Sheikh Mafijur Rahman

Sheikh Mafijur Rahman I'm Sheikh Mafijur Rahman. lives in tongi, Gazipur. & Works at PS to Chairman & Executive Director of Shakti Foundation
(1)

"প্রিয় সাজ"কলমেঃ 💗শেখ মফিজুর রহমান💗তোমার ঐ হরিণী চোখে কাজল দিও মেখে, কপালে দিও লাল টিপ,দুই সারিতে বেণি করিও চুল, তোমার ঐ...
25/10/2024

"প্রিয় সাজ"
কলমেঃ 💗শেখ মফিজুর রহমান💗

তোমার ঐ হরিণী চোখে কাজল দিও মেখে, কপালে দিও লাল টিপ,
দুই সারিতে বেণি করিও চুল, তোমার ঐ আঁখিতে খুঁজবো আমি ভালোবাসার মহাদ্বীপ!..

আজকে না হয় তোমার ঐ নীল শাড়িটা পরো, নীল বাজু দাও হাতে, নকশি নথ দিও তোমার ঐ নাকে, ঝুমকো জোড়া পড়িও সেই সাথে!..

আলতা রঙে রাঙিও তোমার দুটি পা, মেহেদিতে রাঙিয়ে নিও ঐ দুটি হাত!..
তোমার ঐ রাঙা ঠোঁটের মিষ্টি হাসি দিয়ে, আমার মনের মাঝে জাগিও প্রভাত।

মনে করে টিকলি পরে নিও, যত্ন নিও তোমার গলার ঐ তিলের,
আজ আমার মন উড়াল দিবে.. তোমায় নিয়ে, উড়াল পঙ্খি হয়ে। উড়াল দিবে আকাশের অদৃশ্য ঐ নীলে।

জগৎ জানুক তুমি এসেছো, তুমি আজ আর নেই যে দূরেতে।
আড়চোখে তুমি আর চেও না আজ, এসো মোর হৃদয়ের মাঝে,
প্রিয় সাজে সাজো প্রিয়তমা তুমি, দেখবো আজ আমি দুটি নয়ন ভরে!..

তাং-২৫/১০/২৪

24/10/2024

অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে অভূতপূর্ব ভূমিকা পালনকারী জাতির জনক বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি বাংলাদেশের মু্ক্তিযোদ্ধা ৭১ এর স্বপক্ষের মানুষ হিসাবে এই ঘৃণ্য ও নেককারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশের মু্ক্তিযোদ্ধা ৭১ এর স্বপক্ষের মানুষেরা মনে করে, যে সংগঠন বাঙালির মুক্তি সংগ্রাম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সাথে যে সংগঠনের নাম জড়িয়ে আছে, সেই সংগঠনকে একটি অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে- বাঙালি জাতির জন্য এটা এক ঘৃণিত ও সংবিধান বর্হীত কাজ। এটি বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ৭১ সালের পরাজিত শক্তির নির্মম প্রতিশোধ।

বাঙালি জাতির জনক ও বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন কাজে লাগিয়েছিলেন, ছাত্রলীগ তাদের মাঝে অন্যতম। স্বাধীনতার পরে জাতির জনক বলেছিলেন, 'ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস'।

বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি এই সংগঠন সৃষ্টি করেছিলেন। বাঙালির অধিকার আদায়, আত্মনিয়ন্ত্রণাধিকার, এবং সর্বোপরি মুক্তি সংগ্রামের সৈনিক হিসেবে অবদান রাখার জন্য। একটি রাষ্ট্রের জন্মের সাথে এভাবে যুক্ত থাকার মতো সৌভাগ্য পৃথিবীর ইতিহাসে আর কোন ছাত্র সংগঠনের সৌভাগ্য হয়নি। ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। স্বাধীন বাংলাদেশে সপরিবারে জাতির জনক কে হত্যার পর, এদেশের গণতন্ত্রের সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এরকম একটি সংগঠনকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে অসাংবিধানিক ও অবৈধ অন্তবর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটি মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনার উপর এক বড় নেককারজনক ঘটনা।

১৫ জুলাই থেকে ঢাকাসহ সারাদেশে ছাত্র-পুলিশ-আওয়ামী লীগ নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে যারা হত্যা করল, যে হত্যাকান্ড আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার পর্যায় পড়ে, সেই হত্যাকারীদের অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার দায়মুক্তি দিল।

Life is not meant to be easy, Its meant to be lived!Sometimes Happy, other times are rough! But every ups & down make yo...
24/10/2024

Life is not meant to be easy, Its meant to be lived!Sometimes Happy, other times are rough! But every ups & down make you learn a lessons, that make you strong. Always end your day with a positive thought! No matter how hard today was, tomorrow is Full of posibilities!!..

নীলনদ উপত্যকায় মিললো সাড়ে তিন হাজার বছর আগের কুকুরআফছার হোসাইন, মিশরের প্রতিনিধি।তাঃ-২৪/১০/২৫
24/10/2024

নীলনদ উপত্যকায় মিললো সাড়ে তিন হাজার বছর আগের কুকুর
আফছার হোসাইন, মিশরের প্রতিনিধি।
তাঃ-২৪/১০/২৫

জীবনের যদি কখনও খারাপ সময় আসে? তাহলে সে সময়গুললো গোপন রাখাই ভালো। নিজের দুঃখ-কষ্ট কাউকে না বলাটাই উত্তম। নিজের দুঃখ-কষ্ট...
24/10/2024

জীবনের যদি কখনও খারাপ সময় আসে? তাহলে সে সময়গুললো গোপন রাখাই ভালো। নিজের দুঃখ-কষ্ট কাউকে না বলাটাই উত্তম। নিজের দুঃখ-কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে গোপন করে রাখবেন যেনো আপনার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায়। গোপনে আপনি ভেঙ্গে গেছেন খুব কাউকে বুঝতে দিবেন না। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন? আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা? শক্ত হউন! নিজেকে নিজেকে বুঝান! যে এতো সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙ্গে যেতে নেই আঘাতে। মনে রাখবেন... একবার মানুষ যদি বুঝতে পারে আপনার অসহায়ত্ব। তাহলে আপনাকে ফুটবল বানিয়ে খেলা করবে। আনন্দ পাবে, হাসি-মশকরা করবে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদবেন, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে বলতে যাবে না। মনে রাখবেন, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানেনই তো বিপদে মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়ের মতো ব্যবহার করে। বিপদে পড়লে মানুষ সমালোচনা করতে পছন্দ করে।

"হৃদয়ের জমা সুপ্ত ব্যথা"কলমেঃ 🥰শেখ মফিজুর রহমান 🥰 চিরদিনই আমার আধারে কেটে গেল... এ জীবনে কেউ  এলো না কাছে প্রেমের প্রদী...
24/10/2024

"হৃদয়ের জমা সুপ্ত ব্যথা"
কলমেঃ 🥰শেখ মফিজুর রহমান 🥰

চিরদিনই আমার আধারে কেটে গেল... এ জীবনে কেউ এলো না কাছে প্রেমের প্রদীপ হাতে নিয়ে!!
দূর থেকে দেখেছি পূর্ণিমার রাতে, চাঁদের আলোয় আমার ঘর কখনো ঝলমলে ওঠেনি ।
স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে... সবাই তখন পর হয়ে যায় কেউ থাকেনা পাশে!..🥲🥲

কষ্ট যখন আমার মনের মাঝে দিয়ে যায় যাতনা, সবাই তখন ভুলে যায় কেউ রাখে না মনে!..🥲🥲
হৃদয় জুড়ে ভালোবাসার বৃষ্টি নামাতে না পারলেও মনের আকাশে কষ্টের ছায়া দিও না কভু তুমি!!
মন খারাপের মেঘলা আকাশ নিয়ে...হয়তো বেঁচে থাকা যায়।
কিন্তু প্রত্যেকটা রাত তুমিহীনা কাটানো বড় দায়!!

তাং-২৪/১০/২৪

24/10/2024

১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ৫২ এর ভাষা আন্দোলন,
৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন,
৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন,
৬২ এর শিক্ষা আন্দোলন
৬৬ এর ছয় দফা
’৬৯ এর গণঅভ্যুত্থান
৭০ এর নির্বাচন ও
৭১ এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন।

১৯৭১ সালে পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছিলো ছাত্রলীগকে, ফলাফল হিসাবে আওয়ামী লীগ - ছাত্রলীগের নেতৃত্বে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, 'ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস'

স্বাধীনতা বিরুদ্ধ শক্তিকে সাথে নিয়ে অবৈধ সরকারের অবৈধ প্রজ্ঞাপন মানবে না বাংলাদেশের ছাত্রসমাজ। যে সংগঠনের ৫০ লাখের উপরে নেতা কর্মীরা আছে এই বাংলাদেশে , সে সংগঠন নিষিদ্ধ করা যায় না।

কতজনকে হত্যা করবেন? জেলে নেবেন?
পারবেন না।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।।

23/10/2024

রাষ্ট্রভাষা আন্দোলন, অভ্যুত্থান, দেশের মানচিত্র অংকন, পতাকা, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন বাংলাদেশ অভ্যুদয়ের পথে এই ঘটনাগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত সংগঠনটির নাম "বাংলাদেশ ছাত্রলীগ"

ওকে কেউ একটু থামা, পাগল হয়ে ছুটাছুটি করতেছে, বাসার কেউ জানে না। পাঁঠা পাগল হয়ে আবোলতাবোল বকতাছে। পাবনা ভর্তি করাতে হবে!
23/10/2024

ওকে কেউ একটু থামা, পাগল হয়ে ছুটাছুটি করতেছে, বাসার কেউ জানে না। পাঁঠা পাগল হয়ে আবোলতাবোল বকতাছে। পাবনা ভর্তি করাতে হবে!

Hello, everyone good morning!🌹🌹 That's universal truth!... "Everything you love you will probably be lost but in the end...
23/10/2024

Hello, everyone good morning!🌹🌹

That's universal truth!... "Everything you love you will probably be lost but in the end love will return in another way"

"চলোনা মেঠো সোনালি পথে ঘুরে আসি".....কলমেঃ 😍💘শেখ মফিজুর রহমান😍💘মেঠো সোনালি পথ ধরে... দূরে কোথাওদু'জনে চলো আসি ঘুরে!!নীরব...
20/10/2024

"চলোনা মেঠো সোনালি পথে ঘুরে আসি".....
কলমেঃ 😍💘শেখ মফিজুর রহমান😍💘

মেঠো সোনালি পথ ধরে... দূরে কোথাও
দু'জনে চলো আসি ঘুরে!!
নীরবতায় না থেকে... আসো দু'জনে মাতি কোলাহলে!...
মেঠো সোনালি পথ ধরে দূরে কোথাও
দু'জনে চলো আসি ঘুরে!!

মেঘেরা আকাশের বুকে...
বৃষ্টি নামায় যদি কভু সুখে।
মেঠো সোনালি পথ ধরে দূরে কোথাও
দু'জনে চলো আসি ঘুরে!!
বৃষ্টি যদি নেমে যায় কভু
দু'জনের চলার মাঝে! মন রাঙিয়ে ভিজবো দু'জন! বৃষ্টির পানিতে ভিজতে যে বড়ই ভালো লাগে!!
মেঠো সোনালি পথ ধরে দূরে কোথাও
দু'জনে চলো আসি ঘুরে!!

যত কথা জমা আছে মনে..
বলব তোমায় খুলে!!
আনন্দ রবে মন জুড়ে, মুখে রবে হাসি,
প্রাণে প্রাণ মিলিয়ে করব প্রেমের আলাপন!!

তাং-২০/১০/২৪

19/10/2024

# #শেক্সপিয়ারের কিছু উক্তি যা মানুষের জীবনকে বদলে দিতে পারে এমনই কিছু লিখিত বন্ধুরা মন দিয়ে পড়বেন।

🪡যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।!

🪡সততার কাছে দুর্নীতি কোন দিন জয়ী হতে পারে না।

🪡দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।

🪡বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু।

🪡দুঃখ কখনও একা আসে না, যখন আসে তখন তার দলবল নিয়ে-ই আসে।

🪡আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এই দুঃখের কারণ হয়ে দাড়ায়।

🪡অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

🪡কাউকে সারা জীবন কাছে পেতে চাও। তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারন, প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

🪡যে তার ভালবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না।

🪡আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।

🪡সাফল্যের ৩টি শর্তঃ - অন্যের থেকে বেশী জানুন! - অন্যের থেকে বেশী কাজ করুন! - অন্যের থেকে কম আশা করুন!

🪡তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।

🪡তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে, তখন সে না ডাকলে যেওনা।

শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে। তোমার লজ্জা করেনা।" শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন "আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ?" আসলে ভালবাসার কোন বয়স হয়না আপনি যে কাউকেই ভালবাসতে পারেন।

🪡প্রয়োজন খারাপ কেও ভাল করে তোলে।

🪡মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা।

🪡জীবন-জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।

🪡আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।

🪡ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে|

#সংগৃহীত একটি লেখা সকলের পড়ার অনুরোধ রইলো ।ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে রাখবেন।

#
# #

যারা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এই ছবিটা তাদের জন্য দেখুন পাশে কারা? বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু তার তুলনা কারোর ...
19/10/2024

যারা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এই ছবিটা তাদের জন্য দেখুন পাশে কারা? বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু তার তুলনা কারোর সাথে হয় না।

18/10/2024
বাহ্ মেধাবী স্যারের কথা শুনেছেন, স্যার কি বলে? আপনারা কি স্যারের সাথে একমত?
18/10/2024

বাহ্ মেধাবী স্যারের কথা শুনেছেন, স্যার কি বলে? আপনারা কি স্যারের সাথে একমত?

"খুঁজি তোমাকে"কলমেঃ❣️ শেখ মফিজুর রহমান❣️রাতের গভীরে তোমাকে খুঁজি স্বপ্নের মাঝে,উত্তপ্ত দুপুরে তোমাকে খুঁজি বৃক্ষের ছাঁয়া...
18/10/2024

"খুঁজি তোমাকে"
কলমেঃ❣️ শেখ মফিজুর রহমান❣️

রাতের গভীরে তোমাকে খুঁজি স্বপ্নের মাঝে,
উত্তপ্ত দুপুরে তোমাকে খুঁজি বৃক্ষের ছাঁয়ায়,

উত্তাল সাগরের ঢেউয়ের মাঝে খুঁজি তোমাকে,
দক্ষিণা বাতাসের মৃদুহাওয়াতে খুঁজি তোমাকে,

ব্যস্ত নগরী ঢাকা শহরের প্রতিটি অলিগলিতে খুঁজি তোমাকে,
সাত আসমান, সাত জমিন, সব জাগাতে খুজি তোমাকে,
কখনোই কি তুমি আমায় দিবে না দেখা?

আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা প্রহর, প্রতিটি ঘণ্টা, প্রতিটা দিন ও রাত কাটে তোমার প্রতিক্ষাতে,

কখন আসবে তুমি, কখন দিবে দেখা, এই আশাতে তোমার পথ চেয়ে রই,
তোমাকে খুঁজতে গিয়ে শরীর হয় বড্ড ক্লান্ত,
হয়না শুধু মন সে শুধু তোমাকেই খুঁজে বেড়াই!!

তাং-১৮/১০/২৪

Address

Saraspur, Kaia
Narail
8100

Telephone

+8801518668746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Mafijur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Mafijur Rahman:

Videos

Share