Zafor Ahamad

Zafor Ahamad সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম,,,,,, আসসালামু আলাইকুম।
আমি জাফর আহমেদ!
অতি নগন্য একজন মানু।

11/04/2024

❝নেক কাজ করুন, হালাল খান। মানুষকে না ঠকিয়ে নেক পথে চলুন, অল্প দোয়াই যথেষ্ট হবে। যেমন- তরকারিতে সামান্য লবণ যথেষ্ট হয়।❞

হযরত আবু যর গিফারি (রা:)
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমিন।

10/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহি ওয়া বারাকাতুহ্

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো 💝💞

❝তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।❞
ঈদ মুবারক 💞
ঈদ মুবারক 💝
ঈদ মুবারক ❤️

09/04/2024

[আল বাকারাঃ আয়াত নং ৪১]

وَءَامِنُوا بِمَآ أَنزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُونُوٓا أَوَّلَ كَافِرٍۭ بِهِۦ ۖ وَلَا تَشْتَرُوا بِـَٔايٰتِى ثَمَنًا قَلِيلًا وَإِيّٰىَ فَاتَّقُونِ

অর্থঃ আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন কর, যা আমি অবতীর্ণ করেছি সত্যবক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুতঃ তোমরা তার প্রাথমিক অস্বীকারকারী হয়ো না আর আমার আয়াতের অল্প মূল্য দিও না। এবং আমার (আযাব) থেকে বাঁচ।

★★★ ★★★ ★★★

[আল বাকারাঃ আয়াত নং ৪২]

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبٰطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ

অর্থঃ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না।

★★★ ✪✪✪ ★★★

[আল বাকারাঃ আয়াত নং ৪৩]

وَأَقِيمُوا الصَّلٰوةَ وَءَاتُوا الزَّكٰوةَ وَارْكَعُوا مَعَ الرّٰكِعِينَ

অর্থঃ আর নামায কায়েম কর, যাকাত দান কর এবং নামাযে অবনত হও তাদের সাথে, যাঁরা অবনত হয়।

➤➤➤✪✪✪☞☞☞✪✪✪
লা- হাওলা ওয়ালা- ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ্
আল্লাহুম্মাগ ফিরলী আমিন।

08/04/2024

শুয়ে আর বসে ভালো লাগছে না.....
তাই আপনাদেরকেও বিরক্ত করতেছি!
আজকে নতুনভাবে একটা ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল খুললাম.....
পারলে সবাই লাইক, ফলো আর সাবস্ক্রাইব দিবেন💝😘

https://www.facebook.com/zaforbd24/

https://youtube.com/?si=qCaxuiLHSFMb-whA

06/04/2024

লা- হাওলা ওয়ালা- ক্বুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজ্বিম।।।

আল্লাহুম্মাগ ফিরলী.....
অসহায়ের একমাত্র সহায় রব্বুল আ'লামিন।
ইয়া রব্বুল আ'লামিন তুমিই আমার জন্য যথেষ্ট, তাই তুমি আমার সহায় হয়ে যাও আমিন।

31/03/2024

আসসালামু আলাইকুম......
একজন মুসলিমের অপর মুসলিম ভাইবোনের কাছে কিছু কিছু বিষয়ে হকদার.....
আর তারমধ্যে বেশ জোরালো হক হচ্ছে একজন মুসলমান অপরজন মুসলমানদের জন্য দোয়া করা ও পারতপক্ষে যদি তাঁর কাছে কোনভাবে দায়ী থাকে তাহলে ক্ষমা করে দেওয়া।।

আসল কথা হচ্ছে
হায়াত-মউত আল্লাহর হাতে
কার কখন এবং কোথায় ও কিভাবে মৃত্যু হবে....
তা আমরা কেউ জানি না!

আমি অধম, ইচ্ছা করে কখনো কারো ক্ষতি করিনি বা কারো হক মেরে খাইনি...... নিজের অজান্তেই যদি কারো সাথে এমন কিছু হয়ে থাকে বা করে থাকি,,,, তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন🙏

আর হচ্ছে, ঋণের বিষয় টা আমি না থাকলে, আমার ভাইবোন কিংবা বাবা-মা'র কাছে বললেই একটুখানি দেরিসেরিতে হলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ্

আগামীকাল সকালে....... আমার ওটি
পারলে আমার জন্য একটুখানি দোয়া করিয়েন।
আল্লাহ্ আমাদের সহায় হোক আমিন ছুম্মা আমিন।।।
আল্লাহ্ হাফিজ 😘💝

28/03/2024

[আল আ'লাঃ আয়াত নং ১৪]

قَدْ أَفْلَحَ مَن تَزَكّٰى

অর্থঃ নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়।

[আল আ'লাঃ আয়াত নং ১৫]

وَذَكَرَ اسْمَ رَبِّهِۦ فَصَلّٰى

অর্থঃ এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

[আল আ'লাঃ আয়াত নং ১৬]

بَلْ تُؤْثِرُونَ الْحَيٰوةَ الدُّنْيَا

অর্থঃ বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

[আল আ'লাঃ আয়াত নং ১৭]

وَالْاٰخِرَةُ خَيْرٌ وَأَبْقٰىٓ

অর্থঃ অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

[আল আ'লাঃ আয়াত নং ১৮]

إِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْأُولٰى

অর্থঃ এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

[আল আ'লাঃ আয়াত নং ১৯]

صُحُفِ إِبْرٰهِيمَ وَمُوسٰى

অর্থঃ ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

27/03/2024

দুনিয়া'টা হচ্ছে,,,,,,
ভাড়া বাড়ির মতো!
যতই সুন্দর করে সাজাই না কেন........
মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে।
তবুও আমাদের একটাই চাওয়া, আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে রাখেন নেক হায়াত দান করুন আর হায়াতের দিন ফুরিয়ে গেলে ঈমানদার মুসলমান হিসেবে মৃত্যু দান করিও
আল্লাহুম্মা আমিন ছুম্মা আমিন।

সবার কাছে আমার জন্য
দোয়ার দরখাস্ত রইলো...... আল্লাহ পাক যেনো দ্রুত আরোগ্য দান করেন 🤲😘

হে আল্লাহ্ আমার ভাগ্যে সুপ্রসন্ন(খুলে দিন)করে দিন...... আমিন ছুম্মা আমিন।।
24/03/2024

হে আল্লাহ্
আমার ভাগ্যে সুপ্রসন্ন(খুলে দিন)করে দিন...... আমিন ছুম্মা আমিন।।

16/03/2024

পুরুষ....
সফল হতে চায় মা-বাবার জন্য
!
কখনো সফল হতে চায় প্রিয়তমা কে পাওয়ার জন্য।
আবার কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য...
যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর
সময়ই থাকে না।
তাইতো বলা হয় পুরুষ বাঁচে কেবলই অন্যের জন্য।

শুভ রাত্রি 😘💝

12/03/2024

চোখের জিনা এতটাই ভয়াবহ যে,,,
মানুষ সিজদায় গেলেও তা চোখে অন্তরে বারবারই ভেসে ওঠে!
আস্তাগফিরুল্লাহ্
আল্লাহুম্মাগ ফিরলী আমিন।

10/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,,,,,
আমিন ছুম্মা আমিন ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
03/03/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

27/02/2024

আলহামদুলিল্লাহ্

"حاسبون الله ونعمال وكيل"  "হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"অর্থাৎআমার জন্য আমার আল্লাহই যথেষ্ট فَإِنَّ مَعَ الْعُسْرِ...
25/02/2024

"حاسبون الله ونعمال وكيل"
"হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"

অর্থাৎ
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
"ফা'ইন্না-মা'আল উসরি ইউসরা"
অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্থি।
(সুরা ইনশিরাহ,আয়াত ৫-৬)

আল্লাহুম্মাগ ফিরলী আমিন।।

Address

Narayanganj

Telephone

+8801625843234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zafor Ahamad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zafor Ahamad:

Share