Pragati Life Insurance plc, Sherpur

Pragati Life Insurance plc, Sherpur ★ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তীক অনুমোদিত ও নিয়ন্ত্রিত।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি আইন, 1994 এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে 30 জানুয়ারী, 2000-এ প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতামূলকতা বজায় রাখার দর্শনের সাথে, বিচক্ষণ ব্যবস্থাপনার সাথে ভারসাম্য এবং সমস্ত পলিসি হোল্ডারদের জন্য ন্যায্যতা। কোম্পানিটি বীমা ব্যবসা পরিচালনার জন্য বীমা আইন, 1938 এর অধীনে 11 এপ্রিল, 2000 তারিখে বীমা বিভাগ থেকে নিবন্ধন প্রাপ্ত করে। কোম্পানিটি 30 মিলিয

়ন টাকা পরিশোধিত মূলধন দিয়ে শুরু করেছে যার একটি অনুমোদিত মূলধন 2000 টাকা। 250 মিলিয়ন এখন বর্তমান পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১ হাজার কোটি টাকা। 84 মিলিয়ন। প্রগতি লাইফের পৃষ্ঠপোষকতা করেছেন বিভিন্ন শিল্প গ্রুপের সাথে যুক্ত দেশের কিছু স্বনামধন্য ব্যবসায়ী উদ্যোক্তারা। 2005 সালে পাবলিক ইস্যুর জন্য যায় এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড উভয়েই তালিকাভুক্ত হয়।

ক্লায়েন্টদের আর্থিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি বাজারে দীর্ঘমেয়াদী পুঁজি তৈরির সুবিধার্থে কার্যকরভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে প্রগতি লাইফ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রগতি লাইফ, তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার প্রক্রিয়ায়, নিজস্ব অ্যাকচুয়ারিয়াল বিভাগ দ্বারা তৈরি নতুন গ্রাহক ভিত্তিক এবং উদ্ভাবনী পণ্যগুলি বিকাশ করছে। অল্প সময়ের মধ্যে, কোম্পানিটি সারা দেশে একটি বৈচিত্র্যময় পণ্য লাইনের সাথে তার ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে বাজারে একটি ফ্র্যাঞ্চাইজি মান তৈরি করেছে।
প্রগতি লাইফের শুরু থেকেই বিশ্বের বৃহত্তম পুনর্বীমাকারী-মিউনিখ পুনর্বীমা কোম্পানি, জার্মানির সাথে পুনঃবীমা চুক্তি রয়েছে।
প্রগতি লাইফ বাংলাদেশের প্রথম বীমা কোম্পানি যা তার পলিসি হোল্ডারদের জন্য পুশ-পুল (এসএমএস) পরিষেবার মাধ্যমে পলিসির স্ট্যাটাস প্রদান করে। কোম্পানির পলিসি হোল্ডাররাও তাদের পলিসির বিশদ ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

14/05/2025

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ জালালুল আজিম সম্প্রতি Channel 9 এ বিশেষ সাক্ষাৎকার প্রদান করেছেন। তিনি গ্রাহক স্বার্থ সুরক্ষায় প্রগতি লাইফের গৃহীত পদক্ষেপ গুলো নিয়ে কথা বলেন।

09/05/2025

ইন্স্যুরেন্স সেবাকে আরও বিশ্বস্ত, গতিশীল ও সহজলভ্য করতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাথে
#ব্র্যাক_ব্যাংক, #ডাচ্_বাংলা_ব্যাংক ও #মিচুয়াল_ট্রাস্ট_ব্যাংক এর সম্মিলিত প্রচেষ্টা ব্যাঙ্কাস্যুরেন্স। তাই আমাদের পার্টনার ব্যাংকগুলো থেকে মাত্র ৫ মিনিটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বীমা পলিসি ক্রয় করে সুরক্ষিত করুন আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা।

📌 বিস্তারিত জানতে কল করুন: ০১৮১০৫৫৯৫২২
➡️ অথবা ভিজিট করুন: https://www.pragatilife.com

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জালালুল আজিম গত ৩০ এপ্রিল ২০২...
08/05/2025

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জালালুল আজিম
গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে The Financial Express-এ প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের জীবন বীমা শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

সাক্ষাৎকারে উঠে এসেছে গ্রাহক আস্থা বৃদ্ধিতে করণীয়, ডিজিটাল রূপান্তরের অগ্রগতি, মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলা, Bancassurance ও তাকাফুল-এর প্রসারসহ বীমা শিল্পের টেকসই ভবিষ্যতের রূপরেখা।

সাক্ষাৎকারটি উপস্থাপন করা হলো।

বিস্তারিত: https://www.google.com/amp/s/today.thefinancialexpress.com.bd/special-issues/transforming-insurance-landscape/stricter-compliance-and-transparency-in-claim-settlements-are-essential-1745953751%3famp=true

১ম কোয়ার্টার ক্লোজিং এ মাসিক উন্নয়ন সভা। প্রধান অতিথি MD  #আলহাজ্ব_জালালুল_আজিম স্যারবিশেষ অতিথি AMD  #আলহাজ্ব_ফারুক_মাহ...
07/05/2025

১ম কোয়ার্টার ক্লোজিং এ মাসিক উন্নয়ন সভা।
প্রধান অতিথি MD #আলহাজ্ব_জালালুল_আজিম স্যার
বিশেষ অতিথি AMD #আলহাজ্ব_ফারুক_মাহমুদ স্যার
সভাপতিত্ব করেন আইপিএল পদ্ম পকল্পের ইনচার্জ জনাব #সালাউদ্দিন_আকবর স্যার

07/05/2025

১ম কোয়ার্টার ক্লোজিং এ মাসিক উন্নয়ন সভা।
২০২৫-০৫-০৭

যাদের ত্যাগ ও শ্রমের মধ্য দিয়ে দেশের উন্নতি, তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের কর্তব্য। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে...
01/05/2025

যাদের ত্যাগ ও শ্রমের মধ্য দিয়ে দেশের উন্নতি, তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের কর্তব্য।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে সকল শ্রমিকদের শ্রদ্ধা ও শুভেচ্ছা।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি শেরপুর

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কাওরান বাজারে কোম্পানির প্রধান কার...
24/04/2025

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কাওরান বাজারে কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবেচনা করে শেয়ারহোল্ডাদের জন্য ২০% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস শেয়ারের সুপারিশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন। সভায় উপস্থিত ছিলেন পরিচালক খলিলুর রহমান, এম.এ. আউয়াল, সাইদুর রহমান, নাসির লতিফ, এম.এ. মালেক, মো. মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার মোহাম্মাদ আউয়াল। এছাড়াও স্বতন্ত্র পরিচালক হাছিনাতুন নাহার, মো. জামালউদ্দিন, মাহবুব আনাম।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল-মনজুর (এসিআইআই), সিএফও অমর কৃষ্ণ শীল (এফসিএ), সহ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী (এফসিএস) ।

আলহামদুলিল্লাহ
22/04/2025

আলহামদুলিল্লাহ

প্রগতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্...
18/04/2025

প্রগতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ৭ শতাংশ বোনাস।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ০১ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৫৮ পয়সা।

আগামী ১৯ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

18/04/2025
17/04/2025

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
বার্ষিক সম্মেলন ২০২৪ইং কক্সবাজার।
স্হানঃ-হোটেল সি প্যালেস কক্সবাজার
১৬-০৪-২০২৫ইং

বিটিভিতে নিউজ টি দেখে খুব ভালো লাগলো

কোম্পানির বার্ষিক সম্মেলনে  যোগ দিতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা।
14/04/2025

কোম্পানির বার্ষিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা।

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Pragati Life Insurance plc, Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pragati Life Insurance plc, Sherpur:

Share