আমাদের নাচোল

আমাদের নাচোল নাচোল থানার সর্বশেষ সংবাদ সহ - দেশ ও বি?

29/06/2024
28/06/2024

অনেকদিন পর নাচোলে দেখা পাওয়া গেল ভাড়ী বৃষ্টির।

নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত।চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুস সামিম (৪৫) নামের এক...
28/06/2024

নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত।

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুস সামিম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে

গত রাতে ২টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে আলতাফ হোসেন এর ছেলে আব্দুস সামিম (৪৫)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশেই রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস সামিম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নাচোল বাসস্টানের মার্কেটে আগুন।
27/06/2024

নাচোল বাসস্টানের মার্কেটে আগুন।

যে দেশে ঘড়ি ১২ ঘণ্টার, সকাল হয় ১টায়! (ভিডিও)
21/06/2024

যে দেশে ঘড়ি ১২ ঘণ্টার, সকাল হয় ১টায়! (ভিডিও)

16/06/2024

নাচোল স্কুল পাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৭:০০ টায়।

15/06/2024

আগামীকাল রবিবার নাচোলে গরু🐄 ও ছাগলের🐐 হাট হবে।

স্থানঃ নিজ নিজ স্থানে বসবে।

নাচোল এর বাসিন্দা। জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় ইমামের মৃত্যু।মো. জাহিদ হাসান ওরফে শামসুল চাঁপাইনবাবগঞ্জে এক...
14/06/2024

নাচোল এর বাসিন্দা।

জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় ইমামের মৃত্যু।

মো. জাহিদ হাসান ওরফে শামসুল
চাঁপাইনবাবগঞ্জে একটি মসজিদে জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় মো. জাহিদ হাসান ওরফে শামসুল (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। শামসুল নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে ও নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত।

নিহতের স্ত্রী শারমিন খাতুন বলেন, শিক্ষকতার পাশাপাশি জুম্মার দিনে বিভিন্ন মসজিদে ইমামতি করতেন শামসুল। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ নামো সংকরবাটি এলাকার একটি মসজিদে নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ী থেকে মোটরসাইকেলযোগে রওনা দেন। পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত বলেন, ইমাম নিহতের খবর পেয়ে ঘটনাস্থল থেকে চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে দুই দলের ফিরতি লেগ ম্যাচটি।
11/06/2024

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে দুই দলের ফিরতি লেগ ম্যাচটি।

আশা জাগিয়েও হারল বাংলাদেশ
10/06/2024

আশা জাগিয়েও হারল বাংলাদেশ

কোরবানির পশুর মধ্যে দোষ-ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না। নিম্নে তা বর্ণনা করা হলো - ১. দৃষ্টিশক্তি না থাকা।  যে পশুর ...
09/06/2024

কোরবানির পশুর মধ্যে দোষ-ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না। নিম্নে তা বর্ণনা করা হলো -

১. দৃষ্টিশক্তি না থাকা। যে পশুর দুই চোখ বা এক চোখ পুরোপুরি অন্ধ, অথবা এক তৃতীয়াংশের বেশি নষ্ট হয়েছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না।

২. শ্রবণশক্তি না থাকা।

৩. অত্যন্ত দুর্বল ও জীর্ণ-শীর্ণ হওয়া। কোরবানির পশুর হাড়ের মগজ শুকিয়ে গেলে তা দিয়ে কোরবানির করা যাবে না। আর হাড়ের মগজ না শুকালে কোরবানি করা যাবে।

৪. এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। যে পশু এমন খোঁড়া যে তিন পায়ের ওপর ভর করে চলাচল করে, চতুর্থ পা মাটি স্পর্শ করে না কিংবা স্পর্শ করলেও তাতে ভর দিতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। তবে জবাইয়ের সময় মাটিতে শোয়াতে গিয়ে পশুর পা ভেঙ্গে গেলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে।

৫. লেজের বেশিরভাগ অংশ কাটা।

৬. জন্মগতভাবে কান না থাকা।

৭. কানের বেশির ভাগ কাটা। পশুর কানের এক-তৃতীয়াংশের বেশি কাটা থাকলে, তা দিয়ে কোরবানি করা যাবে না।

৮. গোড়াসহ শিং উপড়ে যাওয়া।

৯. পাগল হওয়ার কারণে ঘাস-পানি ঠিকমতো না খাওয়া।

১০. বেশির ভাগ দাঁত না থাকা।

১১. রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া।

১২. ছাগলের দুটি দুধের যেকোনো একটি কাটা।

১৩. গরু বা মহিষের চারটি দুধের যেকোনো দুটি কাটা।

মোট কথা, কোরবানির পশু বড় ধরনের দোষত্রুটি থেকে মুক্ত হবে।

নাচোলে চলছে নেসকো লিমিটেড বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে  যে , বিদ্যুৎ বিল  বকেয়ার দায়ে চিরুনি অভিযান চলছে...
09/06/2024

নাচোলে চলছে
নেসকো লিমিটেড বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , বিদ্যুৎ বিল বকেয়ার দায়ে চিরুনি অভিযান চলছে । বিদ্যুৎ বিল বকেয়া দায়ের সংযোগ বিচ্ছিন্ন করলে লাগবে জরিমানা।

Md Alimul Ansari Kalu

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের মিশন শুরু...
08/06/2024

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের মিশন শুরু...

খেলা                       খেলা                   খেলা নাচোলের সোনালী অতীতের  প্রবীণ  খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ফুট...
07/06/2024

খেলা খেলা খেলা

নাচোলের সোনালী অতীতের প্রবীণ খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঈদের পরের দিন এ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, নাচোল রেল স্টেশন মাঠে খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করবে নাচোল বাজার একাদশ বনাম স্টেশন একাদশ।

সকল ফুটবল প্রেমিদের খেলা দেখার আমন্ত্রণ রইল।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে  বজ্রপাতে দুই শিশুসহ তিনজনে মৃত্যু হয়েছে। )মারা যাওয়া তিনজনের মধ্যে দুই জন শিবগঞ্জ উ...
07/06/2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে দুই শিশুসহ তিনজনে মৃত্যু হয়েছে।

)মারা যাওয়া তিনজনের মধ্যে দুই জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
মারা যাওয়া তিনজন হলো, ভোলাহাটের হঠাৎপাড়ার ইসলামের মেয়ে আমেনা (৯) ও শিবগঞ্জ উপজেলা পাকা ইউনিয়নের
দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টার পাড়ার রাকিবুলের মেয়ে কবিতা খাতুন (১১) ও আলীডাঙ্গা গ্রামের সুভাষ বোকতের স্ত্রী ববি বোকত (৩০)।
শুক্রবার দুপুরে আম কুড়াতে গিয়ে ও গোসল করার সময় ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতে হলে তারা মারা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টার পাড়ার নিজ বাড়িতে গোসল করার সময় বজ্রপাতে শিশু
কবিতা খাতুন মারা যায়। আর একই সময় ঝড় বৃষ্টি হলে আলীডাঙ্গা গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয়ে যায় গৃহবধূ ববি। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, ভোলাহাটে ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গেলে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় শিশু আমেনা খাতুন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই দুই থানার ওসি।

Address

Nachol

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের নাচোল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category