04/11/2024
আমাকে মনে রাখে নি কেউ এই সব পচনশীল চিন্তা নিয়ে।
শিলা বৃষ্টির রাতে মদ্যপ রোমান্টিক কবি ৬০-৭০ বছর বয়সের ছোট্ট এই জীবনে একটা রাত তাহার সঙ্গী হতে চেয়েছি।
আমি কখনো সমঝোতা করিনি কারো যশ খ্যাতি কিংবা নতজানু প্রথার কাছে.!
সমঝোতা করেনি আমার পাপের সাথে যে পাপ আমাকে একদিন সুখি করেছিলো।
বাস স্টেশনের পাশে মরে পড়ে থাকা মানুষেরা বোধহয় জলে যাওয়ার আগে জল চেয়ে ছিলো খেতে কে জানে।
কখন ভাবনি জেনারেল এর বুট জুতা আর এম্বুলেন্স সাইলেন মিশ্রিত শব্দে ঘুমাতে যাইতে কাফন পুস্ততকারি।
আমি কখনো ভাবিনি দেখতে হবে অশ্রু সিক্ত দুইটি চোখ মুছে দেবার কোন হাত থাকবে না।
ICU বেডে চোখ বন্ধ হয়ে এলে একটা কথা কখন বলা হয়নি কখনো এইরকম একটা কথা বলাবার জন্য উদভ্রান্ত হয়ে নিজেকে আবিষ্কার করা অক্সিজেন মাত্রা এর কারাগারে।