04/12/2023
নিচের দুইটি বাঘের দিকে খেয়াল করুন আপনি কোন বাঘটি পছন্দ করবেন উপরেরটি নাকি নিচেরটি⁉️
উপরের ছবির বাঘটি একজন আর্টিস্ট তৈরি করেছেন আবার নিচের ছবিটি ও আরেকজন আর্টিস্ট তৈরি করেছেন।
আমরা ভালো কিছু কিনতে চাই কিন্তু দাম দিতে চাইনা। আপনি যদি ভালো কিছু কিনতে চান তাহলে খরচ বেশি দিয়ে কিনতে হবে আর তা না হলে অবশ্যই নিচের ছবির মত খারাপ কোয়ালিটির বাঘ পাবেন। এখানে বাঘের ছবি দিয়ে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে যে কোন কিছু হতে পারে। তাই যে কোন জিনিস দাম দেখে নয় কোয়ালিটি দেখে কেনা উচিত তাহলে আমরা যে কোন জিনিস কিনে ঠকবো না।