!["প্রিয় সাজ"কলমেঃ 💗শেখ মফিজুর রহমান💗তোমার ঐ হরিণী চোখে কাজল দিও মেখে, কপালে দিও লাল টিপ,দুই সারিতে বেণি করিও চুল, তোমার ঐ...](https://img5.medioq.com/765/120/518299757651201.jpg)
25/10/2024
"প্রিয় সাজ"
কলমেঃ 💗শেখ মফিজুর রহমান💗
তোমার ঐ হরিণী চোখে কাজল দিও মেখে, কপালে দিও লাল টিপ,
দুই সারিতে বেণি করিও চুল, তোমার ঐ আঁখিতে খুঁজবো আমি ভালোবাসার মহাদ্বীপ!..
আজকে না হয় তোমার ঐ নীল শাড়িটা পরো, নীল বাজু দাও হাতে, নকশি নথ দিও তোমার ঐ নাকে, ঝুমকো জোড়া পড়িও সেই সাথে!..
আলতা রঙে রাঙিও তোমার দুটি পা, মেহেদিতে রাঙিয়ে নিও ঐ দুটি হাত!..
তোমার ঐ রাঙা ঠোঁটের মিষ্টি হাসি দিয়ে, আমার মনের মাঝে জাগিও প্রভাত।
মনে করে টিকলি পরে নিও, যত্ন নিও তোমার গলার ঐ তিলের,
আজ আমার মন উড়াল দিবে.. তোমায় নিয়ে, উড়াল পঙ্খি হয়ে। উড়াল দিবে আকাশের অদৃশ্য ঐ নীলে।
জগৎ জানুক তুমি এসেছো, তুমি আজ আর নেই যে দূরেতে।
আড়চোখে তুমি আর চেও না আজ, এসো মোর হৃদয়ের মাঝে,
প্রিয় সাজে সাজো প্রিয়তমা তুমি, দেখবো আজ আমি দুটি নয়ন ভরে!..
তাং-২৫/১০/২৪