forhad bhay

forhad bhay Hello Dear Viewers, This is a funny videos channel. We make funny videos in our village.
(9)

12/02/2023

তোমাকে দেওয়া গোলাপটা হয়তো শুকিয়ে গেছে, তবে ভালোবাসাটা আজও তাজা আছে! ❤️

প্রচুর ভালো থাকতে হবে, ভালো থেকে আশে পাশের নোংরা মাইন্ডের মানুষদেরকে বুঝাতে হবে , তাদের কথায় আমার কিচ্ছু যায় আসেনা।😎
11/01/2023

প্রচুর ভালো থাকতে হবে, ভালো থেকে আশে পাশের নোংরা মাইন্ডের মানুষদেরকে বুঝাতে হবে , তাদের কথায় আমার কিচ্ছু যায় আসেনা।😎

16/11/2022

ভয়ে দৌড়াতে হলো সবাইকে....

জীবনের শুরুতে কষ্টের সূচনা,হাজারোব্যাথা নিয়ে আমার রচনা,যন্ত্রনার অন্ধ ঘরেনির্মম এক পরিহাস.চোখের জল আরবেদনা নিয়ে আমার জ...
13/11/2022

জীবনের শুরুতে কষ্টের সূচনা,হাজারো
ব্যাথা নিয়ে আমার রচনা,যন্ত্রনার অন্ধ ঘরে
নির্মম এক পরিহাস.চোখের জল আর
বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস।

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে এমন একজনকে খুজে নিতে হবেযার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে । – (হূমায়ন আহম্মেদ)
13/11/2022

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে এমন একজনকে খুজে নিতে হবে
যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে । – (হূমায়ন আহম্মেদ)

কোন মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না!সময়ের ব্যবধানে , তুমিও একদিন ঠকে যাবে।
13/11/2022

কোন মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না!
সময়ের ব্যবধানে , তুমিও একদিন ঠকে যাবে।

একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয় খুব কঠিন,কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি,ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন।
12/11/2022

একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয় খুব কঠিন,
কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি,
ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন।

ভেবেছিলাম দুঃখের নদী টা পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাবো…কিন্তু, দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে।
12/11/2022

ভেবেছিলাম দুঃখের নদী টা পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাবো…
কিন্তু, দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে।

ভালবাসা বদলায় না বদলে যায় মানুষগুলোঅনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো।
12/11/2022

ভালবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো
অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো।

কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি..কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম, পানির উপর চাঁদের আলোক্ষনিকের জন্যই থাকে, স্...
12/11/2022

কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি..
কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম, পানির উপর চাঁদের আলো
ক্ষনিকের জন্যই থাকে, স্থায়ী নয়।

12/11/2022

ভালোবাসা মানুষকে বদলে দেয় | মানুষ থেকে জানোয়ার যেমন বানায়, ঠিক জানোয়ার থেকে মানুষও বানায় | 🙃

09/11/2022

বিবাহিত vs অবিবাহিত হাডুডু খেলা |

05/11/2022

সময়টা ২০০৯-এর শেষাংশ। এক বছর পরই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে' গ্রেটেস্ট শো অন আর্থ'-খ্যাত ফুটবল বিশ্বকাপ। চারদিকে শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, বাজারে কিংবা চায়ের টঙে চলছে প্রবল মাতামাতি, কখনো কখনো তা রূপ নিচ্ছে তর্কাতর্কিতে। সবচেয়ে বেশি যে দুটি দলের নাম শুনছিলাম, তা ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল-সমর্থকদের মুখে ছিল রিকার্ডো কাকার নাম, আর্জেন্টিনা-ভক্তদের মুখে মেসির নাম।

সব জল্পনা-কল্পনা শেষে অবশেষে এল বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ। বাবা, চাচা কিংবা এলাকার বড় ভাইদের মুখে শুনেছিলাম, ফুটবলের তীর্থস্থান বলা হয় ব্রাজিলকে। শুনেছিলাম রোমারিও, রিভালদো, রোনালদো, রোনালদিনহোদের শৈল্পিক ফুটবলের কথা। ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল উত্তর কোরিয়ার সাথে। সেই ম্যাচে ব্রাজিল জিতে যায় ২-১ গোলে। সেদিনই হলুদ জার্সিধারীদের ফুটবলের প্রেমে পড়া। মূলত ফুটবলকে, বিশেষ করে ব্রাজিলকে ভালোবাসতে বাধ্য করেছিলে সে সময়ের তারকা ফুটবলার কাকা। কাকার পায়ের শৈল্পিক ফুটবলের জাদু, ডিফেন্স চেরা সব পাস, গোলের পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে কাকার সেই ট্রেডমার্ক সেলিব্রেশন-- সব কিছু মনে গেঁথে যায়। সেই থেকেই মূলত ব্রাজিলকে সমর্থন করা। ২০১০ বিশ্বকাপে হল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেদিন মনের কোণে অনেকটা চাপা কষ্ট জমে ছিল। ভাবতেই কষ্ট হচ্ছিল যে, ব্রাজিল বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে।

বেদনা? তা তো সমর্থনের অংশ। ২০১৪ বিশ্বকাপে জুনিগার ট্যাকলে নেইমারের মেরুদণ্ডের হাড়ে চোট, এরপর বেলো হরিজন্তেতে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে পরাজয়-- সব ব্রাজিল-সমর্থকের মতো এই লেখকেরও আজন্ম আক্ষেপের স্মৃতি৷ কিন্তু ব্রাজিলের প্রতি ভালোবাসায় ঘাটতি পড়েনি এরপরও। পেয়েছেন তাই আনন্দের অনুভূতিও। দলের সঙ্গে জিতেছেন ২০১৩ কনফেডারেশনস কাপ আর ২০১৯ কোপা আমেরিকা।

সময়টা ২০০৯-এর শেষাংশ। এক বছর পরই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে' গ্রেটেস্ট শো অন আর্থ'-খ্যাত ফুটবল বিশ্বকাপ। চারদিকে শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, বাজারে কিংবা চায়ের টঙে চলছে প্রবল মাতামাতি, কখনো কখনো তা রূপ নিচ্ছে তর্কাতর্কিতে। সবচেয়ে বেশি যে দুটি দলের নাম শুনছিলাম, তা ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল-সমর্থকদের মুখে ছিল রিকার্ডো কাকার নাম, আর্জেন্টিনা-ভক্তদের মুখে মেসির নাম।

সব জল্পনা-কল্পনা শেষে অবশেষে এল বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ। বাবা, চাচা কিংবা এলাকার বড় ভাইদের মুখে শুনেছিলাম, ফুটবলের তীর্থস্থান বলা হয় ব্রাজিলকে। শুনেছিলাম রোমারিও, রিভালদো, রোনালদো, রোনালদিনহোদের শৈল্পিক ফুটবলের কথা। ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল উত্তর কোরিয়ার সাথে। সেই ম্যাচে ব্রাজিল জিতে যায় ২-১ গোলে। সেদিনই হলুদ জার্সিধারীদের ফুটবলের প্রেমে পড়া। মূলত ফুটবলকে, বিশেষ করে ব্রাজিলকে ভালোবাসতে বাধ্য করেছিলে সে সময়ের তারকা ফুটবলার কাকা। কাকার পায়ের শৈল্পিক ফুটবলের জাদু, ডিফেন্স চেরা সব পাস, গোলের পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে কাকার সেই ট্রেডমার্ক সেলিব্রেশন-- সব কিছু মনে গেঁথে যায়। সেই থেকেই মূলত ব্রাজিলকে সমর্থন করা। ২০১০ বিশ্বকাপে হল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেদিন মনের কোণে অনেকটা চাপা কষ্ট জমে ছিল। ভাবতেই কষ্ট হচ্ছিল যে, ব্রাজিল বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে।

বিশ্বকাপের পরে ধীরে ধীরে ইতি ঘটতে থাকে কাকা-যুগের। এক সময় ফুটবল নামক আকাশ থেকে রিকার্ডো কাকা নামক সেই নক্ষত্রটি ঝড়ে যায়। তখন ব্রাজিল দলে শুরু হয় দৈন্যদশা। তবে ফুটবলের দেশ ব্রাজিলকে খাদের কিনারা থেকে উদ্ধার করতে আবির্ভাব ঘটে হালকা, রোগাপলকা গড়নের একটি ছেলের, যাঁর নাম নেইমার জুনিয়র। ২০১৩ সালে ব্রাজিল ঘরের মাটিতে কনফেডারেশন কাপ খেলতে নামে। ততদিনে দলের সেরা তারকা নেইমার। স্বভাবতই তাঁর উপর প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তখনকার ব্রাজিল দলের গোলবার সামলানোর দায়িত্বে ছিলেন হুলিও সিজার। ডিফেন্স লাইনে ছিলেন থিয়াগো সিলভা, ডেভিড লুইজ,দানি আলভেজ, মার্সেলো। অ্যাটাকে নেইমারের সাথে ছিলেন ফ্রেড, হাল্ক ও অস্কার। সেবার ব্রাজিল নেইমার-ফ্রেডের অনবদ্য পারফরম্যান্সে পৌঁছে যায় টুর্নামেন্টের ফাইনালে। ফাইনালে ওঠার পথে ব্রাজিল টপকে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়ে বাধা। ফাইনালে ব্রজিলের প্রতিপক্ষ ছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

জাভি, ইনিয়িস্তা, ক্যাসিয়াস, পিকেদের নিয়ে স্পেন তখন র‍্যাংকিয়ের এক নম্বর দল। অন্যদিকে সামনের বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কারণে ব্রাজিল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারছিল না বলে দলটা নেমে গিয়েছিল ২৩-এ। চারিদিকে তাই স্পেনের জয়জয়কার। নিন্দুকেরা তো ফাইনালের আগেই ব্রাজিলকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু ফাইনালে যে ব্রাজিলের দেখা মিলেছিল, তা রীতিমতো অবিশ্বাস্য। স্পেনকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে ফিফা কনফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়ে যায় ব্রাজিল। জয়ের নায়ক সেই নেইমার-ফ্রেড। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন ধীরে ধীরে ব্রাজিলের প্রাণভোমরা হয়ে ওঠা নেইমার। এটাই ছিল প্রিয় দলকে প্রথম শিরোপা জিততে দেখা। এটাই এখন অবধি প্রিয় দলের আনন্দের সেরা স্মৃতি।

আনন্দের স্মৃতির বিপরীতে বেদনার স্মৃতি থাকবে না? হ্যাঁ, তা-ও আছে। কনফেডারেশন কাপ জয়ের পর ব্রাজিল সমর্থকরা ২০১৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। ২০১৪ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচেই দলের প্রাণভোমরা নেইমার করেন জোড়া গোল, ব্রাজিল জেতে ৩-১ গোলে। নেইমারের এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপ জয়ের স্বপ্নটা আকাশ ছোঁয়। এরপর ব্রাজিল তাদের সেরাটা খেলে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। ম্যাচ তখন ১-১ সমতায়। তখনই কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার মারাত্মক এক ট্যাকলের শিকার হন নেইমার। কাঁদতে কাদঁতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। সেদিনই শেষ হয়ে যায় নেইমারের বিশ্বকাপ-স্বপ্ন। নেইমারের নয়, আসলে সেদিন শেষ হয়ে গিয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ-স্বপ্নই।

একজন ব্রাজিল সমর্থন হিসেবে সেদিনের অনুভূতিটুকু প্রকাশ করা হয়তো সম্ভব না। তবে ব্রাজিল সেদিন কলম্বিয়ার সাথে জিতে সেমিতে পা রাখে। সেমিফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। দলে নেইমারের পাশাপাশি ছিলেন না ডিফেন্সের অতন্দ্র প্রহরী থিয়াগো সিলভা। নেইমার-সিলভাবিহীন ব্রাজিলকে নিয়ে একটু ভয় হচ্ছিল। সেই ভয় যেন মাঠে চরমভাবে প্রতিফলিত হতে লাগল। সেদিন ব্রাজিলের জালে গুনে গুনে ৭ গোল দেয় জার্মানি। পাঁছবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জালে জার্মানদের এমন গোল-উৎসব! নিজেই নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। সেদিন বেলো হরিজন্তেতে রচিত হয়েছিল ব্রাজিল ফুটবলের এক কলঙ্কিত-অধ্যায়। সেদিন খুব কান্না পাচ্ছিল, চোখের কোনে মেঘের মত জল জমা হয়েছিল, ধীরে ধীরে তা বৃষ্টিতে রূপ নিয়েছিল। সেই ট্রাজেডির পর অনেক রাত না ঘুমিয়েই কাটাতে হয়েছে। সেদিনের পর অনেক ট্রল সহ্য করেছি, নিন্দুকের সমালোচনার তীর হজম করেছি।

এরপর অনেক দিন কেটেছে। দল অনেক চরাই-উতরাইর ভেতর দিয়ে গেছে। তবে সেলেসাওদের প্রতি ভালোবাসা একটুও কমেনি, কমেনি হলুদ জার্সির প্রতি অগাধ প্রেম, আস্থা ও বিশ্বাস। ব্রাজিলও ঘুরে দাঁড়িয়েছে। জিতেছে ২০১৬ সালের অলিম্পিক গোল্ড মেডেল, যা কি না ব্রাজিলের কাছে সব সময়ই ছিল আরাধ্য। এখন ভালো-খারাপ মিলিয়েই চলছে। ২০১৮ সালের বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ব্রাজিল। আবার সেই ব্রাজিলই ২০১৯ সালে নেইমারকে ছাড়াই জয় করে কোপা আমেরিকা।

ঠিক দুই বছর পর আরেকটি কোপা আমেরিকা টুর্নামেন্ট। আরেকটি ফাইনালের মঞ্চ, আরেকটি শিরোপার হাতছানি। প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। বিশ্বাস, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা-উৎসব করবে সাম্বার দেশ ব্রাজিল। তবে ফুটবলে যেকোনো কিছুই তো ঘটতে পারে। কে হাসবে শেষ হাসি? মেসির আর্জেন্টিনা? নাকি নেইমারের ব্রাজিল?

04/11/2022

ভুতের সাথে মানুষের দেখা | পার্ট -১

30/10/2022

শীত নাকি পড়ে গেছে 😂🤣

29/10/2022

ভুতের ইজ্জত আর থাকলো না 😂😂

29/10/2022

খাটিয়ার থেকে লাশ উঠে গেলো 😨😨

28/10/2022

লাশ যাবে কনসার্টে 😨😨

27/10/2022

না হাসলে এমবি ফেরত 😂😂

26/10/2022

আমাবস্যার রাতে গভীর জঙ্গলে দুজন 😰😰

23/10/2022

রাতের বেলা বিড়ির গু* মারতে গেছে ভাই আমার 🫣🫣

22/10/2022

হঠাৎ মৃত্যু 😱 পুকুর পাড়ে কি যেন আছে 😨😰

18/10/2022

❤️

দেশের সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল হ্যাক 😵😵।সময় টিভিsomoy tv
17/10/2022

দেশের সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল হ্যাক 😵😵

সময় টিভি
somoy tv

15/10/2022

❤️❤️❤️

13/10/2022

দেশ ন্যাংটা হয়ে যাচ্ছে 😔

12/10/2022

মধুমতী সেতু। Modhumoti Shetu ❤️

10/10/2022

হঠাৎ ভুতের সাথে দেখা 😳😳

04/10/2022

পরিত্যক্ত ইটের ভাটা! 😵
ভয় পেয়েছিলাম একটু 🙄

29/09/2022

Haunted jungle 😵

28/09/2022

Unknown place 😵

27/09/2022

Horror Videos

Coming soon 🙃

Address

Narail Sadar
Narail
7500

Alerts

Be the first to know and let us send you an email when forhad bhay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to forhad bhay:

Videos

Share

Category

Nearby media companies