Narail News 24

Narail News 24 A Trusted Online Portal Company Bangladesh One of online popular news portal. This is most popular and trusted news site.
(2)

08/01/2024

নড়াইল ১আসনের কাঞ্চনপুর টু মাউলি রোড

07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন চলছে নড়াইল ২আসনে লোহাগড়া লক্ষীপাশা ইউনিয়নের বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ।

07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল ২আসনের আমাদা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি লাইভে।

06/01/2024
04/12/2023

ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর (বীর উত্তম) আচরণবিধি লঙ্ঘন ক...

ইংরেজি নববর্ষের প্রথম দিনেই  #উলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই।
01/01/2023

ইংরেজি নববর্ষের প্রথম দিনেই #উলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই।

বাইক বন্ধ করে দেওয়া কোন সমস্যার সমাধান না,,,,,,, অনেকে মনে করেন বাইক একটি ঝুঁকিপূর্ণ বাহন আমি এর ঘোর বিরোধিতা করছি। কোন...
04/07/2022

বাইক বন্ধ করে দেওয়া কোন সমস্যার সমাধান না,,,,,,,

অনেকে মনে করেন বাইক একটি ঝুঁকিপূর্ণ বাহন আমি এর ঘোর বিরোধিতা করছি।
কোন অবস্থাতেই বাইক ঝুঁকিপূর্ণ বাহন নয়। ক্রয় ক্ষমতা, সহজলভ্যতা,দ্রুত গন্তব্যে পোছানো, সময়ের সঠিক মুল্য দিতেও বাইকের বিকল্প নাই এবং যানজট এড়িয়ে নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য সবথেকে উত্তম বাহন হচ্ছে বাইক। এছাড়া বিগত বছরগুলোতে আমরা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশের কোন শহরেই করনা কালীন সময়ে গন পরিবহন ব্যবস্থাকে স্বাস্থ্যসম্মত করতে পারি নাই, যার কারণে করোনাকালীন সময় সহ বর্তমানে সবথেকে উত্তম একটি বাহন হচ্ছে বাইক।

হ্যাঁ বাইক ঝুঁকি পুর্ন,,,
১)একজন মদ্যপ ট্রাক ড্রাইভার এর কাছে বাইক ঝুঁকি পুর্ন।
২)একটা ফিটনেস বিহিন বাসের কাছে বাইক ঝুঁকি পুর্ন।
৩)উল্টা পথে ছুটে আসা একটা নসিমনের জন্য বাইক ঝুঁকি পুর্ন।
৪)রেশা রেশি করে দুইটি বাস চলাচলের সময় বাইক ঝুঁকি পুর্ন।

অর্থাৎ বাইক নিজে কখনো ঝুঁকি পুর্ন নয়,,তার চারপাশের বেপরোয়া পরিবেশ তাকে ঝুকিপূর্ণ করে গড়ে তুলছে। এর জন্য বাইক নয় বন্ধ করে দেওয়া উচিৎ ঝুঁকি পুর্ন সকল যানবাহন।

১)ফিটনেস বিহিন বাস,ট্রাক নিষিদ্ধ করা হোক।

২)ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন ড্রাইভার রাস্তায় থাকবে না।

৩)উল্টো পথে যেকোনো যানবাহন জব্দ করা হোক।

৪)টম টম নসিমনের মতো যানবাহন মহাসড়কে নিষিদ্ধ করা হোক।
৫) ড্রাইভিং লাইসেন্স নাই এমন ড্রাইভার বা অদক্ষ শ্রমিক দিয়ে গাড়ি চালালে কঠোর শাস্তির নিশ্চয়তা করতে হবে।

19/06/2022

ইনশাআল্লাহ সবাই যার যার সাধ্য মতো ৫০/১০০/৫০০/১০০০
যে যতো পারেন দিয়ে সাহায্য করুন 😓

সারা দেশের বাইকার ভাইয়েরা সিলেটের এই বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গোটা সিলেট। বানভাসি মানুষের হাহাকার। খাবার, বিশুদ্ধ পানি, ঔষধের অভাব। কঠিন এই পরিস্থিতিতে আসুন আমরা সিলেটের পাশে দাঁড়াই। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সিলেটের মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।আমাদের এই ছোট্টো সহযোগিতার হাতটাই পারে তাদের একবেলা খাবার মুখে তুলে দিতে তাদের এই কষ্টের মধ্যে কিছুটা হাসি ফোটাতে। আল্লাহ যেন দ্রুত এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন, আমিন।

যদি আমাদের মাধ্যমে কেও সাহায্যে করতে চান তাহলে
নিম্নের ফোন নাম্বারে বিকাশ করতে পারেন।ইনশাআল্লাহ আমরা আপনাদের সাহায্যে বন্যার্তদের কাছে পৌছিয়ে দিবো।

পার্সোনাল - 01616787344 (বিকাশ/নগদ)

।।। হারানো বিজ্ঞপ্তি।।। গত ২৯ এপ্রিল ২০২২ খুলনা বড় বাজার এলাকাতে আমার মোটর বাইকের অরিজিনাল কাগজপত্র গুলো হারিয়ে যায়।ক...
30/04/2022

।।। হারানো বিজ্ঞপ্তি।।।

গত ২৯ এপ্রিল ২০২২ খুলনা বড় বাজার এলাকাতে আমার মোটর বাইকের অরিজিনাল কাগজপত্র গুলো হারিয়ে যায়।
কোন সহৃদয়বান ব্যক্তি, কাগজপত্র গুলো পেয়ে থাকলে নিম্নে নাম্বারে ফোন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং পোষ্টটি শেয়ার করে সহযোগীতা করুন ধন্যবাদ!

মোঃ ইউসুফ শেখ
01942944213
গিলাতলা, জাহানাবাদ ক্যান্ট, খুলনা।

30/01/2022
১.NID  correction pending Approved করা যাবে ২. নতুন জন্ম নিবন্ধন (৬৪ জেলা) ৩. জন্ম নিবন্ধন সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধা...
24/01/2022

১.NID correction pending Approved করা যাবে

২. নতুন জন্ম নিবন্ধন (৬৪ জেলা)

৩. জন্ম নিবন্ধন সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধান

৪. হারানো Nid উত্তোলন (30min)

৫. সার্ভার/সাক্ষর কপি
(All time/All Day)

6.কারো nid card তাকলে যদি প্রয়োজন হয়
*Smart card* দেয়া যাবে

লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ এর বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে ফলাফল বিজয়ীদের নামের তালিকা এবং  ফলাফল প্রকাশ,সকলকে অ...
26/12/2021

লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ এর বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে ফলাফল বিজয়ীদের নামের তালিকা এবং ফলাফল প্রকাশ,

সকলকে অভিনন্দন

১. নলদী আবল কালা আজাদ (পাখি) (সতন্ত্র)৪৫৫৮ভোট।
২. লাহুড়িয়া কামরান (সতন্ত্র)৮২৬২ভোট।
৩. শালনগর লাবু (নৌকা)৩৫৪৬ভোট।
৪. নোয়াগ্ৰাম জোসেফ (নৌকা)৯৭২৭ভোট।
৫. লক্ষীপাশা নুর মোহাম্মদ (সতন্ত্র)২৫৫৭ ভোট।
৬. জয়পুর সুমন (নৌকা)৭৭৮৫ভোট।
৭. লোহাগড়া নাজনীন (নৌকা)২৯৯০ভোট।
৮. দিঘলিয়া, সৈয়দ বোরহান উদ্দিন (সতন্ত্র) ৩৬৫০ভোট।
৯. মল্লিকপুর সাহিদুল (সতন্ত্র)২৭২৪ভোট
১০. কোকাকোল হাচান (নৌকা)৩৬৬২ভোট।
১১. ইতনা সিহানুক (নৌকা)৬০৯৬ভোট।
১২. কাশিপুর মতিয়ার (নৌকা)৪০৪৮ভোট।

21/12/2021

মাদ্রাসা ছাত্রী (কিডনি রুগী) শিশু সাদিয়ার দিকে সাহায্যের হাত বাড়ালেন আমেরিকা প্রবাসী কুষ্টিয়ার সন্তান জয়-নেহাল। ...

20/12/2021

I LOVE THIS

রিপোর্টার ; জসীম মৃধা।আমি আর কতকাল কানবোরে দয়াল ভবনদী কূলেও তার ঢেউয়ের দোলায় নাচেরে মোর আশা গাছের ফুলে,নদীর কূলে ঝাউগ...
11/12/2021

রিপোর্টার ; জসীম মৃধা।
আমি আর কতকাল কানবোরে দয়াল ভবনদী কূলে
ও তার ঢেউয়ের দোলায় নাচেরে মোর আশা গাছের ফুলে,
নদীর কূলে ঝাউগাছ তলে কেঁদে ভাসাই বুক
কেউতো ফিরে দেখে নাইরে আমার পোড়ামুখ।’
গানের লাইনগুলো আবদুল গফুর শেখের লেখা। গান ও কবিতাই ছিলো যাঁর ধ্যান-জ্ঞান। এক কবি জলসায় পল্লিকবি জসীমউদ্দীন তাঁকে ‘চারণকবি’ উপাধি দিয়েছিলেন। সেই চারণকবি আজ ১১/১২/২০২১দুপুরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করে ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহ) মানুষটি এলাকায় ‘গহের কবি’ বলেও সুপরিচিত ছিলেন। বাড়ি তাঁর নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে।
অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে শুরু হয় তাঁর কবিতা লেখা। এরপর একে একে তিনি গান ও কবিতা লিখতে শুরু করেন। তাঁর ভাষায়, ‘কবি প্রায় তিন হাজার কবিতা, ৫০০ গান ও দুটি প্রবন্ধ লিখেছেন। লেখাগুলো সেভাবে সংরক্ষণ করা নেই। কবিয়াল বিজয় সরকার, পল্লিকবি জসীমউদ্দীন, চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল।’
আবদুল গফুর শেখ বলেন, ৬০/৭০বছর আগে যশোর সাহিত্য সংঘের সম্পাদক অবলাকান্ত মজুমদারের বাড়িতে এক কবি জলসায় তিনি ‘চারণকবি’ উপাধি পান। সেই থেকে এ অঞ্চলের কবি সমাজে তিনি ‘চারণকবি’ বলে পরিচিত।
১৮ বছর আগে সহধর্মিণীর মৃত্যুর পর ছোট্ট টিনের ঘরে প্রায় নিঃসঙ্গ অবস্থায় বসবাস করছেন কবি। চার ছেলেমেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড়ো ছেলে কবিরুল শেখ মারা যাওয়ার পরে কবিরুলের একমাত্র ছেলে নয়ন শেখ তিনার দেখাশোনা করতেন। ছোটো ছেলে আলাদা থাকতেন। ১৯৮১ সাল থেকে সংস্কৃতি মন্ত্রণালয় তাঁকে এক হাজার ৪০০ টাকা কবিভাতা দিয়ে যাচ্ছিলো।

05/11/2021

যদি আপনি লিখতে পছন্দ করেন।তবে জয়েন করুন।

02/11/2021

ইভিএম ব্যবহার করে ভোট দেওয়া আরও সহজ।

 #প্রতিবাদ_সংবাদ। গত ৬ অক্টোবর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘ লোহাগড়া মৎস শিকারী কে কুপিয়ে হত্যা, শিরোনামে প্রকাশিত সংবাদ...
08/10/2021

#প্রতিবাদ_সংবাদ।

গত ৬ অক্টোবর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘ লোহাগড়া মৎস শিকারী কে কুপিয়ে হত্যা, শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বয়রা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমর মোল্লা।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। জমির শিকদার কে নেত্রিত্ব দেওয়ার কোনও ক্ষমতা নেই আমার কারন সে আমার বংশের বা আমার সমর্থিত লোক না। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যে নেত্রিত্বের কথা উল্লেখ করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া। উক্ত খুনের বিষয়ে আমার বিরুদ্ধে নেত্রিত্ব দেওয়ার যে অভিযোগ করা হয়েছে সেই সাহেব সেখ এর ভাই ভাতিজা বা ছেলেদের সঙ্গে কথা বললেই বিষয়টি স্পষ্ট হয়ে যেতো। তারা আমি সহ গ্রামের অন্যদেরও জানিয়েছে তাদের সঙ্গে আমার কোনো ধরণের মনোমালিন্য বা রেসারেসি হওয়ার মতো কোনো ঘটনা ইতিপূর্বে ঘটেনি এবং তারা এই নিউজের বিষয়টি জানেনই না।

তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে আমার ভাই আলম মোল্লার নাম উল্লেখ হয়েছে সে ও এই বিষয়ে কিছুই জানে না ঘটনা ঘটার সময় আলম মোল্লা সহ আমার ভাই ভাতিজারা উলা গ্রামে অবস্থিত আমার চায়ের দোকানে ছিলাম । একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া নিউজ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। Newsline এর এডমিন সাংবাদিক শাহজাহান সাজু এবং CTG CRIME REPORTER এস এম মিলন বলেছেন আমরা দীর্ঘদিন সুনামের সহিত বিভিন্ন সংবাদ প্রকাশ করে আসছি বিগত ৬অক্টোবর কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন তথ্য সরবরাহ করেছিলো উল্লেখিত নিউজ সম্পূর্ণ উদ্দ্যেশ্যে প্ররণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে তারা সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে রাজি আছেন। তারা বলেন, তারা সুপরিচিত ও স্বনামধন্য গণমাধ্যম হয়ে একজন সচ্চরিত্র ব্যাক্তির নামে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিধায় প্রতিবেদনটি এডিট করে সংশোধন করা হয়েছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

06/10/2021

নড়াইল, লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাছ ধরা কেন্দ্র করে একি দলের ভিতরে খুন।

লক্ষীপাশা ইউপির বয়রা গ্রামের দক্ষিণ পাড়ায় ১৯ সেপ্টেম্বর রবিবার বিকালে স্থানীয় একটি ডোবায় (জলাশয়) মাছ ধরার ঘূণি পাতাকে কেন্দ্র করে সাহেব শেখ (৫৬)’র সাথে একই গ্রামের জমির শিকদারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে সাহেব শেখ জমির শিকদারকে মারপিট করে।

এর জের ধরে রোববার রাত সাড়ে ৯ টার দিকে জমির শিকদারের তিন ছেলে কিনু শিকদার, উজ্জল শিকদার ও কামেল শিকদার ধারালো অস্ত্র নিয়ে সাহেব শেখের বাড়িতে হামলা চালিয়ে তার পেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় দুর্বৃত্তদের ঠেকাতে গেলে সাহেবের ছেলে সোহাগ শেখকে (২৭) কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ওই রাতেই খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাহেব শেখ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর মারা যায়।

রবি সেপ্টেম্বর 26, 2021 05:31 PM ছবি: কাশ্মীরি স্টুডিও "> ছবি: কাশ্মীরি স্টুডিও এক টুকরো চকোলেট, লাল মখমল বা পনির কেক প্...
26/09/2021

রবি সেপ্টেম্বর 26, 2021 05:31 PM ছবি: কাশ্মীরি স্টুডিও "> ছবি: কাশ্মীরি স্টুডিও এক টুকরো চকোলেট, লাল মখমল বা পনির কেক প্রায় সবার মুখে হাসি এনে দেয়। কেক হল সবচেয়ে প্রিয় মিষ্টান্ন আইটেমগুলির মধ্যে একটি এবং সবাই এই উপাদেয় খাবারগুলির বড় ভক্ত বলে মনে হয়। কিন্তু উপরে একটি চেরি হিসাবে কাজ করে যদি কেকগুলি কাস্টমাইজ করা হয় এবং শুধুমাত্র আপনার এবং আপনার জন্য তৈরি করা হয়।...

https://narailnews24.xyz/bn/2021/09/26/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa/

রবি সেপ্টেম্বর 26, 2021 05:31 PM ছবি: কাশ্মীরি স্টুডিও “> ছবি: কাশ্মীরি স্টুডিও এক টুকরো চকোলেট, লাল মখমল বা পনির কেক প্রায় স.....

এএফপি, তুরিন রবি সেপ্টেম্বর 26, 2021 07:03 PM জুভেন্টাসের ফেদেরিকো চিয়াসা পাউলো দিবালাকে সান্ত্বনা দেন কারণ তিনি ইনজুরি...
26/09/2021

এএফপি, তুরিন রবি সেপ্টেম্বর 26, 2021 07:03 PM জুভেন্টাসের ফেদেরিকো চিয়াসা পাউলো দিবালাকে সান্ত্বনা দেন কারণ তিনি ইনজুরি কাটিয়ে প্রতিস্থাপিত হয়েছেন। ছবি: রয়টার্স "> জুভেন্টাসের ফেদেরিকো চিয়াসা পাউলো দিবালাকে সান্ত্বনা দেন কারণ তিনি ইনজুরি কাটিয়ে প্রতিস্থাপিত হয়েছেন। ছবি: রয়টার্স জুভেন্টাস রবিবার সিরি-এ মৌসুমে তাদের দ্বিতীয় ম্যাচ 3-2 জেতার জন্য সাম্পডোরিয়াকে হারিয়েছিল কিন্তু আর্জেন্টিনার ফরোয়ার্ড চোটের কারণে তারকা ফরোয়ার্ড পাওলো দিবালাকে ছাড়াই চেলসির মুখোমুখি হতে হতে পারে।...

https://narailnews24.xyz/bn/2021/09/26/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf/

এএফপি, তুরিন রবি সেপ্টেম্বর 26, 2021 07:03 PM জুভেন্টাসের ফেদেরিকো চিয়াসা পাউলো দিবালাকে সান্ত্বনা দেন কারণ তিনি ইনজুরি ক...

আজাদ হোসেন ওরফে কালু। ছবি : সংগৃহীত বরিশালের গৌরনদী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার পর বিদেশে পাড়ি জমান...
26/09/2021

আজাদ হোসেন ওরফে কালু। ছবি : সংগৃহীত বরিশালের গৌরনদী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার পর বিদেশে পাড়ি জমান প্রধান অভিযুক্ত আজাদ হোসেন ওরফে কালু (৩০)। সাড়ে পাঁচ বছর পর গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহজালাল বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘আজাদ হোসেনের নামে আগে থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শনিবার ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। এরপর বিমানবন্দর থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে আজাদকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।’...

https://narailnews24.xyz/bn/2021/09/26/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%a4/

আজাদ হোসেন ওরফে কালু। ছবি : সংগৃহীত বরিশালের গৌরনদী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার পর বিদেশে পা....

"সাহসের সাথে এমন জায়গায় যাওয়া যেখানে আগে কোন মানুষ যায়নি" স্টার ট্রেক: দ্য অরিজিনাল সিরিজ সমস্ত সাম্প্রতিক খবরের জন্...
26/09/2021

"সাহসের সাথে এমন জায়গায় যাওয়া যেখানে আগে কোন মানুষ যায়নি" স্টার ট্রেক: দ্য অরিজিনাল সিরিজ সমস্ত সাম্প্রতিক খবরের জন্য, ডেইলি স্টারের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন। মহাকাশ বরাবরই রহস্য এবং মুগ্ধতার বিষয়। শূন্যতার মধ্যে যা লুকিয়ে আছে এবং যা অজানা রয়েছে তা হল স্টার ট্রেক এবং স্টার ওয়ার্সের মতো সায়েন্স ফিকশন মুভিগুলিতে ব্যাপকভাবে কল্পনা করা এবং আইজাক আসিমভ উপন্যাসে পড়ে। যাইহোক, সময় এগিয়ে যাচ্ছে এবং মানুষ কৌতূহলী হয়ে উঠছে, এবং সমৃদ্ধ সম্পদ বহন করছে, মহাকাশ ভ্রমণকে বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে অসাধারণ লাফ দিচ্ছে এবং এমন একটি অভিজ্ঞতা সম্ভবত আমরা সকলেই আমাদের জীবনে একবার পেতে পারি। এলন মাস্ক এবং জেফ বেজোসের মতো উচ্চাভিলাষী পরিসংখ্যানের সাথে মানুষকে বহু-গ্রহের প্রজাতি বানানোর জন্য আগের চেয়ে আরও দৃ determined়সংকল্প, মহাকাশ পৃথিবীর কাছাকাছি এবং কাছাকাছি আসছে।...

https://narailnews24.xyz/bn/2021/09/26/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ad%e0%a7%8d/

“সাহসের সাথে এমন জায়গায় যাওয়া যেখানে আগে কোন মানুষ যায়নি” স্টার ট্রেক: দ্য অরিজিনাল সিরিজ সমস্ত সাম্প্রতিক খ...

লিওনেল মেসি আবার প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে সাইডলাইনে ছিলেন এবং আর্জেন্টিনার অনুপস্থিতিতে ইদ্রিসা গানা গুয়ে এবং জুলি...
26/09/2021

লিওনেল মেসি আবার প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে সাইডলাইনে ছিলেন এবং আর্জেন্টিনার অনুপস্থিতিতে ইদ্রিসা গানা গুয়ে এবং জুলিয়ান ড্রাক্সলার ছিলেন যারা লিগ ওয়ান নেতা হিসেবে শনিবার গোল করেছিলেন মন্টপেলিয়ারকে ২-০ গোলে। সেনেগালের মিডফিল্ডার গুয়ে 20 মিটার থেকে জালের ছাদে একটি শট বিধ্বস্ত করে পিএসজিকে পার্ক ডেস প্রিন্সেসে প্রথম লিড এনে দিলেন এবং বিকল্প হিসেবে ড্রাক্সলার দ্বিতীয় সেকেন্ডে যোগ করলেন কারণ মরিসিও পোচেটিনোর দল ফরাসি মৌসুমে তাদের নিখুঁত সূচনা বজায় রেখেছিল।...

https://narailnews24.xyz/bn/2021/09/26/%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae/

লিওনেল মেসি আবার প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে সাইডলাইনে ছিলেন এবং আর্জেন্টিনার অনুপস্থিতিতে ইদ্রিসা গানা গুয....

মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার ওই রুটিন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূ...
26/09/2021

মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার ওই রুটিন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আজ রোববার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে।...

https://narailnews24.xyz/bn/2021/09/26/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%82%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%be/

মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার ওই রুটিন প্রকাশ করা হবে বলে সংশ্...

স্টার স্পোর্টস রিপোর্ট রবি সেপ্টেম্বর 26, 2021 05:00 PM পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সময় মুমিনুল হক। ছবি: এএফপি ...
26/09/2021

স্টার স্পোর্টস রিপোর্ট রবি সেপ্টেম্বর 26, 2021 05:00 PM পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সময় মুমিনুল হক। ছবি: এএফপি ফাইল "> পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সময় মুমিনুল হক। ছবি: এএফপি ফাইল বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, আসন্ন জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবে-আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ-নভেম্বর-ডিসেম্বরে। পাকিস্তানের বিপক্ষে এই হোম সিরিজটি আসন্ন টি -টোয়েন্টি বিশ্বকাপের পর টাইগারদের প্রথম দায়িত্ব হবে, যা সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে 17 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।...

https://narailnews24.xyz/bn/2021/09/26/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%8f/

স্টার স্পোর্টস রিপোর্ট রবি সেপ্টেম্বর 26, 2021 05:00 PM পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সময় মুমিনুল হক। ছবি: এএফপি ফা...

বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমান (বাঁয়ে) ও দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির। পুরোনো ছবি বরখাস্ত হওয়া ডে...
26/09/2021

বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমান (বাঁয়ে) ও দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির। পুরোনো ছবি বরখাস্ত হওয়া ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিজানুর রহমান দুই দফায় ৩৫ লাখ টাকা ঘুষ দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে দিয়েছেন মর্মে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী সাক্ষী। ওই সাক্ষী নাম কনস্টেবল সাদ্দাম হোসেন। তিনি ডিআইজি মিজানের অর্ডারলী ছিলেন। এছাড়া এদিন ডিআইজি মিজানের স্ত্রীর দোকানের কর্মচারী রফিকুল ইসলাম নামেও একজন সাক্ষ্য দিয়েছেন।...

https://narailnews24.xyz/bn/2021/09/26/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6/

বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমান (বাঁয়ে) ও দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির। পুরোনো ছবি বরখাস্ত...

Address

Narail News 24, Narail
Narail
7510

Alerts

Be the first to know and let us send you an email when Narail News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narail News 24:

Videos

Share