Life In Islam 0.2

Life In Islam 0.2 আপনাদের জন্য কিছু একটা দেওয়ার চেষ্টা ?

মেয়েটি আজ ক্লান্ত—প্রিয় ভাই আপনি কি প্রস্তুত তাঁর দায়িত্ব নিতে?একটি জেনারেল পড়ুয়া মেয়ে যদি বিবাহের জন্য দ্বীনদার কাউকে স...
21/12/2023

মেয়েটি আজ ক্লান্ত—
প্রিয় ভাই আপনি কি প্রস্তুত তাঁর দায়িত্ব নিতে?

একটি জেনারেল পড়ুয়া মেয়ে যদি বিবাহের জন্য দ্বীনদার কাউকে সিলেক্ট করে থাকে, তাহলে বুঝতে হবে মেয়েটি দ্বীনকে প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বস্ত হাত খুজছে-

কিন্তু মেয়েটি আজ ক্লান্ত–
দ্বীনে ফেরার পর থেকে নফস, পরিবার আর সমাজের সাথে যুদ্ধ করে যাচ্ছে অনবরত। ব্যথিত তাঁর অন্তরের আজ একটাই চাওয়া এমন একজন জীবনসঙ্গী আসুক জীবনে-
যে, এই জাহিলিয়াতের বিরুদ্ধে তার সহায়ক হবে। চার পাশে বিরুপ পরিবেশ থেকে তাকে আগলে রাখবে পুরুষত্বের বাহুবলে।

প্রিয় ভাই আপনি কি প্রস্তুত এমন একজনের দায়িত্ব নিতে? তাহলে কেনো নিজেকে প্রস্তুত করছেন না?
সে তো আপনার জন্য তীব্র অপেক্ষায়.....

16/10/2023

স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত... 😊(বুখারী হাদিস ২৫৯৩)

বিশাল আকাশের উপরে যিনি থাকেন তিনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন!🖤যে হিসেবে কেউ ঠকে না!😊❤️
11/10/2023

বিশাল আকাশের উপরে যিনি থাকেন তিনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন!🖤

যে হিসেবে কেউ ঠকে না!😊❤️

বেনামাজি ছেলেটি বলছিলো,, আমি যে ভবিষ্যতে মসজিদে যাবো না সেটার গ্যারান্টি কতটুকু? "🌸পরদিনই ছেলেটি প্রথমবার মসজিদে গিয়েছিল...
02/10/2023

বেনামাজি ছেলেটি বলছিলো,, আমি যে ভবিষ্যতে মসজিদে যাবো না সেটার গ্যারান্টি কতটুকু? "🌸
পরদিনই ছেলেটি প্রথমবার মসজিদে গিয়েছিলো,, কিন্তু লাশ হয়ে।

বেপর্দা মেয়েটি বলেছিলো,,ভবিষ্যতে আমি যে কখনো পর্দা করবো না, সেটার গ্যারান্টি কতটুকু সত্য? প্রমাণ আছে কি?
মেয়েটি পরদিনই পর্দা করেছিলো, কাফনের সাদা কাপড় শরীরে মুড়িয়ে।

ভবিষ্যতে কে হেদায়েত লাভ করবে, সেটা একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামিন জানেন,আর কেউ না। তাই বর্তমান দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভবিষ্যতে কি হবে আমরা জানি না।
কাল সকালে আমার ঘুম ভাঙ্গবে, সেটার গ্যারান্টি কতটুকু?
আজ রাতেই যে আমার শেষ রাত্রি নয়, সেটার গ্যারান্টি কতটুকু। তাই আসুন আমরা তওবা করে ফিরে আসি আমাদের রবের দিকে। তওবা করে ফিরে আসলেই আমাদের লাভ। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন " যে ব্যক্তি তওবা করলো ঈমান নেক কাজ করলো এবং হেদায়েতের পথে অবিচল থাকলো আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল। [সূরা ত্বহা :আয়াত ৮২]

__আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। মৃত্যুর পূর্বেই যেন সকল ভুল বুঝে তওবা করতে পারি। (আমিন)🤲

29/09/2023

এক দম্পতির ঘটনা—
একজন নারী বলেন, আমাদের বিয়ের প্রথমদিন আমরা স্বামী-স্ত্রী একে অপরকে কথা দিই যে, আমরা প্রতিদিন কুরআন থেকে দুটি অংশ তিলাওয়াত করব। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সে কুরআন তিলাওয়াত করবে, তারপর আমি অপর অংশটি তিলাওয়াত করব। যখন আমরা কোনো সফরে থাকতাম, তখনো আমরা আমাদের নির্দিষ্ট অংশের তিলাওয়াত অব্যাহত রাখতাম।
আল্লাহ তাআলা আমাদের এ চিন্তাকে স্থায়িত্বের মর্যাদা দিয়েছিলেন। আমরা কুরআন খতমের পরে নুসখার শেষে ‘/’ চিহ্নটি দিয়ে রাখতাম। আজ আমাদের বিয়ের ৩০ বছর শেষ হলো। আমরা আমাদের প্রত্যেকের নুসখার শেষে এমন ১২৭ চিহ্ন দেখতে পাচ্ছি। এর মানে হলো, আমি আমার স্বামীর সঙ্গে এ বছরগুলোতে ১২৭ বার খতম দিয়েছি। আমাদের তিলাওয়াত অব্যাহত আছে। কুরআন আমাদের জীবনে এক আলোকবর্তিকা ও সুখের ঠিকানা হয়ে আছে। আমাদের মাঝে আল্লাহ তাআলা হৃদ্যতা, প্রেম-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
বই : নারীজীবনের সুখ-সংগ্রাম
মূল : আব্দুল্লাহ মুহাম্মাদ আবদুল মু'তী
ড. হুদা সাঈদ বাহলূল
অনুবাদ : মাহমুদ তাশফীন
[পৃষ্ঠা নং ৬০ থেকে
©️

14/08/2023

আবার কবে দেখা হবে জানি না,
যদি কোনদিন শুনেন আমি সাঈদী মারা গিয়েছি, আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন।
--আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী (রহঃ)

-আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের
সর্বোচ্চ মাকাম দান করুক।
– আমীন ইয়া রব 🤲

08/08/2023

কাপুরুষ ঘরে বসে থাকবা...

আমার নীব সাঃ কে যে গালি দেয় তার জন্মের ঠিক নেই।

03/08/2023

"কষ্ট যদি নেয়ামত'ই না হবে, তবে 'কষ্ট' কেনো আল্লাহকে স্মরণ করায়?
"নিশ্চয়ই! কষ্টের সাথে রয়েছে স্বস্তি।"

[ ইনশিরাহ: আয়াত-০৫]

02/08/2023

কবর বলতে শুধু আড়াই হাতের একটা গর্তে আপনার দাফন নয়; এমনই যদি হতো তাহলে যে সাগরে ডুবে মরেছে তার কবর কোথায়,যে আগুনে পুড়ে মরেছে তার কবর কোথায়?কবর হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত আত্মার একটি নির্দিষ্ট যাত্রাপথ।কবরের আযাব দেহের আযাব নয়,আত্মার আযাব।
উদাহরণ দেই,ধরুন আপনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে ভয়ংকর বিষধর এক সাপের কামড় খাচ্ছেন;অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু আপনার পাশেই শুয়ে থাকা আপনার ছোট ভাই বা বোনটি আপনার কষ্টের তিল পরিমাণও অনুধাবন করতে পারছে না;ঘুম থেকে জেগে তাকে আপনার কষ্টের কথাটি বললে সে কখনো তা বিশ্বাস করতে চাবে না ,কিন্তু আপনি তো সত্যি সত্যিই কষ্ট পেয়েছিলেন।🙂 কিছুক্ষণ পরেই আপনি জেগে গেলেন;স্বপ্নটি ভেঙে গেল আর আপনার সব কষ্টের অবসান হয়ে গেল।তাই তো!কিন্তু কল্পনা করুন আপনি জাগলেন না,আপনার সৃষ্টিকর্তা আপনার এই স্বপ্নটিকে ২ মিনিটের জায়গায় ২০০ বছর চালু রাখলেন।কেমন হতে পারে আপনার কষ্টের তীব্রতা!!

ঠিক এটার উল্টোটা ভাবুন,আপনার কোন ভালো বা সুন্দর স্বপ্ন আল্লাহ ২০০ বছর চালু রাখলেন।আপনি ২০০ বছর ভালোলাগার সব অনুভূতিগুলো অনুভব করতে থাকলেন।যাদের চোখগুলো চিরতরের জন্য বন্ধ হয়ে গিয়েছে,তারাই জানে তারা কোন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।
ইস! তারা যদি একটাবারের জন্য তাদের স্বপ্নগুলো আমাদের শোনাতে পারতো! 🙂

01/08/2023

"আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি"।
সূরা ইউসুফ-৮৬

থাকুক না আমার কিছু চাওয়া অপূর্ণ, শুধু মহান রবের সঠিক সিদ্ধান্তের জন্য..!

আল্লাহর দরবারে হাত উঠালেই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝড়ে 😢।।আর এত বড় নিয়ামতের বিপরীতে এক জীবনে আর কি চাই আপনার?রবের কাছে প্...
31/07/2023

আল্লাহর দরবারে হাত উঠালেই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝড়ে 😢।।
আর এত বড় নিয়ামতের বিপরীতে এক জীবনে আর কি চাই আপনার?
রবের কাছে প্রাণ খুলে কাঁদতে পারা এক বিশাল নিয়ামত,যা সবাই পায় না।
আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই এই নিয়ামত দান করেন।

আলহামদুলিল্লাহ 💖

গায়রে মাহরাম  কখনোই নিরাপদ না, যদিও সে দুনিয়ার সবচেয়ে তাকওয়াবান মানুষ হয়ে থাকে৷
31/07/2023

গায়রে মাহরাম কখনোই নিরাপদ না, যদিও সে দুনিয়ার সবচেয়ে তাকওয়াবান মানুষ হয়ে থাকে৷

30/07/2023

বাঙালি মুসলমান খুব মারাত্মক কিউট!

প্রেম করে ছ্যাকা খাওয়ার পর আবার কুরআনের আয়াত পোস্ট করে, "নিশ্চয়ই তুমি যা হারিয়েছো, তার চেয়ে উত্তম কিছু পাবে।"

এরা নানা রকমের আকাম-কুকাম কইরা নিজের কষ্ট নিজে অর্জন কইরা তারপর বইলা বেড়ায় "আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, তাকে বেশি কষ্ট দেন!"

মাঝেমাঝে ভাবি শয়তানও বোধহয় মাঝেমধ্যে এদের কান্ডকাহিনী দেখে কনফিউজ হয়ে ভাবতে থাকে, আরে এরা আসলে চাইতেছে টা কি!
আল্লাহ আমাদের সবাই কে সহীহ্ বুজ দান করুন 🤲

আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো??🥺মানুষের কাছে মূল্য দিয়ে কি করবে!!😪💔
30/07/2023

আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো??🥺
মানুষের কাছে মূল্য দিয়ে কি করবে!!😪💔

29/07/2023

শেষ রাতে উঠবেন ধরুন 3,00টা, উঠে...

উত্তম রুপে অযু করবেন, সুন্দর একটা জামা পড়বেন, চুলটা আঁচড়ে নিবেন, একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য 🌸

এরপর জায়নামাজ বিছিয়ে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, মনের সব কথা ওনাকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি আর আল্লাহ সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত 🤍

বিশ্বাস করুন সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন অনুভব করতে পারবেন।❤️

17/06/2023

প্রথমবার হারামে জড়ানো কঠিন হয়। তারপরের বার হারামটা সহজ হয়ে যায়। তারপর উপভোগ্য হয়। তারপর মনপছন্দ। তারপর মিষ্টি। তারপর হারামটা কলবের সাথে সীলগালা হয়ে যায়। তারপর কলব/নফস নতুন হারাম খোঁজে নেমে পড়ে। 🤍

~ শাইখ আতিক উল্লাহ।

তাই, মানুষের ঘৃণাকে মাঝে মাঝে সেলিব্রেইট করতে শিখুন।
16/06/2023

তাই, মানুষের ঘৃণাকে মাঝে মাঝে সেলিব্রেইট করতে শিখুন।

02/06/2023
অভিনন্দন বিশ্বনেতা এরদোয়ান❤️শুকরিয়া রবের দরবারে😍
28/05/2023

অভিনন্দন বিশ্বনেতা এরদোয়ান❤️
শুকরিয়া রবের দরবারে😍

১০ নং বিপদ সংকেতেও সৈকতে বিনোদনে মত্ত পর্যটকরা।লাল পতাকা উড়ছে, পর্যটকরা আনন্দে ঘুরছে!!!
13/05/2023

১০ নং বিপদ সংকেতেও সৈকতে বিনোদনে মত্ত পর্যটকরা।লাল পতাকা উড়ছে, পর্যটকরা আনন্দে ঘুরছে!!!

আফসোস😥
30/04/2023

আফসোস😥

20/04/2023

সকল রেমিট্যান্স যোদ্ধা ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা

ঈদ মুবারাক 🖤

আপনি সেজদা বাড়িয়ে দেন, আল্লাহ আপনার পেরেশানি কমিয়ে দিবেন।ইনশাআল্লাহ.....!!
18/04/2023

আপনি সেজদা বাড়িয়ে দেন, আল্লাহ আপনার পেরেশানি কমিয়ে দিবেন।
ইনশাআল্লাহ.....!!

12/04/2023

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্যার ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিঊন

হে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা,,, তুমি আমাদের সকলের গোপন এবং প্রকাশ্য সকল গোনাহ সমূহ মাফ করে দিও!এটাই হতে পারে জীবনের শেষ...
10/04/2023

হে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা,,,
তুমি আমাদের সকলের গোপন এবং প্রকাশ্য সকল গোনাহ সমূহ মাফ করে দিও!

এটাই হতে পারে জীবনের শেষ রামাদান,,🥺
আমাদের কালিমা সহিত মৃত্যুটা দিও! আল্লাহুম্মা আমিন 🌸

ইনশা_আল্লাহ
06/04/2023

ইনশা_আল্লাহ

আলহামদুলিল্লাহ২০২৩ সালে আবারও দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করেছেহাফেজ সালেহ আহমেদ তাকরীম।
04/04/2023

আলহামদুলিল্লাহ
২০২৩ সালে আবারও দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করেছে
হাফেজ সালেহ আহমেদ তাকরীম।

04/04/2023

live বঙ্গবাজার. ঢাকা

মৃত সে নয়, যে প্রাণ হারিয়েছে।  মৃত তো সে, যে ঈমান হারিয়েছে..!_ড. ইকবাল
02/04/2023

মৃত সে নয়, যে প্রাণ হারিয়েছে। মৃত তো সে, যে ঈমান হারিয়েছে..!
_ড. ইকবাল

29/03/2023

রমজান মাসে একটা পাঞ্জাবী গিফট দিলে,
অন্য মাসে ৭০ টা পাঞ্জাবী গিফট দেওয়ার সমান সওয়াব পাওয়া যায় 🙂
কেউ চাইলে আমাকে একটা পাঞ্জাবি দিয়ে এ সওয়াব টা আদায় করতে পারেন!
আমি কিছুই মনে করবো না😜

আলহামদু‌লিল্লাহকুরআনের মাসে বাংলাদেশের বিজয় পবিত্র কুরআন নাযিলের মাস মাহে রমজানে দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযো...
28/03/2023

আলহামদু‌লিল্লাহ
কুরআনের মাসে বাংলাদেশের বিজয়

পবিত্র কুরআন নাযিলের মাস মাহে রমজানে দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও প্রথম স্থান করেছে বাংলাদেশের শিশু ক্বারী সালেহ আহমদ তাকরীম।
অভিনন্দন কুরআনের পাখি।
তোমার হাত ধরে বিশ্ব দরবারে আবারও পরিচিত হলো বাংলাদেশ।

সংসার চালানো লোকটাই এখন অই সংসারে বোঝা, 🥹
25/03/2023

সংসার চালানো লোকটাই
এখন অই সংসারে বোঝা, 🥹

24/03/2023

মধুর কোরআন তেলওয়াত

22/03/2023

ফয়সালা রবের হাতে ছেড়ে দিন, আর আপনি আশ্রয় নিন জায়নামাজে!

দেখবেন →

হঠাৎ করেই অগোছালো সবকিছুর সমাধান মিলে গেছে”!
ইনশা আল্লাহ❤️🖤

ফিতনার স্রোতে গা ভাসানো শত শত বন্ধুর চেয়ে অল্প কয়েকজন দ্বীনদার বন্ধু থাকাই হাজার গুণ উত্তম।—শায়খ আহমাদুল্লাহ~
19/03/2023

ফিতনার স্রোতে গা ভাসানো শত শত বন্ধুর চেয়ে অল্প কয়েকজন দ্বীনদার বন্ধু থাকাই হাজার গুণ উত্তম।
—শায়খ আহমাদুল্লাহ~

08/03/2023

কাফের তো কাফেরই, রাষ্ট্র তা ঘোষণা না দিলেও কাদিয়ানীরা কাফের।

Address

Wari, Dhaka
Nangalkot
275216

Telephone

+8801864275216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life In Islam 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life In Islam 0.2:

Videos

Share

Category



You may also like