Sheakshazib

Sheakshazib আমি যাদের দুচোখের বিষ তারা আমায় খেয়ে মরে যা প্লিজ।
(5)

আমি 'ডানকি' মুভির স্টোরি বা মুভি কেমন লাগলো... এই বিষয়ে রিভিউ লিখছি না। আমি আমার স্টোরি লিখবো। মুভিটা আমাকে কেনো এভাবে ম...
23/12/2023

আমি 'ডানকি' মুভির স্টোরি বা মুভি কেমন লাগলো... এই বিষয়ে রিভিউ লিখছি না। আমি আমার স্টোরি লিখবো। মুভিটা আমাকে কেনো এভাবে মুগ্ধ করেছে, ব্যাপারটা নিয়ে লিখবো।

২০০৪ সালে 'Veer-Zaara' যখন রিলিজ হলো, তখন আমি নিতান্তই ছোট মানুষ। ক্লাস সিক্সে পড়ি... মুভির ডেপথ বুঝি নি। বড়দের এই সিনেমা নিয়ে কথা বলতে দেখতাম, সিনেমার গান গাইতে দেখতাম।
আমি কলেজে উঠার পর এক বৃষ্টির রাতে এই মুভি দেখলাম... দেখলাম বললে ভুল হবে, I lived through it.
এর পর থেকে 'Tere Liye', 'Maim Yahaan Hoon Yahaan', 'Do Pal' গানগুলো আমার প্লে লিস্টে থাকে... মন খারাপ হলেও থাকে, ভালো হলেও থাকে। মুখর জনারণ্যে নির্জনতা এনে দেয়...!

তবে সত্যি কথা কি, 'Veer-Zaara' কে যদি যশ চোপড়া ২০২৪ সালে বানাতেন, কিংবা মদন মোহনের কম্পোজ করা গানগুলো যদি ২০২৪ এ রিলিজ হতো, কেউ রিলেট করতে পারতো না.... এমন প্রেম আসলেই আর নেই।
প্রেমে অপেক্ষা নেই, পরীক্ষা নেই, চিঠি নেই, কবিতা নেই...!

যে এই মুহূর্তে প্রেমে মজে আছে, সে ঐ ভয়ানক সুন্দর প্রেমের সাথে চাইলেও কোনভাবে রিলেট করতে পারবে না... এটা তার দোষ না।

'ডানকি' দেখা শেষে চোখের কোণে পানি নিয়ে একটা কথা'ই মাথায় এলো, "They don't make movies like these anymore...!"

আমরা ৯০ এর জেনারেশনের মানুষরা সারাদিন নিজের পুরোনো দিন মিস করে ফেসবুক ভর্তি করে রাখি... নতুন জেনারেশন বরবাদ হয়ে গেলো বলে রব তুলি!
কিন্তু ঠিক'ই সিনেমা হলে 'কবির সিং' কিংবা 'কেজিএফ' টাইপ মুভি দেখি পপকর্ণ চিবাতে চিবাতে।

দোষ কারো না আসলে... দোষটা সময়ের।

এই সময়, সুন্দর সব কিছু কেড়ে নিয়েছে অজান্তেই।

এনিম্যাল পার্কের ভিড়ে 'ডানকি' আমার কাছে সেই পুরোনো স্নিগ্ধ শাহরুখের ফিরে আসা... পুরোনো কষ্টে বুক মোচড়ে উঠা...!
'ডানকি' আমার জন্য সুন্দর একটা কবিতা।

মুভিটা রিলেট করতে গেলে সিনেমা হলে বসে রিলেট করা যাবে না... তবে একদিন প্লেনে চড়ে বসলে ঠিক যে মুহূর্তে প্লেনটা ঢাকা এয়ারপোর্ট ছেড়ে চাকা গুটিয়ে উপড়ে উঠে যায়, সেই মুহূর্তে মুভিটাকে প্রচন্ড রকমের রিলেটেবল মনে হবে।

এম্বেসির ভিসা কাউন্টারে যখন কনস্যুলেট যখন জিজ্ঞেস করবে, "How much does your father make per year...??"

ঠিক তখন মুভিটাকে প্রচন্ড রিলেটেবল মনে হবে।

মুভিতে শাহরুখের মনোলগে ছোট্ট একটা লাইন আছে, "তোমাদের দেশের ভিসা তো কখনোই বন্ধ ছিলো না... এক মিলিয়ন ডলার ইনভেস্ট করলে কালকেই আমি ভিসা পাবো। ভিসা বন্ধ শুধু গরীবদের জন্য।"

এটা সবাই জানে, শুধু বলা হয়ে উঠে না। পঞ্চাশ-ষাট লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে না পারার কারণে যে ছাত্রটা বাইরের দেশে যেতে পারছে না, সে জানে... এই লাইনের সত্যতা। আর কেউ জানুক আর না জানুক...!

কেউ দেশ আনন্দে ছেড়ে যায় না... নিজের দেশ সবাই ছেড়ে গিয়ে বাইরে রাত দিন কষ্ট করে যায়, শুধু নিজের দেশে রেখে যাওয়া পরিবারের মানুষগুলো যেনো আনন্দে থাকতে পারে।

এই কষ্টটা যারা স্বীকার করে নিতে পারে, এই পৃথিবীতে তাদের চেয়ে সাহসী মানুষ আর কেউ নেই...!

এটাই আমার জন্য 'ডানকি'।

থ্যাঙ্ক ইউ রাজকুমার হিরানী, থ্যাঙ্ক ইউ শাহরুখ খান।

Thanks for taking me back to the most beautiful time of my life...!

21/12/2023

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।

এইচএসসিতে আজকে যারা ভালো রেজাল্ট করছো তারা এখন মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ইউনিভার্সিটিতে চান্স পাইতে চেষ্টা করো। যারা ভালো করো...
26/11/2023

এইচএসসিতে আজকে যারা ভালো রেজাল্ট করছো তারা এখন মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ইউনিভার্সিটিতে চান্স পাইতে চেষ্টা করো।

যারা ভালো করো নাই তারা পড়াশোনা খ্যামা দিয়া বিদেশ যায়া কাম কাজ করার ট্রাই করো
অথবা দেশে যেকোনো ব্যাবসা করো।
পাঁচ বছর পর উপরের ক্যাটাগরিকে
চাকরি দিতে তোমারে লাগবে।

যারা মাঝামাঝি রেজাল্ট করছো তোমাদের জ্ঞান দেয়ার সামর্থ্য নাই। কারণ তোমরা বেশিরভাগ যায়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইবা। ঐটা একটা স্ক্যাম। বেকার বানানোর কারখানা। যে ছেলেটা ইন্টারের পর টেকনিকাল কোনো কাজ শিখে আয় রোজগার কর‍তে পারতো সেই ছেলেটাও নামের লগে অনার্স ডিগ্রি লাগানোর লোভে ন্যাশনাল ইউনিভার্সিটি নামের স্ক্যামিং মেশিনে ঢুকে পড়বে।

যদি ভালো বুদ্ধি চাও তাইলে কর্মসংস্থান নাই
পাবলিক ইউনিভার্সিটির এমন সাবজেক্টে চান্স পাইলেও পইড়ো না।

ন্যাশনাল ইউনিভার্সিটিতে না পইড়া
টেকনিকাল কোনো স্কিল ডেভেলপ করো।

সবসময় ন্যাশনাল জিনিস থেইকা দূরে থাকবা। ন্যাশনাল ক্রিকেট টিম, ন্যাশনাল ব্যাংক ইত্যাদি।

আমরা গরীব দেশ।
আমাগো লাখ লাখ রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ, যুক্তিবিদ, দার্শনিক এসবের প্রয়োজন নাই।
কয়েকজন হইলেই চলে।
আর ঘরে ঘরে অনার্স পাশ আনস্কিলড বেকার থাকারও দরকার নাই।

কোনো সাবজেক্টের ডিমান্ড ক্যামনে বুঝবা?

আগে দেখো, ঐ সাবজেক্ট ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় কিনা। মানে মানুষ টাকা খরচ কইরা ঐ সাবজেক্টে পড়তে রাজি থাকে কিনা।

যে সাবজেক্ট লোকে টাকা খরচ করে পড়বেনা সে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেট ওলারা করে না।

আর যে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেটওলারা করেনা সেইটার ডিমান্ড মার্কেটে নাই....🙂

26/11/2023

আপনার চারপাশে একটু খেয়াল করে দেখবেন, হাজার হাজার কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে ঘুরছে, কিন্ত তাদের মধ্যে স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য।

প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।

প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।

প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়,মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।

প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে।

প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!

প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে।

একটা হারাম সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়,সেটা যদি হালাল সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না!

আপনারা খেয়াল করছেন কী না জানি না, গতকাল ম্যাচ শেষে ধারাভাষ্যকার প্যাট কামিন্সকে একটা প্রশ্ন করেছিল, ‘একজন বিশ্বকাপ জয়ী দ...
21/11/2023

আপনারা খেয়াল করছেন কী না জানি না, গতকাল ম্যাচ শেষে ধারাভাষ্যকার প্যাট কামিন্সকে একটা প্রশ্ন করেছিল, ‘একজন বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন হিসেবে আপনি ব্যাক্তিগত ভাবে সবার আগে কাকে কৃতজ্ঞতা জানাবেন?’

প্যাট কামিন্স প্রশ্নটি এড়িয়ে যান। ধারাভাষ্যকার আবার জানতে চান, ‘কৃতজ্ঞতা কী আপনারা মা-বাবাকে জানাবেন?’
এবারও প্যাট কোনো উত্তর না দিয়ে মুচকি হাসছিলেন। একটু লজ্জিত হয়ে কিছু বলতে যেয়েও তাৎক্ষণিক নিজেকে গুটিয়ে ফেললেন।

ধারাভাষ্যকার এবার হেসে হেসে বললেন, ‘আচ্ছা লজ্জা পেতে হবে না। সেই মানুষটা কী আপনার গার্লফ্রেন্ড? ’

প্যাট কামিন্স এবার মুখ খুললেন। বললেন, ‘আমি এ প্রশ্নের উত্তরটা এখানে দিতে চাচ্ছি না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এর উত্তর সবার জানা জরুরি। আমি এ প্রশ্নটির উত্তর বিখ্যাত কোনো পত্রিকার সাক্ষাৎকারে দিবো।’

ধারাভাষ্যকার এবার অভয় দিয়ে বললেন, ‘চিন্তা নেই প্যাট। আপনার প্রত্যেকটা কথা আগামীকাল পৃথিবীর সব বিখ্যাত পত্রিকায় ছাপা হবে। সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।’

তারপর কামিন্স ইমোশনাল হয়ে বলতে লাগলেন, ‘আসলে আমাদের বিশ্বকাপ জয়ের পিছনে যদি ব্যক্তিগত ভাবে আমি কাউকে কৃতজ্ঞতা জানাই সেটা হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে। কারণ উনারা যদি তাড়াহুড়ো না করতেন, তাহলে দেশটার বিশ্বসেরা অলরাউন্ডারের নমিনেশন নেওয়ার জন্য তাড়া থাকতো না। উনি ঠান্ডা মাথায় ক্যাপ্টেন্সি করতেন। আর এই সাকিব যদি একবার ঠান্ডা মাথায় ক্যাপ্টেন্সি শুরু করতো আমার বাপেরও শক্তি ছিলো না এই বিশ্বকাপ ভারত থেকে নিয়ে যাওয়া।’

21/11/2023

এক মেয়ে প্রোফাইলের বায়োতে লিখে রেখেছে "আসসালামু আলাইকুম"। এদিকে আবার সারাদিন গরম গরম ছবি আপলোড দেয়।

আমি বললাম, হোয়াই?
মেয়েটা বলল, আমার এসব গরম ছবি দেখে হলেও লোকে আমার প্রোফাইলে ঢুকবে।
এরপর আমার বায়োর "আসসালামু আলাইকুম" লেখাটি পড়বে। এতে আমার আমলনামায় অটোমেটিক ৯০ টি করে নেকী জমা পড়বে...!🙂

20/11/2023

শীত এত বেড়েছে যে, আজ সন্ধ্যাবেলায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা একটা গাড়িও কাঁপছিলো ! .

আমার কোরিয়ান বসের  কথা আমি ঠিক মত বুঝি না! কারণ বস ইংরেজি পারে না! কথা বলে কোরিয়ান ভাষায়! সেটাও আবার আঞ্চলিক ভাষা!আমার স...
10/11/2023

আমার কোরিয়ান বসের কথা আমি ঠিক মত বুঝি না! কারণ বস ইংরেজি পারে না! কথা বলে কোরিয়ান ভাষায়! সেটাও আবার আঞ্চলিক ভাষা!

আমার সাথে বসের খুব একটা কথা হয়ও না! দেখা সাক্ষাৎ হলে সালাম টালাম দিয়ে পাশ কেটে চলে যাই!

কিছু বললে,মাথা নেড়ে হ্যাঁ বুঝিছি বলে সরে যাই! কাজের জন্য আসলাম ভাই আমার ইমিডিয়েট বস। ওনার কাছে থেকেই কাজ ব্যাপার বুঝে নেই।

আজ সকালে বস আমাকে ডাকল। ওনার রুমে গিয়ে সালাম দিলাম। তারপর উনি লম্বা সময় ধরে কী জানি বলল আল্লাহ জানে!

আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে গেলাম! ওনাকে বসে রাগান্বিত মনে হলো! কী ভুল করেছি কে জানে!

আসলাম ভাই তো কিছু বলল না!

লাজুক হাসি দিয়ে দ্রুত বসের রুম থেকে চলে আসলাম। তারপর আসলাম ভাইকে বস ডাকল।

কী করেছি কিছুই বুঝতে পারছি না!

একটু পরে আসলাম ভাই আমাকে ডেকে বলল," সজিব, তুই এমন কাজটা কেন করলি!"

আমি অবাক হয়ে বললাম, "কী করেছি ভাই?"

"এখন জানোস না! তুই গতকাল রাতে বসের বউকে কী সব বলেছিস!"

"কী বলবো ভাই! "

বস তো আমাকে বললেন, তুই নাকি বসের কাছে স্বীকার করেছিস তুই বলেছিস!"

"হায় আল্লাহ! ফেরাউন এই কথা বলেছে! আমি তো ওনার কথা কিছুই বুঝি নাই!"

"না বুঝে মাথা ঝাঁকিয়েছিস কেন? বসের বউকে গতকাল রাতে কে যেন কী সব বাজে কথা বলেছে! বস সবাইকে ডেকে জিজ্ঞেস করেছে সবাই না অস্বীকার করেছে একমাত্র তুই স্বীকার করেছিস!"

"এখন কী হবে ভাই? "

"আমি জানি না! বসের বউ তোকে বাসায় ডেকেছেন!"

Guys আমরা এখন  বঙ্গবন্ধু চ্যানেল আছি😃😃
09/11/2023

Guys আমরা এখন বঙ্গবন্ধু চ্যানেল আছি😃😃

ব্রেকিং নিউজব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হোসেন পাপন!
07/11/2023

ব্রেকিং নিউজ
ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হোসেন পাপন!

আবেগী জনতারে বোকাদোচা বানানো দুই অস্কারজয়ী অভিনেতা।
05/11/2023

আবেগী জনতারে বোকাদোচা বানানো দুই অস্কারজয়ী অভিনেতা।

এই জনদরদী সরকারের কাছে অনুরোধ করছি আলুতে আর মাত্র ১ টাকা বাড়িয়ে দিয়ে আমাদের ৭১ এর চেতনা কে আরও জাগ্রত করুন।
02/11/2023

এই জনদরদী সরকারের কাছে অনুরোধ করছি আলুতে আর মাত্র ১ টাকা বাড়িয়ে দিয়ে আমাদের ৭১ এর চেতনা কে আরও জাগ্রত করুন।

ঢাবি শিক্ষক বলেছিলেন না , বানান কোন সমস্যা নয় আপনার বলার উদ্দেশ্য কী সেটাই আসল কথা 🤣
14/10/2023

ঢাবি শিক্ষক বলেছিলেন না

, বানান কোন সমস্যা নয় আপনার বলার উদ্দেশ্য কী সেটাই আসল কথা 🤣

13/10/2023

এই কু ত্তা র বাচ্চাদের কেউ জনসম্মুখে জুতাপেটা করতে পারলে নগত ১ লক্ষ টাকা সম্মানি দিবো।

হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩ নম্বর কেনো ৩০ নম্বর টার্মিনাল উদ্ভোধন করেও কোন লাভ হবেনা! কেননা সবার আগে এয়ার...
10/10/2023

হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩ নম্বর কেনো ৩০ নম্বর টার্মিনাল উদ্ভোধন করেও কোন লাভ হবেনা!
কেননা সবার আগে এয়ারপোর্টে কর্মরতদের আচরনবিধি শেখানো জরুরি। এয়ারপোর্টের প্রতিটা কর্মকর্তা এবং কর্মচারীদের ভদ্র আচরণ এবং সহযোগীতা মূলক মনোভাব শিখতে হবে।

এয়ারপোর্টের প্রতিটা কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগনের সেবক। তাদের বেতনের টাকা আসে দেশের জনগনের ট্যাক্সের টাকায়। তাই নিজেকে রাজা না ভেবে জনগনের সেবক ভাবেন।
বিমানবন্দর দিয়ে যারাই যাতায়াত করবে সবাইকেই একই চোখে দেখুন।

VIP রা কোটি টাকার Tax ফাকি দিয়ে গ্রীন চ্যানেল দিয়ে বের হয়ে যাবে। আর গরিব জনগনকে হয়রানী করবেন। তাদের লাগেজ কেটে কম্বল চুরি করবেন।

যতদিন না এই মনোভাব চেঞ্জ হবে ,ততদিন থার্ড টার্মিনাল ক্যান? ১০০ তম টার্মিনাল উদ্বোধন করেও কোনো লাভ হবেনা।

টাকা না থাকলে ইলিশের পরিবর্তে পুঁটি মাছ খাবেন ।কারণ পুঁটি মাছ ইলিশের ছোট মামা । গণভবন থেকে এমন একটা ঘোষণার অপেক্ষায় আছি ...
08/10/2023

টাকা না থাকলে ইলিশের পরিবর্তে পুঁটি মাছ খাবেন ।
কারণ পুঁটি মাছ ইলিশের ছোট মামা ।

গণভবন থেকে এমন একটা ঘোষণার অপেক্ষায় আছি 🥹

নরওয়ে থেকে অবশেষে এসেই গেলো বহুল কাঙ্খিত সেইফোনকল।• হ্যালো, নরওয়ে থেকে নোবেল শান্তি পুরস্কার কমিটির — একজন সদস্য বলছি।...
06/10/2023

নরওয়ে থেকে অবশেষে এসেই গেলো বহুল কাঙ্খিত সেই

ফোনকল।

• হ্যালো, নরওয়ে থেকে নোবেল শান্তি পুরস্কার কমিটির — একজন সদস্য বলছি।

– হ্যাঁ, বলুন, বলুন, এজন্যই তো অপেক্ষা করছি বহুবছর। -

এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে একজন নারী এবং উনি একজন মুসলমান।

-বলেন কি, সত্যিই? আমি তো আনন্দে হতবিহ্বল হয়ে যাচ্ছি। চোখে পানি চলে এসছে। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ

করছি হাজার বছরের.....

ম্যাডাম, কিন্তু......

- কিন্তু কী? তাড়াতাড়ি বলুন, দ্রুত আমাদের মিডিয়ায় ঘোষণা দিতে হবে তো.....

ম্যাডাম একজন নারী এবং মুসলমান এগুলো ঠিক আছে, কিন্তু উনি হলেন ইরানের নার্গিস মোহাম্মদি।

এপাশ থেকে আর কোন আওয়াজ পাওয়া গেলো না।

নতুন চাকরিতে ঢুকেছে রায়হান। কোম্পানিটা খুব একটা বড়ো না। অল্প সময় হলো শুরু হয়েছে। কোম্পানির বস রায়হানের ইউনিভার্সিটির  বড়...
04/10/2023

নতুন চাকরিতে ঢুকেছে রায়হান। কোম্পানিটা খুব একটা বড়ো না। অল্প সময় হলো শুরু হয়েছে।

কোম্পানির বস রায়হানের ইউনিভার্সিটির বড়ো ভাই। নাম সোহেল। রায়হানের তিন বছরের সিনিয়র।

রায়হান কে একদিন ডেকে বলল," আমার কোম্পানিতে জয়েন কর। এখন হয়ত কোম্পানিটা ছোটো। একদিন ঠিক বড়ো হবে। কথা দিলাম তোকে ঠকাব না।"

রায়হান সোহেল কে ভালো করে চিনে। খুব সৎ মানুষ। ভার্সিটিতে পড়া ছাড়া কিছুই বুঝত না। সোহেল ভাইয়ের ওপরে ওর বিশ্বাস ছিলো। তাই বলার সাথে সাথে যোগ দিয়ে ফেলল।

ছোটো কোম্পানি মোট কর্মচারি দুইজন। একজন রায়হান আরেকজন আমজাদ। আমজাদ অফিসের পিয়নের কাজ করে। আর রায়হানের যে কী পোস্ট তা ও নিজেও জানে না!

এটা বছর দুয়েক আগের কথা। এখন কোম্পানি একটু বড়ো হয়েছে। এখন কর্মচারী সংখ্যা বেড়ে দশ হয়েছে।

সোহেল ভাই রায়হান কে ডেকে বলল, "তুমি একটু সুইটির সাথে দেখা কর তো।"

"সুইটি কে ভাই? "

"মেয়েটা কে আমার খুব ভলো লেগেছে! আমার হাতে এখন একটুও সময় নেই। আমাকে একটু ঢাকার বাইরে যেতে হবে। তুমি আমার হয়ে দেখা করো কেমন।"

রায়হান সুইটির সাথে দেখা করল। সুইটি মেয়েটা অসম্ভব সুন্দরী! পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা। গায়ের রং কাঁচা হুলুদের মতো। একটা মেয়ে এত সুন্দর হয়! সুইটিকে না দেখলে রায়হান জানতই না।

রায়হানের মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে তার না হয়ে সোহেল ভাইয়ের! ও সোহেল ভাইয়ের হয়ে দেখা করতে এসেছে। এই মেয়েটা হবে ওর বসের স্ত্রী! ভাবতেই রায়হানের কষ্ট হয়!

সময় আর কেটেছে। রায়হানদের কোম্পানি অনেক বড়ো হয়েছে। সোহেল ভাই নানা দেশে দৌড়ে বেড়ান। দেশে থাকাই হয় না। দেশের সব কিছু রায়হানই দেখাশোনা করে।

সুইটি এখন জানে রায়হানই সোহেল। কারণ এরমধ্যে বহুবার ওদের দেখা হয়েছে। রায়হান অবশ্য সোহেল ভাইয়ের কথাতেই দেখা করেছে।

সোহেল ভাই বললেন, "রায়হান একটা কাজ কর ভাই। "

"কী কাজ ভাই?"

"সুইটির পরিবার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। আমার তো দেশে আসার সময়ই হচ্ছে না। কোম্পানিটাকে আরকেটু দাঁড় করিয়ে দেশে চলে আসব। তুই আমার হয়ে সুইটিকে বিয়ে করে ফেলল। খবরদার কিছু করবি না।"

সুইটি আর রায়হানের বিয়ে হয়ে গেল। একটু ভুল হয়েছে খাতা কলমে সোহেল আর সুইটির বিয়ে হয়েছে!

অনেকদিন রায়হান আর সুইটির মধ্যে কিছুই হয়নি। রায়হান দূরে দেখেছে। সুইটি তো আর ওর বউ না। সুইটি ওর বসের বউ।

সুইটি নতুন বউ হিসাবে লজ্জায় কিছু বলেনি। কতদিন আর সহ্য করা যায়? একটা সময় চাপ দিতে থাকে।

রায়হান সবকিছু সোহেল ভাইকে বলে। সব শুনে সোহেল ভাই বলেন, আচ্ছা কর আমি যেহেতু এখনি আসতে পারছি না। তবে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা নিবি। খবরদার নিরাপত্তা ছাড়া যেন না হয়।"

"ওকে বস।"

সুইটি দেখে রায়হান সব সময় কড়া নিরাপত্তা মেনে চলে। ও ভেবেছে বেবি নিতে চায় না।

তিন বছর কেটে গেছে। সোহেল এখনো দেশে আসেনি। কোম্পানি এখন আর বড়ো হয়েছে। সোহেল ভাইকে ফোনেও পাওয়া যায় না। সারাক্ষন ব্যস্ত থাকে।

রায়হান বলল," বস, কবে দেশে আসবেন? আমার তো একটা বিয়েশাদি করতে হবে। বয়স হয়ে যাচ্ছে!"

"এই তো কোম্পানিটা আরেকটু গুছিয়ে নিই। আর কিছুদিন ধর্য ধরে থাক।"

"ওকে বস।"

সুইটি বাচ্চা নিতে চাচ্ছে। পাঁচ বছর কেটে গেছে ওদের বিয়ে হয়েছে।

রায়হান সোহেল ভাই কে কল দিয়ে বলল, "বস, সুইটি তো বাচ্চা নিতে চাচ্ছে? আপনি কবে আসবেন?"

"আরেকটু গুছিয়ে নিই। এক কাজ কর একটা বাচ্চা নে। খবরদার একটার বেশি যেন না হয়। আমি খুব শীঘ্রই এসে সুইটিকে আপন করে নিবো। তুই আর কিছুদিন অপেক্ষা কর। "

"ওকে বস।"

সময় আর কেটেছে সোহেল ভাই দেশে আসেননি। কোম্পানি এখন বিশাল বড়ো হয়েছে। সোহেল ভাইয়ের সময়ই নেই। সুইটির সুন্দর একটা মেয়ে হয়েছে। রায়হান সোহেল ভাই কে ছবি পাঠিয়েছে "বস আপনার মেয়ে।"

"খুব সুন্দর হয়েছে! দেখতে তো আমার মতোই হয়েছে রে। নাকটা তো আমার মতো!"

"আপনার মেয়ে দেখতে আপনার মতোই হবে।"

"বস নাম কী রাখবেন?"

"সুস্মিতা। "

"বস দেশে আসবেন কবে? আমার তো একটা বিয়ে করতে হয় এখন? আর কিছুদিন গেলে তো মেয়েই পাব না।"

"চিন্তা করিস না। তাড়াতাড়ি এসে পড়ব। তুই আরকিছুদিন অপেক্ষা কর। কোম্পানিটা আরেকটু গুছিয়ে নিই।"

কয়েকবছর পরে রায়হান সোহেল কে আবার বলল, "বস, সুইটি আরেকটা বেবি নিতে চায়।"

একটা ছোটো শ্বাস ছেড়ে সোহেল বলল, "নে তবে এটাই লাস্ট। এরপরে আমি দেশে এসেই সব দায়িত্ব নিবো।"

"ওকে বস। দেশে আসবেন কবে? আমার তো বয়স হয়ে যাচ্ছে!"

"এসে পড়ব চিন্তা করিস না। কোম্পানিটা আরেকটু গুছিয়ে নিই। "

আজ সোহেল আর সুইটির চল্লিশতম বিবাহ বার্ষিকী। এই উপলক্ষে তার মেয়ে সুস্মিতা আর সুশি বিশাল পার্টির আয়োজন করেছে। ও সোহেল মানে রায়হান।

সোহেল ভাই তার কথা রাখেনি। রায়হান কে কিছুই দেয়নি! তার দুই মেয়ে সুস্মিতা আর সুশির নামে সব লিখে রেখে গেছেন বিদেশে মৃত্যুর আগে। রায়হান এখনো সব কিছু চালাচ্ছে সোহেল সেজে! জীবনটা তার কেটে গেল চাকরি করে!

---- অনিক আমাদের ছেলে হলে কি নাম রাখবো আমরা? --- 'কাদের' রাখলে কেমন হয়? --- ধূর বড্ড সেকেলে নাম!আমি তো অন্য কিছু ভেবে রে...
01/10/2023

---- অনিক আমাদের ছেলে হলে কি নাম রাখবো আমরা?

--- 'কাদের' রাখলে কেমন হয়?

--- ধূর বড্ড সেকেলে নাম!আমি তো অন্য কিছু ভেবে রেখেছি..

--- কি ভেবে রেখেছো?

--- আমাদের ছেলে হলে নাম রাখবো রকি!

--- ছেলেকে গুন্ডা বানানোর প্লান করতেছো নাকি,রকি এমন নাম কোনো ভালো বাবা মা রাখে?

--- আমার মনে হয় কি জানো আমাদের ছেলে হবে না,মেয়ে হবে!

--- ওমা!তাই নাকি?
কিন্তু আমার যে ছেলেই চাই।

--- না আমার মেয়ে চাই।

--- না ছেলে!

--- না মেয়ে!

--- তোমাকে নিয়ে আর পারা যায় না।বাদ দাও এসব কথা।আমা'র তো মন বলছে তোমার জমজ বাচ্চা হবে।একটা ছেলে আর একটা মেয়ে।

--- ও'এম'জি!দেখো আমি একা হাতে কিন্তু দু'টো সামলাতে পারবো না।একটা কাজের বুয়া রেখে দিতে হবে।

--- আচ্ছা দেবো।তবে আজকাল কাজের বুয়াদের কোনো বিশ্বাস নেই।জ্বীন আপার মতো না আমাদের বাচ্চা খু*ন করে দিয়ে চলে যায়।

--- ছিহহ!
এতো বড়ো একটা কথা বলতে বুক কাঁপলো না তোমার।একজন মায়ের সামনে তার বাচ্চার মৃত্যুর কথা বলছো কোন সাহসে?

--- ঠিক আছে বাদ দাও।চলো দুজনেই পড়তে বসি।সামনের মাসেই জে.এস.সি পরীক্ষা।প্রচুর পড়তে হবে।

--- আচ্ছা বাবু।ভালো থেকো।আমাকেও বাবা বলেছে ফাইভে নাকি বৃত্তি দেওয়াবে ।অনেক পড়তে হবে।

😅😅😆😆

আমি সাকিবের এই ছবিটি আপলোড দিলাম, দেখি এবার উনার জনপ্রিয়তা বেড়েছে নাকি হাসির পাত্র হলেন…..!হাহা অথবা লাভ।
01/10/2023

আমি সাকিবের এই ছবিটি আপলোড দিলাম, দেখি এবার উনার জনপ্রিয়তা বেড়েছে নাকি হাসির পাত্র হলেন…..!

হাহা অথবা লাভ।

ম্যাশ ১৬:১৩ মিনিট কথা বলে বুঝালেন যে,দোষ আসলে সাকিবের না। দোষ যে তামিমের সেটাও বলা যায় না। দোষ যে সাকিবের সেটা বলা খুব-ই...
30/09/2023

ম্যাশ ১৬:১৩ মিনিট কথা বলে বুঝালেন যে,

দোষ আসলে সাকিবের না। দোষ যে তামিমের সেটাও বলা যায় না। দোষ যে সাকিবের সেটা বলা খুব-ই মুশকিল। তামিম কে এখন দোষ দেওয়া মোটেও ঠিক হবে না। সাকিবের যে দোষ আছে সেটা কোনো মতেই বলা যাচ্ছে না,কারণ সাকিবের দোষ নেই। দোষ আসলে তামিমেরও না।

আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের টার্গেট এই বিশ্বকাপ নয় আগামী বিশ্বকাপ। তাই এই বিশ্বকাপ যেহেতু টার্গেটই না সেহেতু এই বিশ্বকাপ...
29/09/2023

আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের টার্গেট এই বিশ্বকাপ নয় আগামী বিশ্বকাপ। তাই এই বিশ্বকাপ যেহেতু টার্গেটই না সেহেতু এই বিশ্বকাপে অত ঘটা করে ছবি তুলে সময় নষ্ট না করাটাই বুদ্ধিমানের কাজ।

--- বাবু,ভিডিও কলে ৫০০,সরাসরি ১০০০ এটার মানে কী রে??🙄🤔বন্ধুদের সাথে বারান্দায় বসে ফেইসবুকে আড্ডা দিচ্ছিলাম।বাবার প্রশ্নট...
29/09/2023

--- বাবু,ভিডিও কলে ৫০০,সরাসরি ১০০০ এটার মানে কী রে??🙄🤔

বন্ধুদের সাথে বারান্দায় বসে ফেইসবুকে আড্ডা দিচ্ছিলাম।বাবার প্রশ্নটা শুনে মাথা ভনভন করে ঘুরতে লাগলো আমার।😨

--- অ‌্যাহ!কি বলছো এসব?কোথা থেকে শুনলে?😐
--- সেদিন নতুন ফেইসবুক আইডি খুলে দিলি না।একটা মেয়ে মেসেজ দিয়ে বলছে ভিডিও কলে নাকি ৫০০ দিবে আর সরাসরি ১০০০!
--- তো,তুমি কি বললে?
--- কিছু বলি নি,তোর কাছে সেইজন্য জানতে চাইছি।
--- তোমার ফোনটা দাও তো আমার কাছে,
--- কেনো কি করবি?
--- আরে দাও না।

বাবার থেকে ফোনটা নিয়ে আগে মেয়েটাকে ব্লক করলাম।যদিও বাবা এসবের কিছু বুঝবে না।তারপর তাকে বলি,

--- দেখো বাবা,এটা হলো একটা বিজনেস।তুমি যদি তার সাথে ভিডিও কলে কথা বলো বা গল্প করো তবে ৫০০ টাকা দিবে,আর যদি সামনাসামনি বসে কথা বলো বা গল্প করো তাহলে আরোও বেশী টাকা পাবে।সিম্পেল!☺

কোনোরকম ভুজুংভাজুং দিয়ে বাবাকে শান্ত করলাম।নয়তো আজ ছাড়তোই না আমায়।আর মেয়েটাকেও যেহেতু ব্লক করা হয়েছে।ব্যাস,এবার আমি নিশ্চিত।আর কোনো চিন্তা নেই।🙂
পরেদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি ভিডিও কল আর মেসেজ নোটিফিকশনের চাপে আমার ফোনটা আধমরা অবস্থা।তরিঘরি করে ফেইসবুকে ঢুকে দেখি আমার বাবা পুরো ভাইরাল।একটা ঐতিহাসিক পোস্ট তার টাইমলাইনে প্যান্ডুলামের মতো ঝুলছে,

"নতুন অনলাইন বিজনেস শুরু করলাম বন্ধুরা।
😌ভিডিও কলে ৫০০,সরাসরি ১০০০।
Business Idea By my Son (অমুক)!😎"

বিশ্বাস করুন ভাই এটা দেখে আমি আর এই দুনিয়ায় নেই।ইচ্ছে করছিলে গিয়ে বাপজানকে বলি গলাটা টিপে দাও আমার,মরে বাঁচি!😫😩

কত স্বপ্ন ছিলো মুক্তিযোদ্ধা হবো, কত সুবিধা ভোগ করবো, শুধু জন্ম নিতে দেরি করে ফেললাম !! সরকারের কাছে তাই আকুল আবেদন মুক্ত...
28/09/2023

কত স্বপ্ন ছিলো মুক্তিযোদ্ধা হবো, কত সুবিধা ভোগ করবো, শুধু জন্ম নিতে দেরি করে ফেললাম !!
সরকারের কাছে তাই আকুল আবেদন মুক্তিযোদ্ধা তালিকায় আমার নাম দিয়ে স্বপ্নটা পুরন করে দিন....😁😁

আপনারা কি আলুর বা সব্জির খোসা ফেলে দেন???😮😮আশা করি এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না।  বরং ১.  ঠান্ডা পানিতে আলুর খোসা গ...
26/09/2023

আপনারা কি আলুর বা সব্জির খোসা ফেলে দেন???😮😮

আশা করি এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না। বরং

১. ঠান্ডা পানিতে আলুর খোসা গুলোকে প্রথমে ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন।

২. তারপর পরিমাণ মত লবণ , কিছুটা চিনি এবং কিছুটা লেবুর রস দিয়ে মেখে নিন।

৩. ভালোভাবে মাখানো হয়ে গেলে সেগুলোকে রোদের আলোয় কিছু সময়ের জন্য রেখে দিন যাতে পানিটা বাষ্প হয়ে চলে যায়।পানিটা শুকিয়ে যাওয়ার পর

৪. খোসাগুলোকে কালো একটা পলিথিনে ভরে ১০ মিনিট অপেক্ষা করুন তারপর গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন কারণ আমিও জানিনা আপনি কি বানাইতে নিছেন এগুলা দিয়া........

22/09/2023

বিকালের জুবাইল.............
বাংলাদেশি লোক যে দেশে ই যায় সেই দেশের ফুটপাত কে ই মারকেট বানিয়ে ফেলে।

তানজিম সাকিবকে নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জন্যই এই পোস্ট প্রমাণ সহকারে দিয়ে দিলাম  👇ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় ...
22/09/2023

তানজিম সাকিবকে নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জন্যই এই পোস্ট প্রমাণ সহকারে দিয়ে দিলাম 👇

ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না..👇

🥰ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, "তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাব...
21/09/2023

🥰

ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, "তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাবে যে বলি !"

ছাত্রী বললো, "কি বলবেন, বলেন,
কোন সমস্যা নেই"

আমি বললাম, "না থাক, আরেক দিন বলবো ।"

এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, "স্যার
আপনি না আমাকে কি যেনো বলতে
চেয়েছিলেন, আজকে বলেন!"

আমি এখনও উত্তর দেই, "আরেকদিন বলবো ।"

পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, "স্যার, কালকে দুপুর বেলা পড়তে পারবনা, আমরা বেড়াতে যাব । ওখান থেকে সন্ধার সময় আসবো । সন্ধ্যার পরে পড়বো ।"

আমি বললাম, "আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো ।"

পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক ! বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই ! আরও অবাক হয়ে লক্ষ্য
করলাম ,যে ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে ! একেবারে কড়া সাজ দিয়েছে ! এমনিতেই
তো মেয়েটা অনেক সুন্দর, সাজার
কারনে আজকে আরও বেশী সুন্দর
লাগছে ।

আমি জিজ্ঞেস করলাম, "তোমার পরিবারের লোকজন কই ?? তাদের কে দেখছি না কেনো?

লাজুক হেসে ছাত্রী জবাব দিলো, "সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে !
সবার আসতে আসতে রাত ১১ টা বেজে যাবে। আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি !"

আমি বললাম, "আর আমাকে মিথ্যে
বলেছ যে দুপুরে তোমরা বেড়াতে যাবে ! এত মিথ্যে কথা শিখে গেছো ?!"

আমার কথা শুনে ছাত্রী খিল খিল
করে হাঁসতে লাগলো । বললো, "আপনার জন্যই তো এমন করলাম।
আপনি অনেক দিন ধরেই আমাকে কী যেনো একটা বলতে চাইছেন! অথচ লজ্জায় বলতে পারছেন না! আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার । কি বলতে চান ???"

আমি বললাম, "আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি ! আমার
লজ্জা করছে । কিছু মনে করবে না
তো ?"

ছাত্রী বললো, "আপনার যা খুশি বলতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করবো না । আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার
দিকে আসতে বলেছি !"

আমি বললাম,"আসলে কথাটা হচ্ছে …
না থাক তুমি যদি ভুল কিছু মনে করো !"

ছাত্রী বললো , "প্লীজ স্যার বলেন, আমি কিছুই মনে করবো না ।"

বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের
দিকে তাকিয়ে রইলো !

আমি বললাম, "মানে কথাটা হচ্ছে
ইদানিং হাতটা খুব টানা টানি যাচ্ছে । তোমাদের এখানে প্রায় তিন মাসের বেতন আটকে আছে।

দেশবরেণ‍্য কন্ঠশিল্পীবৃন্দ।ছোটবেলা থেকেই উনাদের গান শুনে শুনে বড় হয়েছি।এখন উনারা মিউজিক Award এর জুরিবোর্ডের সদস‍্য।দেশে...
20/09/2023

দেশবরেণ‍্য কন্ঠশিল্পীবৃন্দ।
ছোটবেলা থেকেই উনাদের গান শুনে শুনে বড় হয়েছি।
এখন উনারা মিউজিক Award এর জুরিবোর্ডের সদস‍্য।
দেশের সঙ্গীতের উন্নয়ন উনাদের হাত ধরেই হবে।

প্রাক্তনের ম্যাসেজ আসলে ওপেন করে দেখি একটা পিচ্চির পাছার ছবি!ম্যাসেজের রিপ্লাই দিলাম, এইডা কী?-আমার বাবুর পাছা!-পাছাতো ব...
19/09/2023

প্রাক্তনের ম্যাসেজ আসলে ওপেন করে দেখি একটা পিচ্চির পাছার ছবি!

ম্যাসেজের রিপ্লাই দিলাম, এইডা কী?

-আমার বাবুর পাছা!

-পাছাতো বুঝতেছি দেখেই! পাছা আমি চিনি! এইডাকে মোনালিসার ছবি ভাবার কোনো কারণ নাই! কিন্তু এই পাছা আমারে দেখানোর কারণ কী? কী হইছে তার পাছার? এমন লাল কেন? আর এমন ছোটো পাছা কেন?

-এমন ছোটো পাছা কেন মানে? ছোটো বাচ্চার পাছা ছোটোইতো হবে!

-কেন বললা না তোমার বাবুর পাছা?

-হা, আমার বাবুরইতো পাছা!

-হা, তো এমন ছোটো পাছা কেন?

-আবার এমন ছোটো পাছা কেন মানে? ছোটো বাচ্চার পাছা কী... থাক, মুখটা খারাপ করাবা না আমার!

-আরে আজব! বললা তোমার বাবুর পাছা! তোমার জামাইরে না তুমি বাবু ডাকো?

-ওহ! আরে ওতো আদরের বাবু আর এতো আমার গর্ভের বাবু! আমার পিচ্চি!

-বাবুর আবার কত শ্রেণী বিন্যাস আছে! কী অদ্ভুত! তো হইছে কী তার পাছার? কী সমস্যা এই পাছাতে? কালার চেঞ্জ করাবা?

-আরে শুনো না! দেখো না আমার বাবুর পাছায় কেমন র‍্যাশ উঠছে! লাল হয়ে গেছে! তোমার না কত ডাক্তারের সাথে পরিচয় আছে? একটু দেখায়া ওষুধ দিতে বলো না?

-তার বাপ, মানে তোমার জামাইতো ডাক্তার, সেইতো ওষুধ দিতে পারে!

-আরে আমার বর কী পাছার ডাক্তার নাকি? ও হার্টের ডাক্তার!

-তো তোমার কী মনেহয় আমি যে ডাক্তারদের চিনি তারা পাছার ডাক্তার? তারা বিরাট বড়ো বড়ো ডাক্তার! অপারেশন করে! কোনো পাছা দেখা দেখিতে তারা নাই!

-এমন করো কেন? একটু খোঁজ নাও না, আর বরকে না জানানোর আরেক কারণ রাগ করবে, বলবে আমি বাবুর খেয়াল রাখি না! প্লিজ একটু দেখো না!

প্রাক্তনের প্লিজে এক বান্ধবীরে প্রাক্তনের বাবুর পাছার ছবি পাঠালে সে বললো এইডা কী?

-পাছা!

-পাছা তো দেখতেই পাচ্ছি! আমারে কেন দিলি?

-এই পাছা এমন লাল কেন? ওষুধ দে!

-দিবো, আগে বল এই পাছা কার?

-বাবুর পাছা!

-বাবুর পাছাতো পাছার সাইজ দেখেই বুঝতেছি! কিন্তু কার বাবুর?

-প্রাক্তনের বাবু!

-তোর প্রাক্তন এখন তার বাবুর পাছা দেখায় তোরে? তোর কী শরম লজ্জা কিছু নাই?

-মানবিক কারণে একটু সাহায্য করতেছি এমন করোস কা? দে ওষুধ দে! কী সুন্দর টুকটুকে একটা পাছা! দেখেই মায়া লাগতেছে! দে ওষুধ দে!

বান্ধবীর ওষুধ গুলো প্রাক্তনরে দেয়ার পর বললাম, তোমাদের বাসার আর কারো পাছায় কোনো সমস্যা হলে আমারে বলবা! আমার খুব ভালো পরিচিত একজন পাছার ডাক্তার বান্ধবী আছে কোনো ভয় নাই! পাছার যাবতীয় চিকিৎসা সে করে! বাম্বোসাইডিন বিশেষজ্ঞ সে!

অপেক্ষায় আছি প্রাক্তনের পিতা চৌধুরী সাহেবের পাছা নিয়া কোনো সমস্যা হোক একবার! বাইশটা ইনজেকশন লাগানোর প্রেসক্রিপশন দিবো বান্ধবীরে দিয়া! খালি একবার হাতে আসুক চৌধুরী সাহেবের পাছা!

আমার ছাত্রলীগের ভাইয়েরা না বুঝলেওপুলিশ ভাইয়েরা তাদের প্রেম বুঝতে পেরেছে.....
16/09/2023

আমার ছাত্রলীগের ভাইয়েরা না বুঝলেও
পুলিশ ভাইয়েরা তাদের প্রেম বুঝতে পেরেছে.....

পেয়ে গেছি এশিয়া কাপ........ আর কিছুই চাওয়ার নেই😍
15/09/2023

পেয়ে গেছি এশিয়া কাপ........
আর কিছুই চাওয়ার নেই😍

এইখানে কি লিখছে কেউ একটু ট্রান্সিলেট করে দেন।আমি বুঝতে পারতেছিনা........
14/09/2023

এইখানে কি লিখছে কেউ একটু ট্রান্সিলেট করে দেন।

আমি বুঝতে পারতেছিনা........

ভাষা আন্দোলনের ইতিহাস উল্টে গেল...........
13/09/2023

ভাষা আন্দোলনের ইতিহাস উল্টে গেল...........

ব্যাংকে পিন নাম্বারে টাকা তুলতে গিয়েছিলাম!ডেস্কের সুন্দরী ম্যাডাম বললেন,আমার কাছে ফোন দেন আমি লিখে দিচ্ছি।আমি হাসি মুখে ...
12/09/2023

ব্যাংকে পিন নাম্বারে টাকা তুলতে গিয়েছিলাম!
ডেস্কের সুন্দরী ম্যাডাম বললেন,
আমার কাছে ফোন দেন আমি লিখে দিচ্ছি।
আমি হাসি মুখে ফোনখানা এগিয়ে দিলাম,
পিন নাম্বার তুলার জন্য সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে।
মাত্র দুইটা সংখ্যা তুলছে তখনি মেসেঞ্জারে মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে,
বাবু তুমি খেয়ে নিও। তুমি না খেলে আমার পেটে ভাত হজম হয় না।

সুন্দরী ম্যাডামটা মেসেজ দেখে মুচকি হেসে বললেন, প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে।
একটু পরে আরেকটা আইডি থেকে মেসেজ,
জান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো আমি তোমাকে মিস করতেছি।
এবার ম্যাডাম চোখ ত্যাড়া করে বললেন,
বাহ দুইজন প্রেমিকা।

৬টা সংখ্যা লিখা শেষ হতেই আরেকটা মেসেজ,
বাবু আমার দম বন্ধ লাগছে তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও।
এই মেসেজ দেখে মন চাইছিল ধরে পিডাই,
এত ভালোবাসা দিতে কে বলছে?
ক্যান যে ডাটা অফ করলাম না।
ম্যাডাম এবার রাগি রাগি চেহারা বানিয়ে বললেন, প্রেমিকাদের গোডাউন খুলে বসেছেন।

পিন নাম্বার লিখে ফর্ম ফিলাপ করে হাতে ধরিয়ে বললো, নাম্বারটা দিয়ে যান।
দেখতে হবে কিভাবে এতো মেয়ে পটাইছেন!
ম্যাডামকে নাম্বার দিয়ে চলে আসছি,
রাতে ফোনও দিছেন। প্রায় ঘন্টা তিনেক গল্প করার পর,
ম্যাডামও বলতে শুরু করলেন তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি।
তোমারে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে..!

সব মুসিবত কেনো যে আমার উপর এসে পরে,
এর কারণ খুঁজে পাই না..!

জাওয়ান মুভি দেখলাম। সিনেমাটির গল্প অতি সাধারণ হলেও গল্পের প্রতিটি প্লট হাই ইনটেন্স সামাজিক অস্থিরতায় ঘেরা।গল্পে শাহরুখ ত...
11/09/2023

জাওয়ান মুভি দেখলাম।

সিনেমাটির গল্প অতি সাধারণ হলেও গল্পের প্রতিটি প্লট হাই ইনটেন্স সামাজিক অস্থিরতায় ঘেরা।

গল্পে শাহরুখ তার সহকর্মীকে লুকিয়ে বিয়ে করে সংসার করে এবং তাদের একটি বাচ্চা হয়। একসময় তার বউ একটি নিউজ চ্যানেলে এসে সংবাদ সম্মেলন করে তাদের বিয়ে এবং বাচ্চার সম্পর্কে সবাইকে জানিয়ে দেয়। এই ঘটনার পরে, শাহরুখ ব্যথিত হৃদয় নিয়ে তার বউকে তালাক দিয়ে দেয়।

এর কয়েক বছর পর আরেক সহকর্মীকে একই ভাবে বিয়ে করে। এমত অবস্থায় শাহরুখ তার প্রথম স্ত্রীর সন্তানের জন্মদিনে এটেন্ড করে। রাগে, হিংসায় দ্বিতীয় স্ত্রী ফেসবুকে বড় পেটের ছবি ছেড়ে দেয়। এরপর তাকেও তালাক দেয়।

এতকিছুর পরেও শাহরুখ দুই বউ নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। এই টানটান সামাজিক অস্থিরতা পূর্ণ গল্পের শেষে, শাহরুখ দ্বিতীয় স্ত্রীর সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দেয়...

পুরুষ মানুষের কোন সখের নারী হয়না, পুরুষের সব নারীই সখের!🙂🐸
10/09/2023

পুরুষ মানুষের কোন সখের নারী হয়না, পুরুষের সব নারীই সখের!🙂🐸

প্রতিবার বাংলাদেশের খেলা দেখতে বসলে এই দুইটা কাঁন্ধে উঠে যায়। তাই আজকে আর রিস্ক নিতেছি না, আজকে হাতে নিয়ে খেলা দেখতে ব...
09/09/2023

প্রতিবার বাংলাদেশের খেলা দেখতে বসলে এই দুইটা কাঁন্ধে উঠে যায়। তাই আজকে আর রিস্ক নিতেছি না, আজকে হাতে নিয়ে খেলা দেখতে বসবো।

বাংলাদেশ VS শ্রীলঙ্কা

দীর্ঘ ১৫ দিন যাবত, এই শিশুটি খুলনা জেলার-পাইকগাছা উপজেলার মাহমুদকাটি মোড়ে দিন রাত ঘোরাফেরা করছে। রাত হলে যে কোন দোকানের ...
09/09/2023

দীর্ঘ ১৫ দিন যাবত, এই শিশুটি খুলনা জেলার-পাইকগাছা উপজেলার মাহমুদকাটি মোড়ে দিন রাত ঘোরাফেরা করছে। রাত হলে যে কোন দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। সে তার নাম ঠিকানা বলতে পারে না। যদি কেউ ছেলেটির ঠিকানা জানেন, তাহলে যোগাযোগ করতে পারেন। ০১৭২৭০৩৯৩৬৬।

আপনার একটি শেয়ারে ফিরে পেতে পারে ছেলেটি তার হারানো পরিবারকে।

Address

Narail
7500

Telephone

+8801930669446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheakshazib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheakshazib:

Videos

Share


Other Gaming Video Creators in Narail

Show All