প্রাণের শহর নড়াইল

প্রাণের শহর নড়াইল নড়াইল জেলার আয়তন ৯৯০.২৩ বর্গ কিমি।

নড়াইল বাসীর পক্ষ থেকে অভিনন্দন,
15/01/2025

নড়াইল বাসীর পক্ষ থেকে অভিনন্দন,

বোয়ালমারী থানার চতুল রেলগেটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে নসিমনের সামনা সামনি সংঘ‍র্ষ ঘটনা স্থানে নসিমন ড্রাইভারের ...
15/01/2025

বোয়ালমারী থানার চতুল রেলগেটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে নসিমনের সামনা সামনি সংঘ‍র্ষ ঘটনা স্থানে নসিমন ড্রাইভারের পায়ের পাতা আলাদা হয়ে যায় \ নসিমনের ড্রাইভার কে জরুরি অবস্থায় হাসপাতালে নিয়ে জাওয়া হয়েছে।
তথ্য :- চতুল থেকে ইব্রাহিম ভাই

যশোর নড়াইল মহাসড়কে,,,,,,,
14/01/2025

যশোর নড়াইল মহাসড়কে,,,,,,,

নড়াইল সদর চন্ডিবরপুর  ইউনিয়নের  চালিতাতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহব্বত বাজার থেকে রাতে মটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সম...
13/01/2025

নড়াইল সদর চন্ডিবরপুর ইউনিয়নের চালিতাতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহব্বত বাজার থেকে রাতে মটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় তার উপর ১০/১২ জনের ডাকাত দল মহব্বতের উপর এলোপাতাড়ি ভাবে আক্রমন করে তার হাত পা ভেঙ্গে গূরুতর জখম করে। তিনি এখন যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সুস্বাদু খাবার ‘নলেন গুড়ের সন্দেশে’র নাম শুনলেই মনে আসে সারাদেশে বিখ্যাত নড়াইলের নাম। এ জেলার ঐতিহ্যের ধারক খেজুর গাছের ...
13/01/2025

সুস্বাদু খাবার ‘নলেন গুড়ের সন্দেশে’র নাম শুনলেই মনে আসে সারাদেশে বিখ্যাত নড়াইলের নাম। এ জেলার ঐতিহ্যের ধারক খেজুর গাছের রস থেকে তৈরি নলেন গুড় দিয়ে তৈরি করা বিশেষ মিষ্টিকে বলা হয় ‘নলেন গুড়ের সন্দেশ’। নড়াইলে জেলার ঐতিহ্যবাহী এবং সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খাবারের নামই হলো নলেন গুড়ের সন্দেশ।

এটা নড়াইল জেলার একটি বাজার বলতে হবে এটা কোথায়!!
13/01/2025

এটা নড়াইল জেলার একটি বাজার বলতে হবে এটা কোথায়!!

12/01/2025

দেশে ১ম HMPV রোগী শনাক্ত
- ১১ জানুয়ারি ২০২৫
আক্রান্ত ব্যক্তি একজন নারী, গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব।

11/01/2025

মাগুরা-নড়াইল সড়কের জোকা মোড়ে ট্রাক চাপায় রতন বিশ্বাস নামে ১জন নিহত, তার বাড়ি শিয়ালজুড়ি গ্রামে,ঘাতক ট্রাককে আটক করেছে স্থানীয় জনতা

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তামিম মোল্যা (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত...
11/01/2025

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তামিম মোল্যা (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের কৃতিসন্তান বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যার অসামান্য অবদান রয়েছে। তিনি ১৯৮৬ সালে...
10/01/2025

নড়াইলের কৃতিসন্তান বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যার অসামান্য অবদান রয়েছে। তিনি ১৯৮৬ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন । আমরা নড়াইলবাসী তার জন্য গর্বিত।

গতকাল বৃহস্পতিবার সকাল বেলা বাড়ি  থেকে বেরিয়েছেন। কিন্তু উনার কোনো খোজ পাওয়া যাচ্ছে না।  আমাদের বাড়ি নড়াইল সদর থানার ফেদ...
10/01/2025

গতকাল বৃহস্পতিবার সকাল বেলা বাড়ি থেকে বেরিয়েছেন। কিন্তু উনার কোনো খোজ পাওয়া যাচ্ছে না।
আমাদের বাড়ি নড়াইল সদর থানার ফেদি গ্রাম এ।
নাম অহিদ মোল্লা।
যদি কেউ ওনাকে দেখে থাকেন তাহলে দয়া করে একটা কল দেয়ার অনুরোধ রইল - 01625526425

চিএা নদীতে ধরা পড়লো অদ্ভুত দেখতে এই মাছ এই মাছের নাম কী বলেন তো সবাই,,,,,
09/01/2025

চিএা নদীতে ধরা পড়লো অদ্ভুত দেখতে এই মাছ এই মাছের নাম কী বলেন তো সবাই,,,,,

লোহাগড়া রেল স্টেশনে প্রথম ছিনতাই: আর্থিক ও মূল্যবান সামগ্রী হারালেন নাহারনড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নারান্দিয়া রেল...
08/01/2025

লোহাগড়া রেল স্টেশনে প্রথম ছিনতাই: আর্থিক ও মূল্যবান সামগ্রী হারালেন নাহার

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নারান্দিয়া রেল স্টেশনে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। বুধবার, ৮ জানুয়ারি সকালে, উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা নাহারকে ছিনতাইকারীদের কবলে পড়তে হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ছিনতাইকারীরা নাহারের কাছ থেকে তার কানের দুল, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগী একা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় নাহার মানসিকভাবে ভেঙে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

হারানো বিজ্ঞপ্তি আজ বেলা আনুমানিক 11 টার সময় এই দুইটা ছাত্র নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে  হারিয়ে গিয়েছে। কোনো সহৃ...
08/01/2025

হারানো বিজ্ঞপ্তি
আজ বেলা আনুমানিক 11 টার সময় এই দুইটা ছাত্র নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে হারিয়ে গিয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি দেখে থাকলে বা সন্ধান পেয়ে থাকলে নিচের নাম্বারে যোগাযোগ করুন!
01842-565142
01737090945
01741608185

08/01/2025

খুব জরুরী ভাবে O+ রক্তের প্রয়োজন।
রুগীর সমস্যা জরুরী ভাবে সিজার স্হান খুলনা।
যোগাযোগ 01918827872

ভাটিয়াপাড়া টু যশোর রোড শেষ,প্রতিদিন এক্সি*ডেন্ট 🥹 সময় সন্ধ্যা ৮: ৩৫
07/01/2025

ভাটিয়াপাড়া টু যশোর রোড শেষ,
প্রতিদিন এক্সি*ডেন্ট 🥹
সময় সন্ধ্যা ৮: ৩৫

ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধা*ক্কায় যাত্রীসহ পুকুরে পড়লো মাইক্রোবাস; ঘটনাস্থলে ৩ জনসহ ৫ জন নিহ*ত🥲🥲
07/01/2025

ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধা*ক্কায় যাত্রীসহ পুকুরে পড়লো মাইক্রোবাস; ঘটনাস্থলে ৩ জনসহ ৫ জন নিহ*ত🥲🥲

🔴 বর্তমান বিশ্বের নতুন আতঙ্ক HMPV Virus সম্পর্কে বিস্তারিত-✔️Human Metapneumovirus (HMPV) হলো একটি RNA ভাইরাস, যা মানুষে...
07/01/2025

🔴 বর্তমান বিশ্বের নতুন আতঙ্ক HMPV Virus সম্পর্কে বিস্তারিত-

✔️Human Metapneumovirus (HMPV) হলো একটি RNA ভাইরাস, যা মানুষের শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। এটি বিশ্বজুড়ে শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে গুরুতর শ্বাসযন্ত্রজনিত সমস্যার অন্যতম কারণ। HMPV-এর আবিষ্কার ২০০১ সালে হলেও, গবেষণায় প্রমাণিত হয়েছে এটি মানুষে সংক্রমণের কারণ হিসেবে বহু বছর ধরেই বিদ্যমান।

🔰 Classification:

▪️পরিবার: Paramyxoviridae
▪️উপপরিবার: Pneumovirinae
▪️গণ (Genus): Metapneumovirus
▪️ভাইরাসের ধরন: Negative-sense, single-stranded RNA virus
▪️উপ-প্রকার: HMPV-এর দুটি প্রধান প্রকার রয়েছে:
i. A Subgroup (A1, A2)
ii.B Subgroup (B1, B2)

🔰 ছড়ানোর পথ-

HMPV সাধারণত মানুষ থেকে মানুষে সংক্রামিত হয় এবং এটি শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়।

1. ড্রপলেট সংক্রমণ: সংক্রামিত ব্যক্তির হাঁচি, কাশি থেকে ভাইরাস বাতাসে ছড়ায়।
2. সরাসরি সংস্পর্শ: আক্রান্ত ব্যক্তির সাথে হাত মেলালে।
3. পরোক্ষ সংস্পর্শ: সংক্রামিত বস্তু বা পৃষ্ঠ স্পর্শ করার পর মুখ, নাক, বা চোখে হাত দিলে।
4. ভাইরাল শেডিং: সংক্রমিত ব্যক্তি কয়েক সপ্তাহ পর্যন্ত ভাইরাস ছড়াতে পারে।
5. সংক্রমণের ঋতু: শীতকাল বা বসন্তকালে এর সংক্রমণ বেশি দেখা যায়।

🔰 HMPV-এর প্রভাব-

HMPV ছোট থেকে বড় সব বয়সের মানুষকে সংক্রমিত করতে পারে। তবে এর প্রভাব ভিন্ন হয়।

💠 শিশুদের উপর প্রভাব-

▪️শিশুদের মধ্যে এটি অন্যতম শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণ।
▪️ব্রংকিওলাইটিস (bronchiolitis) এবং নিউমোনিয়া-এর ঝুঁকি বেশি।
▪️দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে।

💠 প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের উপর প্রভাব-

▪️হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা HMPV সংক্রমণে বেশি ঝুঁকিতে থাকে।
▪️৬৫ বছরের ঊর্ধ্বে বয়স্কদের ক্ষেত্রে এটি ফুসফুসের জটিলতা সৃষ্টি করতে পারে।

💠ইমিউনোকম্প্রোমাইজড রোগীর উপর প্রভাব-

▪️ক্যান্সার বা অঙ্গ প্রতিস্থাপন রোগীদের জন্য HMPV-এর সংক্রমণ প্রাণঘাতী হতে পারে।

🔰 Clinical Symptoms:

HMPV সংক্রমণের লক্ষণ সাধারণত সংক্রমণের মাত্রার উপর নির্ভরশীল।

1. হালকা সংক্রমণের লক্ষণ-

▪️সাধারণ ঠান্ডা
▪️নাক দিয়ে পানি পড়া
▪️হালকা কাশি
▪️গলা ব্যথা
▪️মৃদু জ্বর
▪️ক্লান্তি

2. গুরুতর সংক্রমণের লক্ষণ-

▪️শ্বাসকষ্ট
▪️ফুসফুসে শ্বাসের সময় সাঁই সাঁই শব্দ (Wheezing)
▪️উচ্চ জ্বর
▪️ব্রংকিওলাইটিস
▪️নিউমোনিয়া
▪️অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া

🔰Diagnosis:

HMPV নির্ণয়ের জন্য উন্নত পরীক্ষার পদ্ধতি প্রয়োজন।

1. RT-PCR (Reverse Transcription Polymerase Chain Reaction)

▪️ভাইরাসের জিনগত উপাদান (RNA) শনাক্ত করার জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি।

2. Swab Test-

▪️নাসাল বা থ্রোট সোয়াব ব্যবহার করে ভাইরাস শনাক্ত করা হয়।

3. র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট-

▪️ভাইরাসের অ্যান্টিজেন দ্রুত শনাক্ত করতে ব্যবহৃত।

4. রক্ত পরীক্ষা (Serology)-

▪️ভাইরাসের বিরুদ্ধে গঠিত অ্যান্টিবডি পর্যবেক্ষণ।

5. Chest X-ray/CT Scan-

▪️গুরুতর সংক্রমণে ফুসফুসের অবস্থা নির্ণয় করতে ব্যবহৃত।

🔰 Treatment:

HMPV সংক্রমণের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল থেরাপি নেই। চিকিৎসা লক্ষণ উপশম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপর নির্ভরশীল।

1. জটিলতাহীন সংক্রমণের চিকিৎসা-

▪️প্রচুর পরিমাণে তরল গ্রহণ।
▪️জ্বর ও ব্যথা উপশমে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন।
▪️শ্বাস প্রশ্বাসের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা।

2. জটিল সংক্রমণের চিকিৎসা-

▪️গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি।
▪️অক্সিজেন থেরাপি: শ্বাসকষ্ট হলে অক্সিজেন সাপোর্ট প্রয়োজন।
▪️মেকানিক্যাল ভেন্টিলেশন: শ্বাসযন্ত্র পুরোপুরি ব্যর্থ হলে।
▪️ইমিউনোমডুলেটর থেরাপি: দুর্বল ইমিউন সিস্টেমের রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

🔰Prevention:

HMPV প্রতিরোধের জন্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই। তবে সংক্রমণ এড়াতে নিচের পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ:

1. ব্যক্তিগত পরিচ্ছন্নতা-

▪️নিয়মিত সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
▪️চোখ, মুখ বা নাকে হাত দেওয়া থেকে বিরত থাকা।

2. মাস্ক পরিধান-

▪️জনাকীর্ণ জায়গায় মাস্ক ব্যবহার।

3. সংক্রমিত ব্যক্তির থেকে দূরত্ব-

▪️যারা ঠান্ডা বা কাশিতে আক্রান্ত তাদের কাছাকাছি না যাওয়া।

4. পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা-

▪️প্রায়শই ছোঁয়া হয় এমন পৃষ্ঠগুলো জীবাণুমুক্ত রাখা।

5. ইমিউন সিস্টেম শক্তিশালী করা-

▪️পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত ঘুম।

✔️ HMPV একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস হলেও এটি শিশু, বয়স্ক এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। রোগ প্রতিরোধের ক্ষেত্রে পরিচ্ছন্নতা এবং সংক্রমণ এড়ানোর পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রমণ গুরুতর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

🔰গবেষণার বর্তমান অবস্থা-

▪️HMPV-এর বিরুদ্ধে ভ্যাকসিন এবং অ্যান্টিভাইরাল ওষুধ তৈরির কাজ চলছে।
▪️ভবিষ্যতে এই ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর চিকিৎসা পদ্ধতি পাওয়ার আশা করা যায়।

সচেতন হোন সুস্থ থাকুন 😊
ভুল ত্রুটি মার্জনীয়
Post কপি করলে অবশ্যই আমার Hastag Use করবেন
ধন্যবাদ 😊


Dibakar Roy

Address

Narail Sadar
Narail
7500

Telephone

+8801611960010

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের শহর নড়াইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাণের শহর নড়াইল:

Videos

Share