Md. Nazmus Sadat

Md. Nazmus Sadat Social Worker | Author | Motivational speaker
(124)

19/11/2023

অবশেষে মিশন হেক্সা সফল ভাবে শেষ করল অস্ট্রেলিয়া। অভিনন্দন অস্ট্রেলিয়া!!

এক নজরে নওগাঁ জেলার কিছু ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান।
16/11/2023

এক নজরে নওগাঁ জেলার কিছু ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান।

16/11/2023

অবশেষে ফাইনালে মুখোমুখি হবে ভারত, অস্ট্রেলিয়া। চিরচেনা রোগে কুপোকাত প্রোটিয়ারা। ব্যাড লাক, উইলিয়ামসন, ডিকক।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
16/11/2023

🎉 Facebook recognized me as a top rising creator this week!

15/11/2023

ভিরাট কোহলির পঞ্চাশ সেঞ্চুরি ওদিকে অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম। একেই বলে কারও পৌষ মাস কারও সর্বনাশ।

14/11/2023

বাজার গরম করা কবিতা। বাংলাদেশ ক্রিকেটের বাস্তব অবস্থা নিয়ে একটি মজার কবিতা। কবিতার শিরোনাম আফা আমি বিসিবিটা ছাড়ব না।

ঋতু ভেদে আপন মনে প্রকৃতি সাজে নানান রূপে।
13/11/2023

ঋতু ভেদে আপন মনে প্রকৃতি সাজে নানান রূপে।

12/11/2023

বাজার গরম করা ঐতিহ্যবাহী কাছি টানা খেলা/ রশি টানা খেলার পূর্ব মুহূর্ত।
ফাইনাল খেলা।
লোকেশন: বরাঈদ, ভালুকা, ময়মনসিংহ।

11/11/2023

নদীর এপার থেকে মনে হয় নদীর ওপার বেশি সুন্দর, ঠিক তেমনি মিলাদ খেতে গেলে নিজের পাতে যতই গোশত পরুক মনে হবে সব গোশত পাশের জনের পাতে।

10/11/2023

Sri Lanka cricket suspended by ICC Board. Sri Lanka cricket board involved politics. অবশেষে শ্রীলঙ্কা বহিষ্কার।

সোনার বাংলার সোনালী ফসল কৃষকের স্বপ্ন। লোকেশন: নিঝুরী, মেদুয়ারী, ভালুকা, ময়মনসিংহ।
10/11/2023

সোনার বাংলার সোনালী ফসল কৃষকের স্বপ্ন।
লোকেশন: নিঝুরী, মেদুয়ারী, ভালুকা, ময়মনসিংহ।

08/11/2023

Beautiful Bhaluka || বিউটিফুল ভালুকা। খিরু নদীতে মাছ ধরার দৃশ্য। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দৃশ্য। উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দৃশ্য। সৌদিয়া খেজুর বাগানের দৃশ্য। মনোমুগ্ধকর দৃশ্য দেখে যে কারও মন খুশিতে কেন্দে দিছি বলবে। Glain Maxwel এর ২০১ রানের মজা অনুভব করবে।

07/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! M M Alamin Mahmud, Md Choton, Md Shamim Biswash, MdBela Delall, Mdaziz Aziz Aziz

07/11/2023

গ্লেইন ম্যাক্সওয়েলের ২০১ রানের পেছনে প্যাট কামিন্স এর ৬৮ বলে ১২ রানের দুর্দান্ত সঙ্গকে ক্রিকেট ফ্যানরা কিভাবে মূল্যায়ন করবে।

06/11/2023

এ্যান্জোলো ম্যাথিউস এর উচিৎ সাকিব আল হাসান কে ধন্যবাদ দেওয়া। কারণ সাকিব আল হাসানের জন্য এ্যান্জোলো ম্যাথিউস ইতিহাসের অংশ হলো।

আবহমান গ্রাম বাংলার চিরায়ত রূপ। ক্ষেতের পানিতে গাছের প্রতিচ্ছবি।লোকেশন: বান্দিয়া, মেদুয়ারী, ভালুকা, ময়মনসিংহ।
05/11/2023

আবহমান গ্রাম বাংলার চিরায়ত রূপ। ক্ষেতের পানিতে গাছের প্রতিচ্ছবি।
লোকেশন: বান্দিয়া, মেদুয়ারী, ভালুকা, ময়মনসিংহ।

03/11/2023

৪৫০ বছরের অনন্য পুরাকীর্তি ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ। অসাধারণ নির্মাণ শৈলী। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর আগমন লক্ষ করা যায় এই ঐতিহাসিক স্থাপনায়। সপ্তাহের শুক্রবার দিনে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এটি বাংলাদেশ পাঁচ টাকা নোটে ছবি আকারে তুলে ধরা আছে। এটি উত্তর বঙ্গের সীমান্তবর্তী নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত।

শীতের আগমনী বার্তা। কুয়াশা মোড়ানো সকাল। লোকেশন: নিঝুরী, মেদুয়ারী, ভালুকা, ময়মনসিংহ।
02/11/2023

শীতের আগমনী বার্তা। কুয়াশা মোড়ানো সকাল।
লোকেশন: নিঝুরী, মেদুয়ারী, ভালুকা, ময়মনসিংহ।

30/10/2023

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে অসাধারণ গান।

29/10/2023

হারু পাটি ক্রিকেট টিমের পোস্ট মর্টেম। বাজার গরম করা তথ্য বেরিয়ে এলো।নেদারল্যান্ড এর সাথে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিলেন ক্যাপ্টেন। পারি না আর পারি না। মুখ দেখাইতে পারি না। মাশরাফি কি চোখে দেখে না বিসিবির কি অবস্থা।

28/10/2023

সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু করাতে ক্রিকেটার রা খেলা ভুলে গেছে। মানে নাটকের শিল্পীদের অদ্ভুত খেলা দেখে শান্ত রা ক্ষ্যান্ত দিয়েছে।

28/10/2023

শেষে এসে নেদারল্যান্ড এর কাছেও কাপড় চোপড় নষ্ট লিটন বাঁশ দের। ভাগ্যিস রিয়াদ টিমে ছিল।

25/10/2023

আইসিসি বিশ্বকাপ ২০২৩ এ আবারো সেঞ্চুরি করার জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে সংগ্রামী অভিনন্দন। নান্নু হাতুরুর সকল অনিয়মের জবাব দিয়েছেন ব্যাট হাতে। আঠারো কোটি বাঙালির প্রত্যাশা পূরণ হয়েছে।

24/10/2023

অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবিকে ও হাতুড়ির জন্য সঠিক জবাব।

20/10/2023

নওগাঁ জেলার কিছু ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের দৃশ্য। মাতাজি হাট, নজিপুর নতুন হাট, নোধূনী হাট, গগনপুর হাট, খিরসীন হাটের দৃশ্য। সবুজ শাকসবজি গরু ছাগলের হাট।

18/10/2023

ক্যারে বা ছলপলেরা এনা কওদিনি নওগাঁ জেলার সবচেয়ে বড় বিল কোনডা।

18/10/2023

সরাসরি দেখুন একটা চালাক বিড়ালের ইঁদুর শিকার করার দৃশ্য। বিড়াল ইঁদুরের লড়াই। ইঁদুর বিড়ালের খেলা। মোয়ে মোয়ে। মিঞাও মিঞাও।

হেমন্তে কুয়াশার আনাগোনা বেড়ে চলেছে রূপময় বাংলাদেশে।
16/10/2023

হেমন্তে কুয়াশার আনাগোনা বেড়ে চলেছে রূপময় বাংলাদেশে।

15/10/2023

গত দশ বছরে পরিমনি ও মিথিলা তিন চারটা গাড়ি বদল করলেও বদলায়নি বিসিবির সভাপতি। বাংলাদেশে ও বহির্বিশ্বে নানা ধরনের পরিবর্তন ঘটলেও বিসিবিতে কোন পরিবর্তন হয় নি। ভারত পাকিস্তানের ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন সভাপতি পরিবর্তন হলেও পাপন, নান্নুরা সুপার গ্লউ দিয়ে চেয়ার আগলে রেখেছে। দশ বছরে আশরাফুল আলম থেকে হিরো আলম হলেও নির্লজ্জ বেহায়া বিসিবির পরিবর্তন হয় না।

09/10/2023

ঢাকার কাছেই মেঘমাটি রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধকর রিসোর্ট। লেকের ওপর আছে বিশ্রামাগার এবং। আরো আছে মাটির তৈরি কটওজ। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে কিছু সময় এই রিসোর্ট এ অতিবাহিত করেন অনেক বিত্তশালী। হুতুম পেঁচার ডাক, ব্যাঙের ডাক, শেয়ালের ডাক শোনার জন্য অন্যতম নিরাপদ স্থান এই মেঘমাটি রিসোর্ট। এটি ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাঈদ গ্রামে অবস্থিত।

07/10/2023

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইলো।

05/10/2023

আজ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম‌্যাচের মধ্য দিয়ে শুরু হলো ক্রিকেট বিশ্বের মহাযগ‌্য আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩.

04/10/2023

Funny video. This is only for entertainment. বাংলাদেশী ক্ষুদে ডুবুরী দল/ উদ্ধারকারী দল কর্তৃক আটলান্টিক মহাসাগর থেকে টাইটান সাবমেরিন উদ্ধার করার দৃশ্য। উদ্ধারকারী দল প্রথমে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয় তাদের পরিকল্পনা। সারা বিশ্বের সব মানুষ ও মিডিয়ার চোখ টাইটান সাবমেরিন উদ্ধার কাজের দিকে। অবশেষে ক্ষুদে বাঙালি ডুবুরী দল টাইটান সাবমেরিন জাহাজের কিছু অংশ উদ্ধার করতে সক্ষম হয়। সারা বিশ্বের সবাই অভিনন্দন জানিয়েছেন। পুরো উদ্ধার কার্যক্রমের সকল দৃশ্য ধারাবাহিক ভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য। এটি একটি ফানি ভিডিও। এটি কাল্পনিক কাহিনী কারো বাস্তব ঘটনার সাথে মিলে গেলে কন্টেন্ট নির্মাতা দায়ী নয়।

03/10/2023

সবার প্রিয় মা জননী কে নিয়ে একটি কবিতা। কবিতার শিরোনাম "মা" কলমে মোঃ নাজমুস সাদাত।
*** মা ***
মোঃ নাজমুস সাদাত

মা হলো বড় নেয়ামত
সব মাখলুকের তরে।
তিনি হলেন আলোর শিখা
প্রত্যেক ঘরে ঘরে।

বড় অসহায় ছিলাম আমি
ধরায় আসবার পরে।
তিনি মোরে দিয়েছিলেন ঠাঁই
কত আদর করে।

তুমি ছিলে বদ্যি, শিক্ষক,
প্রথম খেলার সাথী।
মাগো তুমি আশার প্রতীক
আঁধার ঘরের বাতি।

মা ছাড়া সব সন্তানেরা
দুনিয়ায় সর্বহারা।
ঘুচবে না ক মায়ের অভাব
অন্য কারো দ্বারা।

একটু খানি জ্বর আসিলে
আসেনা ঘুম মায়ের।
খানিক বাদেই তাপ দেখে নেন
সোনামনির গায়ের।

মা জননীর কদর শুনুন
বিশ্বনবীর বাণীতে।
লিখতে গেলে শেষ হবেনা
কাব্যগ্রণ্থ খানীতে।

মা জননীর মুখ দেখিলে
কবুল হজ্জের হয় সওয়াব
মায়ের মুখে থাকলে হাঁসি
হইবে সহজ সাওয়াল যওয়াব

সন্তানের বেহেশত যেন।
মা জননীর চরণতলে।
বেহেশত খানা হারিয়ে যাবে।
মুখখানি মার মলীন হলে।

03/10/2023

গ্রামের হাটের মাটির মানুষ || ঐতিহ্যবাহী গগনপুর হাটের দৃশ্য। Village market. Gagonpur hat. গ্রামের সহজ-সরল মানুষের এক মিলন মেলা ময়ার বন্ধনের হাট। পড়ন্ত বিকেলে সবাই ছুটে আসে হাট প্রাঙ্গনে। দেশি হাঁস মুরগির জন্য বিখ্যাত গগনপুর হাট।

02/10/2023

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ! সর্বশেষ তিন মাসে ছয় ভূমিকম্প!!

01/10/2023

যানবাহন চলাচলের ধীর গতির দিক দিয়ে বিশ্বের ১৫১ দেশের ১২০০ শহরের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা।
তথ্য সূত্রঃ দা ডেইলি স্টার।

28/09/2023

তামিম নেই বিশ্বকাপে, সুস্থ তামিমকে অসুস্থ বানিয়ে বিসিবির নাটক, কিছু সত্য তেতো কথা। তামিম ইকবালের বিশ্বকাপের দলে না রাখার আসল রহস্য।

26/09/2023

থিম পার্কের সৌন্দর্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Address

Dhaka, Mirpur-1, Darus Salam-1216
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Nazmus Sadat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Nazmus Sadat:

Videos

Share

Category