নওগাঁয় ছি-ন-তাই-কারীর ছু#রি#কা@ঘা#তে প্রাণ কোম্পানির বিক্রয়কর্মী নি@হত
তৃণমূল ডেক্স রিপোর্ট : নওগাঁয় ছি-ন-তাই-কারীদের ছু-রি-কা-ঘাতে মামুনুর রশিদ মামুন (৩২) নামে এক যুবকের মৃ@ত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা ১০মিনিটে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ@ত্যু হয়। নি@হত মামুনুর রশীদ মামুন সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন এর ফতেপুর গ্রামের আবুল কালাম এর ছেলে।
পুলিশ ও নি@হতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার ( ২০ নভেম্বর ) বিভিন্ন দোকানে পণ্য ডেলিভারি দিতে বের হয়ে যান ব্যাটারি চালিত অটো চার্জার নিয়ে। পণ্য ডেলিভারি শেষে বিকেলে নওগাঁ শহরের ফিরছিলেন। এমন সময় বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চাকলা-বক্তারপুর রাস্তায় পৌঁছালে দুটি মটরসাইকেলে ৫জন পথরোধ করে মামুনকে ধাঁরালো অস্ত্র দিয়ে শরীরর বিভিন্ন স্থানে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।
নওগাঁয় নবান্ন উৎসব #সরাসরি
নওগাঁয় নবান্ন উৎসব
#সরাসবি
নওগাঁ-৩ আসনের প্রয়াত সাবেক সংসদের সহধর্মিনী মায়া চেীধুরীর মনোনয়ন প্রত্যাশার ঘোষণা
তৃণমূল ডেক্স রিপোর্ট :
নওগাঁ-৩(বদলগাছী-মহাদেবপুর) আসনের সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য ড.মো:আকরাম হোসেন চৌধুরীর সহধর্মিনী মাহফুজা আকরাম মায়া চেীধুরী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রাথীতার জন্য মনোনয়ন প্রত্যাশার ঘোষণা জানালেন। বুধবার বিকেলে সদ্য প্রয়াত জননেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারতের পর স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক জরুরী বৈঠক শেষে তিনি এ ঘোষনা জানান।
দোয়া মাহফিল ও জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজার রহমান,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের,সাংগঠনিক সম্পাদক মো.আসাদুজ্জামান, সদস্য শহিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলার যুবলীগনে
মাহফুজা আকরাম মায়া চৌধুরীকে নওগাঁ-৩( বদলগাছী-মহাদেবপুর) আসনের নৌকার এমপি প্রাথী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ঘোষনা #সরাসরি
যুবকরাই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের মূলশক্তি
--আলহাজ্ব রফিকুল ইসলাম,চেয়ারম্যান নওগাঁ সদর--
জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় এ বক্তব্য রাখেন তিনি
জহির রায়হান চলচিত্র সংসদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে অসাধারন কিছু বক্তব্য।
শেয়ার, কমেন্ট, লাইক, ফলো দিন তৃণমূল টিভি'র সঙ্গে থাকুন.......
★নওগাঁয় তিন দিনের অবরোধের প্রথম দিন★
যাত্রী শূন্যতা, ভয় আর আতস্কে বাস চলাচল বন্ধ। তিন চাকার যান চলাচল স্বাভাবিক
মাঠে নেই বিএনপি।
বিস্তারিত দেখুন তৃণমূল টিভি 'র প্রতিবেদনে।
শেয়ার, লাইক,কমেন্ট, ফলো দিয়ে সঙ্গে থাকুন....
উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই, সকল অপশক্তিকে রুখতে হবে, আওয়ামীলীগ সরকার কৃষক বান্ধব সরকার -----ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন-------
কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরন অনুষ্ঠানে ২৯ অক্টোবর নওগাঁ সদর উপজেলার অডিটরিয়ামে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নওগাঁ সদর উপজেলার আয়োজনে প্রধান অতিথির বক্তবে তিনি এমন মন্তব্য করেন।
#চালককে #মারধরের #অভিযোগ
নওগাঁয় সিএনজি মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ, বাস চলাচল বন্ধ
তৃণমূল ডেক্স :
নওগাঁয় সিএনজির রেজিস্ট্রেশন প্রদান, বাস মালিক গ্রুপের লাঠিয়াল বাহিনী রাস্তা থেকে প্রত্যাহার এবং সিএনজি চালককে মারধরের প্রতিবাদে সিএনজি (অটোরিকশা) শ্রমিক ইউনিয়ন ও মালিকরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। সোমবার সন্ধ্যায় ৬টায় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় প্রধান সড়ক অবরোধ বিক্ষোভ করেন সিএনজি শ্রমিক ও মালিকরা। এতে করে বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যার কারনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে মান্দাগামী যাত্রী সোহরাব হোসেন বলেন, শহরের কিছু কাজ ছিল যার কারনে সন্ধ্যা হয়ে যায়। বালুডাঙ্গা এসে দেখি বাস চলাচল ব
স্বরচিত কবিতা পাঠ করছেন শূন্যের কবি শাহীন খন্দকার। কবিতা #রোড়ম্যাপ
তৃণমূলের কবি ও কবিতা পাঠ- পর্ব ১
তৃণমূলের কবি ও কবিতা পাঠ- পর্ব ১
স্বরচিত কবিতা পাঠ করছেন কবি অনিন্দ্য তুহিন
পরকীয়া প্রেমের বলি হল গৃহবধু জেসমিন আকতার সুমি
নিহত সুমি (২৬) নওগাঁর বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের সোহের রানার স্ত্রী ও একই উপজেলার লালুহার গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সোহেল রানা বদলগাছী উপজেলার পিআইও অফিসের একটি প্রকল্পে কর্মরত।
সুমির পরিবারের অফিযোগ, প্রতিবেশীর একজনের স্ত্রী সঙ্গে পরকীয়ার কারনে প্রায়ই মেয়ের সংসারে অশান্তি হত। এই পরকীয়ার কারনে সোমাবার দিবাগত রাতে তার মেয়েকে গলাটিপে হত্যা করেছে সোহেল। পিআইও অফিসের কর্মরত ও কিছু প্রভাবশালী ব্যাক্তির আত্নীয় হওয়ায় বিষয়টি আত্নহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেস্টা করছে। সোহেলের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন তারা।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্ত রিপোর্ট এলে প্রয
মাছ কুটে সংসার চালায় এরা । দৈনিক আয় ৬০০ হতে ১০০০ টাকা।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য রাখছেন এস. এম. রবিন শীষ উপজেলা নির্বাহী অফিসার নওগাঁ সদর উপজেলা।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি। প্রধান অতিথি নিজাম উদ্দিন জলিল জন, সংসদ সদস্য নওগাঁ সদর।
বক্তব্য রাখছেন প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার- খাদ্যমন্ত্রী
জেলা প্রেসক্লাব বনাম জেলা সাংবাদিক ইউনিয়ন
প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৩
পুরস্কার বিতরন ও নৈশভোজ