17/07/2025
আপনি যদি দেওয়ানী আদালত থেকে আপনার পক্ষে আপনার কোনো বিরোধীয় সম্পত্তি সংক্রান্তে ডিক্রি পেয়ে থাকেন, কিন্তু ডিক্রি পেয়েও ডিক্রিপ্রাপ্ত সম্পত্তির দখল বুঝে না পান বা দখল বুঝে পেতে বাধাপ্রাপ্ত হন, তাহলে আদালতে আবেদনক্রমে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী (বিশেষ করে পুলিশ স্কর্ট) এর মাধ্যমে আপনার সম্পত্তির দখল বুঝে নিতে পারবেন। পূর্বে এভাবে আদালতে আবেদনক্রমে পুলিশ বাহিনীর মাধ্যমে ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝে নিতে পুলিশ স্কর্ট বাবদ কিছু খরচাদি দেওয়ানী আদেশ ও বিধিমালা মোতাবেক ডিক্রিদার পক্ষকে বহন করতে হতো। কিন্তু, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে The Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 (দেওয়ানী কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ) জনস্বার্থে প্রকাশ করেন । উক্ত সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে The Code of Civil Procedure, 1908 তথা দেওয়ানী কার্যবিধি, ১৯০৮-এ কিছু ধারা ও বিধি সংযোজন করা হয়েছে। উক্ত আইনের ধারা ৯৪ এরপরে ৯৪ক এবং আদেশ ২১ এর বিধি ১০৩ এর পরে বিধি ১০৪ সংযোজন করা হয়েছে। উক্ত ধারা ও বিধির আলোকে বর্তমানে দেওয়ানী আদালত নির্বাহী কর্তৃপক্ষ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনে ডিক্রি জারীর জন্য নির্দেশ দিতে পারবেন। ফলে, পূর্বের নিয়ম ও প্রথা অনুযায়ী পুলিশ স্কর্ট বাবদ ডিক্রিদারকে আর কোনো খরচ প্রদান করতে হবে না। সুতরাং, আপনার ডিক্রিপ্রাপ্ত সম্পত্তির দখল বুঝে নিতে বাধাপ্রাপ্ত হলে আদালতে আবেদনক্রমে কোনোরূপ খরচা ব্যতিরেকেই পুলিশ স্কর্ট নিতে পারবেন। উক্ত আইনি প্রতিকারটি নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারকে বিষয়টি আলাদাভাবে অবগত করা হয়েছে।
এছাড়া, আপনার মামলা নিয়ে যেকোনো তথ্য বা পরামর্শ পেতে, অথবা অভিযোগ জানাতে নিম্নে প্রদত্ত অত্র জেলা জজ আদালতের জুডিসিয়াল হেল্পলাইন নাম্বারে বা সুপ্রীম কোর্টের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। ( সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত)
১। চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের হেল্পলাইন নাম্বারঃ
01335-145030
Email: [email protected]
২। সুপ্রীম কোর্টের হেল্পলাইন নাম্বারঃ
01316-154216 এবং 01795373680
Email: [email protected]