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে চারিদিকে,সিরাজুম মুনিরা'র নূরের আলোয় সিক্ত করতে হবে ক্বলবের কপাট। জুলমাতের জুলুম ভেদ করে এনে দিতে হবে আলোর আমান,অশান্তিময় পৃথিবীর শান্তির খোঁজে সাড়া দিতে হবে শান্তির ডাকে,যে ডাকই দিয়েছে ইমাম বোরহানুদ্দীনের অদম্য "নেদায়ে ইসলাম(শান্তির ডাক)"
অরাজনৈতিক সামাজিক মানবিক ও আধ্যাত্মিক সেবা সংস্থা।

10/01/2025

🔴সরাসরি সম্প্রচার🔴
বিষয়:পবিত্র ক্বুরআনের আলোকে"হাবীব(দ:)'র শানে ব্যবহৃত শব্দাবলী"।
১৪৪৫ হিজরির পবিত্র রজব মাসের ২য় জুমআর(১০ই জানুয়ারি,২০২৫ইং)বয়ান,
আরবি প্রভাষক,ফরাযীকান্দী উয়েসীয়া কামিল(এমএ) মাদরাসা,মতলব উত্তর, চাঁদপুর।
খতিব:বালুচর কেন্দ্রীয় জামে মসজিদ,মতলব উত্তর,চাঁদপুর।
মোবাইল:০১৮১৯-০৯৪০৬৯।

08/01/2025

"কে বলেছে খালি ফিরে,যে যায় খাজার দরবারে
চাইতে জানলে দেন আদরে,যোগ্য বলে ভাবেন যারে"
কথা ও সুর:
আহলে জান্নাতুল বাক্বী আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা'য়ী(রা:)

07/01/2025

ফরাযীকান্দী উয়েসীয়া কামিল(এমএ) মাদরাসার দাখিল ৬ষ্ঠ-৯ম শ্রেণি পর্যন্ত ২০২৫ইং শিক্ষাবর্ষের সবক অনুষ্ঠান

06/01/2025

আলহামদুলিল্লাহ
মান্দারতলী,মতলব উত্তর,চাঁদপুরের মাহফিল শেষ করে বাসায় আসলাম

06/01/2025

লাইভ চলছে
মান্দারতলি মাহফিল থেকে
মতলব উত্তর,চাঁদপুর।

04/01/2025

লাইভ চলছে
মুফতি মুহাম্মদ মনিরুজ্জামান(উয়েসীয়ান)
আরবি প্রভাষক,ফরাযীকান্দী উয়েসীয়া কামিল মাদরাসা।
উয়েসীয়া বোরহানীয়া দরবার শরীফ,বড় হলদিয়া, মতলব উত্তর,চাঁদপুর।

আলহামদুলিল্লাহ  M Ph. এর কাজে ঢাকায় এসে প্রায় ৮ বছর পর দেখা হলো উত্তরা টাউন কলেজের সম্মানিত Lecturer বন্ধুবর মো.জাহিদুর ...
04/01/2025

আলহামদুলিল্লাহ
M Ph. এর কাজে ঢাকায় এসে প্রায় ৮ বছর পর দেখা হলো উত্তরা টাউন কলেজের সম্মানিত Lecturer বন্ধুবর মো.জাহিদুর রহমান(জিতু) স্যারের সাথে।সে আমাকে উচ্চতর গবেষণার ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন।

04/01/2025

ইনশা-আল্লাহ
আজকে আলোচনা করবো উয়েসীয়া বোরহানীয়া দরবার শরীফ,
বড়হলদিয়া,মতলব উত্তর,চাঁদপুর।

03/01/2025

লাইভ চলছে নারায়ণগঞ্জ জালকুড়ী থেকে

03/01/2025

🔴সরাসরি সম্প্রচার🔴
বিষয়:পবিত্র রজব মাসের ফযিলত ও আমল।
১৪৪৫ হিজরির পবিত্র রজব মাসের ১ম জুমআর(৩রা জানুয়ারি,২০২৫ইং)বয়ান,
আরবি প্রভাষক,ফরাযীকান্দী উয়েসীয়া কামিল(এমএ) মাদরাসা,মতলব উত্তর, চাঁদপুর।
খতিব:বালুচর কেন্দ্রীয় জামে মসজিদ,মতলব উত্তর,চাঁদপুর।
মোবাইল:০১৮১৯-০৯৪০৬৯।

আলহামদুলিল্লাহ আজকের মাহফিল নারায়ণগঞ্জ,জালকুড়ি।সকলের দোয়া চাই
03/01/2025

আলহামদুলিল্লাহ
আজকের মাহফিল নারায়ণগঞ্জ,জালকুড়ি।সকলের দোয়া চাই

02/01/2025

বিদায় নারায়ণগঞ্জ,বন্দর।
০২/০১/২০২৫ইং

হযরত আবদুল্লাহ বিন হিশাম(রা:)বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ (রা.) নতুন বছর অথবা মাসে উপনীত হল...
01/01/2025

হযরত আবদুল্লাহ বিন হিশাম(রা:)বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ (রা.) নতুন বছর অথবা মাসে উপনীত হলে একে-অপরকে নিম্নোক্ত দোয়াটি শিখাতেন:
اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ، وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ، وَالْإِسْلَامِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ، وَجَوَازٍ مِنَ الشَّيْطَانِ
(আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ওয়া রিদওয়ানিম্ মিনার রহমান, ওয়া জাওয়াযিম্ মিনাশ শাইতান)।
“হে আল্লাহ! এই (নতুন বছর/মাসে) আমাদেরকে শান্তি ও নিরাপত্তা, শান্তি ও ইসলাম এবং রহমানের (প্রভুর) সন্তুষ্টি দান করুন এবং শয়তান থেকে আশ্রয় দান করুন।”
(আল-মু’জামুল আওসাত, হাদীস ন. ৬২৪১)

29/12/2024
29/12/2024

ইনশা-আল্লাহ
আজ রাত ৮টায় লাইভে আসবো
প্রসঙ্গ:-
ফরাযীকান্দী উয়েসীয়া কামিল মাদরাসা ও বর্তমানে আমাদের পরিস্থিতি।

29/12/2024

আলহামদুলিল্লাহ
শীতকালীন অবকাশের পর আজ থেকে কর্মদিবস শুরু।ইলমের খেদমত ও ছাত্রদের কল্যানে যেন নিজেকে সঁপে দিতে পারি,
দো'আ চাই।

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when শান্তির ডাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share