চড়ুইভাতির সংসার

চড়ুইভাতির সংসার -ঘুনে খাওয়া টিনের ঘরে, উইপোকা রা বাসা বেঁধেছে কোনো মতে ছোট্ট এক চড়ুই এসে তার সংসার সাজিয়েছে।🎥👪

-সব ভালোবাসা এক ফ্রেমে!😋✨চড়ুইভাতির সংসার 🎥
01/12/2023

-সব ভালোবাসা এক ফ্রেমে!😋✨
চড়ুইভাতির সংসার 🎥

ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গিয়ে 'সব ঠিক আছে' ভান করে চলা টা আসলেই অনেক কঠিন! আপনি জানেন আপনার কিছুই ঠিক নাই,তবুও আপনার এমন ...
30/11/2023

ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গিয়ে 'সব ঠিক আছে' ভান করে চলা টা আসলেই অনেক কঠিন! আপনি জানেন আপনার কিছুই ঠিক নাই,তবুও আপনার এমন ভাবেই চলতে হবে যাতে সবাই ভাবে আপনার কিছুই হয় নাই,সব ঠিক আছে!

হাসিমুখে কথা বলতে হবে, সবাই কে দেখাতে হবে যে আপনি ভালো আছেন। সবাই আপনার 'ভালো' থাকাটাই দেখে কারন আপনি খুব সুন্দর 'অভিনয়' পারেন৷ 'ভালো থাকার অভিনয়'

এইটা দিনের পর দিন করে যাওয়া টা আসলেই অনেক কষ্টকর! একটা সময় থেমে যেতে ইচ্ছে করে,বলে দিতে ইচ্ছে করে 'আমি আসলে ভালো নেই! শেষ হয়ে গেছি, ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি!'

কিন্তু বলা হয়না,বলা যায়নাও আসলে। বলে ফেললেই সমস্যা বাড়বে! মানুষ ভুল বুঝে,মানুষ ফেলে চলে যায়,নিজের মানসিক অবস্থার কথা জানানো যায় না,কেউ বুঝতেই চায় না।

ভিতরে ভিতরে শেষ হয়ে গিয়েও আমরা তাই সবাই কে দেখাই 'খুব জোশ আছি! জীবন সুন্দর!❤️

চড়ুইভাতির সংসার 🎥✨

-আমি ঠিকততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে কোনোকিছু পাওয়ার ইচ্ছা থাকে না!😊🥀চড়ুইভাতির সংসার 🎥✨
30/11/2023

-আমি ঠিক
ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে কোনোকিছু পাওয়ার ইচ্ছা থাকে না!😊🥀
চড়ুইভাতির সংসার 🎥✨

-টাকার ফ্যাক্টরি দিয়েছি নিবা নিবা,মাএ ২০৳!🫤✨
30/11/2023

-টাকার ফ্যাক্টরি দিয়েছি নিবা নিবা,মাএ ২০৳!🫤✨


28/11/2023

-বিড়াল সঙ্গী এখন পাশের বাড়ি ঘুরঘুর করে,তাই কুকুর ছানা এখন তার বন্ধু!🤷🐻


প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান !!তাকে মন ও মননে বড়ো হতে শেখান ..তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,...
27/11/2023

প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান !!
তাকে মন ও মননে বড়ো হতে শেখান ..

তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন, দামী জিনিসপত্র কিনে দেন .. এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন ..

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন ..
'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন ..

তাকে বলেন, যেকোন কাজ সম্মানের .. শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয় .. চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই ..
নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন ..

তাকে বলেন,এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না .. পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে ..
প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন .. দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয় ..

প্লিজ, বাচ্চাদের অভাব শিখাবেন না ..
অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না ..
এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে ..
খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না ..
টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না ..
অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা ..

যে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক ..
এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন ..

সংগৃহীত✍️

-হ্যাঁ🫠✨
25/11/2023

-হ্যাঁ🫠✨

-মনার ছোট্ট বেলার সব ছবি গুলো ক্যামেরা বন্দি করে,এবার তা তুলে নিলাম Sending Moment থেকে মাশাআল্লাহ কী কিউট যে লাগতেছে ছব...
23/11/2023

-মনার ছোট্ট বেলার সব ছবি গুলো ক্যামেরা বন্দি করে,এবার তা তুলে নিলাম Sending Moment থেকে মাশাআল্লাহ কী কিউট যে লাগতেছে ছবি গুলো!সেই দিন গুলো ভাবলেই ইমোশনাল হয়ে যাই,আমার বাবা টা কতো বড় হয়ে গেছে! বারাকাল্লাহুফিহ্!🖤🥹


Follow Page- Ayesha's Lifestyle 🎥🥵

-কাজিন এর হলুদ সন্ধ্যা💛সবাই একসাথে হলুদ রং এর শাড়ী তে সরষে ফুল সেজেঁ!🔥🌼Visit Page- Ayesha's Lifestyle 🎥
18/11/2023

-কাজিন এর হলুদ সন্ধ্যা💛
সবাই একসাথে হলুদ রং এর শাড়ী তে সরষে ফুল সেজেঁ!🔥🌼
Visit Page- Ayesha's Lifestyle 🎥

মনে রেখো,কাটার আঘাত যতই তীব্র হোক তা সাময়িক কিন্তু,কথার আঘাত হৃদয়ে গাঁথলে জন্ম দাগের মতোকবর পর্যন্ত বহন করতে হয়...-সাদা ...
18/11/2023

মনে রেখো,
কাটার আঘাত যতই তীব্র হোক তা সাময়িক কিন্তু,
কথার আঘাত হৃদয়ে গাঁথলে জন্ম দাগের মতো
কবর পর্যন্ত বহন করতে হয়...

-সাদা জবা🤍
Visit Page- Ayesha's Lifestyle 🎥

-সাদা গোলাপ এর চাইতে সুন্দর আর কী হতে পারে!🥺🤍Visit Page- Ayesha's Lifestyle 🎥
13/11/2023

-সাদা গোলাপ এর চাইতে সুন্দর আর কী হতে পারে!🥺🤍
Visit Page- Ayesha's Lifestyle 🎥

12/11/2023

-মানুষ চেনার নের সুত্র ছিল না জানা'তাইতো প্রতিবার মনটাকে ভী'ষণ জ'খ'ম করল তারা!'🌸💔


Ayesha's Lifestyle 🎥

11/11/2023

- Behind the photo🤣✨


Visit Page- Ayesha's Lifestyle

-সন্ধ্যার নাস্তা;আলুর দম,মুগ ডাল,তুন্দুরুটি!🌸✨
09/11/2023

-সন্ধ্যার নাস্তা;
আলুর দম,মুগ ডাল,তুন্দুরুটি!🌸✨


-খাম্মিহ্ রে আরবী পড়াইতে বসছিলাম,পাড়ে না পড়ে মে*রে দি*ছি!😁✨     🦋✨
07/11/2023

-খাম্মিহ্ রে আরবী পড়াইতে বসছিলাম,পাড়ে না পড়ে মে*রে দি*ছি!😁✨


🦋✨

07/11/2023

- Araf's Birthday Vlog🔥😍


Visit Page- Ayesha's Lifestyle 🎥✨

- সুখে থাকতে সবাই চায়, কিন্তু সুখ আর কয়জন এই বা পায়!💚✨Visit Page- Ayesha's Lifestyle 🎥
04/11/2023

- সুখে থাকতে সবাই চায়, কিন্তু সুখ আর কয়জন এই বা পায়!💚✨


Visit Page- Ayesha's Lifestyle 🎥

-Araf's Birthday party🎂🎉Visit Page- Ayesha's Lifestyle 🎥
31/10/2023

-Araf's Birthday party🎂🎉


Visit Page- Ayesha's Lifestyle 🎥

-রং ঢং🎊🤦🏻Visit Page- Ayesha's Lifestyle 🎥
29/10/2023

-রং ঢং🎊🤦🏻


Visit Page- Ayesha's Lifestyle 🎥

-Araf's Birthday Mehendi night-02🌿🌼Visit Page- Ayesha's Lifestyle 🎥
29/10/2023

-Araf's Birthday Mehendi night-02🌿🌼


Visit Page- Ayesha's Lifestyle 🎥

-Araf's Birthday Mehendi night🌿🌼Visit Page- Ayesha's Lifestyle 🎥
28/10/2023

-Araf's Birthday Mehendi night🌿🌼


Visit Page- Ayesha's Lifestyle 🎥

-তারপর!মাএ শুরু হলো তাকে নিয়ে আসছে সারপ্রাইজ...😍🫶 💇
24/10/2023

-তারপর!
মাএ শুরু হলো তাকে নিয়ে আসছে সারপ্রাইজ...😍🫶


💇

-জানালায় রেখে যাবো একটি বিনিদ্র চোখ, যে-চোখ আকাশ দ্যাখে, মানুষের স্বভাব দেখে!🖤🌸Visit - Ayesha's Lifestyle 🎥
18/10/2023

-জানালায় রেখে যাবো একটি বিনিদ্র চোখ, যে-চোখ আকাশ দ্যাখে, মানুষের স্বভাব দেখে!🖤🌸


Visit - Ayesha's Lifestyle 🎥

17/10/2023

-💔✨

একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে। একদিন আর কা'ন্না পাবে না, অসহায় লাগবে না, হাহাকার জাগবে না৷ সেইদিন হাতে থাকা কাপ কিংবা গ্লা...
15/10/2023

একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে। একদিন আর কা'ন্না পাবে না, অসহায় লাগবে না, হাহাকার জাগবে না৷ সেইদিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রে'ড ওয়াইনে চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ার কথাই ছিল!

- শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে এবং আপনি সেদিনও ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে, যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা ভালো আছে, ভালো ছিল, ভালোই থাকবে। মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন!🙂🥀

Ayesha's Lifestyle 🎥

এইযে এতো দৌড়াদৌড়ি, পরিশ্রম, কষ্ট, স্যাক্রিফাইস, চেষ্টা একদিন সব কিছুতে ক্লান্তি চলে আসবে। বয়স শেষ হয়ে আসবে। স্বপ্ন যা পূ...
15/10/2023

এইযে এতো দৌড়াদৌড়ি, পরিশ্রম, কষ্ট, স্যাক্রিফাইস, চেষ্টা একদিন সব কিছুতে ক্লান্তি চলে আসবে। বয়স শেষ হয়ে আসবে। স্বপ্ন যা পূরনের জন্য মাঠে নেমেছিলাম তাও হয়তো পূরন হয়ে আসবে। এরপর একদিন এই সব পরিশ্রমের কথা চিন্তা করে কিছুক্ষন কান্নাকাটি করে নিজেকে আজ থেকে মুক্ত মনে করে চোখের পানি মুছে স্বস্তির নিঃশ্বাস নিতে যাবো ওমনি তেই কে যেনো দরজায় কড়া নেড়ে বলবে 'চল সময় হয়ে গেছে, অনেক তো করলি দুনিয়াদারী'।
আসলে মানুষ বাচেই মরার জন্য !! ♡︎

সংগৃহীত ✍️

-স্বপ্ন আমার,পূরণ করার দ্বায়িত্ব আমার।💗🔥
14/10/2023

-স্বপ্ন আমার,পূরণ করার দ্বায়িত্ব আমার।💗🔥

-মাতৃত্ব সুন্দর,কিন্তু মা হওয়া এতো সহজ না!🤱তাম!তাম! করতে করতে মায়ের দুধ পান করা হুট করে কামড় দিয়ে স্থান টা রক্তাক্ত ...
12/10/2023

-মাতৃত্ব সুন্দর,
কিন্তু মা হওয়া এতো সহজ না!🤱

তাম!তাম! করতে করতে মায়ের দুধ পান করা হুট করে কামড় দিয়ে স্থান টা রক্তাক্ত করে দেওয়া মায়ের চিৎকার দেখে হেসে দেওয়া বাচ্চাটা একটা সময় মনে রাখবে না তার মা তার জন্য কতো ক্ষত বিক্ষত চিহ্ন লুকিয়ে তার যত্ন নিয়েছে।একা ঘরে সেই ব্যাথায় কতোটা অঝোরে কান্না করেছে।কখনো অনুভব করতে পারবে না,মায়েরা আসলে কতোটা ধৈর্য্য ধারণ করে প্রকৃত মা হতে। তবুও সব শেষে মা এদের দোষ এর শেষ থাকে না।🔪😊

Ayesha Shikder ✍️

-একটা ছোট্ট সংসার এর স্বপ্ন আমি ও দেখতাম/কী বলছি এখনো দেখি। কিন্তু আমি জানি এটা কখনো পূরণ হবে না আমার।আবার হতে ও পারে ইন...
12/10/2023

-একটা ছোট্ট সংসার এর স্বপ্ন আমি ও দেখতাম/কী বলছি এখনো দেখি। কিন্তু আমি জানি এটা কখনো পূরণ হবে না আমার।আবার হতে ও পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চান।কারন মেয়েদের নিজের বলে বাড়ি হয় না কথা টা ভুল এখন বুঝি,যখন প্রথম শ্বাশুড়ি আম্মুর তিলে তিলে গড়ে তোলা ছোট্ট সংসার এর এতো সুন্দর সুন্দর স্মৃতি মোহের জিনিস গুলো বর্তমান শ্বাশুড়ি বরাবরই বলেন আমার,আমার ঘর আমার এটা, আমার ওটা,আমরা মুখে বলি শ্বশুরবাড়ি,নানাবাড়ি,দাদাবাড়ি,মামাবাড়ি,চাচাবাড়ি কিন্তু এই বাড়ি গুলো আসলে আমাদের নানী,মামী,চাচী দের হয়।কারন তারা না থাকলে এতো সুন্দর এতো পরিপাটি একটি ঘর হতো না।এটা কখনো মামা,নানা রা সুন্দর করে পরিপাটি করে রাখতে পারতো না।তাই আমি এখন বুঝি আসলে ঘর টা মেয়েদের এই হয়‌।😌🤍

কিন্তু আমার কখনো হবে না,এটাও আমি জানি।🥀

Ayesha Shikder ✍️

-আমার দুষ্ট মানিক সবসময় দুষ্টুমি তেই মেতে থাকে!🥺🦋     🎥
04/10/2023

-আমার দুষ্ট মানিক সবসময় দুষ্টুমি তেই মেতে থাকে!🥺🦋


🎥

-দেখতে দেখতে আমার ছোট্ট বাজপাখি টাহ্ র বড় হয়ে যাচ্ছে! মাশাআল্লাহ!🥺💖বারাকাল্লাহুফিহ্🤍🍀
03/10/2023

-দেখতে দেখতে আমার ছোট্ট বাজপাখি টাহ্ র বড় হয়ে যাচ্ছে! মাশাআল্লাহ!🥺💖

বারাকাল্লাহুফিহ্🤍🍀

-একটা সম্পর্ক সুন্দরভাবে;শেষ করাটাও ম্যাচিউরিটির লক্ষণ!🖤-কোনো এক সময় হয়তো;সবকিছু মিল ছিলো!গানের প্লে লিস্ট থেকে শুরু করে...
02/10/2023

-একটা সম্পর্ক সুন্দরভাবে;
শেষ করাটাও ম্যাচিউরিটির লক্ষণ!🖤

-কোনো এক সময় হয়তো;সবকিছু মিল ছিলো!গানের প্লে লিস্ট থেকে শুরু করে ফুচকার ঝালের মাত্রা;সব কিছুতেই মিল খুঁজে পাচ্ছিলেন!হঠাৎ বুঝতে পারলেন;আপনি বা আপনারা পরিবর্তিত হচ্ছেন!মানুষ মরে গেলে পঁচে যায়;বেঁচে থাকলে বদলায় এটা অমোঘ সত্য!এটা মেনে নিতে পারলে;জীবনটা কম জটিল হবে!ছেড়ে দেওয়াটা যাওয়াটা সবাই সুন্দরভাবে করতে পারেনা;পরস্পরের প্রতি সম্মান রেখে!ভালোবাসা দিয়ে রেখেও পরিস্থিতি বিবেচনায় সম্পর্কের সুতো ছেড়ে দিতে জানতে হয়! আমরা বিচ্ছেদকে নোংরা করতে পারদর্শী;একসময়ের ভালোবাসাকে ঘৃণায় রূপান্তর করার কাজে আমরা বেশ দক্ষ! সম্পর্কে তীব্রতা থাকবে তবে;ঘৃণার তীব্রতা দিয়ে!🌼🖤

-যদি এক সময়ের ভালোবাসাকে;ঢেকে দেই তবে সুন্দর স্মৃতিগুলো আঘাতে জর্জরিত হবে নিদারুন ভাবে!সুন্দর স্মৃতি কষ্ট দেয়;এটা যেমন সত্যি তেমনি সেই সুন্দরতর স্মৃতিগুলো নিয়ে!আক্ষেপ করাটা আরও বেশি কষ্টের;স্মৃতি হলো আচারের মতো!একটু একটু করে বয়াম থেকে নিয়ে খাওয়ার মতো;এ জায়গায় আক্ষেপের কোনই দরকার নেই!❌🙂

-বহু বছর পর যখন দেখা হবে তখন হেসে-" কেমন আছো "-.!? জিজ্ঞেস করার মতো পরিস্থিতি থাকলে তবেই বুঝতে পারবেন ছেড়ে আসাটাও কতটা সম্মানের ছিলো!💔🔥

ি:-আব্বু_আম্মু👩‍❤️‍👨

Ayesha Shikder ✍️

তার ছোট্ট কালের Attitude যা এখন বর্তমান এ পানি🔥💦      🥵💥
01/10/2023

তার ছোট্ট কালের Attitude যা এখন বর্তমান এ পানি🔥💦

🥵💥

-আসো বাবা আমরা ছবি তুলি!💋নাহ🤬চলো জাইগা,চলো চলো চলো!😫
30/09/2023

-আসো বাবা আমরা ছবি তুলি!💋
নাহ🤬
চলো জাইগা,চলো চলো চলো!😫

-স্টুডেন্ট লাইফে!সকালে একটা চা & রুটি খেয়ে কলেজে চলে যাওয়া!কলেজে দুই একটা ক্লাস করে আবার বেড়িয়ে বন্ধুদের সাথে চা খাও...
28/09/2023

-স্টুডেন্ট লাইফে!
সকালে একটা চা & রুটি খেয়ে কলেজে চলে যাওয়া!কলেজে দুই একটা ক্লাস করে আবার বেড়িয়ে বন্ধুদের সাথে চা খাওয়া!সেখান থেকে বেড়িয়ে টিউশন যাওয়া সেখানে ও নাস্তা হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টের মা এর হাতে বানানো চা খাওয়া! অতঃপর সন্ধ্যায় বাড়ি ফিরে আবার চা খাওয়া এরপর নিজের পড়া শেষ করা! বেঁচে যাওয়া চা আবার রাতে খাওয়ার পর খেয়ে ঘুমানো আমি!এখন সারদিন এ এক অতৃপ্তি নিয়ে দিনে একবার কিংবা দুইবার চা খাই!😅🥀

-আমি আমার জন্য কান্না করা মানুষ কে ও হারিয়ে যেতে দেখেছি!😅🥀
27/09/2023

-আমি আমার জন্য কান্না করা মানুষ কে ও হারিয়ে যেতে দেখেছি!😅🥀

27/09/2023

-হারিয়ে যাওয়ার সময় টা হারিয়ে গেছে!এখন যেটুকু বাকি আছে,তা দিয়ে__মাথা ব্যাথা,বুক ব্যাথা,আর টেনশন কেনা যাবে শুধু!😊🌸

27/09/2023

একদিন তুমি খুশিতে কেঁদে দিবে এবং বলবে ইয়া আল্লাহ আমি যা চেয়েছিলাম তার চেয়েও বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ!'🌸🖤

09/07/2023

-মানুষ টা কে আমি ভালোবেসেই বিয়ে করি,তবে ওই টা ই ছিলো আমার ভুল!আবার ভাগ্যের ও দোষ দেই, আল্লাহ যেখানে লেখেন আপু ওই খানেই তো হবে বলেন!তাই আর কি কোন এক উছিলায় হয়ে গেলো,চলছিলো দুই পরিবার না জানিয়ে ওর দু একজন পরিচিত বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করি!সব ঠিক ঠাক বিয়ের ছয় মাস এর মাথায় ওর চাকরি টা চলে যায়,আমি আমার বাড়ি তেই থাকতাম!তারপর আর কি আমার তো খরচ ওর দিতে হতো না, কিন্তু আমার বাসা থেকে বিয়ের খুব চাপ দিতো ও বলে দিতে বলতো কিন্তু আমি ভয় পেতাম!এরপর কোভিড-১৯ ও আরো ঘরে বসে যায়,আমার বিয়ের আলোচনা ও ধীরে ধীরে কমে ইন্টার দ্বিতীয় বর্ষে আমি টেষ্ট শেষ করি আমার বাসায় খুব চাপ দেয় এরপর ওর কথা বলি বাসার সবাই দেখে যাচাই করে আমায় ওর সাথে আবার বিয়ে দেয়!আপু প্রথম প্রথম সবটাই ভালো ছিলো হঠাৎ শ্বশুর বাড়ির লোকের পরিবর্তন কেমন যানো আদৌ আপু কেমন যেনো আমার সাহেব কোনো মতেই এই অন্যায় এর প্রতিবাদ করে না! মস্তিষ্কে মানসিক শান্তি নাই বললেই চলে!🙂

আপনার পোষ্ট গুলো ভালোলাগে তাই শেয়ার করলাম!💔

কলমেঃ- সংসার📌

#আয়েশা_আপু🖋️

02/07/2023

- মাঝে মাঝে আমার নিজের প্রতি অনেক রাগ লাগে।🙂💔কারন আমি অল্পতেই মানুষ কে বিশ্বাস করে ফেলি। অনেক কোমল হৃদয়ের, খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে মিশে যাই।আবার অল্পতেই খুব কষ্ট পেয়ে কেঁদে দেই।

কিছু মানুষ এটা দূর্বলতা ভেবে আমাকে তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। কিন্তু কেউ আবার একটু সুন্দর করে কথা বললেই আমি মোমের মতো গলে যাই।

মাঝে মধ্যেই নিজের প্রতি ধিক্কার আসে!কারন এরকম হওয়াতে অনেকেই বলে আমি এতো বোকা কেনো...!!

সত্যি বলতে এখন আর খারাপ লাগে না।কারন, আপনি যদি অতিরিক্ত আবেগ প্রবণ হোন অর্থাৎ কোমল হৃদয়ের হোন তাতে একেবারেই লজ্জিত হবেন না।এটা কোন দোষ নয়,একটা বিড়াট বড় গুণ। আবেগ নিসংকোচে প্রকাশ‌ করতে পারাটা ও একটা শক্তি।একটা ক্ষমতা যা সবার থাকে না।তাই গর্বের সঙ্গে আবেগ প্রকাশ করুন এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদার হৃদয় নিয়ে বাঁচুন!"❤️

"কোমল হৃদয়ের মানুষ গুলোর জন্য জাহান্নাম হারাম"!
-(মুসনাদে আহমদ-৩৯৩৮)🖋️

Address

Narayanganj
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when চড়ুইভাতির সংসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চড়ুইভাতির সংসার:

Videos

Share


Other Digital creator in Narayanganj

Show All

You may also like