02/09/2023
যেভাবে এশিয়া কাপের পরের পর্বে যেতে পারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ০১ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : বিসিবি
বেশ আশার বাণী শুনিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। দীর্ঘ অনুশীলন ক্যাম্পে প্রস্তুতিও ভালো হয়েছিল বলে জানিয়েছিলেন কোচ-অধিনায়ক। কিন্তু, গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে সেসবের প্রতিফলন দেখা যায়নি। শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়ে লজ্জার হারে এশিয়া কাপ শুরু করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এতে শঙ্কা জেগেছে বাংলাদেশের সুপার ফোরে ওঠা নিয়ে।
আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। কেবল জিতলেই হবে না। মেলাতে হবে যদি-কিন্তুর সমীকরণ। এরপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে।
সে ম্যাচে আফগানিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে। তাহলে শ্রীলঙ্কার পর ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা পাবে বাংলাদেশ। আফগানরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে, তখন তিন দলেরই সমান একটি করে জয় থাকবে। রানরেটে এগিয়ে থাকা দুই দল সেখান থেকে পরের পর্বে যাবে।
তাই, আফগানদের সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে সাকিব আল হাসানদের। তাতে, খানিকটা নির্ভার থাকা যাবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। আসরে টিকে থাকতে যে ম্যাচটি বাঁচা-মরার লড়াই সাকিবদের জন্য।