Anonto's family- পোলার মা।

Anonto's family- পোলার মা। welcome to my fb page..

07/06/2024

১০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে দুই হাত ভরে জিনিস কিনতে পারবেন এ মেলা থেকে। কি নেই এই সাপ্তাহিক মার্কেটে।

26/05/2024

৩০ টাকা দিয়ে কাপ নুডলস খেয়ে,অনেক ব**ড় শি**ক্ষা হলো।কেন জানেন??

25/05/2024

পুরুষ মানুষের বা**স্তব জীবনের কঠিন স**ত্য কি জানেন?? 'sfamily

23/05/2024

বা**চচা হবার পর পড়া**লেখার বর্তমান অবস্থা।

18/05/2024

এনেস্থিসিয়া ব্যবহারের ফলে কি কি সমস্যা দেখা দেয়,এবং এর প্রতিকার কি?

17/05/2024

ঝুনঝুনি ভেঙে ফুল, হাতিকে চুমু দেওয়া, ডিব্বা দিয়ে তবলা বাজানো আমার ছেলেকে দিয়েই সম্ভব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন।

15/05/2024

অতিরিক্ত গরমে ফ্যান ছাড়তে পারি না।শুধুমাত্র তার জন্য। কারণ কি জানেন,যখনি ফ্যানটা কাছে নেই,।সে এটাকে এভাবে নিয়ে দুষ্টমি শুরু করে দেয়।

15/05/2024

প্রত্যেক স্ত্রীই মনে মনে চায় স্বামী আরেকটা বিয়ে করুক, তাহলেই বুঝবে আমার আর অন্য মেয়ের মধ্যে পার্থক্য।

আমি দেখে সংসার করছি, ঐ মেয়ে ২দিনও থাকবে না । আমি দেখে সহ্য করছি, ঐ মেয়ে কখনও সহ্য করবে না, একদম শিক্ষা দিয়ে যাবে।

অতঃপর স্বামী যখন দ্বিতীয় বিবাহ করে, তখন তার দ্বিতীয় সংসার হয় অতি মধুর, রোমান্টিক।

কারণ... পুরুষ, প্রথম স্ত্রীকে দেওয়া কষ্টগুলো আর দ্বিতীয় স্ত্রীকে দেয় না। প্রথম স্ত্রীর রাগ-অভিমান কখনও মূল্যায়ন না করলেও দ্বিতীয় স্ত্রী কিছু চাওয়ার আগেই সবকিছু পেয়ে যায়।

আর এর জন্যই মানুষ বলে দোষ তোমার মাঝেই ছিলো যার জন্য স্বামীর সংসার করতে পারোনি দ্বিতীয় জন তো ঠিক সংসার করছে....!

সুতরাং তুমি যদি ভাবো আমি চলে যাবো, তখন সে বুঝবে। আসলে তারা কখনই বুঝবে না। তুমি চলে গেলে অন্য কেউ এসে তোমার শূন্যস্থান পূরণ করে নেবে।

কারণ... প্রকৃতি কখনও শূন্যস্থান পছন্দ করে না...!

©সংগৃহীত

13/05/2024

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আবার ও একটা মিনি বা ছোট্ট ভিডিও দিলাম।আশা করি সকলে ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই বেবিটার জন্য দোয়া এবং ফলো দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

12/05/2024

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। ছেলেটা ওষুধ খেতে গেলেই এরকম করে। তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে ফেলি। ঔষধ খাওয়ার ভয়ে প্রতিদিন এভাবে ঘুমিয়ে পড়ে। তো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানাবেন,, কোন কোন বাচ্চারা এরকম করে থাকে।

ধন্যবাদ সবাইকে

21/04/2024

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে নতুন মায়েদের জন্য মেসেজ হলো ১০ মাসের আগে বাচ্চাদের ড্রাগন দেওয়া ঠিক না। আমার মত ভুল আপনারা দয়া করে কেউ করবেন না। ড্রাগন ফল বাচ্চার খারাপ করে দেয়। তবে বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে সমস্যা দেখা নাও দিতে পারে। একটু সাবধানতার সাথে বাচ্চাদের খাবারের সাথে পরিচিতি করাবেন।
ধন্যবাদ সবাইকে।

17/04/2024

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ঈদ হবে কিন্তু ঘুরতে যাব না তাই কখনো হয়। তাই পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে পড়লাম। আশা করি আমার ব্লগটি সবার ভালো লাগবে। ফলো, লাইক, কমেন্ট, শেয়ার, করে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে। 's family

16/04/2024

নবাবী সেমাই এর আত্মকাহিনী।

15/04/2024

বাবা ও ছেলে মাশাল্লাহ।

Address

Narayanganj

Telephone

+8801634312132

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anonto's family- পোলার মা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share