Tolaram College Short Stories

Tolaram College Short Stories আপনার না বলা যেকোনো গল্প বলতে পারেন এখানে।
(3)

বাজি এমন হোক, সারাজীবন একসঙ্গে থাকার 🌻একটি  ছোট গল্প নং – ১২১৪
12/01/2024

বাজি এমন হোক, সারাজীবন একসঙ্গে থাকার 🌻

একটি
ছোট গল্প নং – ১২১৪

😶
11/01/2024

😶

দুইটা একসাথে হয় না, সম্ভব না।একটি  ছোট গল্প নং – ১২১৩
11/01/2024

দুইটা একসাথে হয় না, সম্ভব না।

একটি
ছোট গল্প নং – ১২১৩

😂😂😂একটি  ছোট গল্প নং – ১২১২
11/01/2024

😂😂😂

একটি
ছোট গল্প নং – ১২১২

10/01/2024

কি নামে সম্বোধন করা যায়?
নেই তো কিছু!
ছেড়ে যাওয়ার আগে ক্রমশ স্বাধীনতা এবং পরাধীনতার যে দীর্ঘ সমস্যা চলছিলো জীবনে তা থেকে কি মুক্তি পেয়েছো? পাবার ই কথা। এখন হয়তো আরাম করে বিকেলের ঝাপসা রোদ মাখো চোখে। এর ওর জন্মদিনে যেতে পারো অনায়াসে, রাস্তার পাশে পার্কের গেইটে বেশি টক কম ঝালে খেতে পারো পেট খারাপ করা ফুচকা। হয়তো পেয়েছো স্বাধীনচেতা কোন প্রেমিক। এক গুচ্ছ ফুল, পরনে শাড়ি, সে পাঞ্জাবী। তার হয়তো আমার মতো এত শাইনেস কাজ করেনা এসবে।

তোমার ছেড়ে যাওয়ার পর সব বদলে গেছে। বাবা মায়ের ঝগড়া বেড়েছে। ভালোবাসা কি এক অসুখ? কাছে থাকলেও সমস্যা, দূরে গেলে কেমন খালি খালি সব! তোমার যাওয়ার পর টিউশনটা হারালাম, সিগারেটের দাম বেড়েছে; কেউ কেউ ১৭ এর বদলে ১৮ টাকাও রাখে ১ টাকার কয়েন না থাকার অজুহাতে। এই ১ টাকা বেশি রাখলে মাসে কত থাকে তা ভাবতে ভাবতে সিগারেট শেষ হয়ে যায়, মনে পড়ে মেসের রুম ভাড়া, বুয়া বিল, কারেন্ট বিল সব আটকে গেছে। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি তো চলছেই। যেদিকে তাকাই ফের দ্বিতীয়বার আর তাকাতে ইচ্ছে করে না। শুধু তোমার চলে যাওয়ার থেকে চোখ সরাতে পারিনি। কবি যেমন বলেছেন, তোমার চলে যাওয়া এতোই সুন্দর, যে একবার দেখে ফেলেছে, কোনদিন চোখ ফেরাতে পারেনি। আমিও পারছি না। পারবো কবে? তুমি যেমন পারো? এমন পারো বলেই কি ছেড়ে গেলা?

মধ্যবিত্ত, বেকারত্ব আর তুমিহীনতা নামক এমন অভিশাপের এই জীবনে রাত হবার সঙ্গে সঙ্গেই নানাবিধ ভাবনা আসে। ক্ষয় হয়ে যাওয়া জুতা, মানিব্যাগ এর অবস্থার কথা নাই-বা বলি। ইস্ত্রি না করা শার্ট-প্যান্ট
মাস দুয়েক না কাটা উষ্কখুষ্ক চুলে কি বেমানান দেখায়! তবুও মাঝরাতে ডিম আর ভাত খেয়ে জীবনের প্রতি হুটহাট কি অদ্ভুত এক ব্যকুলতা আর মুগ্ধতা চলে আসে! এইসব মুগ্ধতা পেতে কাউকে ছেড়ে যেতে হয় না। এভাবেই হয়তো একদিন বাবার হাতের দিকে তাকিয়ে চমকে উঠবো। এত বয়সের ছাপ! এত কুঞ্চিত চামড়ার দল! কবে জমলো এসব! অথবা একদিন সকাল বেলা জানালাটা খুলে দেখবো বয়স হয়ে গেছে! নরম মোমের মতন গলে যাবে সব দিন, শুধু তোমাকে ভোলা হবে না।

তোমার চলে যাওয়ার পর আমার কি কি হইছে বা হবে তা তুমি জানো না বলেই ভীষণ ভালো আছো। যেমন বলেছিলে অনেক ভালো থাকবা, এতো ভালো থাকায় বিরক্তি আসে না? একটু হাসির জীবন যদি আমি ডিজার্ভ না করি, চোখে জল না আসার মতো জীবন তুমিও কিভাবে ডিজার্ভ করো? করোনা বোধয়। তবুও তো ভালো আছো, থাকো।

ইতি......

একদম ❤️একটি  ছোট গল্প নং – ১২১১
10/01/2024

একদম ❤️

একটি
ছোট গল্প নং – ১২১১

ম্যাটার ই করে না....একটি  ছোট গল্প নং – ১২১০
10/01/2024

ম্যাটার ই করে না....

একটি
ছোট গল্প নং – ১২১০

😶ছবি— সিফাত।
10/01/2024

😶

ছবি— সিফাত।

10/01/2024

খোলা চিঠি

তোলারাম কলেজ পড়া টা অনেকটাই ইচ্ছের কারণে পড়া শুরু করা ১৮সালে পা রাখা সেই ক্যাম্পাসটায় বদলে যেতে দেখেছি অনেক কিছু,দেখেছি কত নতুন মুখ নতুন অভিজ্ঞতা, পেয়েছি সুখময় রোমাঞ্চকর অনুভূতিও বটেও,,,কিন্তু স্থায়ী যে অনুভূতি কলেজেে পড়ার সুবাদে পেয়েছি সেইটা ছিলো ২০১৯ এ পাশ্ববর্তী কলেজের সুবাধে এমনই কোনো শীতের হালকা কুয়াশা ভেজা সকালে দেখতে পাওয়া সেই অপরিচিত রমনি থেকে চিরচেনা রূপ নেওয়া এরপর থেকে বন্ধুত্ব এরপর থেকে প্রনয় হওয়ার যেই ব্যাপারটা। ক্যাম্পাস টা সেই বন্ধুত্ব প্রনয়ের ভালোবাসার ৬ বছর সুখময় সৃতি বয়ে চলার অনুভূতি দিচ্ছে পড়ার সুবাধে এখনো স্নাতক এখানেই চলছে সে মনের মিলের সাথে সাথে ডিপার্টমেন্টেরও একটা যোগসূত্র হয়ে গিয়েছে (প্রাণীবিজ্ঞানে + উদ্ভিবিজ্ঞানে)। বিশেষ এই সময়টাতে তোমার জন্য কিছু কথা

প্রিয় মিতু,

কিছু কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।

আমার সারাটা দিনই দেখি যে
তোমার কাছে থাকে অনাদৃত,
তুমি যেন সদা অধরা তুমি যে
রয়ে যাও সর্বদা চির অনধিকৃত ।

বসন্ত গুলো চলে যায়
উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার
শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ন গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।

তুমি পাশে থাকলে আজীবন রিফিউজি বইনা যামু। তবুও তোমারেই চাই,অনেক বেশি চাই, বারেবারে চাই। তোমারে পাইয়া গেলে নজরুলের মতো চিৎকার কইরা বলমু," আজ খুলিয়া গিয়াছে মোর বাধ"।



উদ্ভিদবিজ্ঞান ডিপার্টমেন্ট
সেশনঃ ২০-২১

মাস্টার্স শেষ হওয়াই মেইন কথা 😒একটি  ছোট গল্প নং – ১২০৯
10/01/2024

মাস্টার্স শেষ হওয়াই মেইন কথা 😒

একটি
ছোট গল্প নং – ১২০৯

ব্রেন আর হার্টের এই সংঘর্ষ আজীবন চলমান 😢একটি  ছোট গল্প নং – ১২০৮
09/01/2024

ব্রেন আর হার্টের এই সংঘর্ষ আজীবন চলমান 😢

একটি
ছোট গল্প নং – ১২০৮

বাহ ❤️একটি  ছোট গল্প নং – ১২০৭
09/01/2024

বাহ ❤️

একটি
ছোট গল্প নং – ১২০৭

09/01/2024

প্রিয়,
আপনাকে প্রথম দেখেছি হিসাববিজ্ঞান ডিপার্টমেন্ট এর প্রথম ক্লাসে। আপনাকে দেখেই জীবনের হিসাবে গড়মিল লেগে গিয়েছিলো। ক্লাস শেষে অনেক খুজেছি আপনাকে কোথাও না পেয়ে হতাশা নিয়েই বাসায় ফিরেছি। কিন্তু কোচিং ক্লাসে গিয়ে দেখি আপনি সেখানে। মনে হচ্ছিল সৃষ্টিকর্তা কি আমার না বলা চাওয়া শুনে ফেললেন? সাহস জোগাড় করে আপনার নাম জিজ্ঞাসা করেছিলাম। আপনিও হেসে নাম বলেছিলেন। শুরু হলো এভাবেই আমাদের কথাবার্তা। তারপর আপনার প্রেমে পরে গেলাম কিভাবে যেনো! খুব সাহস নিয়ে বল্লাম যে আমাকে ভালোবাসি আপনি মেনে ও নিলেন। আপনাকে পাওয়ার জন্য কত কিছু করলাম। শত শত চাকরির পরীক্ষা দিয়ে পেয়েও গেলাম বিমান বাহিনীর অফিসার এর চাকরি। কিন্তু আপনি বললেন আমি চলে গেলে আপনি নাকি থাকতে পারবেন না! ছেড়ে দিলাম আপনার জন্য চাকরি, আকাশে উড়ার স্বপ্ন ছেড়ে আপনাকে নিয়ে থাকার স্বপ্ন বুনলাম। ভালোবেসেছিলেন এমন ভাবে যে সব কিছু ছাড়তে রাজী ছিলাম। আপনার ভালোবাসার কাছে নিজের সব চেষ্টা তুচ্ছ ও ফিকে মনে হতো। আপনি অনেকবার বলতেন আমাকে নাকি কখনোই ছেড়ে যাবেন না।কিন্তু আপনার ভালোবাসা পাওয়া আমার কপালে দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ করেই আপনার সাথে সব যোগাযোগ বন্ধ হলো। আপনাকে ফোন দিলাম কয়েক হাজার বার ফোন বন্ধই বললো শুধু। এভাবেই পার হলো ঠিক আড়াই বছর।

হঠাৎ মেসেজ দিলেন ইমো তে। মেসেজ দেখে কান্নাই করে দিলাম। শুনলাম আপনি নাকি বিয়ে করে ফেলেছেন অনেক আগেই। জিজ্ঞাসা করলাম যে আমাকে ছেড়ে দিলেন কেন? তখন আপনার উত্তর টা শোনার জন্য প্রস্তুত ছিলাম না! বললেন আমার মত বেকার ছেলের সাথে নাকি থাকা যায় না, আমি নাকি আপনার অবস্থান থেকে ছোটো, আপনার স্বামী নাকী অনেক বড় একজন অফিসার, অনেক টাকা বেতন ও পায়, সে নাকি আপনাকে অনেক ভালোবাসে, এই সব বলেই ব্লক করে দিলেন। তখন নিজেকে সব চেয়ে ছোটো আর তুচ্ছ মনে হলো। তারপর অনেকদিন বাদে আবার ইমো তে মেসেজ দিয়ে মাফ চাইলেন। বললেন আপনার নাকী বেবি হচ্ছে না! মারা গেছে একজন। শ্বশুরবাড়ির সবাই নাকী বাজে কথা বলে। তখন বুঝলাম রিভেঞ্জ অফ নেচার কথাটা আসলেই সত্যি।

তবে আমি কখনই আপনাকে নিয়ে বদদোয়া করি নি। এটাই চাই আপনি সুখে থাকুন, ভালো থাকুন। প্রিয়জনকে নিয়ে প্রেমময় থাকুন।

ইতি
আপনার নিরামিষ।

এদের পাল্লায় পা দেয়া যাবে না, সাবধান! একটি  ছোট গল্প নং – ১২০৬
09/01/2024

এদের পাল্লায় পা দেয়া যাবে না, সাবধান!

একটি
ছোট গল্প নং – ১২০৬

অটোপাশের কারণে বেঁচে গেছে 🥲একটি  ছোট গল্প নং – ১২০৫
08/01/2024

অটোপাশের কারণে বেঁচে গেছে 🥲

একটি
ছোট গল্প নং – ১২০৫

08/01/2024

প্রিয় জুলফিকার
আমাদের কথা হয় না, হয়না দেখা! তবুও কেন জানি মনে আকাঙ্ক্ষা এক জায়গায় জমে রয়েছে। সেদিন তোলারামের প্রাঙ্গনে আপনার সাথে প্রথম দেখা। আপনি বলেছিলেন আমাদের বিচ্ছেদ বলতে কিছু নেই। কিন্তু সময়ের সাথে সবকিছুর পরিবর্তন এর সাথে আপনার ভালোবাসার ও পরিবর্তন পাওয়া গেল! একটা সময় আপনি নিজে থেকেই অপরিচিত হয়ে উঠতে জোর লাগিয়ে দিলেন। আমি নানা অজুহাতেও আপনাকে রাখতে পারলাম না‌। একটা সময় আসলো আমরা আবার ও অপরিচিত হয়ে গেলাম। আজ বছর পরে ও সেই রাস্তায় চলাচল আপনার কথা গভীরভাবে মনে পড়ে। আচ্ছা আমাদের যে দিন গেছে সেটা কি আসলেই চলে গেছে! এমনটা হওয়ার তো কথা ছিলো না। আমাদের মধ্যে নাকি বিচ্ছেদ বলতে কোনো কিছুই ছিলো না।

হয়তো ভালোই আছেন নাকি নেই, কে জানে! আপনিই বললেন ইতি টানতে সব কিছুর, মেনে নিলাম। কিন্তু পৃথিবীর সকল সুখ আপনার হোক!

ইতি
আপনার খুব পছন্দের প্রাক্তন

দেখে রাখেন তাদের...একটি  ছোট গল্প নং – ১২০৪
08/01/2024

দেখে রাখেন তাদের...

একটি
ছোট গল্প নং – ১২০৪

🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️একটি  ছোট গল্প নং – ১২০৩
07/01/2024

🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

একটি
ছোট গল্প নং – ১২০৩

খুব ই দুঃখজনক ব্যাপার... একটি  ছোট গল্প নং – ১২০২
07/01/2024

খুব ই দুঃখজনক ব্যাপার...

একটি
ছোট গল্প নং – ১২০২

বেলা, তুমি পারছো কি শুনতে? একটি  ছোট গল্প নং – ১২০১
07/01/2024

বেলা, তুমি পারছো কি শুনতে?

একটি
ছোট গল্প নং – ১২০১

06/01/2024

প্রিয় তোমরা,

ওহে সুহাসিনী তুমি যখন হাসো সন্ধামালতি কানে গুঁজে তখন আমিই হাসি। প্রিয়েতে হয়তো ফোন কলে তুমি গান শুনাও আমায় নিয়ে কি-যে ভালো লাগে।

ঘুমতে গেলেও আমি রোজ তোমায় পাহারা দেই, তোমার অক্সিজেন হয়ে যাই তুমি টের পাও? আমি অপদার্থ তুমি যা খুশি করতে পারো, কারো সাথে ঝগড়া করে মনের মতো করে এঘোর ওঘোর করে শেষে তোমার পাশে রাখো।

আমায় নিয়ে তোমাদের কত স্মৃতি! ছাদবাগানে তোমাদের এলব্যাম রাশি রাশি। সেখানে তোমরা আমায় রেহায় দাও না, জব্দ করে চা-কফির আড্ডায় মাতো সবে। নিজেকে তাই বলে তুচ্ছ ভাবি না বরং ভাল লাগে, আমার কারণে সকাল সন্ধ্যা তোমাদের খোশ গল্পে কাটে।

সারাদিন ক্লান্ত দেহে যখন তোমরা মাথা ঠেকাও। সারারাতের সব অস্বস্থি আমি হারিয়ে দিতে নিজেকে সপি।

তোমাদের সাথে আমাদের এত যে প্রীতি তাও কী ভেবেছো কভু? আমি তো চাই এভাবে যুগ যুগ ধরেই চলুক প্রতিদান চাইনে কিছু। উপকার ছাড়া কোনো ক্ষতি তো আমি করিনে। কিন্তু তোমরা যে আজকাল অবোধের মতো আমাদের নিঃশেষ করতে প্রতি্যোগিতায় নেমেছো বুঝি। নাহলে হত্যা হলাম বংশের অস্তিত্ব রাখবে তো নাকি! বুনো উল্লাসে মেতেছেও হরেক আয়োজনে। অতিথি পাখিরাও শিকার হলো কত! এবার থামো নাহয়, গড় আয়ু কততে ঠেকলো গুনো!

হে সৃষ্টির সেরা জীব দুই চক্ষু খুলিয়া দেখো, প্রকৃতি নিয়ে কত সুখে ছিলে পুরনো জাতি। দালানকোঠা সব গড়ো, প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার কথাও একটু ভেবো। অনেক কথা ছিল বলিবার এবার দম নেই তবে। কত কথাই আজ বলে দিলাম মনে মনে, নিজেদের কথা তোমরা নিজেরাই যাচ্ছো কিনা ভুলে! আমি জড় তোমাদের মতো নেই অত বুদ্ধিশুদ্ধি। বাধ্য হয়েই ভ্রান্ত খেয়ালে একা একাই বকি।

ভালো থেকো তোমরা মানবজাতি, আমার তুচ্ছ কথা তোমাদের আছে পৌঁছবে না জানি। ক্ষুদ্র থেকে বৃহৎ তোমাদের জন্যেই আমরা বাঁচি। আমাদের জন্য নয় তোমাদের জন্যে আমাদের রেখো পাশে। কথা দিচ্ছি এর ফল তোমরা শতগুনেই ফিরিয়া পাবে। ভাবনার চেয়ে অধিক করবে সেই মিথ্যে আশাকে সত্য বলেই আজ নাহয় চলি...।

প্রীতিতে,
তোমাদের তরু (বৃক্ষ)
মাস্টার্স, বাংলা বিভাগ

06/01/2024

মিতু,
আমার জীবনের প্রথম ক্রাশ। ২০১২ সালে পিএসসি পরীক্ষা দিতে গিয়ে দেখা। অবশ্য সেই বয়সে 'ক্রাশ' শব্দটার সাথে পরিচিত ছিলাম না। এক রুমেই সীট পড়েছিলো। ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি ছিলে তুমি! কেউ বিশ্বাস করুক বা না ই করুক, অপরিচিত মেয়েদের সাথে কথা বলতে ইতস্ততবোধ করি। আর পছন্দের কেউ হলে তো কথাই নেই, হার্টবিট বেড়ে, শরীর ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই কারণে তোমার সাথে কথা বলা হয়নি কখনো। তবে পরীক্ষার সময় একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেছিলে। পুরো ক্লাসে শুধু আমিই পারতাম সেটা। প্রথমে না বললেও পরে বলেছিলাম.... মজার ব্যাপার হচ্ছে, তখন আমি আর আমার বন্ধু যৌথভাবে তোমার উপর ক্রাশ খেয়েছিলাম! এলাকার স্কুলে (আদর্শ বালিকায়) ছিলে, প্রায়ই বিভিন্ন মাধ্যমে তোমার খবর নিতাম। এসএসসির পর হঠাৎ শুনি বিয়ে হয়ে যাবে! একবার ভোটার লিস্ট দিতে তোমার বাসায়ও গিয়েছিলাম, তুমি ছিলে শ্বশুরবাড়ি। পরে ১৯ সালের ডিসেম্বরে বাচ্চা হলো। এখন আছো পর্তুগাল। এখনো তোমার প্রোফাইলে ঢুঁ মারি। ছেলেটার চেহারা তোমার মতো হইসে। যেখানেই থাকো, ভালো থেকো মিতু। (কখনো আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি??!)

ইতি
অজানাই না হয় থেকে গেলাম
পদার্থবিজ্ঞান বিভাগ (২০২০-২১)

আমিন 😔একটি  ছোট গল্প নং – ১২০০
06/01/2024

আমিন 😔

একটি
ছোট গল্প নং – ১২০০

এটা কি ২৪৪১১৩৯? বেলা বোস তুমি পারছো কি শুনতে?একটি  ছোট গল্প নং – ১১৯৯
06/01/2024

এটা কি ২৪৪১১৩৯? বেলা বোস তুমি পারছো কি শুনতে?

একটি
ছোট গল্প নং – ১১৯৯

frfrএকটি  ছোট গল্প নং – ১১৯৮
06/01/2024

frfr

একটি
ছোট গল্প নং – ১১৯৮

কিভাবে যেনো হারায় গেলো....একটি  ছোট গল্প নং – ১১৯৭
05/01/2024

কিভাবে যেনো হারায় গেলো....

একটি
ছোট গল্প নং – ১১৯৭

05/01/2024

প্রিয়,
তোমারে আমি দূর দূরান্ত দেখাইবার চাইলাম,
চোখের বর্ণমালা শিখাইবার চাইলাম,
যাতে আমি তোমার চোখের দিকে তাকাইয়া থাকলে
তুমি আমার চোখের উপন্যাসটা পড়বার পারো।
কিন্তু, তোমারে কেন্দ্র করা গল্পে তুমি তোমারেই পাইলা না...

তোমারে আমি রমনায় বাদাম খাওয়াইলাম,
জাতীয় সংসদ ঘুরায় দেখাইলাম,
পায়ের বেড়িতে লাগাম না দিয়া আসমানে উড়বার দিলাম,
এই কার্বনের শহরে মুক্ত অক্সিজেন এর খোঁজ দিলাম;
কিন্তু আমার অক্সিজেন যে তুমি সেটাই বুঝলা না।

তুমি কইলা তোমারে ছাড়াও আমি ভালা থাকুম,
কিন্তু ক্যামনে ভালা থাকুম কইয়া গেলা না।
আমি তোমারে ঘিরা আমার জীবনের ক্যানভাস সাজাইলাম
কিন্তু তুমি তো তাতে কোনো রঙ ই দিলা না।

তুমি কইলা তোমারে ছাড়াও আমি ভালা থাকুম,
কিন্তু তুমি আমার আমি টারেই নিয়া গেলা,
ফিরায় দিয়া গেলা না...

— আজমেরী মুনমুন
ইংরেজি বিভাগ

05/01/2024

প্রিয় রোজালিন্ড,
কেমন আছেন জিজ্ঞাসা করবো না। জানি, আপনাকে ছাড়া আমি যেমন একাকিত্বে ভুগছি, আপনিও আমাকে ছাড়া কষ্টে আছেন। আশা করি আরশের মালিক খুব শীঘ্রই আমাদের এই কষ্ট দূর করে আমাদেরকে একে অপরের জীবনসঙ্গী করে দিবেন। তারপর শুধু আপনাকে নিয়েই সাজাবো আমার পুরো পৃথিবী। আপনার রঙেই রাঙাবো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু। আপনি যখন জীবনের প্রতিযোগিতায় হোঁচট খেয়ে পেছনে ফিরে তাকাবেন, দেখবেন আপনাকে সাহস যোগাতে সন্তর্পণে ঠায় দাঁড়িয়ে আছে এক যুবক, আপনার জীবনসঙ্গী। আপনি যখন ভ্রমণে বের হবেন, পৃথিবীর দূষিত চোখ গুলো থেকে আপনাকে হেফাজত করার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো এই আমি। আমাকে নিয়ে আপনার বুকে যতো স্বপ্ন বুনে যাচ্ছেন, বুনতে থাকুন। এক সহস্র বছর পরেও যদি আপনার দেখা পাই, কথা দিচ্ছি, দুজনে হাতে হাত রেখে প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপান্তর করবো ইং শা আল্লাহ। তবে আপনার কাছে আমি কিচ্ছু চাই না। আপনি শুধু আমার হয়ে থাকিয়েন৷ একান্তই আমার।

ইতি
আপনার অরল্যান্ডো
ইংরেজি বিভাগ

04/01/2024

প্রিয় কবি মহাশয়,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অনেক দিন চিন্তা ভাবনা করে, সাহস সঞ্চার করে আপনাকে লিখছি। আপনাকে লিখতে বসলে ভাষা হারিয়ে যায় আমার। গুছিয়ে লিখতে পারি না আমি। শুধু এতটুকুই বলবো, আপনার অর্ধাঙ্গিনী হওয়ার স্বপ্ন অনেক আগেই দেখেছি, যা আপনিও জানেন। আপনি ছাড়া অন্য কারো অর্ধাঙ্গিনী হওয়ার কথা মাথায় ও আনতে পারিনা। আমি শুধু আপনার অর্ধাঙ্গিনী হতে চাই। আপনি কি আমার এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিবেন?আপনার অর্ধাঙ্গিনী হওয়ার অধিকার কি আমায় দিবেন প্রিয়? এতটা ও অপেক্ষায় রাখবেন না যাতে অনেক বেশি দেরি হয়ে যায়।

ইতি
নীলাদ্রি (হিয়া)

আহা! একটি  ছোট গল্প নং – ১১৯৬
04/01/2024

আহা!

একটি
ছোট গল্প নং – ১১৯৬

Address

Allama Iqbal Road
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tolaram College Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tolaram College Short Stories:

Videos

Share

Category

Nearby media companies



You may also like