Advocate Mahiya Mehjabin Rifa

Advocate Mahiya Mehjabin Rifa "No person should be condemned without unheard"

বাংলা সাহিত্যে Bcs & Bjs.
29/12/2024

বাংলা সাহিত্যে Bcs & Bjs.

19/12/2024

প্রিয় শিক্ষানবীশ আইনজীবী ভাই ও বোন।
"আসসালামু আলাইকুম"
আপনারা যারা আমাদের এই সেমিনারটিতে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করবেন শুধুমাত্র তাদেরকে সেমিনার গ্রুপে এ্যাড করা হবে। আগামী ২০ ডিসেম্বর রাত ৮ থেকে অনলাইন ভিত্তিক জুম অ্যাপের মাধ্যমে
বার-কাউন্সিল এনরোলমেন্ট বিষয়ক সেমিনারটির অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। যেহেতু ১০০ জন এর বেশি জয়েন্ট করতে পারবেন না সুতরাং আপনি যদি সেমিনারটিতে অংশগ্রহণ করতে চান এবং আপনার পরীক্ষার সহায়ক হিসেবে দিকনির্দেশনা মূলক মূল্যবান তথ্যগুলো পেতে চান। তাহলে যথা সময় লিঙ্কে প্রবেশ করুন। সেমিনারটি শুরু হওয়ার আধা ঘন্টা আগে জুম লিংক গ্রুপে দেওয়া হবে।

⛔আপনি সেমিনারটিতে কেন অংশগ্রহণ করবেন??

১। বার কাউন্সিল পরীক্ষা বিষয়ক বিস্তারিত জানতে পারবেন।

২।প্রস্তুতি কিভাবে শুরু করবেন। এবং কিভাবে প্রস্তুতি নিলে অল্প সময়ের মধ্যে একটি গোছানো প্রস্তুতি হবে।

৩। পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো পড়া জরুরী এবং কোন কোন বিষয়গুলো বাদ দিতে হবে।

৪।পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং খাতার প্রেজেন্টেশন কেমন হবে। ইত্যাদি বিষয়।

✅সেমিনারটি পরিচালনা করবেন অ্যাডভোকেট মাহিয়া মেহজাবিন রিফা ( ঢাকা জজ কোট)

❤️ ধন্যবাদ সবাইকে ❤️

06/10/2024

আসসালামু আলাইকুম !!

Mokbul Law Academy আয়োজিত রবিবার আলোচনার বিষয়:
সুনিদিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
(এমসিকিউ ও লিখিত ক্লাস )

তারিখ : ০৬/১০/২০২৪

বার: রবিবার

সময় : রাত ০৭:০০ঘটিকায়।

👉 রবিবারের ক্লাস লিং
meet.google.com/rpy-dmfu-grg

মেন্টর :

অ্যাডভোকেট মাহিয়া মেহজাবিন রিফা,

জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।

সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায়

জনাব মোঃ মকবুল হোসেন,

প্রতিষ্ঠাতা পরিচালক,

সার্বিক সহযোগিতায়:
মোঃ আব্দুল মুছাব্বির অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, সিলেট।

Makbul Law Academy

আসসালামু আলাইকুম !!  Mokbul Law Academy আয়োজিত রবিবার আলোচনার বিষয়: সুনিদিষ্ট প্রতিকার আইন ১৮৭৭(এমসিকিউ ও লিখিত ক্লাস ) ...
05/10/2024

আসসালামু আলাইকুম !!

Mokbul Law Academy আয়োজিত রবিবার আলোচনার বিষয়:
সুনিদিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
(এমসিকিউ ও লিখিত ক্লাস )

তারিখ : ০৬/১০/২০২৪

বার: রবিবার

সময় : রাত ০৭:০০ঘটিকায়।

👉 রবিবারের ক্লাস লিং
meet.google.com/rpy-dmfu-grg

মেন্টর :

অ্যাডভোকেট মাহিয়া মেহজাবিন রিফা,

জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।

সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায়

জনাব মোঃ মকবুল হোসেন,

প্রতিষ্ঠাতা পরিচালক,

সার্বিক সহযোগিতায়:
মোঃ আব্দুল মুছাব্বির অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, সিলেট।

Makbul Law Academy

13/06/2024

ভুল করে কেউ এভারেস্ট জয় করে ফেলে না। আন্দাজে দাগায় কেউ বিসিএস এ টিকে যায় না। হুট্ করে কেউ হায়ার স্টাডি এর স্কলারশিপ পেয়ে যায় না। দুই-তিন সপ্তাহ পড়ে কেউ ক্লাসে ফার্স্ট হয়ে যাবে না। কারণ প্রেস্টিজিয়াস কোন কিছুই সহজ না। সহজ কোন কিছুই প্রেস্টিজিয়াস না।

সেজন্যই লাইফটাকে সিরিয়াসলি চেইঞ্জ করতে চাইলে, লাইফের একটা সময়, প্রেস্টিজিয়াস একটা গোল সেট করে পাগলা কুত্তার মতো খাটতে হবে। সবকিছু থেকে নিজেকে ডিসকানেক্ট করে বন্ধ ঘরে সাধনা চালাতে হবে। হিট মুভি, হট নিউজ, ফাটাফাটি খেলা, কাটাকাটি ভাইরাল, এগুলা এক একটা ডিস্ট্রাকশন। টার্গেট এচিভ না হওয়া পর্যন্ত এগুলাকে কন্ট্রোল করতে হবে, ইগনোর করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে একরোখা হতে হবে। ক্রেজি লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে।
যেদিন ফল খাইতে চাইবে, সেইদিন মাটিতে বীজ লাগালে কাজ হবে না। কারণ একরাতে বীজ থেকে গাছ হয়ে ফল দিবে না। একরাতে কেউ বিগিনার লেভেল থেকে এক্সপার্ট হয়ে যাবে না। আধা বেলা গুঁতা মেরে, একটা জিনিসে ভালো হয়ে যেতে পারবে না। কোন কিছুতে ভালো হতে হলে: লেগে থাকতে হবে। সাধনা করতে হবে। এফোর্ট দিতে হবে। লাইফে গ্যাঞ্জাম, ঝামেলা, সমস্যা আসবেই। হুট করে ইস্যু এসে হিসু করে দিবেই। সেগুলাকে ম্যানেজ করে, পাশ কাটিয়ে, সম্ভব হলে ইগনোর করে নিজের টার্গেটে এফোর্ট দিতে পারলেই-- একটা সময় পর: কম হোক, বেশি হোক: কিছু না কিছু একটা হবে।
এইটা সারা জীবন এর ফর্মুলা না। সারাজীবন, ক্রেজি লেভেলের হার্ডওয়ার্ক চালিয়ে যাওয়া পসিবল না। তবে, জাস্ট ছয়টা মাস বা একটা বছর এ নিজের ভার্সন আপগ্রেড করার জন্য, নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তী মিশন/টার্গেট/ড্রিমটা এচিভ করার জন্য--কিছুদিন ক্রেজি হতেই হবে। কারণ, টপক্লাস এফোর্ট না দিলে, টপক্লাস এচিভমেন্ট আসবে না। সারা জীবন অন্যের গোল দেয়া কিংবা অন্যদের গোল খাওয়া সেলিব্রেট করে নিজের পেট ভরবে না। নিজের এচিভমেন্ট সেলিব্রেট করতে চাইলে: প্রথমে এফোর্ট, তারপর এচিভমেন্ট, এরপর এনজয়।
সেজন্যই লাইফের ছোট একটা সময়- প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তের জন্য খুঁতখুঁতে হতে হবে। সিলেক্টিভ হতে হবে। লাইফে এন্টারটেইনমেন্ট, ফ্রেন্ডশিপ, আড্ডা, সিনেমা, খেলা দেখার দরকার আছে। তবে এগুলা কখনোই তোমার লাইফের ৮০% বা ১০০% হতে পারে না। তাহলে লাইফের ৮০% টার্গেটই এচিভ হবে না। কারণ তুমি তোমার ফিউচারকে যেভাবে ইগনোর করবে, প্রোকাস্টিনেট করবে, পাশ কাটাবে। তোমার ফিউচারও তোমাকে একজাক্টলি সেভাবে ফাঁকি দিয়ে অন্যের ঘাড়ে ঝুলে পড়বে।

If you want to shine like a sun, first burn like a sun.-- A. P. J. Abdul Kalam

Bangla for bcs & bjs
10/06/2024

Bangla for bcs & bjs

GK for bcs & bjs
10/06/2024

GK for bcs & bjs

myself  - সম্পর্কে ১৯ টি পদ্ধতি দেওয়া হল শেয়ার দিয়ে রাখতে পারেন পরীক্ষার ভাইবাতে কাজে লাগবে।
01/06/2024

myself - সম্পর্কে ১৯ টি পদ্ধতি দেওয়া হল শেয়ার দিয়ে রাখতে পারেন পরীক্ষার ভাইবাতে কাজে লাগবে।

29/05/2024
24/05/2024

must watch 🌈

20/05/2024

আসসালামু আলাইকুম !!

অ্যাডভোকেট মাহিয়া মেহেজাবীন রিফা কর্তৃক আয়োজিত সোমবার এর আলোচনার বিষয়:
ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ (প্রিলিমিনারি ও লিখিত)

তারিখ : ২০/০৫/২০২৪

বার: সোমবার
সময় : রাত ০৮ : 00 টা

👉 সোমবারের ক্লাস লিংক:
http://meet.google.com/uqx-yjhy-vys

মেন্টর :

অ্যাডভোকেট মাহিয়া মেহজাবীন রিফা,
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।

☘️ফ্রি ক্লাস✏️
18/05/2024

☘️ফ্রি ক্লাস✏️

বিসিএস বাংলা
15/05/2024

বিসিএস
বাংলা

✅✅ বাংলার প্রাচীন জনপদসমূহ✔️✔️১. পুণ্ড্রঃবৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।প্রাচীন বাংলার জনপদগু...
11/05/2024

✅✅ বাংলার প্রাচীন জনপদসমূহ✔️✔️
১. পুণ্ড্রঃ
বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।
প্রাচীন বাংলার জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে পুন্ড্র। বলা হয় যে, পুন্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
বর্তমান বগুড়া, রংপুর, ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল।পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন।
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খােদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।
২. বরেন্দ্ৰঃ
,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ।
বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়।
এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয়, পুরো একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।
৩. বঙ্গঃ
ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল)।
‘বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ’ বলে একটি জাতি বাস করতাে। তাই জনপদটি পরিচিত হয় ‘বঙ্গ’ নামে।
প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়—একটি বিক্রমপুর, আর অন্যটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনাে জায়গার অস্তিত্ব নেই।
ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভুমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। ‘বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।
৪. গৌড়ঃ
মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ।।
গৌড়’ নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়।
সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়ের রাজ বলা হতাে। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতাে।
৫. সমতটঃ
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মােহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতাে সমতট।
কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।
৬. রাঢ়ঃ পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর জেলা।
৭. হরকূল বা হরিকেলঃ
চট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট। সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।
৮. চন্দ্ৰদ্বীপঃ
বরিশাল, বিক্ৰমপু্‌র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল।
প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলাে চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
৯. সপ্তগাঁওঃ খুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল।
১০. তাম্ৰলিপ্তঃ
মেদিনীপুর জেলা। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।
১১. রূহ্ম/ আরাকানঃ কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল।
১২. সূহ্মঃ গঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ, আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল।
১৩. বিক্রমপুরঃ মুন্সীগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল।
১৪. বাকেরগঞ্জঃ বরিশাল, খুলনা, বাগেরহাট।

যথা সময়ে ক্লাস লিংক পেতে এই পেজে চোখ রাখুন  🌈
06/05/2024

যথা সময়ে ক্লাস লিংক পেতে এই পেজে চোখ রাখুন 🌈

হবু জজ সাহেবদের জন্য শুভকামনা রইল ❤️
02/05/2024

হবু জজ সাহেবদের জন্য শুভকামনা রইল ❤️

বাংলা সাহিত্যে #উপাধি ও ছদ্মনাম
24/04/2024

বাংলা সাহিত্যে
#উপাধি ও ছদ্মনাম

Bcs & Bjs (কমন উপযোগী ৩৫০ টি বাংলা প্রশ্ন)
24/04/2024

Bcs & Bjs (কমন উপযোগী ৩৫০ টি বাংলা প্রশ্ন)

Address

Narayanganj
1400

Telephone

+81600293012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Mahiya Mehjabin Rifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Mahiya Mehjabin Rifa:

Videos

Share