Manda News মান্দার খবর

Manda News মান্দার খবর মান্দার খবর

চিনে রাখুন নাম সাবাব পিতা আবুজ্জামান ঠিকানা পাঁজর ভাঙ্গা এদের কে রুখে দিন  #নওগাঁ
16/12/2024

চিনে রাখুন
নাম সাবাব
পিতা আবুজ্জামান
ঠিকানা পাঁজর ভাঙ্গা

এদের কে রুখে দিন

#নওগাঁ

চকসিদ্ধেশ্বরী গ্রামের  বিএনপি নেতা সামসুল মাস্তান ভাড়া করে আনে সাথে সে ও তার বড় ভাই আফজাল সহ পরিবারের আরও সদস্য ও ভাড়া ক...
15/12/2024

চকসিদ্ধেশ্বরী গ্রামের বিএনপি নেতা সামসুল মাস্তান ভাড়া করে আনে সাথে সে ও তার বড় ভাই আফজাল সহ পরিবারের আরও সদস্য ও ভাড়া করা সন্ত্রাসী মিলে চকসিদ্ধেশ্বরী গ্রামের শাহজাহান পিতা তন্জব আলী ও শাহ্জাহান এর স্ত্রী নেহা পারভিন কে মারধর করে এবং বাড়ি ঘর ভাংচুর করে

শাহজাহান এর পরিবারের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন যাবত

#নওগাঁ

অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাগে কাঁপতে কাঁপতে এ লেখাটা লিখতেসি। কিছুক্ষণ আগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সেক্রেটারি ইকবাল হোসেনে...
13/12/2024

অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাগে কাঁপতে কাঁপতে এ লেখাটা লিখতেসি। কিছুক্ষণ আগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে বন্ধু মিনহাজ আমানের উপর আক্রমণ করেছে বিএনপির গু'ন্ডারা।
আসিয়ান বাসে মিনহাজ ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। দুর্ঘটনা এড়াতে হঠাৎ ব্রেক কষতে হয় বাস ড্রাইভারকে। এতে বাসে থাকা বিএনপি নেতা ইকবাল উত্তেজিত হয়ে ড্রাইভারকে বকাঝকা করতে থাকে। ড্রাইভার তার সাথে তর্ক করায় সাইনবোর্ড এলাকায় নিজের লোকদের জড়ো করে বাসটি ভে'ঙ্গে ফেলে ও ড্রাইভারকে র'ক্তা'ক্ত করে ইকবাল। বাসে থাকা যাত্রীরাও আক্রান্ত হন।

মিনহাজ শুধু ইকবালকে বলসে যে, বাস ড্রাইভার তর্ক করসে দেখে আপনি বাসটা ভে'ঙ্গে ফেলবেন?! বাস মালিক তো দোষ করেনাই। এই কথা বলার সাথে সাথেই ইকবালের লোকজন মিনহাজের উপর ঝা'পা'য়া পড়সে। তারপর ইকবাল বলসে, "দলের হাইকমান্ডদের বলিয়েন আমার কথা। আমি ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সেক্রেটারি।"
ড্রাইভারকে পি'টা'নোর পরও ইকবাল তার একটা ভিজিটিং কার্ড ড্রাইভাররে দিয়ে বলসে, "তোর বা'পে'গ'রে জানাইস কে পি'টা'ই'সে।"
বিএনপি যদি এ ঘটনার যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে এর জের টানতে হবে। ইকবাল হোসেন জানেনা কার গায়ে হাত তুলসে। কয়েক হাজার মানুষ র'ক্ত দিয়ে দেশকে এজন্য আওয়ামী স'ন্ত্রা'স মুক্ত করেনাই যে বিএনপি এখন দেশে স'ন্ত্রা'সের রাজ কায়েম করবে। বিএনপির হাইকমান্ডের কাছে আমরাও জানতে চাই, ইকবাল হোসেন কে?

- হাসান আল মাহমুদ

13/12/2024

মান্দার কোথায় মডেল মসজিদ হচ্ছে কে বলতে পারেন ?

10/12/2024

ঘুরতে যাওয়া যাবে এরকম জায়গা মান্দায় কোথায় আছে ?

10/12/2024

মান্দার যে কোন জায়গার অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে পৌঁছান
01712-173758
What's App

10/12/2024

মান্দায় কেমন শীত হচ্ছে ?

সাপাহার থেকে প্রইভেটকারে যোগে রাজশাহী যাওয়ার পথে মান্দায় বাসের সাথে সংঘর্ষে আলভী রহমান জিহান চৌধুরী পিয়াল ও তাঁর বন্ধু...
10/12/2024

সাপাহার থেকে প্রইভেটকারে যোগে রাজশাহী যাওয়ার পথে মান্দায় বাসের সাথে সংঘর্ষে আলভী রহমান জিহান চৌধুরী পিয়াল ও তাঁর বন্ধু সাগর মৃত্যু বরণ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাপাহার চৌধুরীপাড়ার এনামুল চৌধুরীর একমাত্র ছেলে পিয়াল এবং সাপাহার বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী জব্বার হোসেন এর ছেলে সাগর।

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"

#নওগাঁ

06/12/2024

মান্দার কি কি খাবার বিখ্যাত ?

কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাএ, ইউনিয়ন পরিষদের সহকারী সচিব হোসেন সুস্থ হওয়ার আশায় ভারত ও বাংলাদেশে চিকিৎসা গ্রহণ কর...
01/12/2024

কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাএ, ইউনিয়ন পরিষদের সহকারী সচিব হোসেন সুস্থ হওয়ার আশায় ভারত ও বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করে দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে আজ ভোরে মৃত্যু বরন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। সবাই ওর জন্য দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয়।

#নওগাঁ

মান্দার পাঁজরভাঙ্গা হাটে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন আলু   #নওগাঁ
29/11/2024

মান্দার পাঁজরভাঙ্গা হাটে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন আলু

#নওগাঁ

বালু সাইফুল আটকআজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজার থেকে মোঃ সাইফুল ...
04/11/2024

বালু সাইফুল আটক
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজার থেকে মোঃ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

01/11/2024

মান্দার একটি হাটের চিত্র

#নওগাঁ

নওগাঁর মান্দায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতা হানির অভিযো...
26/10/2024

নওগাঁর মান্দায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে থানার কুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

#নওগাঁ

ইন্না-লিল্লাহ!২য় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে স্বামী খুন। জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শিক্ষক। সিলেট জেলার গোয়া...
19/10/2024

ইন্না-লিল্লাহ!২য় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে স্বামী খুন। জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শিক্ষক।

সিলেট জেলার গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়নের ঢেমি গ্রামের মাওলানা রুহুল আমিন সাহেব।
আল্লাহ তাঁর কবর কে নুরে নুরান্নিত করুক -আমিন।

14/10/2024

এক অসহায় মানুষকে উদ্ধার করা হয়েছে
তার মুখ থেকে শুনুন তার নিজের জীবনের গল্প
ঘটনাটি ঘটেছে মান্দা থানার বিষ্ণুপুর ইউনিয়নে

Address

Manda
Naogaon
6510

Alerts

Be the first to know and let us send you an email when Manda News মান্দার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share